17/10/2025
"একফোঁটা রক্ত,
এক নতুন আশার সূর্যোদয়!"
ডোনেট নাম্বারঃ ১৩৫
রক্তদাতা SO H AN ভাই (সহ দপ্তর সম্পাদক, এনবিডিও) ৭ম বারের মতো B+(ve) লাল ভালোবাসা দান করলেন এক মুমূর্ষু রোগীকে। ভাইয়ের এই মহৎ দান কে আল্লাহ তায়ালা কবুল করুক। রক্তদাতা কে Naldanga Blood Donors Organization এর পক্ষ থেকে রক্তিম অভিনন্দন এবং শুভেচ্ছা 💚❤️
প্রতি ৪মাস পরপর রক্তদান করলে হার্ট অ্যটাক, উচ্চ রক্তচাপ, ক্যান্সার সহ নানান রোগের ঝুকি কমে। শরীরে নতুন অ্যন্টিবডি জন্মে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। নিয়মিত রক্তদান করুন এবং আপনার আশেপাশের মানুষ কে রক্তদানে উৎসাহী করুন