
12/03/2023
আজ ১২ মার্চ, বিশ্ব গ্লোকমা দিবস। জনসাধারণকে গ্লোকমা সম্পর্কে সচেতন করতে আগামী ১৮ মার্চ পর্যন্ত পালিত হবে বিশ্ব গ্লোকমা সপ্তাহ। এবারের স্লোগান- ‘The world is bright, save your sight’ অর্থাৎ ‘পৃথিবী উজ্জ্বল, নিজের দৃষ্টিশক্তি রক্ষা করুন’।
👉গ্লোকমা চোখের একটি জটিল রোগ। এই রোগকে নিরব ঘাতক বলা হয়।
👉মানুষের চোখের অন্ধত্বের দ্বিতীয় বৃহত্তম কারণ হচ্ছে গ্লোকমা। এ ছাড়া চল্লিশোর্ধ্ব বয়সের মানুষের মধ্যে ২ দশমিক ৮ শতাংশেরই গ্লোকমা রোগ রয়েছে।
👉 গ্লোকমা চোখের কোনো একটিমাত্র অসুখ নয়৷ এটি আসলে চোখের অনেকগুলি সমস্যার একটি সমষ্টি৷ যার জেরে চোখের মধ্যে থাকা এবং দৃষ্টিশক্তির সঙ্গে সম্পর্কযুক্ত স্নায়ুগুলি ক্ষতিগ্রস্ত হয়৷
👉যদি সঠিক সময় রোগ নির্ণয় ও নিরাময় না করা হয়, তাহলে আক্রান্ত ব্যক্তি চিরতরে তার দৃষ্টিশক্তি হারাতে পারেন৷
গ্লোকমা রোগের লক্ষণগুলো হলো
👉আক্রান্ত ব্যাক্তি চোখে রংধনুর মতো স্যাডো দেখতে পাবে।
👉চোখ ব্যাথা,মাথা ব্যাথা ও সাথে বমি বমি ভাব হবে।
👉আলোর প্রতি সংবেদনশীলতা বেড়ে যাবে,অর্থাৎ আক্রান্ত ব্যাক্তি আলোর দিকে সহজে তাকাতে পারবে না।
👉চোখের মণি স্বাভাবিক এর তুলনায় বড় দেখাবে।
এছাড়াও অনেক লক্ষণ রয়েছে গ্লোকমা থেকে বাঁচতে প্রতি ছয় মাস পর পর চোখের প্রেসার চেক করুন।উল্লেখ্যিত লক্ষণগুলো থাকলে অবহেলা না করে দ্রুত চক্ষু চিকিৎসকের পরামর্শ নিন।