Amra Foundation

Amra Foundation খুশি ছড়িয়ে দিতে চাই অসহায় মানুষের �

ধন্যবাদ
17/09/2025

ধন্যবাদ

আলহামদুলিল্লাহ
26/08/2025

আলহামদুলিল্লাহ

Amra Foundation এর উদ্যোগে  শঠিবাড়ি পাগলার বাজার সংলগ্ন, একটি মাদ্রাসায় কোরআন শরিফ বিতরণ করা হয়েছে। এমন কার্যক্রম অব্যাহ...
02/07/2024

Amra Foundation এর উদ্যোগে শঠিবাড়ি পাগলার বাজার সংলগ্ন, একটি মাদ্রাসায় কোরআন শরিফ বিতরণ করা হয়েছে।
এমন কার্যক্রম অব্যাহত রাখায়, ভালোবাসা ও শুভেচ্ছা জানাই অত্র সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ রাশেদুল ইসলাম কে।

জরুরী মুহূর্তে (বি পজেটিভ) রক্ত দানের জন্য। আমরা ফাউন্ডেশন ও মিঠাপুকুর রক্ত ডোনার এর পক্ষ থেকে মোঃ রাকিবুল ইসলাম রাব্বি(...
24/06/2023

জরুরী মুহূর্তে (বি পজেটিভ) রক্ত দানের জন্য। আমরা ফাউন্ডেশন ও মিঠাপুকুর রক্ত ডোনার এর পক্ষ থেকে মোঃ রাকিবুল ইসলাম রাব্বি(Rakibul Islam Rabby ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

জরুরি প্রয়োজনে (B+)রক্ত দান করায়,Md Dilshad Prodhan কে অসংখ্য ধন্যবাদ 💝
22/06/2023

জরুরি প্রয়োজনে (B+)রক্ত দান করায়,Md Dilshad Prodhan কে অসংখ্য ধন্যবাদ 💝

রংপুরবাসী আপনাদের মেয়ে পরিবারে ফিরতে চায়  আসসালামুআলাইকুম প্রিয় রংপুরবাসী ছবিতে যাকে দেখতেছেন  নাম ইনসানা সে ছোটবেলায...
13/02/2023

রংপুরবাসী আপনাদের মেয়ে পরিবারে ফিরতে চায়

আসসালামুআলাইকুম প্রিয় রংপুরবাসী ছবিতে যাকে দেখতেছেন নাম ইনসানা সে ছোটবেলায় ঘটনাক্রমে পরিবার থেকে হারিয়ে গেছে আরজে কিবরিয়ার আপন ঠিকানা অনুষ্ঠানের মাধ্যমে আমরা তার পরিবার টা কে খুঁজছি আপনাদের সহযোগিতা কামনা করছি

নাম : ইনসানা।
বর্তমান বয়স : ১৯ বছর।

পিতার নাম : জসিম উদ্দিন।

পিতার কর্ম : অসুস্থতার কারনে তিনি ভিক্ষা করতেন।

মাতার নাম : রাবেয়া।

ঠিকানা : হাটখোলা বাজার / [ আহন বাজার হতে পারে ] রংপুর।

বাজারের নাম : হাটখোলা বাজার। এই বাজারে তার বাবা ভিক্ষা করতে যেতেন। এই বাজারের পাশে একটি স্কুল ছিল।

ভাই ও বোনের সংখ্যা : ৪ জন।

ভাই ও বোনের নাম : আসরাফুল [ ভ্যান চালাতেন ] , উম্মে কুলসুম , তহুর , তিনি ইনসানা।

বড় ভাইয়ের কর্ম : ভ্যান গাড়ী চালাতেন।

যা কিছু মনে আছে :

তার বাবার দুইটি বিয়ে ছিল। বাবা অসুস্থ থাকার কারনে কাজ করতে পারতেন না। তাই তিনি ভিক্ষা করতেন।

বড় ভাই ভ্যান চালাক ছিলেন।

দারিদ্র্যেতার কারনে তার মা তাকে ১ম এক বাসায় স্টাফ হিসেবে দিয়েছিলেন। সেখানে কিছুদিন পরে সেই বাসা থেকে নিজের বাড়িতে চলে এসেছিলেন।

কিছুদিন পরে পাশের বাসার এক লোকের সাথে ঢাকাতে পাঠিয়ে দিয়েছিলেন তাকে ঢাকায় এক বাসায় স্টাফ হিসেবে। এই বাসায় যার কাছে থাকতেন সেই আন্টির মায়ের বাসা ছিল পাশাপাশি। সেই আন্টি তাকে একদিন তার মায়ের বাসায় পাঠিয়েছিলেন কিন্তু বাসা না চেনার কারনে যেতে পারেন নাই। আবার আন্টির বাসাতেও ফিরতে পারেন নাই ইনসানা।

এভাবে হারিয়ে গিয়েছে ইনসানা।

আপন ঠিকানার অনুষ্ঠানে ভিডিওতে বিস্তারিত বলেছে ভিডিওটা দেখতে চাইলে সার্চ দিন
আপন ঠিকানা ইউটিউব চ্যানেলে (পর্ব ৩৪১ ইনসানা)

ইনসানা এর তথ্য অনুযায়ী পরিবারটার কোনো খোঁজ পেলে যোগাযোগ করুন আপন ঠিকানার টিম মেম্বার শাহাদত হোসেন বাবু

ফোন 01747078200

08/02/2023

রংপুরে ৪ ব্যাগ ইমার্জেন্সি A+ রক্ত লাগবে,কেউ থাকলে সাড়া দিন plz,আজকে দিতে পারলে ভালো হইতো আমরা রিসিভ করবো আর আজ না দিতে পারলে কালকে সকালে লাগবে

Address

Rangpur
43434

Telephone

+8801920857426

Website

Alerts

Be the first to know and let us send you an email when Amra Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Amra Foundation:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram