08/09/2024
📢 কোর্সে ভর্তি চলছে ্যাচ কারিগরি বোর্ডের অধীনে রংপুর বিভাগের একমাত্র ও দেশসেরা, বিগত সময়ে ১ম স্থান অর্জনকারী প্রতিষ্ঠান #মেডিকেয়ার_মেডিকেল_ইনস্টিটিউট_এন্ড_আল্ট্রাসাউন্ড রংপুর।
আরকে রোড, টেক্সটাইল মোড়,(ড.এম এ ওয়াজেদ স্মরণী), রংপুর
#হটলাইন: 01761267995, 01318468711
#সার্টিফিকেট ইন মেডিকেল আল্ট্রাসাউন্ড (6 মাস মেয়াদী CMU) কোর্সে ভর্তি চলছে।
#সেশন- জুলাই - ডিসেম্বর ২০২৪ ইং
#ভর্তির ও রেজিস্ট্রেশন এর শেষ সময়:-১৩ সেপ্টেম্বর , ২০২৪
#ভর্তি_যোগ্যতা: MBBS/BUMS/BAMS অথবা MATS পাশ এবং BMDC রেজিস্ট্রেশন থাকতে হবে।
কোর্স শেষে পাশকৃতদের BTEB কর্তৃক সনদ প্রদান করা হবে।
#আমাদের বিশেষত্ব -
→ শিক্ষাবোর্ডের সিলেবাস অনুযায়ী কোর্স পরিচালিত হয়।
→ অভিজ্ঞ সনোলজিস্ট দ্বারা ক্লাস নেওয়া হয়।
→ নিয়মিত তত্ব ও ব্যবহারিক ক্লাস করানো হয়।
(প্রতি শুক্রবার ফ্রি আল্ট্রাসনোগ্রাম করা হয় )
বাংলাদেশে গর্ভধারণ ও প্রসবজনিত কারণে প্রতি ঘন্টায় ৩ জন এবং প্রতি লাখে ১৭০ জন গর্ভবর্তী মায়ের মৃত্যু হয়। এছাড়া প্রায় ৪ লক্ষ জন মা ভেসিকো ভেজাইনাল ফিস্টুলা, প্রায় ১৬ হাজার জন মা রেক্টো ভেজাইনাল ফিস্টুলা এবং ১২,২৪,৭১৯ জন মা ইউরিনারী ইনকন্টিনেন্সে ভুগছেন। এসব রোগীদের মূত্রনালী ও পায়ূপথের সমস্যার কারনে শরীর থেকে অনবরত মল ও প্রস্রাব ঝড়ে। তাই প্রসবজনিত মাতৃ মৃত্যু ও জটিল সমস্যা সৃষ্টির কারন ঠিক সময়ে Ultrasonogram না করা।
যদি সঠিক সময়ে Ultrasonogram করে জরায়ুতে শিশুর অবস্থান জেনে চিকিৎসা করা হয় তাহলে উপরোক্ত মাতৃ মৃত্যুর হার ও জটিলতা নিরসণ করা সম্ভব। গ্রামে যেহেতু এখনো Sonologist অপ্রতুল, ফলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রনালয় অনুমোদনক্রমে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড MBBS/BUMS/BAMS/MATS ডিগ্রীধারীদের সার্টিফিকেট ইন মেডিকেল আল্ট্রাসাউন্ড (CMU) কোর্স করার সুযোগ প্রদান করেছেন৷
ভর্তির জন্য যোগাযোগ করুন-
মেডিকেয়ার মেডিকেল ইনস্টিটিউট এন্ড আল্ট্রাসাউন্ড”
আরকে রোড, টেক্সটাইল মোড় (ড.এম এ ওয়াজেদ স্মরণীয়), রংপুর হটলাইন: 01761267995, 01318468711