Dr. Bashar Dental & Smile Center

Dr. Bashar Dental & Smile Center Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr. Bashar Dental & Smile Center, NORTH SIDE OF AAT TOLA MOSQUE, BESIDE HELP DIAGNOSTIC, DHAP, KAKOLI Lane, RANGPUR, Rangpur.
(39)

মুখ ও দন্তরোগ বিশেষজ্ঞ ও সার্জন
ঠিকানা : পেইনলেস ডেন্টিস্ট্রী
রংপুর ধাপ ৮ তলা মসজিদ সংলগ্ন( উত্তর দিকে),
স্মার্ট ডায়াগনষ্টিক এর অপজিটে, কাকলি লেন, রংপুর
মোবাইল : +880 1751-281818

মানুষের রিজিক যে নির্ধারিত তা বুঝার জন্য এই ছবি টাই যথেষ্ট। বাইকে করে ভাইটি ইলিশ মাছ কিনে নিয়ে যাচ্ছিলেন অথচ বাইক এক্সিড...
13/09/2025

মানুষের রিজিক যে নির্ধারিত তা বুঝার জন্য এই ছবি টাই যথেষ্ট। বাইকে করে ভাইটি ইলিশ মাছ কিনে নিয়ে যাচ্ছিলেন অথচ বাইক এক্সিডেন্টে রাস্তায় স্পট ডেথ।

ইলিশ মাছ গুলো ঠিকই পড়ে আছে কিন্তু যে খাবে সে মানুষ টাই দুনিয়াতে নাই....

ইমাম শাফিয়ি (রাহি.) বলেন,

'যা কিছু তোমার জন্য লিখিত সেটি পাহাড়ের চূড়ায় থাকলেও তোমারই হবে। আর যা কিছু তোমার জন্য লেখা হয়নি, সেটি দুই ঠোঁটের মধ্যখানে থাকলেও তোমার হবে না।'

10/09/2025
21/08/2025

বর্তমানে তরুণ প্রজন্মের জন্য একটি আকর্ষণীয় পেশা হতে পারে চিকিৎসা দালালী। প্রায় বিনা পুঁজিতে বেশুমার ইনকামের পাশাপাশি রয়েছে অগাধ সন্মান আর খাতিরের সুবর্ণ সুযোগ।

পেরিফেরির প্রত্যেকটা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার মূলত দালাল নির্ভর। এদের প্রত্যেকের রোগীর প্রধান ফিডার গ্রাম-গঞ্জের কোয়াক, বেকার ও ওষুধ দোকানদার ওরফে মহান দালালরা।

রোগী কোন হাসপাতালে ডাক্তার দেখাবে, ভর্তি হবে বা অপারেশন করাবে এটা নির্ভর করে এসব দালালের মতের উপর। এছাড়া ডাক্তারের জশ বা হাসপাতালের সার্ভিস এগুলো রোগীদের কাছে প্রায় মূল্যহীন।

দালাল সাহেব যেখানে বলবেন রোগী অন্ধবিশ্বাসে সেই ডাক্তার বা হাসপাতালের কাছে নিজেকে সঁপে দিবে। হাসপাতালগুলোর কাছে তাই রোগীর চেয়েও এসব দালালের কদর অনেক বেশি।

এরা হাসপাতালে পায় ভিআইপি মর্যাদা। হাসপাতালের টাকায় খাওয়া-দাওয়া আপ্যায়ন চলে টপ ক্লাস। এমডি-চেয়ারম্যানের সাথে এদের দহরম মহরম। এর সাথে রোগীর মোট চিকিৎসা বিলের প্রায় ৫০ ভাগ বা আরো বেশি চলে যায় এদের পকেটে। এটাকে ভদ্র ভাষায় বলে রেফারেল ফি বা আরএফ।

আগে ২৫-৩০% দিয়ে কাজ চালাতো হাসপাতালগুলো। এখন কম্পিটিশনের যুগে এটা বেড়ে হয়েছে ৫০-৬০%। বাকি ৪০-৫০% পায় হাসপাতাল; সার্জন, এসিস্ট্যান্ট, এনেস্থেটিস্ট, ফিজিশিয়ান সহ অন্যান্য ডাক্তারের বিল সহ।

আবার রোগীর লোকদের কাছে ভালো সেজে, তাদেরকে সময় দিয়ে তাদের কাছেও পায় প্রচুর সম্মান, আস্থা ও মোটা অংকের সম্মানী। শুধু লাভ আর লাভ।

কোনো কাজ না করে, ঘুরেফিরে খেয়ে দেয়ে, সবার কাছ থেকে ভালবাসা সন্মান পেয়ে অটোমেটিক পকেট পুরা করার মতো এমন নবাবী পেশা আর দ্বিতীয়টা নাই। মাসে গোটা পাঁচেক রোগী হাসপাতালে ভর্তি করাতে পারলে প্রথম শ্রেণীর সরকারি চাকরি এমনকি বহু লোভনীয় প্রাইভেট চাকরির চেয়ে বেশি ইনকা। করা কোনো ব্যপারই না।

সবচেয়ে বড় ব্যপার, রোগীদের চিকিৎসা খরচ বৃদ্ধি ও হয়রানির পিছনে সবচেয়ে বড় কারণ এই দালালী ফি হওয়ার পরেও এটা নিয়ে রোগীর লোকজন, সুশীল সমাজ বা সাংবাদিক সাহেবদের বিন্দুমাত্র মাথাব্যথা বা লেখালেখি নাই, তাই এ পেশা শতভাগ নিরাপদ ও রিস্ক ফ্রি।

শুধু শুধু পয়সা ও সময় নষ্ট করে পড়াশোনা না করে, বা পড়াশোনা শেষে চাকরির জন্য জুতার তলি ক্ষয় না করে, বিদেশে মোটা অংকের টাকা দিয়ে লাইন না দিয়ে তরুণ প্রজন্ম দলে দলে দালালী পেশায় আত্মনিয়োগ করে দেশ, দশ ও নিজের সেবা করার মাধ্যমে সঠিক পথ বেছে নিবে, এটাই কামনা।

😓😓😓

লেখক ডা. Arefin Rusho

12/08/2025

নার্সিং বোটল ক্যারিস (Nursing Bottle Caries) হলো শিশুর দুধদাঁতের একটি বিশেষ ধরনের ক্ষয় রোগ, যা মূলত নিম্নোক্ত কারণে ঘটে:

1. **কারণ**:
রাতে ঘুমানোর সময় শিশুর মুখে দুধ, জুস বা মিষ্টি তরলপূর্ণ বোতল রাখা, দীর্ঘক্ষণ বুকের দুধ খাওয়ানো, বা চুষনিতে মধু/চিনি লাগানোর অভ্যাস। এতে দাঁতে ব্যাকটেরিয়ার সংস্পর্শে এসিড তৈরি হয়ে ক্ষয় সৃষ্টি করে ।

2. **লক্ষণ**:
- উপরির চোয়ালের সামনের ৪টি দাঁতে বাদামি বা কালো দাগ বা গর্ত ।
- ক্ষয়ের মাত্রা বেশি হলে দাঁত ভেঙে যাওয়া ।
- সাধারণত ১৮ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের মধ্যে দেখা যায় ।

3. **প্রতিরোধ**:
- রাতে বোতল বা বুকের দুধ খাইয়ে ঘুমানো এড়িয়ে চলুন।
- প্রতিবার খাওয়ানের পর পরিষ্কার নরম কাপড় দিয়ে দাঁত ও মাড়ি মুছুন বা পানি খাওয়ান ।
- প্রথম দাঁত ওঠার পর থেকেই নিয়মিত ব্রাশ করান (টুথপেস্ট ছাড়া) ।
- ৬ মাস অন্তর ডেন্টাল চেকআপ করুন ।

4. **চিকিৎসা**:
- ক্ষয় কম হলে ফিলিং, বেশি গভীর হলে রুট ক্যানাল (পালপেকটমি) বা দাঁত তুলে ফেলা প্রয়োজন ।

⚠️ **মনে রাখুন**: নিচের চোয়ালের দাঁত সাধারণত এই ক্ষয় থেকে রক্ষা পায়, কারণ জিহ্বা ও লালা তা ধোয়ার মাধ্যমে সুরক্ষা দেয় ।

10/08/2025

মুখের দুর্গন্ধ (হ্যালিটোসিস) একটি সাধারণ কিন্তু বিব্রতকর সমস্যা। বেশিরভাগ ক্ষেত্রেই এর কারণ মুখগহ্বরের ভেতরে থাকে এবং সঠিক যত্নে এটি নিয়ন্ত্রণ করা সম্ভব। মুখের দুর্গন্ধ দূর করতে যা করণীয়:

# # # ১. **মৌলিক মুখগহ্বরের পরিচ্ছন্নতা:**
* **দাঁত ব্রাশ:** দিনে অন্তত **দুইবার** (সকালে নাশতার পর + রাতে ঘুমানোর আগে) নরম ব্রাশ ও ফ্লোরাইড টুথপেস্ট দিয়ে কমপক্ষে ২ মিনিট ধরে ব্রাশ করুন। দাঁতের সব পৃষ্ঠ (বাইরে, ভেতরে, চিবানোর অংশ) পরিষ্কার করুন।
* **ডেন্টাল ফ্লস/ইন্টারডেন্টাল ব্রাশ:** শুধু ব্রাশে দাঁতের ফাঁক পরিষ্কার হয় না। প্রতিদিন **অন্তত একবার** ফ্লস বা ইন্টারডেন্টাল ব্রাশ ব্যবহার করুন।
* **জিহ্বা পরিষ্কার:** জিহ্বা ব্যাকটেরিয়ার আড্ডাখানা! ব্রাশের পেছনের খাঁজকাটা অংশ বা আলাদা **জিহ্বা পরিষ্কারক** দিয়ে জিহ্বার পিছনের দিক থেকে সামনের দিকে আলতো করে স্ক্র্যাপ করুন।

# # # ২. **মুখের আর্দ্রতা বজায় রাখা:**
* **পর্যাপ্ত পানি পান:** মুখ শুকনো হলে (জেরোস্টোমিয়া) ব্যাকটেরিয়া দ্রুত বংশবৃদ্ধি করে। সারাদিন ধরে পর্যাপ্ত পানি পান করুন। সকালে ঘুম থেকে উঠে পানি পান করা বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
* **চিনিমুক্ত চুইংগাম বা লজেন্স:** লালা নিঃসরণ বাড়াতে সাহায্য করে, যা প্রাকৃতিকভাবে মুখ ধুয়ে দেয় এবং ব্যাকটেরিয়া কমায়।

# # # ৩. **খাদ্যাভ্যাস ও জীবনযাত্রায় পরিবর্তন:**
* **গন্ধযুক্ত খাবার সীমিত করা:** পেঁয়াজ, রসুন, ঝাল মসলাযুক্ত খাবার, অতিরিক্ত কফি, অ্যালকোহল ইত্যাদি সাময়িক বা দীর্ঘস্থায়ী দুর্গন্ধের কারণ হতে পারে।
* **ধূমপান ও তামাক পরিহার:** ধূমপান এবং তামাকজাত দ্রব্য মুখ শুষ্ক করে, মাড়ির রোগ বাড়ায় এবং নিজেই তীব্র দুর্গন্ধ সৃষ্টি করে। ছাড়াই একমাত্র সমাধান।
* **মিষ্টি ও কার্বোহাইড্রেট কমানো:** চিনি ব্যাকটেরিয়ার খাদ্য। অতিরিক্ত মিষ্টি খাবার, সফট ড্রিংকস, স্ন্যাকস ব্যাকটেরিয়ার বৃদ্ধি ত্বরান্বিত করে।

# # # ৪. **মাউথওয়াশ (যদি ব্যবহার করেন):**
* **অ্যালকোহলমুক্ত মাউথওয়াশ বেছে নিন:** অ্যালকোহলযুক্ত মাউথওয়াশ মুখ শুষ্ক করতে পারে। ক্লোরহেক্সিডিন বা সেটাইলপাইরিডিনিয়াম ক্লোরাইড (CPC) যুক্ত অ্যান্টিসেপটিক মাউথওয়াশ কার্যকর, তবে ডাক্তারের পরামর্শ ছাড়া দীর্ঘদিন ব্যবহার করবেন না।
* **সতর্কতা:** মাউথওয়াশ মুখের দুর্গন্ধের **অস্থায়ী সমাধান** মাত্র। এটি মৌলিক ব্রাশিং, ফ্লসিং ও জিহ্বা পরিষ্কারের **বিকল্প নয়**।

# # # ৫. **নিয়মিত ডেন্টাল চেকআপ:**
* **ছয় মাসে একবার** দন্তচিকিৎসকের কাছে গিয়ে দাঁত ও মাড়ির পরীক্ষা এবং প্রফেশনাল ক্লিনিং করান। দাঁতে ক্যারিজ (গর্ত), মাড়ির রোগ (জিনজিভাইটিস, পেরিওডোনটাইটিস), জমে থাকা প্লাক বা টারটার, ফোঁড়া ইত্যাদি মুখের দুর্গন্ধের প্রধান কারণ।

# # # ৬. **যদি ঘরোয়া যত্নে উন্নতি না হয়:**
* **দন্তচিকিৎসক বা ডাক্তার দেখান:** যদি উপরের সব নিয়ম মেনেও দুর্গন্ধ না কমে, তাহলে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিন। কারণ হতে পারে:
* দাঁত বা মাড়ির গভীর সমস্যা
* টনসিলের পাথর (টনসিলোলিথ)
* সাইনুসাইটিস, নাকে পলিপ, নাক ডাকা
* গ্যাস্ট্রিক/অ্যাসিডিটি, লিভারের সমস্যা (কম সাধারণ)
* কিছু নির্দিষ্ট ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া

# # বিশেষ পরিস্থিতিতে (যেমন রোজা রাখাকালীন):
* সাহরি ও ইফতারে প্রচুর পানি পান করুন।
* জিহ্বা পরিষ্কার করুন, ফ্লস ব্যবহার করুন।
* চিনিমুক্ত চুইংগাম ব্যবহার করা যেতে পারে (যদি ধর্মীয়ভাবে অনুমোদিত হয়)।
* খুব গন্ধযুক্ত বা অতিরিক্ত মিষ্টি খাবার এড়িয়ে চলুন।

**স্মরণীয়:** মুখের দুর্গন্ধ প্রায়ই নিজের টের পাওয়া যায় না, কিন্তু অন্যেরা লক্ষ্য করে। নিয়মিত ও সঠিক মুখের যত্নই মুখের দুর্গন্ধ প্রতিরোধ ও নিরাময়ের সবচেয়ে কার্যকর উপায়। সমস্যা দীর্ঘস্থায়ী হলে দেরি না করে ডাক্তারের শরণাপন্ন হোন।

আমরা অনেকেই আক্কেল দাঁতকে (তৃতীয় মোলার) অপ্রয়োজনীয় মনে করি। কিন্তু বিজ্ঞানীরা এখন বলছেন, এই দাঁত আসলে “মেডিকেল গোল্ড”...
14/07/2025

আমরা অনেকেই আক্কেল দাঁতকে (তৃতীয় মোলার) অপ্রয়োজনীয় মনে করি। কিন্তু বিজ্ঞানীরা এখন বলছেন, এই দাঁত আসলে “মেডিকেল গোল্ড”!
আপনার আক্কেল দাঁতের নরম ভেতরের অংশে থাকে বিশেষ কিছু কোষ, যাদের বলা হয় ডেন্টাল পাল্প স্টেম সেল (DPSCs)। এই কোষগুলো আমাদের শরীরের “মাস্টার সেল” বা মূল কোষের মতো। এদের অসাধারণ ক্ষমতা হলো, এরা নিজেদের প্রতিলিপি তৈরি করতে পারে এবং শরীরের বিভিন্ন ধরনের কোষে রূপান্তরিত হতে পারে – যেমন নিউরন (মস্তিষ্কের কোষ), হাড়ের কোষ, তরুণাস্থি, এমনকি হৃদপিণ্ডের পেশী কোষেও।
এই স্টেম সেলগুলো সংগ্রহ করা অস্থিমজ্জা থেকে সংগ্রহের চেয়ে অনেক সহজ এবং কম ঝুঁকিপূর্ণ। যেহেতু আক্কেল দাঁত প্রায়শই এমনিতেই তুলে ফেলা হয়, তাই বাড়তি কোনো অস্ত্রোপচারের প্রয়োজন হয় না। সবচেয়ে বড় সুবিধা হলো, নিজের দাঁত থেকে সংগ্রহ করা এই কোষগুলো ভবিষ্যতে আপনার নিজের চিকিৎসার জন্য ব্যবহার করলে রোগ প্রতিরোধ ক্ষমতা দ্বারা প্রত্যাখ্যানের (immune rejection) কোনো ঝুঁকি থাকে না।
গবেষণায় দেখা গেছে, এই DPSCs পারকিনসন'স (Parkinson's) এবং আলঝেইমার'স (Alzheimer's) এর মতো স্নায়বিক রোগের চিকিৎসায় দারুণ সম্ভাবনা দেখাচ্ছে। এরা ক্ষতিগ্রস্ত স্নায়ুকোষের জায়গায় নতুন নিউরন-সদৃশ কোষ তৈরি করতে পারে এবং মস্তিষ্কের প্রদাহ কমাতেও সাহায্য করে। এছাড়াও, হাড় ও তরুণাস্থি পুনর্গঠনে এবং হৃদপিণ্ডের কার্যকারিতা ডেভেলপ করতেও এদের দারুন কার্যকারিতা দেখা গেছে।
যা একসময় নিছকই “মেডিকেল বর্জ্য” ছিল, তা এখন পুনরুজ্জীবনমূলক চিকিৎসায় এক শক্তিশালী হাতিয়ার হিসেবে বিবেচিত হচ্ছে। যদিও মানুষের উপর আরও ক্লিনিক্যাল ট্রায়াল প্রয়োজন। ভবিষ্যতে আপনার আক্কেল দাঁত আপনার বা আপনার প্রিয়জনের জীবন বাঁচাতে এক অমূল্য সম্পদ হয়ে উঠতে পারে!
অনুবাদ: AH Abubakkar Siddique
তথ্যসূত্র:
1. Stemodontics com
2. Frontiers in Cell and Developmental Biology 3. PMC (PubMed Central) - National Library of Medicine
4. ORCID (Dr. Gaskon Ibarretxe's profile)
5. ResearchGate net
6. MDPI
📌 পরিচিত হন একজন মুখ ও দন্তরোগ বিশেষজ্ঞের সাথে:
🧑‍⚕️ Dr. Anam Bashar
👉 মুখ ও দন্তরোগ বিশেষজ্ঞ ও সার্জন
📍 পেইনলেস ডেন্টিস্ট্রি
৮ তলা মসজিদ সংলগ্ন (উত্তর দিকে), ধাপ, কাকলি লেন, রংপুর
📞 মোবাইল: +880 1751-281818
📣 দাঁতের সমস্যা নিয়ে বসে থাকবেন না।
আজই অ্যাপয়েন্টমেন্ট নিন একজন অভিজ্ঞ ও নির্ভরযোগ্য Oral & Dental Surgeon এর কাছ থেকে।
#দাঁতের_ডাক্তার_রংপুর












best dentists in Rangpur📌 পরিচিত হন একজন মুখ ও দন্তরোগ বিশেষজ্ঞের সাথে:
🧑‍⚕️ Dr. Anam Bashar
👉 মুখ ও দন্তরোগ বিশেষজ্ঞ ও সার্জন
📍 পেইনলেস ডেন্টিস্ট্রি
৮ তলা মসজিদ সংলগ্ন (উত্তর দিকে), ধাপ, কাকলি লেন, রংপুর
📞 মোবাইল: +880 1751-281818
📣 দাঁতের সমস্যা নিয়ে বসে থাকবেন না।
আজই অ্যাপয়েন্টমেন্ট নিন একজন অভিজ্ঞ ও নির্ভরযোগ্য Oral & Dental Surgeon এর কাছ থেকে।
#দাঁতের_ডাক্তার_রংপুর












best dentists in Rangpur

রংপুরে দাঁতের ডাক্তার অনেক, কিন্তু ভালো ডাক্তার কিভাবে বুঝবেন?আপনি কি “দাঁতের ডাক্তার রংপুর” লিখে সার্চ করে হাঁপিয়ে উঠেছ...
08/07/2025

রংপুরে দাঁতের ডাক্তার অনেক, কিন্তু ভালো ডাক্তার কিভাবে বুঝবেন?

আপনি কি “দাঁতের ডাক্তার রংপুর” লিখে সার্চ করে হাঁপিয়ে উঠেছেন?
আপনার দাঁতের যত্ন কি একজন সঠিক ও বিশ্বস্ত বিশেষজ্ঞের হাতে আছে?

একটা ছোট ভুল চিকিৎসা দাঁতের স্থায়ী ক্ষতির কারণ হতে পারে — তাই ভালো ডাক্তার বাছাই করা জরুরি! কিভাবে করবেন যাচায়?

আজকে জানুন, রংপুরে ভালো দাঁতের ডাক্তার চেনার ৪টি সিক্রেট টিপস:

🔍 ১. আপনি শুধু ডাক্তার খুঁজছেন, নাকি একজন শ্রোতা?
একজন ভালো ডাক্তার আপনার কথা মন দিয়ে শুনবেন, কারণ রোগ বোঝা ছাড়া চিকিৎসা হয় না।

🧪 ২. চিকিৎসা নয়, অভিজ্ঞতা:
দাঁতের সমস্যা অনেক রকম — ক্যাভিটি, দাঁত বসানো, স্কেলিং, মাড়ির ইনফেকশন। ডাক্তার কি সব ক্ষেত্রে অভিজ্ঞ?

🧼 ৩. ক্লিনিক শুধু সুন্দর নয়, হাইজেনিক কি না সেটা দেখুন!
রংপুর শহরে অনেক চেম্বার থাকলেও সব জায়গায় স্টেরিলাইজেশন ঠিকভাবে হয় না।

🌟 ৪. অন্যরা কী বলছে – রিভিউ দেখুন:
Google বা Facebook-এ “Best Dentist in Rangpur” লিখে সার্চ দিন। রিভিউ আপনাকে অনেক কিছু বলে দেবে।

📌 পরিচিত হন একজন মুখ ও দন্তরোগ বিশেষজ্ঞের সাথে:
🧑‍⚕️ Dr. Anam Bashar
👉 মুখ ও দন্তরোগ বিশেষজ্ঞ ও সার্জন
📍 পেইনলেস ডেন্টিস্ট্রি
৮ তলা মসজিদ সংলগ্ন (উত্তর দিকে), ধাপ, কাকলি লেন, রংপুর
📞 মোবাইল: +880 1751-281818

📣 দাঁতের সমস্যা নিয়ে বসে থাকবেন না।
আজই অ্যাপয়েন্টমেন্ট নিন একজন অভিজ্ঞ ও নির্ভরযোগ্য Oral & Dental Surgeon এর কাছ থেকে।

#দাঁতের_ডাক্তার_রংপুর












best dentists in Rangpur

বেবি বোতল ক্যারিজ কী?  অনেক বাবা-মা তাদের শিশুকে ঘুম পাড়ানোর জন্য বিছানায় এক বোতল দুধ দিয়ে থাকেন। এটি দেখতে harmless ...
02/07/2025

বেবি বোতল ক্যারিজ কী?

অনেক বাবা-মা তাদের শিশুকে ঘুম পাড়ানোর জন্য বিছানায় এক বোতল দুধ দিয়ে থাকেন। এটি দেখতে harmless মনে হলেও, এটি আপনার শিশুর দাঁতের জন্য ক্ষতি করতে পারে। যখন একটি শিশু মুখে দুধ নিয়ে ঘুমিয়ে পড়ে, তখন দুধের প্রাকৃতিক শর্করা দীর্ঘ সময় ধরে দাঁতে লেগে থাকে। ঘুমের সময় লালার প্রবাহ কমে যায়, ফলে মুখ থেকে এই শর্করা ধুয়ে যাওয়া কঠিন হয়ে পড়ে।

এটি ব্যাকটেরিয়া বৃদ্ধির জন্য একটি আদর্শ পরিবেশ তৈরি করে। ব্যাকটেরিয়া এই শর্করা খেয়ে অ্যাসিড তৈরি করে, যা দাঁতের এনামেলকে আক্রমণ করে। সময়ের সাথে, এটি দাঁতের ক্ষয় সৃষ্টি করে—বিশেষ করে উপরের সামনের দাঁতগুলোতে—এমনকি যদি আপনার শিশুর বয়স খুব কম হয় বা শুধুমাত্র দুধদাঁত থেকেও।

এই ধরনের ক্ষয়কে নার্সিং/বেবি বোতল ক্যারিজ বলা হয়।

এটি ব্যথা, সংক্রমণ এবং পরবর্তীতে কথা বলা বা খাওয়ার সমস্যা পর্যন্ত সৃষ্টি করতে পারে। তাই শিশুকে বোতল নিয়ে ঘুমাতে দেওয়া এড়ানো এবং ঘুমানোর আগে তাদের দাঁত বা মাড়ি পরিষ্কার করা গুরুত্বপূর্ণ, এমনকি যদি তাদের কয়েকটি দাঁতই থাকে। প্রথম থেকেই সতর্কতা তাদের হাসি আজীবন সুরক্ষিত রাখবে।
মুখ ও দন্তরোগ বিশেষজ্ঞ ও সার্জন
ঠিকানা : পেইনলেস ডেন্টিস্ট্রী
রংপুর ধাপ ৮ তলা মসজিদ সংলগ্ন( উত্তর দিকে),
স্মার্ট ডায়াগনষ্টিক এর অপজিটে, কাকলি লেন, রংপুর
মোবাইল : +880 1751-281818
Dr Anam Bashar dentist in rangpur
দাঁতের ডাক্তার রংপুর
Best dentist in rangpur
Bd Dentist dr anam bashar
Rangpur valo dentist
Oral & Dental Surgeon
female dentist in rangpur
rangpur dental college
dr ariful islam dentist rangpur
dr abdul wahab dentist rangpur
recent dentistry rangpur
elegant dentistry rangpur
doctors 2 rangpur doctor list
rangpur Dentist doctor list
female dentist in rangpur
best dentist in rangpur
rangpur dental doctor list

🦷ছোট একটি পরিবর্তন, মুখে ফিরলো হাসি!❌ Before দাঁতের ফাঁকা জায়গা, সারি ঠিক নেই, কিছু দাঁতের অবস্থান ছিল বাকা — যা শুধু দে...
22/06/2025

🦷ছোট একটি পরিবর্তন, মুখে ফিরলো হাসি!
❌ Before
দাঁতের ফাঁকা জায়গা, সারি ঠিক নেই, কিছু দাঁতের অবস্থান ছিল বাকা — যা শুধু দেখতে বাজে লাগছিল না, বরং ছিল অনেক স্বাস্থ্যঝুঁকির কারণও।
✅ After
সারি সোজা হয়েছে, দাঁতের গঠন এসেছে স্বাভাবিক অবস্থায়। এখন হাসি আরও বেশি সুন্দর।
💬 কী সমস্যা ছিল এই কেসে?
🔹 দাঁতের ভেতরে খাবার আটকে যেত
🔹 দাঁতের সারি ছিল এলেমেলো
🔹 মুখে দুর্গন্ধের ঝুঁকি ছিল
🔹 চিবাতে সমস্যা হতো

🩺 আমরা যেভাবে সমাধান করেছি?
✔️ চেকআপ + এক্স-রে
✔️ ব্রেস বা অর্থোডন্টিক কেয়ার
✔️ নিয়মিত ফলোআপ ও পরিচর্যা

মুখ ও দন্তরোগ বিশেষজ্ঞ ও সার্জন
ঠিকানা : পেইনলেস ডেন্টিস্ট্রী
রংপুর ধাপ ৮ তলা মসজিদ সংলগ্ন( উত্তর দিকে),
স্মার্ট ডায়াগনষ্টিক এর অপজিটে, কাকলি লেন, রংপুর
মোবাইল : +880 1751-281818
Dr Anam Bashar dentist in rangpur

দাঁতের ডাক্তার রংপুর
Best dentist in rangpur
Bd Dentist dr anam bashar
Rangpur valo dentist
Oral & Dental Surgeon
female dentist in rangpur
rangpur dental college
dr ariful islam dentist rangpur
dr abdul wahab dentist rangpur
recent dentistry rangpur
elegant dentistry rangpur
doctors 2 rangpur doctor list
rangpur Dentist doctor list
female dentist in rangpur
best dentist in rangpur
rangpur dental doctor list

Address

NORTH SIDE OF AAT TOLA MOSQUE, BESIDE HELP DIAGNOSTIC, DHAP, KAKOLI Lane, RANGPUR
Rangpur
5400

Opening Hours

Monday 10:00 - 20:00
Tuesday 10:00 - 20:00
Wednesday 10:00 - 20:00
Thursday 10:00 - 19:00
Friday 05:00 - 20:00
Saturday 10:00 - 20:00
Sunday 10:00 - 20:00

Telephone

+8801751281818

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Bashar Dental & Smile Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Bashar Dental & Smile Center:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram