Sodaipati Online Bazar

Sodaipati Online Bazar Order your daily bazar & medicine by Online or Call. We will delivery within proper time from order

💚💛 আমাদের এই প্ল্যাটফর্মে আপনারা আপনাদের প্রতিদিনের পছন্দের বাজার অর্ডার করতে পারবেন। আমরা ভালো মানের পণ্য সঠিক সময়ে সরবরাহ করতে সচেষ্ট।।

🔴 ডেলিভারি সিস্টেম: আমরা বাংলাদেশের সকল জেলায় ১৮০ মিনিট থেকে ৭ দিনের মধ্যে হোম ডেলিভারি সার্ভিস দিয়ে থাকি।
🔴 পন্য ফেরত: আমরা ৭ থেকে ১৫ কর্মদিবসের মধ্যে অর্ডারকৃত পন্য ফেরত দিয়ে থাকি।
🔴 পন্যের মূল্য ফেরত: আমরা ৭ থেকে ১৫ কর্মদিবসের মধ্যে অর্ডারকৃত পন্যের মূল্য ফেরত দিয়ে থাকি।
🔴 বিক্রয়োত্তর সেবা: ওয়ারেন্টিযুক্ত পন্য সামগ্রীর ক্ষেত্রে বিক্রয়োত্তর সেবা প্রদান করা হয়।

🔴 ডেলিভারি চার্জঃ
👉 রংপুর ও ঢাকা সিটির ভিতরেঃ ৭০ টাকা (১ কেজি পর্যন্ত-হোম ডেলিভারি)
👉 রংপুর ও ঢাকা সিটির বাহিরেঃ ১৪০ টাকা (১ কেজি পর্যন্ত-হোম ডেলিভারি)

💚 আমরা (কুরিয়ার চার্জ ব্যতীত) পন্যের মূল্য ক্যাশ অন ডেলিভারিতেও নিয়ে থাকি।।
✅ আমাদের ডেলিভারি চার্জ পন্যের ওজন অনুযায়ী তারতম্য হতে পারে।।

🔴 পেমেন্ট গ্রহনঃ
💰 আমরা বিকাশ, নগদ, রকেট, ওকে ওয়ালেট, উপায় ওয়ালেট, ট্যাপ ওয়ালেট এর মাধ্যমে পেমেন্ট গ্রহণ করে থাকি।
👉 বিকাশ (মার্চেন্ট): ০১৫১৯১২৮২৬৪ (পেমেন্ট)
✔ নগদ (পার্সোনাল): ০১৯৭৯৯৫৫৬৬০
✔ রকেট (পার্সোনাল): ০১৯৭৯৯৫৫৬৬০
✔ ওকে ওয়ালেট (পার্সোনাল): ০১৯৭৯৯৫৫৬৬০
✔ উপায় ওয়ালেট (পার্সোনাল): ০১৯৭৯৯৫৫৬৬০
✔ ট্যাপ ওয়ালেট (পার্সোনাল): ০১৭১৯১২৮২৬৪

30/09/2025

🛒 ঘরে বসেই অর্ডার করুন আপনার পছন্দের পন্যটি।
👉 নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী, প্রয়োজনীয় ওষুধ এবং রেডি টু কুক - সব পাবেন এক জায়গায়।
📞 হেল্পলাইন: ০১৯৭৯৯৫৫৬৬০
💬 হোয়াটসঅ্যাপ: ০১৭১৯১২৮২৬৪
🌐 www.sodaipati.com.bd

#সদাইপাতিঅনলাইনবাজার #গ্রোসারিশপ #অনলাইনবাজার #হোমডেলিভারি #অনলাইনশপ #কাজুবাদাম #কাঠবাদাম #কিসমিস #রংপুরসিটি

29/09/2025

💚 কুমড়া বড়ি (অনেক জায়গায় “কুমড়ো বড়ি” বা “বড়ি” নামে পরিচিত) বাংলাদেশের একটি জনপ্রিয় ঐতিহ্যবাহী শুকনো খাবার, যা মূলত কুমড়া ও মাসকালাই ডাল দিয়ে তৈরি করা হয়। এটি সবজির তরকারি বা ডাল–মাংসের সাথে রান্না করে খাওয়া হয়। নিচে বিস্তারিত দেওয়া হলো:

✅ কীভাবে তৈরি হয়:
👉 মাসকালাই ডাল ভিজিয়ে নেওয়া হয়।
👉 সাধারণত মাসকালাই ডাল সারারাত ভিজিয়ে রাখা হয়।
👉 ভেজানো ডাল ভালোভাবে বেটে (শিলপাটা/গ্রাইন্ডারে) ঘন পেস্ট তৈরি করা হয়।
👉 কুমড়ার খোসা ছাড়িয়ে টুকরো করে কুচি কুচি করা হয় বা কুরিয়ে নেওয়া হয়।
👉 ডালের পেস্টের সাথে কুমড়া মিশিয়ে লবণ, অল্প পরিমাণ মশলা দেওয়া হয়।
👉 মিশ্রণ থেকে ছোট ছোট গোল বা ডিম্বাকৃতি বড়ি হাত দিয়ে বা চামচ দিয়ে কলাপাতার উপর সাজানো হয়।
👉 কয়েক দিন কড়া রোদে শুকিয়ে বড়ি শক্ত করে রাখা হয়।
👉 ভালোভাবে শুকালে এটি কয়েক মাস পর্যন্ত বাতাসরোধী পাত্রে সংরক্ষণ করা যায়।
👉 আলু, পুঁইশাক, লাউ, কচু, ঝিঙে বা মিক্সড ভেজিটেবল কারিতে কুমড়া বড়ি দিয়ে রান্না করলে বাড়তি স্বাদ পাওয়া যায়।
👉 ভেজে ডাল বা তরকারিতে সরাসরি দিয়েও রান্না করা হয়।

✅ পুষ্টিগুন:
👉 ডাল থেকে প্রোটিন ও ফাইবার পাওয়া যায়।
👉 কুমড়োতে রয়েছে ভিটামিন A ও অ্যান্টিঅক্সিডেন্ট।
👉 তেলে ভেজে রান্না করা হলে ক্যালরি কিছুটা বেড়ে যায়।

👉 রংপুর, রাজশাহী, দিনাজপুর, নওগাঁ, যশোরসহ উত্তরবঙ্গের অনেক এলাকায় এটি গ্রামীণ খাদ্যসংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ।

#সদাইপাতিঅনলাইনবাজার #গ্রোসারিশপ #হোমডেলিভারি #কুমড়োবড়ি #কুমড়াবড়ি #বড়ি #খাদ্যসংস্কৃতি #বাংলারঐতিহ্য #রংপুর #অনলাইনবাজার #অনলাইনশপ

29/09/2025

🛒 আপনার পছন্দের বাজারের ব্যাগ কিনুন ঘরে বসেই!
💸 মূল্য সাশ্রয়ী
✅ সাইজ: ১৭"-১৮.৫"
✅ ১ ইঞ্চি লাইলান ফিতা, টেকসই সেলাই
👉 এখনই অর্ডার করুন!
📞 অর্ডার হেল্পলাইন: ০১৯৭৯৯৫৫৬৬০
💬 হোয়াটসঅ্যাপ: ০১৭১৯১২৮২৬৪
🌐 অর্ডার করুন: www.sodaipati.com.bd
⏰ সকাল ১০টা - রাত ৮টা

👉 ফুল ফাইবার লাল চালের উপকারিতা:১) হজম শক্তি বাড়ায়:উচ্চমাত্রার আঁশ হজমে সাহায্য করে, কোষ্ঠকাঠিন্য দূর করে।২) ওজন কমাতে স...
28/09/2025

👉 ফুল ফাইবার লাল চালের উপকারিতা:

১) হজম শক্তি বাড়ায়:
উচ্চমাত্রার আঁশ হজমে সাহায্য করে, কোষ্ঠকাঠিন্য দূর করে।

২) ওজন কমাতে সহায়ক:
দীর্ঘক্ষণ পেট ভরা থাকে, ফলে অতিরিক্ত খাওয়া কমে যায়।

৩) ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে:
গ্লাইসেমিক ইনডেক্স কম হওয়ায় রক্তে শর্করার মাত্রা ধীরে বাড়ে।

৪) হৃদযন্ত্রের সুরক্ষা দেয়:
আঁশ ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় কোলেস্টেরল কমায়, হৃদরোগের ঝুঁকি কমায়।

৫) শক্তি জোগায় ও পুষ্টি দেয়:
এতে আয়রন, জিঙ্ক, ম্যাগনেশিয়াম ও ভিটামিন বি কমপ্লেক্স থাকে।

