30/11/2022
Arnica Montana
Arnica Montana একটি বহুল পরিচিত 'হোমিওপ্যাথিক ওষুধ যা পড়ে গিয়ে ব্যথা পেলে, কেটে-ছিড়ে গেলে লাগানো হয়। ব্যথা বা যন্ত্রণায়া কিভাবে কাজ করে তা নিয়ে কথা বললেন চিকিৎসক ডা: শামীমা আফরোজ।
বিজ্ঞানী হ্যানিম্যান ১৭৯৬ সালে Homeopathy নামে একটি চিকিৎসা পদ্ধতি আবিস্কার করে বিশ্বদরবারে আলোরন সৃস্টি করে। তার আবিস্কারে মধ্যে সবচেয়ে বেশি ব্যবহিত হয় Arnica Montana. এক জরিপে দেখা সমীক্ষায় গেছে শুন্য থেকে পাঁচবছর বয়স পর্যন্ত ভারতীয় শিশুরা যে হোমিওপ্যাথিক ওষুধটি সবচেয়ে বেশী খেয়ে থাকে তা Arnica Montana। এটি মূলত আঘাত পেলে ব্যবহার করা হয়ে থাকে। শিশুরা যখন হাঁটতে চলতে শিখতে শুরু করে তখন পড়ে যাওয়া বা ছোটখাটো আঘাত পেয়ে বা কেটে-ছড়ে গেলে সেই সময় এটি ব্যবহার করা হয়।
Arnica Montana ডেইজি ফুলের গোত্রের একটি গাছ , ইউরোপীয় দেশগুলিতে ব্যাপকহারে জন্মায়। এটির ডাকনাম Wolf's Bane বা Leopard's Bane যা আদতে বেশ বিষাক্ত। তবে পরিমিত পরিমাণে এর ব্যবহার পতনজনিত ও আঘাতজনিত চোটের উপশমে বহুকাল ধরে হয়ে আসছে। আগের আলোচনায় বলেছি, হোমিওপ্যাথিক ওষুধ তৈরির সময়ে Drug Dynamization প্রক্রিয়ায় মূল উপাদান (Curde Material) তার সমস্ত ক্ষতিকারক ক্ষমতা হারায় ও তার রোগ উপশমকারী ক্ষমতার বিকাশ ঘটে।
আর্নিকাও তার বিষাক্ত চরিত্র হারিয়ে অনবদ্য ঔষধি গুণসম্পন্ন হয়ে ওঠে। আর্নিকা একটি Polychrest ওষুধ অর্থাৎ এটিকে বহুবিধ রোগের নিরাময়ের জন্য ব্যবহার করা যায়। মূলত Analgesic অর্থাৎ ব্যথা-যন্ত্রণার উপশমে ও Anti Inflammatory অর্থাৎ প্রদাহের উপশমে এর বহুল পরিচিতি। পড়ে গিয়ে চোট পেলে, কালশিটে হলে এর ব্যবহার সবাই জানি। কিন্তু আর্নিকা পুরানো চোট-আঘাত ও মানসিক আঘাতেও ব্যবহার করা যায়। Cerebral Hemorrhage বা মস্তিষ্কে রক্তক্ষরণের এটি অনবদ্য ওষুধ।
মলমটি থাকলে মচকানো, চোট, কালশিটেয় খুবই কার্যকর। তবে আর্নিকা টিংচার কাটা বা যে আঘাতে রক্তপাত হয়েছে, সেই ক্ষততে দেওয়া ঠিক নয়। এতে ক্ষত পেকে যাবে। অন্য সমস্যাও হতে পারে।
যোগাযোগ
ডাক্তার শামীমা আফরোজ
ডি.বি. রোড, গাইবান্ধা।
মোবাইল:- ০১৭২৮৪৬৪৪৫৪