ছবি হোমিও হল, গাইবান্ধা।

ছবি হোমিও হল, গাইবান্ধা। Homeopathy Medicine Information & Support Center Dr. Shamima Afroz
D.H.M.S. Rangpur

Arnica MontanaArnica Montana একটি বহুল পরিচিত  'হোমিওপ্যাথিক ওষুধ যা পড়ে গিয়ে ব্যথা পেলে, কেটে-ছিড়ে গেলে লাগানো হয়। ব...
30/11/2022

Arnica Montana
Arnica Montana একটি বহুল পরিচিত 'হোমিওপ্যাথিক ওষুধ যা পড়ে গিয়ে ব্যথা পেলে, কেটে-ছিড়ে গেলে লাগানো হয়। ব্যথা বা যন্ত্রণায়া কিভাবে কাজ করে তা নিয়ে কথা বললেন চিকিৎসক ডা: শামীমা আফরোজ।

বিজ্ঞানী হ্যানিম্যান ১৭৯৬ সালে Homeopathy নামে একটি চিকিৎসা পদ্ধতি আবিস্কার করে বিশ্বদরবারে আলোরন সৃস্টি করে। তার আবিস্কারে মধ্যে সবচেয়ে বেশি ব্যবহিত হয় Arnica Montana. এক জরিপে দেখা সমীক্ষায় গেছে শুন্য থেকে পাঁচবছর বয়স পর্যন্ত ভারতীয় শিশুরা যে হোমিওপ্যাথিক ওষুধটি সবচেয়ে বেশী খেয়ে থাকে তা Arnica Montana। এটি মূলত আঘাত পেলে ব্যবহার করা হয়ে থাকে। শিশুরা যখন হাঁটতে চলতে শিখতে শুরু করে তখন পড়ে যাওয়া বা ছোটখাটো আঘাত পেয়ে বা কেটে-ছড়ে গেলে সেই সময় এটি ব্যবহার করা হয়।

Arnica Montana ডেইজি ফুলের গোত্রের একটি গাছ , ইউরোপীয় দেশগুলিতে ব্যাপকহারে জন্মায়। এটির ডাকনাম Wolf's Bane বা Leopard's Bane যা আদতে বেশ বিষাক্ত। তবে পরিমিত পরিমাণে এর ব্যবহার পতনজনিত ও আঘাতজনিত চোটের উপশমে বহুকাল ধরে হয়ে আসছে। আগের আলোচনায় বলেছি, হোমিওপ্যাথিক ওষুধ তৈরির সময়ে Drug Dynamization প্রক্রিয়ায় মূল উপাদান (Curde Material) তার সমস্ত ক্ষতিকারক ক্ষমতা হারায় ও তার রোগ উপশমকারী ক্ষমতার বিকাশ ঘটে।
আর্নিকাও তার বিষাক্ত চরিত্র হারিয়ে অনবদ্য ঔষধি গুণসম্পন্ন হয়ে ওঠে। আর্নিকা একটি Polychrest ওষুধ অর্থাৎ এটিকে বহুবিধ রোগের নিরাময়ের জন্য ব্যবহার করা যায়। মূলত Analgesic অর্থাৎ ব্যথা-যন্ত্রণার উপশমে ও Anti Inflammatory অর্থাৎ প্রদাহের উপশমে এর বহুল পরিচিতি। পড়ে গিয়ে চোট পেলে, কালশিটে হলে এর ব্যবহার সবাই জানি। কিন্তু আর্নিকা পুরানো চোট-আঘাত ও মানসিক আঘাতেও ব্যবহার করা যায়। Cerebral Hemorrhage বা মস্তিষ্কে রক্তক্ষরণের এটি অনবদ্য ওষুধ।
মলমটি থাকলে মচকানো, চোট, কালশিটেয় খুবই কার্যকর। তবে আর্নিকা টিংচার কাটা বা যে আঘাতে রক্তপাত হয়েছে, সেই ক্ষততে দেওয়া ঠিক নয়। এতে ক্ষত পেকে যাবে। অন্য সমস্যাও হতে পারে।

যোগাযোগ
ডাক্তার শামীমা আফরোজ
ডি.বি. রোড, গাইবান্ধা।
মোবাইল:- ০১৭২৮৪৬৪৪৫৪

27/11/2022

হোমিওপ্যাথির ইতিহাস

হোমিওপ্যাথি হল একটি ছদ্মবৈজ্ঞানিক বিকল্প চিকিৎসা পদ্ধতি। এটি ১৭৯৬ সালে জার্মান চিকিৎসক স্যামুয়েল হ্যানিম্যান আবিষ্কার করেন। হোমিওপ্যাথ নামে পরিচিত এর চিকিৎসকরা বিশ্বাস করেন যে পদার্থ সুস্থ মানুষের মধ্যে একটি রোগের উপসর্গ সৃষ্টি করে সেই একই পদার্থ অসুস্থ মানুষের মধ্যে একই ধরনের উপসর্গ নিরাময় করতে পারে; এই মতবাদকে বলা হয় সিমিলিয়া সিমিলিবাস কিউরেন্টার, বা "সদৃশ সদৃশকে আরোগ্য করে"। হোমিওপ্যাথিক ঔষধকে রেমিডি বলা হয় এবং হোমিওপ্যাথিক ডায়োলেশন ব্যবহার করে তৈরি করা হয়। এই প্রক্রিয়ায়, নির্বাচিত পদার্থ বারবার মিশ্রিত করা হয় যতক্ষণ না চূড়ান্ত পণ্যটি রাসায়নিকভাবে দ্রবণীয় থেকে আলাদা হয়। প্রায়শই মূল পদার্থের একটি অণুও পণ্যটিতে থাকার আশা করা যায় না। প্রতিটি ডায়োলেশনে হোমিওপ্যাথ ঔষধটিকে আঘাত করতে পারে অথবা ঝাঁকি দিতে পারে, এই দাবী করে যে পাতলা পদার্থটি অপসারণের পরে মূল পদার্থটি মনে রাখে। চিকিৎসকরা দাবি করেন যে এই ধরনের প্রস্তুতকৃত ঔষধ, রোগীকে খাওয়ার পরে, রোগের চিকিৎসা বা নিরাময় করতে পারে।

হ্যানিম্যান বিশ্বাস করতেন সকল অসুখের মূলে রয়েছে "মিয়াসম" নামক একধরনের প্রতিক্রিয়া এবং হোমিওপ্যাথিক ওষুধ এই মিয়াসম দূর করার জন্য কার্যকর। সাধারণত হোমিওপ্যাথিক ওষুধ তৈরি করার জন্য একটি নির্দিষ্ট দ্রব্যকে ক্রমাগত লঘূকরণ করা হয় অ্যালকোহল অথবা পতিত জলে দ্রবীভূত করে। এই লঘূকরণ এতবার করা হয়ে থাকে যে শেষপর্যন্ত এই মিশ্রণে প্রাথমিক দ্রব্যের অণু পরিমাণও অবশিষ্ট থাকে না।[৮] ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময় থেকে পদার্থবিজ্ঞান, রসায়ন, জৈবরসায়ন এবং জীববিজ্ঞান সম্পর্কে যে সকল প্রাসঙ্গিক বৈজ্ঞানিক জ্ঞান অর্জিত হয়েছে তা হোমিওপ্যাথির বিপরীত।

ঐতিহাসিক প্রসঙ্গ

হ্যানিম্যান আঠারো শতকের শেষের দিকে মূলধারার ঔষধগুলো অযৌক্তিক এবং অগ্রহণযোগ্য হিসাবে প্রত্যাখ্যান করেছিলেন কারণ এটি বেশিরভাগ ক্ষেত্রে অকার্যকর এবং প্রায়শই ক্ষতিকারক ছিল। তিনি কম মাত্রায় একক ওষুধের ব্যবহারের পক্ষে ছিলেন এবং জীবিত প্রাণীরা কীভাবে কাজ করে সে সম্পর্কে একটি নিরপেক্ষ, প্রাণবন্ত দৃষ্টিভঙ্গি প্রচার করেছিলেন। চিকিৎসা এবং পর্যাপ্ত বিশ্রামের ফলাফলটি মূলধারার ঔষধের চেয়ে সাধারণত হোমিওপ্যাথির শুরু হওয়ার সময় প্রচলিত ছিল।

Address

D. B. Road, Gaibandha
Rangpur
5700

Telephone

+8801728464454

Website

Alerts

Be the first to know and let us send you an email when ছবি হোমিও হল, গাইবান্ধা। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to ছবি হোমিও হল, গাইবান্ধা।:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category