৬) দীর্ঘস্থায়ী রোগ প্রতিরোধে সহায়ক:
ফাইবার ও অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান ক্যান্সার প্রতিরোধেও সাহায্য করতে পারে।

👉 কারা খাবেন:

১) ডায়াবেটিস রোগী – রক্তে চিনির মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।

২) ওজন কমাতে চায় এমন ব্যক্তি – পেট ভরা রাখে, ক্যালোরি কম।

৩) হজমে সমস্যা বা কোষ্ঠকাঠিন্যে ভোগেন যারা – আঁশ হজমে সহায়ক।

৪) হৃদরোগ প্রতিরোধে সচেতন মানুষ – কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে।

৫) শিশু ও বৃদ্ধ – পরিমিত পরিমাণে খেলে পুষ্টি দেয়, কিন্তু বেশি আঁশ যেন কষ্ট না দেয়।

৬) সাধারণ সুস্থ মানুষ – দৈনন্দিন খাবারে পুষ্টিগুণ বাড়াতে।

👉 যাদের সতর্ক থাকতে হবে:

🔸 যারা অতিরিক্ত গ্যাস বা এসিডিটির সমস্যায় ভোগেন, তারা প্রথমে অল্প করে খেয়ে সহ্য হয় কিনা দেখবেন।

🔸 যারা নতুন খাচ্ছেন, ধীরে ধীরে পরিমাণ বাড়াবেন।

ফুল ফাইবার লাল চাল একটি পুষ্টিকর, স্বাস্থ্যবান্ধব খাবার। সঠিক পরিমাণে নিয়মিত খেলে এটি শরীরের জন্য খুবই উপকারী।

📞 হেল্পলাইন: ০১৯৭৯৯৫৫৬৬০
💬 হোয়াটসঅ্যাপ: ০১৭১৯১২৮২৬৪
🌐 অর্ডার করুন: www.sodaipati.com.bd
⏰ সকাল ১০টা - রাত ৮টা

💚 তাল মিছরি কেন খাবেন?👉 তাল মিছরির গুলাগুন সম্পর্কে সবাই কিছু না কিছু জানি-🟣 তাল মিছরি আমাদের পরিচিত একটি খাবার। এটি মূল...
28/09/2025

💚 তাল মিছরি কেন খাবেন?
👉 তাল মিছরির গুলাগুন সম্পর্কে সবাই কিছু না কিছু জানি-
🟣 তাল মিছরি আমাদের পরিচিত একটি খাবার। এটি মূলত বিভিন্ন অসুখ-বিসুখে পথ্য হিসেবে কাজ করে। সর্দি-কাশি থেকে শুরু করে রক্তস্বল্পতা- অনেক অসুখ দূরে রাখে এই তাল মিছরি। পেটের নানা সমস্যায় ভুগে থাকেন অনেকে। তাদের জন্যও তাল মিছরি বেশ উপকারী। এটি খেতেও বেশ সুস্বাদু। এটি প্রাকৃতিকভাবে তৈরি, তাই এর মধ্যে থাকা চিনি শরীরের জন্য ক্ষতিকর নয়।
🟣 তালমিছরিতে ভিটামিন, ক্যালসিয়াম, আয়রন, জিঙ্ক, ফসফরাস। থাকে ভিটামিন বি১, বি২, বি৩, বি৬ ও বি১২। যার ফলে সর্দি-কাশি গলাব্যথা সবেতেই ব্যবহার করা হয় এই তালমিছরির।
🟣 রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে আদা, গোলমরিচ, দারুচিনি, লবঙ্গ, মধু, লেবু পানি খাওয়ার পাশাপাশি প্রতিদিন তালমিছরিও খেতে হবে। যাদের ঠান্ডা লাগার ধাত রয়েছে তাদের জন্যেও খুবই ভালো তালমিছরি। তাল মিছরির আরও কিছু গুণের কথা প্রকাশ করেছে ইন্ডিয়ান টাইমস-
🟣 তালমিছরি পানিতে গুলে হালকা গরম করে খেলে কাশি হয় এবং গলায় জমে থাকা কফ, শ্লেষ্মা দূর হয়। কাশি বেশি হলে এক টুকরো তালমিছরি মুখে রাখলে অথবা তুলসী পাতার রসের সঙ্গে তালমিছরি গুলে খেলে কাশি কমে যাবে।
🟣 বয়সের সঙ্গে সঙ্গে হাড়ের ক্ষয় বাড়ে। সেইসঙ্গে বাড়ে হাঁটু ব্যথাও। এক্ষেত্রে তালমিছরির শরবত বেশ উপকারী। তালমিছরিতে থাকা ক্যালসিয়াম-পটাশিয়াম হাড়ের জন্য খুব ভালো।
🟣 অ্যানিমিয়ার সমস্যা রয়েছে যাদের, তারাও তালমিছরির শরবত খেতে পারেন। কারণ এর মধ্যে থাকা আয়রন শরীরে নতুন রক্ত তৈরিতে সাহায্য করে।
তালমিছরি দৃষ্টিশক্তি ঠিক রাখতেও বিশেষ ভূমিকা পালন করে। বাদাম, মৌরি, তালমিছরি, গোলমরিচ গুঁড়া করে দুধের সঙ্গে মিশিয়ে খেলে দৃষ্টিশক্তি ভালো হয়।
🟣 তালমিছরির মধ্যে থাকা গ্লাইসেমিক ইন্ডেক্সের মাত্রা ৩৫। যা রক্তে সুগারের মাত্রা বাড়ায় না। বরং নিয়ন্ত্রণে রাখে। এছাড়াও এর মধ্যে থাকে ভিটামিনও খনিজ উপাদান। তবে যাদের সুগার রয়েছে তাদের তালমিছরি কিন্তু বেশি না খাওয়াই ভালো।
🟣 যে মায়েরা শিশুকে দুধ পান করাচ্ছেন, তারা কালোজিরা ও তালমিছরি গুঁড়া করে দুধের সঙ্গে মিশিয়ে খেলে উপকারে আসে। এমনকী রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পায়।
🟣 শিশুকে চিনির বদলে দুধ কিংবা সুজির সঙ্গে তালমিছরি মিশিয়ে খাওয়ান। এতে শিশুর শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠবে।
💚 Sodaipati Online Bazar দিচ্ছে দুলাল চন্দ্র ভারের তাল মিছরি।

📞 হেল্পলাইন: ০১৯৭৯৯৫৫৬৬০
💬 হোয়াটসঅ্যাপ: ০১৭১৯১২৮২৬৪
🌐 অর্ডার করুন: www.sodaipati.com.bd
⏰ সকাল ১০টা - রাত ৮টা

#সদাইপাতিঅনলাইনবাজার #রংপুরসিটি #হোমডেলিভারি #গ্রোসারিশপ #তালমিছরি #দুলালচন্দ্রভার

🛒 ঘরে বসেই অর্ডার করুন আপনার পছন্দের পন্যটি।👉 নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী, প্রয়োজনীয় ওষুধ এবং রেডি টু কুক - সব পাবেন এক জ...
28/09/2025

🛒 ঘরে বসেই অর্ডার করুন আপনার পছন্দের পন্যটি।
👉 নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী, প্রয়োজনীয় ওষুধ এবং রেডি টু কুক - সব পাবেন এক জায়গায়।
📞 হেল্পলাইন: ০১৯৭৯৯৫৫৬৬০
💬 হোয়াটসঅ্যাপ: ০১৭১৯১২৮২৬৪
🌐 www.sodaipati.com.bd

#সদাইপাতিঅনলাইনবাজার #গ্রোসারিশপ #অনলাইনবাজার #হোমডেলিভারি #অনলাইনশপ #কাটারিনাজির #সিদ্ধকাটারি #চিনিগুড়াচাল #রংপুরসিটি

💚 কুমড়া বড়ি (অনেক জায়গায় “কুমড়ো বড়ি” বা “বড়ি” নামে পরিচিত) বাংলাদেশের একটি জনপ্রিয় ঐতিহ্যবাহী শুকনো খাবার, যা মূলত কুমড়া...
28/09/2025

💚 কুমড়া বড়ি (অনেক জায়গায় “কুমড়ো বড়ি” বা “বড়ি” নামে পরিচিত) বাংলাদেশের একটি জনপ্রিয় ঐতিহ্যবাহী শুকনো খাবার, যা মূলত কুমড়া ও মাসকালাই ডাল দিয়ে তৈরি করা হয়। এটি সবজির তরকারি বা ডাল–মাংসের সাথে রান্না করে খাওয়া হয়। নিচে বিস্তারিত দেওয়া হলো:

✅ কীভাবে তৈরি হয়:
👉 মাসকালাই ডাল ভিজিয়ে নেওয়া হয়।
👉 সাধারণত মাসকালাই ডাল সারারাত ভিজিয়ে রাখা হয়।
👉 ভেজানো ডাল ভালোভাবে বেটে (শিলপাটা/গ্রাইন্ডারে) ঘন পেস্ট তৈরি করা হয়।
👉 কুমড়ার খোসা ছাড়িয়ে টুকরো করে কুচি কুচি করা হয় বা কুরিয়ে নেওয়া হয়।
👉 ডালের পেস্টের সাথে কুমড়া মিশিয়ে লবণ, অল্প পরিমাণ মশলা দেওয়া হয়।
👉 মিশ্রণ থেকে ছোট ছোট গোল বা ডিম্বাকৃতি বড়ি হাত দিয়ে বা চামচ দিয়ে কলাপাতার উপর সাজানো হয়।
👉 কয়েক দিন কড়া রোদে শুকিয়ে বড়ি শক্ত করে রাখা হয়।
👉 ভালোভাবে শুকালে এটি কয়েক মাস পর্যন্ত বাতাসরোধী পাত্রে সংরক্ষণ করা যায়।
👉 আলু, পুঁইশাক, লাউ, কচু, ঝিঙে বা মিক্সড ভেজিটেবল কারিতে কুমড়া বড়ি দিয়ে রান্না করলে বাড়তি স্বাদ পাওয়া যায়।
👉 ভেজে ডাল বা তরকারিতে সরাসরি দিয়েও রান্না করা হয়।

✅ পুষ্টিগুন:
👉 ডাল থেকে প্রোটিন ও ফাইবার পাওয়া যায়।
👉 কুমড়োতে রয়েছে ভিটামিন A ও অ্যান্টিঅক্সিডেন্ট।
👉 তেলে ভেজে রান্না করা হলে ক্যালরি কিছুটা বেড়ে যায়।

👉 রংপুর, রাজশাহী, দিনাজপুর, নওগাঁ, যশোরসহ উত্তরবঙ্গের অনেক এলাকায় এটি গ্রামীণ খাদ্যসংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ।

#সদাইপাতিঅনলাইনবাজার #গ্রোসারিশপ #হোমডেলিভারি #কুমড়োবড়ি #কুমড়াবড়ি #বড়ি #খাদ্যসংস্কৃতি #বাংলারঐতিহ্য #রংপুর #অনলাইনবাজার #অনলাইনশপ

26/09/2025

🛒 আপনার পছন্দের বাজারের ব্যাগ কিনুন ঘরে বসেই!
💸 মূল্য সাশ্রয়ী
📦 হোম ডেলিভারি
👉 এখনই অর্ডার করুন!
📞 অর্ডার হেল্পলাইন: ০১৯৭৯৯৫৫৬৬০
💬 হোয়াটসঅ্যাপ: ০১৭১৯১২৮২৬৪
🌐 অর্ডার করুন: www.sodaipati.com.bd
⏰ সকাল ১০টা - রাত ৮টা

Big thanks to Md. Al Amin Shekh, Najira Nuha, Mohammad Abul Kawserfor all your support! Congrats for being top fans on a...
24/09/2025

Big thanks to Md. Al Amin Shekh, Najira Nuha, Mohammad Abul Kawser

for all your support! Congrats for being top fans on a streak 🔥!

Shout out to my newest followers! Excited to have you onboard! S F Salman Farshi, Soriful Islam
24/09/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! S F Salman Farshi, Soriful Islam

23/09/2025

🛒 ঘরে বসেই অর্ডার করুন আপনার পছন্দের পন্যটি।
👉 নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী, প্রয়োজনীয় ওষুধ এবং রেডি টু কুক - সব পাবেন এক জায়গায়।
📞 হেল্পলাইন: ০১৯৭৯৯৫৫৬৬০
💬 হোয়াটসঅ্যাপ: ০১৭১৯১২৮২৬৪
🌐 www.sodaipati.com.bd

Address

Hossain Villa, House: 40, Road: 03, Masterpara, Rangpur City Corporation
Rangpur
5400

Alerts

Be the first to know and let us send you an email when Sodaipati Online Bazar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram