Amra Foundation

Amra Foundation খুশি ছড়িয়ে দিতে চাই অসহায় মানুষের �

Amra Foundation এর উদ্যোগে  শঠিবাড়ি পাগলার বাজার সংলগ্ন, একটি মাদ্রাসায় কোরআন শরিফ বিতরণ করা হয়েছে। এমন কার্যক্রম অব্যাহ...
02/07/2024

Amra Foundation এর উদ্যোগে শঠিবাড়ি পাগলার বাজার সংলগ্ন, একটি মাদ্রাসায় কোরআন শরিফ বিতরণ করা হয়েছে।
এমন কার্যক্রম অব্যাহত রাখায়, ভালোবাসা ও শুভেচ্ছা জানাই অত্র সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ রাশেদুল ইসলাম কে।

জরুরী মুহূর্তে (বি পজেটিভ) রক্ত দানের জন্য। আমরা ফাউন্ডেশন ও মিঠাপুকুর রক্ত ডোনার এর পক্ষ থেকে মোঃ রাকিবুল ইসলাম রাব্বি(...
24/06/2023

জরুরী মুহূর্তে (বি পজেটিভ) রক্ত দানের জন্য। আমরা ফাউন্ডেশন ও মিঠাপুকুর রক্ত ডোনার এর পক্ষ থেকে মোঃ রাকিবুল ইসলাম রাব্বি(Rakibul Islam Rabby ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

জরুরি প্রয়োজনে (B+)রক্ত দান করায়,Md Dilshad Prodhan কে অসংখ্য ধন্যবাদ 💝
22/06/2023

জরুরি প্রয়োজনে (B+)রক্ত দান করায়,Md Dilshad Prodhan কে অসংখ্য ধন্যবাদ 💝

রংপুরবাসী আপনাদের মেয়ে পরিবারে ফিরতে চায়  আসসালামুআলাইকুম প্রিয় রংপুরবাসী ছবিতে যাকে দেখতেছেন  নাম ইনসানা সে ছোটবেলায...
13/02/2023

রংপুরবাসী আপনাদের মেয়ে পরিবারে ফিরতে চায়

আসসালামুআলাইকুম প্রিয় রংপুরবাসী ছবিতে যাকে দেখতেছেন নাম ইনসানা সে ছোটবেলায় ঘটনাক্রমে পরিবার থেকে হারিয়ে গেছে আরজে কিবরিয়ার আপন ঠিকানা অনুষ্ঠানের মাধ্যমে আমরা তার পরিবার টা কে খুঁজছি আপনাদের সহযোগিতা কামনা করছি

নাম : ইনসানা।
বর্তমান বয়স : ১৯ বছর।

পিতার নাম : জসিম উদ্দিন।

পিতার কর্ম : অসুস্থতার কারনে তিনি ভিক্ষা করতেন।

মাতার নাম : রাবেয়া।

ঠিকানা : হাটখোলা বাজার / [ আহন বাজার হতে পারে ] রংপুর।

বাজারের নাম : হাটখোলা বাজার। এই বাজারে তার বাবা ভিক্ষা করতে যেতেন। এই বাজারের পাশে একটি স্কুল ছিল।

ভাই ও বোনের সংখ্যা : ৪ জন।

ভাই ও বোনের নাম : আসরাফুল [ ভ্যান চালাতেন ] , উম্মে কুলসুম , তহুর , তিনি ইনসানা।

বড় ভাইয়ের কর্ম : ভ্যান গাড়ী চালাতেন।

যা কিছু মনে আছে :

তার বাবার দুইটি বিয়ে ছিল। বাবা অসুস্থ থাকার কারনে কাজ করতে পারতেন না। তাই তিনি ভিক্ষা করতেন।

বড় ভাই ভ্যান চালাক ছিলেন।

দারিদ্র্যেতার কারনে তার মা তাকে ১ম এক বাসায় স্টাফ হিসেবে দিয়েছিলেন। সেখানে কিছুদিন পরে সেই বাসা থেকে নিজের বাড়িতে চলে এসেছিলেন।

কিছুদিন পরে পাশের বাসার এক লোকের সাথে ঢাকাতে পাঠিয়ে দিয়েছিলেন তাকে ঢাকায় এক বাসায় স্টাফ হিসেবে। এই বাসায় যার কাছে থাকতেন সেই আন্টির মায়ের বাসা ছিল পাশাপাশি। সেই আন্টি তাকে একদিন তার মায়ের বাসায় পাঠিয়েছিলেন কিন্তু বাসা না চেনার কারনে যেতে পারেন নাই। আবার আন্টির বাসাতেও ফিরতে পারেন নাই ইনসানা।

এভাবে হারিয়ে গিয়েছে ইনসানা।

আপন ঠিকানার অনুষ্ঠানে ভিডিওতে বিস্তারিত বলেছে ভিডিওটা দেখতে চাইলে সার্চ দিন
আপন ঠিকানা ইউটিউব চ্যানেলে (পর্ব ৩৪১ ইনসানা)

ইনসানা এর তথ্য অনুযায়ী পরিবারটার কোনো খোঁজ পেলে যোগাযোগ করুন আপন ঠিকানার টিম মেম্বার শাহাদত হোসেন বাবু

ফোন 01747078200

09/02/2023

অভিরাম নুরপুর হাফেজিয়া মাদ্রাসায় ৪৮ তম ইছালে সওয়াব ওয়াজ মহফিলে সরাসরি

08/02/2023

রংপুরে ৪ ব্যাগ ইমার্জেন্সি A+ রক্ত লাগবে,কেউ থাকলে সাড়া দিন plz,আজকে দিতে পারলে ভালো হইতো আমরা রিসিভ করবো আর আজ না দিতে পারলে কালকে সকালে লাগবে

আলহামদুলিল্লাহ ডোনেট সংখ্যা-০৬৭ #নাহিদ_হাসান_সাগর "ও" পজেটিভ লাল ভালোবাসা দান করলেন,,,রোগী এবং রক্তদাতা উভয়ের জন্য সবাই ...
24/01/2023

আলহামদুলিল্লাহ
ডোনেট সংখ্যা-০৬৭
#নাহিদ_হাসান_সাগর "ও" পজেটিভ লাল ভালোবাসা দান করলেন,,,রোগী এবং রক্তদাতা উভয়ের জন্য সবাই দোয়া করবেন,,,
Amra Foundation এর পক্ষ থেকে ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন রইলো... আপনার মানব সেবায় নিজেকে সবসময় নিয়োজিত কার্য ধারা অব্যাহত থাকুক,,,❤️❤️❤️❤️

 #আলহামদুলিল্লাহ ডোনেট সংখ্যা-০৬৬আজকে ছোট ভাই    স্বেচ্ছায়  মুমূর্ষু এক রোগীকে প্রয়োজনীয় এক ব্যাগ "ও" পজেটিভ ব্লাড দিয়ে ...
24/01/2023

#আলহামদুলিল্লাহ
ডোনেট সংখ্যা-০৬৬

আজকে ছোট ভাই স্বেচ্ছায় মুমূর্ষু এক রোগীকে প্রয়োজনীয় এক ব্যাগ "ও" পজেটিভ ব্লাড দিয়ে সাহায্য করেছেন..
Amra Foundation ও মিঠাপুকুর রক্ত ডোনার পক্ষ থেকে তার প্রতি চির কৃতজ্ঞ ও অভিনন্দন রইলো..রোগী এবং রক্তদাতা উভয়ের জন্য দোয়া রইলো,,,,
আমরা চাই একটি দেশের প্রতিটি সমাজে তথা প্রতিটি পরিবারে যেন কমপক্ষে ১ জন করে হলেও রক্তদাতা গড়ে উঠুক,,এবং মানবতার খাতিরে মানবসেবায় এগিয়ে আসুক

24/01/2023

আলহামদুলিল্লাহ
#ডোনেট_সংখ্যা-০৬৫
Md Dilshad Prodhan ভাই অসুস্থ একজন ব্যক্তিকে স্বেচ্ছায় "বি" পজেটিভ এক ব্যাগ রক্ত দিয়ে সাহায্য করেছেন,,,সবাই রোগী এবং রক্তদাতা উভয়ের জন্য দোয়া করবেন,,
Amra Foundation ও মিঠাপুকুর রক্ত ডোনার পক্ষ থেকে ভাইয়ের প্রতি চির কৃতজ্ঞ ও অভিনন্দন রইলো,,, ❤️❤️❤️

আরেকটা কথা বলে নেই,,,সেটা হচ্ছে বিভিন্ন সময় ব্যাস্ততার কারনে অনেকে রক্তদান করলেও রক্তদাতাদের নিয়ে গ্রুপে পোস্ট করা সম্ভব হয় না,,তাই আমি আন্তরিক ভাবে দুঃখিত,,,,,,
আসুন সবাই স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসি এবং মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে সহায়তা করি,,

আলহামদুলিল্লাহ Amra Foundation এর উদ্যোগে মিঠাপুকুর উপজেলার লতিবপুর ইউনিয়নের দুর্গাপুর মধ্য পাড়া গ্রামে কিছু কম্বল ও অসু...
13/01/2023

আলহামদুলিল্লাহ Amra Foundation এর উদ্যোগে মিঠাপুকুর উপজেলার লতিবপুর ইউনিয়নের দুর্গাপুর মধ্য পাড়া গ্রামে কিছু কম্বল ও অসুস্থ দু জন লোকের ডাক্তারের ভিজিট ফি ফ্রী করে দেওয়া হয় এবং রানিপুকুর ইউনিয়নের বলদীপুকুর হাজিপাড়া দারুল উলুম মহিলা মাদ্রাসায় কিছু কোরআন শরীফ বিতরণ করতে সক্ষম হই..❤️❤️ এই ফাউন্ডেশনের ধারাবাহিকতা এবং কার্যক্রম ইনশাআল্লাহ চলতেই থাকবে,,ধন্যবাদ "আমরা ফাউন্ডেশন" এর পরিচালক মোঃ রাশেদুল ইসলাম এবং সভাপতি Ronju Ahmed আন্কেল সহ সকল নির্বাহী সদস্যদের যারা নিরন্তর শ্রম এবং অর্থ সহায়তা দিয়ে সাহায্য করে আসতেছেন আমরা তাদের প্রতি চির কৃতজ্ঞ,আশা করি এই সমাজের এবং দরিদ্র মানুষদের জন্য সামনে আরো ভালো কিছু উপহার দিবেন ইনশাআল্লাহ

Address

Rangpur

Telephone

+8801920857426

Website

Alerts

Be the first to know and let us send you an email when Amra Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Amra Foundation:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram