23/05/2025
বিসমিল্লাহির রাহমানির রাহীম
সুখবর -সুখবর- ভুরুঙ্গামারী ও নাগেশ্বরী উপজেলার রোগী ভাই -বোনদের জন্য এক মহা সুখবর।
আর নয় ঢাকা আর নয় রংপুর এখন ভুরুঙ্গামারীর প্রানকেন্দ্র বাজারের পশ্চিমে ডাঃ আজিজুল হক পেইন এন্ড ডায়াবেটিস সেন্টার ও জেনারেল হাসপাতালে পাচ্ছেন ব্যথার অত্যাধুনিক চিকিৎসা ও পরামর্শ সেবা ।
আর হা কেন আসবেন আমাদের হাসপাতালে- এখানে .ডাঃ আজিজুল হক স্যারের বিশেষ তত্বাবধানে
# সকল ধরনের আল্ট্রাসনোগ্রাম ও Anomaly Sacn বিশ্ব মানের ও গ্যারান্টি সহকারে করা হয়।
# সকল ধরনের ব্যথার রোগীদের চিকিৎসা ও সু-পরামর্শ দেওয়া হয়।
# আল্ট্রাসনোগ্রাম মেশিনের সাহায্য হাত, পা, কনুই ও হাঁটুর পানি বের করা হয়।
# সকল পরিক্ষা নিরিক্ষায় ছাড় দেওয়া হয়।
# গরীব ও অসহায় রোগীর জন্য বিশেষ মূল্য ছাড়ের ব্যবস্থা আছে।
#সবার আগে আমাদের সকলের জানা উচিত ব্যথাটা কি, আর কি করতে হবে, আর কোথায় যেতে হবে, সুতরাং ব্যথার প্রকৃত কারণ জানুন আর আধুনিক চিকিৎসা সেবা গ্রহন করুন # # # নিচে আমরা জেনে নেই---
ইন্টারভেনশনাল পেইন মেডিসিন চিকিৎসা বিজ্ঞানের একটি আধুনিক শাখা । যে রোগ গুলোতে রোগী বছরের পর বছর ব্যথায় কষ্ট পায় তার নিরাময় সবসময় ওষুধে সম্ভব হয় না। অনেক ক্ষেত্রেই ইন্টারভেনশন যেমন, ব্লক, রেডিও ফ্রিকোয়েন্সি বা অন্যান্য আধুনিক ইন্টারভেনশনের সাহায্য নিতে হয় এবং বেশিরভাগ ক্ষেত্রে ই ওষুধের পরিমান প্রায় শুণ্যের কোঠায় নামিয়ে জীবনকে ব্যথামুক্ত করা সম্ভব।
১. ট্রাইজেমিন্যাল নিউরালজিয়ায় রেডিওফ্রিকোয়েন্সি এ্যাবলেশন, কেমিক্যাল এ্যাবলেশন, বেলুন কম্প্রেশন।
২. ভার্ট্রিব্রাল কম্প্রেশন ফ্রাকচারে/ ভেংগে যাওয়া পাজড়ের হাড়ে ভার্টিব্রোপ্লাস্টি বা কাইফোপ্লাস্টি।
৩. PLID / স্লিপ ডিস্কের চিকিৎসায় অপারেশন বিহীন ওজোন নিউক্লিওলাইসিস, ট্রান্সফোরামিন্যাল এপিডুরাল, ডিস্ক এফএক্স, এন্ডোসকপিক ডিস্কেকটমি/ শুধু বেরহয়ে আসা জেলি অপসারণ প্রভৃতি সর্বাধুনিক চিকিৎসা।
৪. ফ্যাসেট আর্থ্রোপ্যাথির ব্যথায় মিডিয়ান ব্রান্চ ব্লক / আর এফ/ কুল আরএফ এর মত সর্বাধুনিক চিকিৎসাপদ্ধতি।
৫. ঘাড়, কাঁধ কিম্বা কনুই এবং হাতের ব্যথায় (ঝিন ঝিন অবশ হয়ে যাওয়া), ফ্রোজেন শোল্ডার, টেনিস এলবো, কারপাল টানেল সিন্ড্রোম, ট্রিগার ফিংগার এর সকল আধুনিক ইন্টারভেনশন ( সারভাইক্যাল মিডিয়ান ব্রান্চ ডায়াগন্টিক ব্লক / আর এফ, সারভাইক্যাল এপিডুরাল স্টেরয়েড ইনজেকশন, আল্ট্রাসনো গাইডেড নার্ভ এন্ট্রাপমেন্ট রিলিজ কিম্বা মাস্কুলোস্কেলিটাল যেকোন ধরনের ব্যথার কারন নির্ণয় ও চিকিৎসা)
৬. হাঁটুর ব্যথায় (Partial ACL tear, কিম্বা অস্টিওআর্থাইটিস এর ব্যথায়) পিআরপি কিম্বা স্টেম সেল থেরাপি।
৭. বয়স্কদের হাঁটুর ব্যথায় (Stage 4 OA) হাঁটু প্রতিস্থাপন (Knee replacement) যারা করতে চায় না তাদের জন্য অপারেশন বিহীন সর্বাধুনিক বিকল্প চিকিৎসা জেনিকুলার নার্ভে রেডিওফ্রিকোয়েন্সি বা কুল আরএফ।
৮.ক্যান্সারের তীব্র ব্যথায় সকল ধরনের নার্ভ প্লেক্সাস ব্লক বা নিউরোলাইসিস। হাড়ে ছড়িয়ে পড়লে মেটাস্টেসিস এর ব্যথায় সর্বাধুনিক পারকিউটেনিয়াস সিমেন্টোপ্লাস্টি।
সহ আল্ট্রাসনো, সিটি বা সি-আর্ম গাইডেড যেকোন ব্যথার কারন নির্ণয় ও সব ধরনের ইন্টারভেনশনের মাধ্যমে অপারেশন বিহীন আধুনিক চিকিৎসা পদ্ধতির চিকিৎসা ও পরামর্শ দিবেন -
ঢাকা থেকে আগত এবং ইন্ডিয়া থেকে ডিগ্রি প্রাপ্ত, ভুরুঙ্গামারীর কৃতি সন্তান-
ইন্টারভেনশনাল পেইন মেডিসিন বিশেষজ্ঞ, সনোগ্রাম
ও ডায়াবেটিস বিশেষজ্ঞ।
ডাঃ মোঃ আজিজুল হক (দুলাল)
MBBS (RpMC), DA, DMU, CCD (BIRDEM),PGT-( N.Medicine & USG),FIPM -Kolkata - India.FIAPM- Kolkata- India,
GOPF( Global Pain Fellowship) -Minnesota America.
Training in Pain and MSK Ultrasound- (India).
Member of BSSP & ISMPM.
BMDC Reg. No- 36732.
চেম্বারঃ ডাঃ আজিজুল হক পেইন এন্ড ডায়াবেটিস সেন্টার ও জেনারেল হাসপাতাল। হাসপাতাল, রোড বাজারের পশ্চিমে, ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম ।
রোগী দেখার সময়ঃ আগামী মঙ্গল থেকে বুধ ও বৃহস্পতিবার পর্যন্ত।
সিরিয়ালের জন্য: ০১৭৪৫-১১৩৩৬৭,০১৭৮৫৩৬৬০৮৬