13/02/2023
রংপুরবাসী আপনাদের মেয়ে পরিবারে ফিরতে চায়
আসসালামুআলাইকুম প্রিয় রংপুরবাসী ছবিতে যাকে দেখতেছেন নাম ইনসানা সে ছোটবেলায় ঘটনাক্রমে পরিবার থেকে হারিয়ে গেছে আরজে কিবরিয়ার আপন ঠিকানা অনুষ্ঠানের মাধ্যমে আমরা তার পরিবার টা কে খুঁজছি আপনাদের সহযোগিতা কামনা করছি
নাম : ইনসানা।
বর্তমান বয়স : ১৯ বছর।
পিতার নাম : জসিম উদ্দিন।
পিতার কর্ম : অসুস্থতার কারনে তিনি ভিক্ষা করতেন।
মাতার নাম : রাবেয়া।
ঠিকানা : হাটখোলা বাজার / [ আহন বাজার হতে পারে ] রংপুর।
বাজারের নাম : হাটখোলা বাজার। এই বাজারে তার বাবা ভিক্ষা করতে যেতেন। এই বাজারের পাশে একটি স্কুল ছিল।
ভাই ও বোনের সংখ্যা : ৪ জন।
ভাই ও বোনের নাম : আসরাফুল [ ভ্যান চালাতেন ] , উম্মে কুলসুম , তহুর , তিনি ইনসানা।
বড় ভাইয়ের কর্ম : ভ্যান গাড়ী চালাতেন।
যা কিছু মনে আছে :
তার বাবার দুইটি বিয়ে ছিল। বাবা অসুস্থ থাকার কারনে কাজ করতে পারতেন না। তাই তিনি ভিক্ষা করতেন।
বড় ভাই ভ্যান চালাক ছিলেন।
দারিদ্র্যেতার কারনে তার মা তাকে ১ম এক বাসায় স্টাফ হিসেবে দিয়েছিলেন। সেখানে কিছুদিন পরে সেই বাসা থেকে নিজের বাড়িতে চলে এসেছিলেন।
কিছুদিন পরে পাশের বাসার এক লোকের সাথে ঢাকাতে পাঠিয়ে দিয়েছিলেন তাকে ঢাকায় এক বাসায় স্টাফ হিসেবে। এই বাসায় যার কাছে থাকতেন সেই আন্টির মায়ের বাসা ছিল পাশাপাশি। সেই আন্টি তাকে একদিন তার মায়ের বাসায় পাঠিয়েছিলেন কিন্তু বাসা না চেনার কারনে যেতে পারেন নাই। আবার আন্টির বাসাতেও ফিরতে পারেন নাই ইনসানা।
এভাবে হারিয়ে গিয়েছে ইনসানা।
আপন ঠিকানার অনুষ্ঠানে ভিডিওতে বিস্তারিত বলেছে ভিডিওটা দেখতে চাইলে সার্চ দিন
আপন ঠিকানা ইউটিউব চ্যানেলে (পর্ব ৩৪১ ইনসানা)
ইনসানা এর তথ্য অনুযায়ী পরিবারটার কোনো খোঁজ পেলে যোগাযোগ করুন আপন ঠিকানার টিম মেম্বার শাহাদত হোসেন বাবু
ফোন 01747078200