Elegant Dentistry, Rangpur.

Elegant Dentistry, Rangpur. Multi-specialized Dental & Maxillofacial Surgery

13/05/2024

এলিগ্যান্ট ডেন্টিস্ট্রির পক্ষ থেকে আমাদের চিকিৎসা কেন্দ্রের চিকিৎসক ডা: মো: আরিফুল ইসলাম এবং পুরো টিমকে অভিনন্দন|

https://www.facebook.com/share/v/jSc9ijhZsNpbkjR5/?mibextid=jmPrMh

22/04/2024
দাঁতের গোড়ার চিকিৎসা এবং চিকিৎসা না করলে এর জটিলতা (পর্ব-৩)কি কি চিকিৎসা আছে?১। রুট ক্যানাল চিকিৎসা করে রেখে দেওয়াঃ কতটু...
15/04/2024

দাঁতের গোড়ার চিকিৎসা এবং চিকিৎসা না করলে এর জটিলতা (পর্ব-৩)

কি কি চিকিৎসা আছে?

১। রুট ক্যানাল চিকিৎসা করে রেখে দেওয়াঃ কতটুকু অংশ ভাংগা আছে তা দেখে সিদ্ধান্ত চিকিৎসক সিদ্ধান্ত নিবেন এই অংশ রাখা সম্ভব বা রাখা কতটুকু জরুরী, বা রাখতে গেলে সফলতা কতটা এবং তার খরচ কত হতে পারে?
সব সময় এটা করা সম্ভব নাও হতে পারে। রুট ক্যানাল চিকিৎসা করে অনেক সময় তাতে ডাওয়েল কোর ক্রাউন করা যেতে পারে যদি কিছ অংশ মাড়ির উপর পর্যন্ত রয়ে যায়।
অনেক সময় রুট ক্যানাল চিকিৎসা করা সম্ভব হলে এটা রেখে তার উপর দাঁত বাধিয়ে (ওভার ডেঞ্চার) দেওয়া হয়, এভাবে দাঁত বাধানো অনেক সময় রোগীর জন্য ভালো হয় কারণ দাঁত তুলে ফেললে যে হাড্ডি ক্ষয় হয়ে যায় তা প্রতিরোধ করা সম্ভব হয়।
২। গোড়া তুলে ফেলা (এক্সট্রাকশন)ঃ ভাংগা অংশ যদি রুট ক্যানল চিকিতসার মাধ্যমে রাখা সম্ভব না হয় তাহলে তুলে ফেলতে হবে। দাঁত তুললে তা কৃত্রিম উপায়ে প্রতিস্থাপন করা উচিৎ (আক্কেল দাঁত বাদে)।

দাঁতের গোড়ার চিকিৎসা এবং চিকিৎসা না করলে এর জটিলতা (পর্ব-২)দাঁতের গোড়া যে সমস্ত কারণে রয়ে যেতে পারে?১। ডেন্টাল ক্যারিজ হ...
15/04/2024

দাঁতের গোড়ার চিকিৎসা এবং চিকিৎসা না করলে এর জটিলতা (পর্ব-২)
দাঁতের গোড়া যে সমস্ত কারণে রয়ে যেতে পারে?
১। ডেন্টাল ক্যারিজ হয়ে যদি সঠিক সময়ে চিকিৎসা না করা হয়
২। আঘাত প্রাপ্ত হয়ে
৩। দাঁত তুলতে গিয়ে ব্যর্থ হলে
৪। দাঁত ক্ষয় প্রাপ্ত হয়ে

দাঁতের গোড়ার চিকিৎসা করা কি জরুরী?
 দাঁতের গোড়া মুখের মধ্যে রয়ে গেলে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে।
 প্রথমতঃ সামনের দাঁত হলে বলাই বাহুল্য যে দেখতে দৃষ্টি কটু লাগবে, ব্যক্তিত্বকে দারুণ ভাবে ক্ষতি করবে।
 দাঁতের ভাংগা অংশে সহজেই খাবার আটকে থাকে এবং মুখে দুর্গন্ধ হয়
 ভাংগা অংশ গাল বা জিহবায় লেগে ঘা হতে পারে এভাবে দীর্ঘদিন থাকলে বড় ধরনের সমস্যা হতে পারে।
 এবসেসঃ ডেন্টো এলভেওলার এবসেস একটি অতি সাধারণ জটিলতা যা ভাংগা দাঁতের গোড়া থেকে হতে পারে।
 অস্টিওম্যায়েলাইটিসঃ দাঁতের গোড়ার নীচে হাড্ডিতে ইনফেকশন হতে পারে যা আরো নীচে ছড়িয়ে হাড্ডির ইনফেকশন বা অস্টিওম্যায়েলাইটিস করতে পারে যা রোগির জন্য ভোগান্তির কারণ হতে পারে এবং এর চিকিৎসা ও সবসময় খুব সহজ না ও হতে পারে। সঠিক সময় চিকিৎসা না নিলে অস্টিওম্যায়েলাইটিস থেকে চোয়ালের কিছু অংশ ফেলে দেওয়া ও লাগতে পারে।
 সিস্টঃ দাঁতের গোড়ার ইনফেকশন দীর্ঘদিন থাকলে এখান থেকে রেডিকুল্যার সিস্ট তৈরী হতে পারে।
 সেল্যুলাইটিসঃ হাড্ডি থেকে ইনফেকশন যখন মাংসের মধ্যে চলে আসে তখন খুব দ্রুত তা ছড়িয়ে পড়তে পারে, বিশেষ করে ডায়াবেটিস মেলাইটাস বা অন্য কোন কারণে যদি রোগীর রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। সেল্যুলাইটিস যদি সময় মতো সঠিক চিকিৎসা না নেওয়া হয় এর জটিলতা থেকে মৃত্যু পর্যন্ত হতে পারে।
 দাঁত বাধানোয় সমস্যা তৈরি করতে পারে।
 গোড়া রিসর্বশন করতে পারে আবার হাইপারসিমেন্টসিস হয়ে পরবর্তীতে দাঁত উঠানো জটিল করে তুলতে পারে।
এখন সিদ্ধান্ত আপনার কি করবেন?

দাঁতের গোড়ার চিকিৎসা এবং চিকিৎসা না করলে এর জটিলতা১। দাঁতের গোড়া কি? কিভাবে দাঁতের গোড়া রয়ে যায়?২। দাঁতের গোড়া থেকে কি ক...
15/04/2024

দাঁতের গোড়ার চিকিৎসা এবং চিকিৎসা না করলে এর জটিলতা

১। দাঁতের গোড়া কি? কিভাবে দাঁতের গোড়া রয়ে যায়?
২। দাঁতের গোড়া থেকে কি কোন সমস্যা হতে পারে?
৩। দাঁতের গোড়ার রয়ে গেলে কিভাবে চিকিৎসা করাতে হয়?

দাঁতের গোড়া দাঁতের যে অংশ হাড়ের ভিতর থাকে। বিভিন্ন কারণে এই গোড়া রয়ে যেতে পারে। কোন কোন সময় রোগী জানে যে গোড়া রয়ে গিয়েছে আবার অনেক সময় রোগিরা জানেই না যে দাঁতের গোড়া রয়ে গিয়েছে। আবার রোগীরা মনে করে গোড়া রয়ে গেলে থাকুক, কোন সমস্যা তো হচ্ছে না।

দাঁতের গোড়া যে সমস্ত কারণে রয়ে যেতে পারে?
১। ডেন্টাল ক্যারিজ হয়ে যদি সঠিক সময়ে চিকিৎসা না করা হয়
২। আঘাত প্রাপ্ত হয়ে
৩। দাঁত তুলতে গিয়ে ব্যর্থ হলে
৪। দাঁত ক্ষয় প্রাপ্ত হয়ে

08/04/2024

আসসালামু ওয়ালাইকুম, সন্মানিত রোগীদের অবগতির জন্য জানাচ্ছি যে আগামী ০৯.০৪.২৪ থেকে ১৪.০৪.২৪ তারিখ পর্যন্ত পবিত্র ইদুল ফিতর উপলক্ষ্যে এলিগেন্ট ডেন্টিস্ট্রি, রংপুর বন্ধ থাকবে| শুধুমাত্র জরুরী চিকিৎসা যেমন এক্সিডেন্টে চোয়াল ভাংগা রোগী গণ যোগাযোগ করতে পারেন| ০১৯৮৭৮৬০১০০, এই ফোন নম্বরে|

শহরের প্রানকেন্দ্রে, সহজ যোগাযোগ ব্যবস্থা, মনোরম পরিবেশ, স্নিগ্ধ ওয়েটিং এরিয়া, স্পেশালাইজড ডেন্টাল সার্ভিস, আধুনিক জীবান...
08/03/2024

শহরের প্রানকেন্দ্রে, সহজ যোগাযোগ ব্যবস্থা, মনোরম পরিবেশ, স্নিগ্ধ ওয়েটিং এরিয়া, স্পেশালাইজড ডেন্টাল সার্ভিস, আধুনিক জীবানুমুক্ত সেবা এবং স্কিল্ড স্পেশালিস্টদের সমন্বয়ে দেশের অন্যতম ডেন্টাল সার্ভিস কেন্দ্র "এলিগ্যান্ট ডেন্টিস্ট্রি"|

03/03/2024

মুখের ক্যান্সারের চিকিৎসা, স্টেজ, কখন এবং কোথায় চিকিৎসা করবেন?

মুখের ক্যান্সার নির্ণয় হয়ে গেলে দেরী না করে যত দ্রুত সম্ভব অপারেশন করার ব্যবস্থা করা উচিৎ কারণ ক্যান্সার দ্রুত ছড়ায়| দেরী করলে ক্যান্সার যত বাড়বে এর চিকিৎসার ফলাফল ততই খারাপ হতে থাকবে|

ক্যান্সারের চিকিৎসা নির্ভর করে এর ধরণ এবং স্টেজের উপর| স্টেজ মানে এটি কতটা এডভ্যান্সড| ৪ টি স্টেজ আছে, ৪র্থ স্টেজকে আবার তিন ভাগে বিভক্ত করা হয়েছে| ৩য় এবং ৪র্থ স্টেজকে এডভ্যান্সড স্টেজ বলে| ৪র্থ স্টেজের পরের দুটো মানে স্টেজ বি এবং সি হলো ইন অপারেবল মানে অপারেশন করা সম্ভব না| সেজন্য এর চিকিৎসা প্যালিয়েটিভ বা উপশম দেওয়া মানে রেডিও এবং কেমোথেরাপি|

এই দুই স্টেজ বাদে বাকী স্টেজগুলির চিকিৎসা প্রথমত: সার্জারী এরপর রেডিও এবং কেমোথেরাপি (যদি লাগে)| রেডিও এবং কেমোথেরাপির সিদ্ধান্ত নির্ভর করে পোস্ট অপারেটিভ রিপোর্ট, স্টেজিং (যেমন প্রাথমিক স্টেজে মানে প্রথম দুইটি স্টেজে লাগেনা কিন্তু এডভ্যান্সড স্টেজে লাগে), গলায় ক্যান্সার ছড়ানো এগুলো বিষয়ের উপরে|

কোথায় করাবেন? দ্রুত যেখানে করাতে পারবেন| তবে অবশ্যই সেটা প্রোটোকল অনুযায়ী| বর্তমানে বাংলাদেশে গত ৫ বছরে মুখের ক্যান্সারের অপারেশনে অভূতপূর্ব উন্নতি ঘটেছে বিশেষ করে রি-কন্সট্রাকশন সার্জারীতে| বাংলাদেশে খুব ভালো ভালো ক্যান্সার সার্জন তৈরি হয়েছে যদিও ক্যান্সার বোর্ড বা সমন্বিত ক্যান্সার চিকিৎসায় এখনো কিছু দুর্বলতা রয়েছে|

সরকারী পর্যায়ে ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতাল, শহীদ সোরওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এই চিকিৎসা হচ্ছে|

বেসরকারী পর্যায়ে ঢাকা সহ বিভাগীয় শহরগুলিতে ক্যান্সারের অবস্থাভেদে অপারেশন করা হচ্ছে|

অনেকের ধারণা যে ক্যান্সার মানেই পার্শ্ববর্তী দেশেই যেতে হবে এবং সেই ভিসা প্রসেসিং, যেতে যেতে এডভ্যান্সড স্টেজে নিয়ে যাচ্ছেন তাতে শুধু হয়রানীই বাড়েনা, খুব বেশী লাভ ও হয়না|

পার্শ্ববর্তী স্টেজে যখন এখানকার চিকিৎসকরা রেফার করবেন কেবল তখনই যাবেন| ওখানে বেশ কিছু ভালো ভালো সেন্টার আছে যেটি বাংলাদেশে নেই, কিন্তু তার মানে এই না যে ক্যান্সার হলেই সেখানে দৌড়াতে হবে| আর অনেকেই পার্শ্ববর্তী দেশে রেফারেল না নিয়ে নিজের ইচ্ছামতো বা দালালদের খপ্পরে পড়ে অপচিকিৎসার ফাঁদে পড়েছে এমন রোগী আমরা হর-হামেশাই দেখেছি|

(পরবর্তী পর্বে ক্যান্সার চিকিৎসা বিস্তারিত আলোচনা করা হবে)

01/02/2024

ওরাল ক্যান্সার কিভাবে নির্ণয় করতে হয়?

আপনি যদি দীর্ঘদিন ধরে পান-সুপাড়ী খান বা ধুমপানে অভ্যস্ত হোন অথবা গুল বা জর্দা ব্যবহার করেন, অথবা মুখে সাদা সাদা ঘা দীর্ঘদিন ধরে অনিয়ন্ত্রিত অবস্থায় থাকে তাহলে আপনি দ্রুত নিকটস্থ ডেন্টাল সার্জন বা ম্যাক্সিলোফেসিয়াল সার্জনের পরামর্শ নিবেন|

চিকিৎসক আপনার ঘা এর অবস্থা পর্যবেক্ষণ করে আপনাকে বায়োপ্সি করার পরামর্শ দিবেন| বায়োপ্সি করার পূর্বে আপনার মেডিকেল হিস্ট্রি এবং তদানুযায়ী রুটিন টেস্ট করতে দিবেন|

অনেকেই বায়োপ্সি করাতে ভয় পান, এটি খুবই সাধারণ ও ছোট একটি অপারেশন, যেখানে অবশ করে আপনার ঘা এর কিছু অংশ কেটে হিস্টোপ্যাথলজিক্যাল পরীক্ষার জন্য পাঠানো হয়|

রিপোর্ট ল্যাবে প্রস্তুত হতে কমপক্ষে তিনদিন লাগে, আর ঢাকার বাইরে থেকে ঢাকায় পাঠিয়ে রিপোর্ট পেতে কুরিয়ারে আনা নেওয়ার সময় যোগ করলে আরো ৫/৬ দিন সময় বেশী লাগে, তাই ১০ দিনের প্রস্তুতি লাগে| তবে এই সময় রোগীদের বসে না থেকে অপারেশনের জন্য পারিবারিক, মানসিক এবং আর্থিক প্রস্তুতি নেওয়া বুদ্ধিমানের কাজ| কারণ রোগ নির্ণয়ের সাথে সাথে অপারেশন করে পরবর্তী চিকিৎসা সম্পাদন করা খুবই গুরুত্বপূর্ণ|

পরবর্তী পর্বে জানবেন কোথায়, কখন কিভাবে ক্যান্সারের চিকিৎসা করাবেন?

Address

Canopus Building, 39/7 (4th Floor), RDRS More, Rangpur ( Opposite To Bangladesh Bank)
Rangpur
5400

Opening Hours

Monday 10:00 - 21:00
Tuesday 10:00 - 21:00
Wednesday 10:00 - 21:00
Thursday 10:00 - 21:00
Saturday 10:00 - 21:00
Sunday 10:00 - 21:00

Telephone

+8801764889923

Website

Alerts

Be the first to know and let us send you an email when Elegant Dentistry, Rangpur. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Elegant Dentistry, Rangpur.:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram