02/11/2025
#অপারকুলেকটমি ( – Before & After)
অনেক সময় দাঁত উঠার সময় দাঁতের ওপর অতিরিক্ত মাড়ির ফ্ল্যাপ থাকে — যার ভেতরে খাবার জমে ব্যথা, ইনফেকশন, বাজে গন্ধ এবং চিবাতে কষ্ট হয়।
এই ছোট্ট মাইনর প্রক্রিয়া “Operculectomy” এর মাধ্যমে ওই অতিরিক্ত মাড়ি সরিয়ে দিলে দাঁত পরিষ্কারভাবে প্রকাশ হয় এবং সমস্যাগুলো অনেক কমে যায়।
📌 ছবিতে Before & After – দেখুন কিভাবে শুধু অতিরিক্ত মাড়ি সরানোর মাধ্যমে দাঁত পরিষ্কারভাবে বের হয়ে এসেছে।
এটা Local anesthesia’তে করা হয়, অনেক কম সময় লাগে এবং রোগী খুব বেশি অসুবিধা অনুভব করে না।
আপনার দাঁতে কি এরকম সমস্যা বা ব্যথা হচ্ছে?
অবহেলা না করে সময়মতো চিকিৎসা নিন।
Healthy Smile = Confident You ✨
---
📍 Painless Dentistry by Dr. ANM Bashar – Rangpur
---
Appointment / Query
📩 ইনবক্স করুন 01751-281818
🦷