12/06/2024
. স্ট্রিপ/কাঠি দিয়ে গর্ভবতী পরীক্ষায়
দুটো লাল দাগ দেখা গেলেই
মেয়েটি গর্ভবতী -- এমন ধারণা ভুল।
কারন গর্ভবতী হওয়া ছাড়াও আরও
বহু কারনেই দুটো লাল দাগ থাকতে পারে।
আর এই অজ্ঞতার কারনে
একটি নিরপরাধ মেয়ে আত্মহত্যাও করতে পারে।
সুতরাং চিকিৎসক ও মেয়েটির বাবা মা - সাবধান।
1.🌎ধরুন একটা মেয়ের কিছুদিন থেকে মাসিক বন্ধ।
2🌎অবিবাহিতা/প্রবাসীর স্ত্রীর
স্ট্রিপ /কাঠি দিয়ে প্রস্রাব পরীক্ষায়
দেখা গেল দুটো লাল দাগ।
3🌎মাসিকের পিরিয়ডও বন্ধ।
4🌎ডাক্তারের কাছে গেলে প্রেগনেন্সি টেস্ট করতে বলেন ।
5🌎তখন রোগীর লোক বলেন যে রোগীনি অবিবাহিতা বা প্রবাসীর স্ত্রী ।
6🌎কিন্তু পরে ডাক্তারের পরামর্শে টেস্ট করে দেখা গেলো প্রেগনেন্সি টেস্ট পজেটিভ।
7🌎বাড়ির লোকজন হতবাক।
8🌎রোগী জ্ঞান হারানোর অবস্থা বা অজ্ঞান।
9.রোগীনি বলছেন আমি কিছু করিনি।
10🌎রোগীর লোকের বক্তব্য, কিছু করিসনি তো বাচ্চা কোথা থেকে এলো।
11🌎বাবা মা হয়তো ডাক্তারের সামনেই মেয়েটিকে বকা ঝকা শুরু করলেন।
12🌎নিরপরাধ মেয়েটি অপমান সহ্য করতে না পেরে হয়তো রাতে সবার অগোচরে আত্মহত্যা করলো।
13🌎কাজেই এখানে ডাক্তারের ভুমিকা অনেক গুরুত্বপূর্ণ।
14.মেয়েদের এই বয়স ভীষণ আবেগের।
কয়েকদিন পর সনোগ্রাম করলেই আসল
15🌎ঘটনা বোঝা যাবে।
16🧧প্রশ্ন হচ্ছে রোগীর পেটে বাচ্চা নেই কিন্তু প্রেগনেন্সি টেস্ট পজেটিভ হল কেন?🧧
17🌎এটা যে স্ট্রিপ বা কাঠি দিয়ে টেস্ট করা হয় সেই স্ট্রিপ আসলে সরাসরি বাচ্চা ডিটেকটর না।
18🌎একজন মহিলা যখন গর্ভধারণ করে, তার ৬ দিনের মধ্যে
19 🌎H .choriogonadotropin (HCG) নামক একটি হরমোন নিঃসৃত হয় ও প্রস্রাবের সাথে দেহ থেকে বের হয়।
20🌎হরমোনটি মূলত প্লাসেন্টার অংশ রক্ষার কাজে ব্যবহৃত হয়।
21🌎কিন্তু এই একই হরমোন অনেক টিউমার ও অন্য রোগেও নিঃসৃত হতে পারে। যেমনঃ-
22.
⛔ Seminoma,
⛔Choriocarcinoma
⛔Germ cell tumors,
⛔ Hydatidiform mole formation,.
⛔ Teratoma with elements of
⛔choriocarcinoma,
⛔Islet cell tumor
23🌎তার মানে হল গর্ভবতী ছাড়াও উপরে লেখা অনেক কারনেই প্রেগনেন্সি টেস্ট পজেটিভ (+ve) দেখাবে।
24🌎যদিও মেয়েটি গর্ভবতী নয়।
25🌎কাজেই আবারও বলব
25🌎শুধুমাত্র কাঠি বা স্ট্রিপ দিয়ে পরীক্ষায় মেয়েটি গর্ভবতী এমনকি ভাববেন না। অবশ্যই ল্যাবে টেস্ট করতে হবে।
25a🌎আবার একটা লাল দাগ থাকলেও মহিলা গর্ভবতী হতে পারেন মানে কাঠি ভুল রেজাল্ট দিতে পারে
26 ⛔ ডাক্তারের পরামর্শ মত চলুন।
27🌎এটি অন্য আরো বহু কারনেই হতে পারে।
28🌎কাজেই এমনও হতে পারে আপনার বকা খেয়েই এই নিরপরাধ মেয়েটি সবার অগোচরে রাতে আত্মহত্যা করলো।