Student's Nurse Welfare Association- SNWA,Rangpur

09/08/2024
18/02/2024

তুচ্ছ নয় রক্তদান,বাঁচাতে পারে একটি প্রাণ।
রক্তের গ্রুপঃ O+, (৭তম বার)
তারিখঃ-- ১৮/২/২০২৪ইং
রক্তদানের স্থানঃ- নিউ আইডিয়াল জেনারেল হসপিটাল,রংপুর।

সবাই আমার জন্য এবং রোগী জন্য দোয়া করবেন।

16/02/2024

#নার্সিং ভর্তি পরীক্ষা ২০২৩-২৪

✴️ সার্কুলার হবে- ২২.০২.২৪
✴️আবেদন শুরু - ২৫.০২.২৪
✴️আবেদনের শেষ তারিখ- ১৬.০৩.২৪
✴️ টাকা জমা দেয়ার শেষ সময়- ১৭.০৩.২৪ রাত ১২.০০
✴️প্রবেশপত্র সংগ্রহ- ২০.০৪.২৪
✴️ভর্তি পরীক্ষা- ২৬.০৪.২৪
(সকাল-১০.০০-১১.০০)
✴️ফলাফল প্রকাশ- ২৯.০৪.২৪
✴️ভর্তির সময়কাল- ০১.০৫.২৪ থেকে ১৪.০৫.২৪ পর্যন্ত
✴️ক্লাস শুরু -২১.০৫.২৪

#বিশেষ বিজ্ঞপ্তি!! সুবর্ন সুযোগ
২০২১/২০২২/২০২৩ শিক্ষাবর্ষে যারা এইচএসসি পাস করেছেন তারা নার্সিং ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন।।।

তাই আর দেরি না করে,
যেকোনো প্রয়োজনে যোগাযোগ করুন,,,,

ফোন:০১৫৬৮১৯২১৮১

 #শিক্ষা সফর ও প্রীতি বনভোজনতারিখঃ ১/০২/২০২৪ইং
28/01/2024

#শিক্ষা সফর ও প্রীতি বনভোজন
তারিখঃ ১/০২/২০২৪ইং

04/11/2023

একটি মানবিক আবেদন,,,

💁রোগীর সমস্যা: সিজার (সিজারের আগে এক ব্যাগ ব্লাড দিতে হবে।
হিমোগল্বিন : 9.0
🔴রক্তের গ্রুপ: A+
💉রক্তের পরিমাণ: ১ ব্যাগ
📆রক্তদানের তারিখ: ৪/১১/২০২৩ ইং
📆রক্তদানের সময়: আজ বিকাল ৩টার মধ্যে।
🏥রক্তদানের স্থান: উত্তর ক্লিনিক রংপুর।
☎যোগাযোগ: 01314181939
রেফারেন্সঃ মোঃ সোহানুর ইসলাম

বিঃদ্রঃ নিজে দিতে না পারলে, পোস্টটি শেয়ার করে রক্ত পেতে সহযোগিতা করুন ।

17/10/2023

💁রোগীর সমস্যা : ব্লাড ক্যান্সার
🔴রক্তের গ্রুপঃ A+
💉রক্তের পরিমাণঃ ১ ব্যাগ
📆রক্তদানের তারিখঃ ১৮/১০/২০২৩
⌚রক্তদানের সময়ঃ সকাল ১০ থেকে দুপুর।
🏥রক্তদানের স্থানঃ রংপুর মেডিকেল।
☎যোগাযোগ: 01311978560(sohanur)

এন্টিবায়োটিক আবিষ্কার করেছিলেন স্যার আলেকজান্ডার ফ্লেমিং। ফ্লেমিং স্যার বলেছিলেন, "এই এন্টিবায়োটিকের কারণে আজ কোটি কোট...
04/10/2023

এন্টিবায়োটিক আবিষ্কার করেছিলেন স্যার আলেকজান্ডার ফ্লেমিং। ফ্লেমিং স্যার বলেছিলেন, "এই এন্টিবায়োটিকের কারণে আজ কোটি কোটি লোক বেঁচে যাবে। অনেক বছর পর এগুলো আর কাজ করবেনা। তুচ্ছ কারণে কোটি কোটি লোক মারা যাবে আবার।''
:
এন্টিবায়োটিক খাওয়ার কিছু নিয়ম আছে। একটা নির্দিষ্ট ডোজে, একটা নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত এন্টিবায়োটিক খেতে হয়। না খেলে যেটা হতে পারে সেটাকে বলা হয় "এন্টিবায়োটিক রেজিসটেন্স''।
:
ধরি, আমার দেহে এক লক্ষ ব্যাকটেরিয়া আছে। এগুলোকে মারার জন্য আমার ১০টা এম্পিসিলিন খাওয়া দরকার। এম্পিসিলিন এক প্রকার এন্টিবায়োটিক। খেলাম আমি ৭ টা। ব্যাকটেরিয়া মরলো ৭০ হাজার এবং আমি সুস্থ হয়ে গেলাম। ৩০ হাজার ব্যাকটেরিয়া কিন্তু রয়েই গেলো। এগুলো শরীরে ঘাপটি মেরে বসে জটিল এক কান্ড করলো নিজেরা নিজেরা।
:
তারা ভাবলো, যেহেতু এম্পিসিলিন দিয়ে আমাদের ৭০ হাজার ভাইকে হত্যা করা হয়েছে। অতএব আমাদেরকে এম্পিসিলিন প্রুফ জ্যাকেট পরতে হবে এবার। প্ল্যান করে থেমে থাকেনা এরা, বরং সত্যি সত্যি জ্যাকেট তৈরি করে ফেলে এই ব্যাকটেরিয়া গুলো। এরা বাচ্চা-কাচ্চাও পয়দা করে একই সময়ে। বাচ্চাদেরকেও সেই জ্যাকেট পরিয়ে দেয়।
এর ফলে যেটা হয়, পরের বার এম্পিসিলিন নামক এন্টিবায়োটিকটা আর কাজ করেনা।
:
সবচেয়ে ভয়ংকর বিষয় হচ্ছে, জ্যাকেট পরা ব্যাকটেরিয়া গুলো কেবল ঐ ব্যাক্তির শরীরেই বসে থাকেনা। তিনি হাঁচি দেন, কাশি দেন, ব্যাকটেরিয়া গুলো ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। এক সময় পুরো এলাকায়ই আর ঐ এন্টিবায়োটিক কাজ করেনা। যারা খুব নিয়ম করে ওষুধ খান তারাও বিপদে পড়ে যান সবার সাথে।
:
আমরা খুব ভয়ংকর একটা সময়ের দিকে এগিয়ে যাচ্ছি দ্রুত। ব্যাকটেরিয়া আর তাদের বিভিন্ন 'জ্যাকেট'এর তুলনায় এন্টিবায়োটিকের সংখ্যা খুব বেশি না। অনেক এন্টিবায়োটিক এখন আর কাজ করেনা, বাকিগুলোর ক্ষমতাও কমে আসছে। আমাদের বড় বড় হসপিটাল থাকবে, সেখানে এফসিপিএস, এমডি, পিএইচডি করা ডাক্তাররা থাকবেন কিন্তু কারোরই কিছু করার থাকবেনা। সামান্য সর্দীতেই রোগী মরে সাফ হয়ে যাবে।
:
উন্নত বিশ্বের চিকিৎসা ব্যবস্থা আলাদা। তারা নিয়ম মেনে ডাক্তারের পরামর্শ মতো ওষুধ খায়। বিপদে আছি আমরা। 'মেডিসিনের বাইবেল' নামে পরিচিত ডেভিডসের বইয়েও আমাদের এই উপমহাদেশের উল্লেখ আছে আলাদা করে। অনেক ট্রিটমেন্টে বলা হয়েছে,
"This organism is registrant against this Drugs in Indian subc

19/09/2023

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট নার্সিং বিভাগে ছাত্রী মোছা: যমুনা খাতুন (শিক্ষাবর্ষ:২০২১-২২) ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ১৯/৯/২৩ তারিখ সকাল ১০টায় ইন্তেকাল করেছেন (ইন্না.-রাযিয়ুন)। মরহুমার বিদেহী আত্নার মাগফেরাত কামনা করে মাননীয় ভাইস চ্যান্সেলর গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহানুভুতি জ্ঞাপন করেছেন।

26/08/2023

একটা মানবিক আবেদন
রোগীর সমস্যা : অপারেশন
🔴রক্তের গ্রুপ: A+
✅ হিমোগ্লোবিন: জানা নাই
💉রক্তের পরিমাণ : ১ব্যাগ
📝তারিখ : ২৭-৮-২০২৩ইং
🕐রক্ত দানের সময় : সকাল ১১টার মধ্যে
☎যোগাযোগ : ০১৩১১৯৭৮৫৬০
🏥রক্ত দানের স্থান : রংপুর মেডিকেল হাসপাতাল।

24/07/2023

একটা মানবিক আবেদন
রোগীর সমস্যা : সিজার
🔴রক্তের গ্রুপ: B-
✅ হিমোগ্লোবিন: 8.0 g/dl
💉রক্তের পরিমাণ : ১ব্যাগ
📝তারিখ : ২৪/৭/২০২৩ইং
🕐রক্ত দানের সময় : যত দ্রুত সম্ভব( ব্লাড এর জন্য অপারেশন হচ্ছে না।
☎যোগাযোগ : 01312544069 (রোগীর ভাই)
🏥রক্ত দানের স্থান : গাইবান্ধা

ধন্যবাদ

22/07/2023

একটা মানবিক আবেদন
রোগীর সমস্যা : এক্সিডেন্ট ( রক্তস্বল্পতা)
🔴রক্তের গ্রুপ: O+
✅ হিমোগ্লোবিন: জানা নাই
💉রক্তের পরিমাণ :১ব্যাগ
📝তারিখ : ২২/৭/২০২৩
🕐রক্ত দানের সময় : যত দ্রুত সম্ভব।
☎যোগাযোগ : 01994743538(রোগীর লোকের নাম্বার)
🏥রক্ত দানের স্থান : বৈশাখী ক্লিনিক রংপুর।

ধন্যবাদ

Address

Rangpur
5400

Telephone

+8801311978560

Website

Alerts

Be the first to know and let us send you an email when Student's Nurse Welfare Association- SNWA,Rangpur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Student's Nurse Welfare Association- SNWA,Rangpur:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram