Blood Donation Chilmari Welfare Foundation - BDCWF

Blood Donation Chilmari Welfare Foundation - BDCWF Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Blood Donation Chilmari Welfare Foundation - BDCWF, Blood bank, Chilmari, Kurigram, Rangpur.

মাসুমের ৩য় বার বি+ রক্তদান, রক্তদানের স্থান : চিলমারী হাসপাতাল। তারিখ : ২৭-১১-২০২৪ ইং...
27/11/2024

মাসুমের ৩য় বার বি+ রক্তদান,
রক্তদানের স্থান : চিলমারী হাসপাতাল।
তারিখ : ২৭-১১-২০২৪ ইং...

25/11/2024

🙏একটি মানবিক আবেদন🙏সকলেই সহযোগিতা করুন

💁‍♂️রোগীর সমস্যা: সিজার

🩸রক্তের গ্রুপ: AB- (Negetive)

🔴রক্তের পরিমাণ: ১ ব্যাগ

💊হিমোগ্লোবিন: জানা নাই

📆রক্তদানের তারিখ: ২৫-১১২৪ইং

⌚রক্তদানের সময়: সিজার পরবর্তী

🏥রক্তদানের স্থান: সূর্যের হাসি ক্লিনিক, কুড়িগ্রাম।

☎যোগাযোগ: +8801776691321

👥রেফারেন্স: সবুজ (আমার বন্ধু)

11/10/2024

রক্তের গ্রুপ নির্বাচন শিখতে যারা ইচ্ছুক তাদের জন্য এই পোস্ট 💧🩸💧

ব্লাড গ্রুপিংয়ের জন্য যা দরকার-♦♦♦️

১। ব্লাড গ্রুপিংয়ের ৩ টা এন্টি-🧪🧪🧪
(I) Anti-A 🔵
(II) Anti-B 🟡
(III) Anti-D ⚪

২। জীবাণুমুক্ত একটা সুচ 📌
৩।একটা কাঁচের স্লাইড ◻️
৪।তুলা🧻
৫। জীবানুনাশক ⚱️
প্রথমে যার ব্লাড গ্রুপ নির্বাচন করবেন তার হাতের যেকোনো একটা আঙুল ভালো করে জীবাণুমুক্ত করে নিবেন।এরপর সুচ দিয়ে আঙুল এর আগায় হাল্কা খোঁচা দিয়ে কাঁচের স্লাইডে ৩ ফোটা রক্ত নিবেন ছবিতে দেয়া নির্দেশনা অনুযায়ী দুরত্ব রেখে।তারপর-
১ম ফোঁটায় এন্টি-A 🔵
২য় ফোঁটায় এন্টি-B🟡
৩য় ফোঁটায় এন্টি-D⚪
দিয়ে ভাল করে সুচ এর গোড়া দিয়ে মেশাবেন।খেয়াল রাখবেন রক্ত এবং এন্টি মেশানোর সময় একটা যেনো অন্যটার সাথে না মিশে। মিশেলে সঠিক গ্রুপিং হবে না।

এখন ব্লাড গ্রুপিংয়ের এর নিয়ম-♦♦🩸🩸

১। যদি Anti -A ফাটে আর Anti-B না ফাটে তাহলে রক্তের গ্রুপ A।

২। যদি Anti-A না ফাটে আর Anti -B ফাটে তাহলে রক্তের গ্রুপ B।

৩। যদি Anti- A এবং Anti-B দুইটাই ফাটে তাহলে রক্তের গ্রুপ AB।

৪। যদি Anti-A ও Anti-B একটাও না ফাটে তাহলে রক্তের গ্রুপ O।

আমরা রক্তের গ্রুপ নির্বাচন শিখলাম।
এখন positive আর negative নির্বাচন-

১।Anti-D........ যদি ফাটে তাহলে রক্ত ➕(positive)।
২।Anti-D......... যদি না ফাটে তাহলে রক্ত ➖ (negative)

উপদেষ্টা পরিচালক
দ্য ভলান্টিয়ার রেসকিউ কুড়িগ্রাম
জেলা বোর্ড।

26/02/2024

জরুরি ভিত্তিতে রক্তের প্রয়োজন💢
💁রোগীর সমস্যাঃ সিজার
🔴রক্তের গ্রুপঃ (ও নেগেটিভ)
💊হিমোগ্লোবিনঃ জানা নাই
💉রক্তের পরিমাণঃ ১ ব্যাগ
📆রক্তদানের তারিখঃ ০১/০৩/২৪ ইং
⌚রক্তদানের সময়ঃ যে কোনো সময়।
🏥রক্তদানের স্থানঃ চিলমারী সদর
☎যোগাযোগঃ 01704-387276
💝রেফারেন্সঃ আমি নিজেই।

আপনার এক ব্যাগ রক্তদানে
শান্তি মিলবে অন্যের প্রাণে...💝

06/12/2023

আসসালামু আলাইকুম...🌷🌷

আপনি স্বেচ্ছায় রক্ত দিতে চাইলে আপনার...👉

➡️ আপনার নাম =>
➡️ রক্তের গ্রুপ =>
➡️ ফোন নাম্বার =>
➡️ বয়স =>
➡️ ওজন =>
➡️ লোকেশন =>

➡️ শেষ রক্ত দানের সময় =>
জানিয়ে দিয়েন...❤️

আজ ২রা নভেম্বর,🩸জাতীয় স্বেচ্ছায় রক্তদান দিবস,সকল রক্তযোদ্ধা ও রক্তদাতাদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন...❤
02/11/2023

আজ ২রা নভেম্বর,🩸

জাতীয় স্বেচ্ছায় রক্তদান দিবস,
সকল রক্তযোদ্ধা ও রক্তদাতাদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন...❤

১ মিনিট সময় লাগবে সবাই একটু পোস্ট টা পরবেন।❤️💉আপনি রক্ত দিতে ভয় পান??কথা দিলাম আপনাকে কল দিবো না!বলব না একজন মা মারা যাচ...
24/10/2023

১ মিনিট সময় লাগবে সবাই একটু পোস্ট টা পরবেন।

❤️💉আপনি রক্ত দিতে ভয় পান??

কথা দিলাম আপনাকে কল দিবো না!

বলব না একজন মা মারা যাচ্ছে রক্ত দিন!
শুধু বলবো ব্লাড গ্রুপটা চেক করে রাখুন।

❤️যে মা মৃত্যু যন্ত্রনাকে ভয় না পেয়ে আপনাকে আমাকে জন্ম দিয়েছিলো।
সেই মায়ের জন্য যদি কখনও রক্ত লাগে তখন কি করবেন?

আমার রক্তের গ্রুপ..বি+
আপনার রক্তের গ্রুপ জানা থাকলে বলতে পারেন।

❤️💉ব্লাড দিতে ইচ্ছুক হলে সাথে লোকেশন আর নাম্বারটা দিয়ে দিয়েন নাম্বার দিতে সমস্যা হলে ইনবক্সে নাম্বার দিয়ে দিতে পারেন।

ধন্যবাদ❤️❣️

15/10/2023

আসসালামু আলাইকুম...🌷🌷

আপনি স্বেচ্ছায় রক্ত দিতে চাইলে আপনার...👉

➡️ আপনার নাম =>
➡️ রক্তের গ্রুপ =>
➡️ ফোন নাম্বার =>
➡️ বয়স =>
➡️ ওজন =>
➡️ লোকেশন =>

➡️ শেষ রক্ত দানের সময় =>
জানিয়ে দিয়েন...❤️

Happy Blood Donating... ❤️

আপনার রক্তে বেঁচে যেতে পারে একটি মুৰ্মুষ রোগীর প্ৰাণ... ❤️
➡️ Dhonnobad...❤

হাসি মুখে রক্ত দান। হাসবে রোগী, বাঁচবে প্ৰাণ। আজ ১৪ জুন ২০২৩ ইং রক্ত দাতা দিবস।সকল রক্তযোদ্ধা সেচ্ছাসেবী ভাই বোনদের জন্...
14/06/2023

হাসি মুখে রক্ত দান। হাসবে রোগী, বাঁচবে প্ৰাণ। আজ ১৪ জুন ২০২৩ ইং রক্ত দাতা দিবস।
সকল রক্তযোদ্ধা সেচ্ছাসেবী ভাই বোনদের জন্য শুভেচ্ছা রইলো।

সিসরাত জাহানঢাকা বিশ্ববিদ্যালয় এ'ইউনিটে  মানবিক থেকে প্রথম,কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজ-কুড়িগ্রাম।সিসরাত এর আগে গুচ্ছ ভর্...
05/06/2023

সিসরাত জাহান
ঢাকা বিশ্ববিদ্যালয় এ'ইউনিটে মানবিক থেকে প্রথম,
কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজ-কুড়িগ্রাম।
সিসরাত এর আগে গুচ্ছ ভর্তি পরীক্ষায় বি ইউনিটেও প্রথম হয়েছিল...

31/03/2023

📢রেট এলার্ট 📢

#জরুরী_রক্তের_প্রয়োজন 💢একটি মানবিক আবেদন💢

🔸রোগীর নাম: রাহেনা বেগম
🔹 সমস্যা: এবরশন (abortion)
🔸বাসা/গ্রাম: চিলমারী নয়ার হাট (চর)
🔹রক্তের গ্রুপ: এ পজিটিভ
🔸হিমোগ্লোবিনের পরিমাণ : ৬.০০ এমএনএল
🔹রক্তের পরিমাণ: ৩ ব্যাগ
🔸রক্তদানের তারিখ: আজকেই ৩১ তারিখ
🔹রক্তদানের সময়: যত দ্রত সম্ভব
🔸রক্তদানের স্থান: কুড়িগ্রাম সদর হাসপাতার
🔹রেফারেন্স:নাজমুল ইসলাম
🔸মোবাইল: 01704483296

💢সবাই খুজে দেওয়ার চেষ্টা করি💢

রক্তদানে পিছিয়ে নেই নারীরা 💪🏽💪🏽১০ম বারের মতো লাল ভালোবাসা উপহার দিলেন প্রিয়  #নুস_রাত ✌🏾✌🏾💘
15/03/2023

রক্তদানে পিছিয়ে নেই নারীরা 💪🏽💪🏽
১০ম বারের মতো লাল ভালোবাসা উপহার দিলেন প্রিয় #নুস_রাত ✌🏾✌🏾💘

Address

Chilmari, Kurigram
Rangpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Blood Donation Chilmari Welfare Foundation - BDCWF posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category