Dr. Habiba Sultana Sumi, Glaucoma specialist

  • Home
  • Dr. Habiba Sultana Sumi, Glaucoma specialist

Dr. Habiba Sultana Sumi, Glaucoma specialist Asst. Prof and Consultant
Glaucoma Specialist
Deep Eye Care Foundation, Rangpur

প্রাইমারি কংজেনিটাল গ্লুকোমা (PCG) হলো শিশুদের একটি গ্লুকোমার ধরণ। এটি তখন হয় যখন চোখের ড্রেনেজ সিস্টেম ঠিকমতো গঠিত না হ...
22/07/2025

প্রাইমারি কংজেনিটাল গ্লুকোমা (PCG) হলো শিশুদের একটি গ্লুকোমার ধরণ। এটি তখন হয় যখন চোখের ড্রেনেজ সিস্টেম ঠিকমতো গঠিত না হয়। ফলে চোখের ভেতরের চাপ (IOP) বেড়ে যায়।

সাধারণ লক্ষণগুলো হলো:

১.শিশুদের চোখ বড় হয়ে যাওয়া (বুফথ্যালমস)

২.অতিরিক্ত পানি পড়া

৩.কর্নিয়া ঘোলা বা বড় দেখা যাওয়া

৪.আলোতে চোখে সমস্যা (আলো সহ্য না হওয়া)

৫.ঘন ঘন চোখে হাত দেওয়া

৬.বারবার চোখের পাতা ঝাপসানো

দ্রুত চিকিৎসা চোখের দৃষ্টি রক্ষা করতে সাহায্য করে।

It's impossible to prevent glaucoma entirely, early diagnosis can reduce the risk and slow the progression.
17/07/2025

It's impossible to prevent glaucoma entirely, early diagnosis can reduce the risk and slow the progression.

গ্লুকোমার অপারেশনের উদ্দেশ্য হলো চোখের চাপ কমানো এবং যতটুকু দৃষ্টিশক্তি আছে তা রক্ষা করা। এটি রোগের অগ্রগতি থামাতে সাহায...
13/07/2025

গ্লুকোমার অপারেশনের উদ্দেশ্য হলো চোখের চাপ কমানো এবং যতটুকু দৃষ্টিশক্তি আছে তা রক্ষা করা। এটি রোগের অগ্রগতি থামাতে সাহায্য করে এবং অপটিক নার্ভের আরও ক্ষতি ও দৃষ্টিশক্তি হ্রাস প্রতিরোধ করে।

10/07/2025

Things you must know..

06/07/2025
Glaucoma is a silent thief of vision.Once vision is lost ,it can not come back. Yearly eye check up can preserve vision.
03/07/2025

Glaucoma is a silent thief of vision.
Once vision is lost ,it can not come back. Yearly eye check up can preserve vision.

এই রোগী দীর্ঘদিন ধরে ক্রনিক প্রাইমারি অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমাতে ভুগছেন এবং দুই চোখেই নার্ভের মারাত্মক ক্ষতি হয়েছে। ড...
30/06/2025

এই রোগী দীর্ঘদিন ধরে ক্রনিক প্রাইমারি অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমাতে ভুগছেন এবং দুই চোখেই নার্ভের মারাত্মক ক্ষতি হয়েছে। ডান চোখে তাঁর দৃষ্টিশক্তি ৬/১২ এবং বাম চোখে শুধুমাত্র হাত নাড়াচড়া বোঝেন। জানা যায়, কয়েক মাস ধরে তিনি মাঝে মাঝে দুই চোখে ব্যথা অনুভব করতেন এবং স্থানীয় একজন চিকিৎসকের কাছ থেকে ওষুধ নিয়েছিলেন, কিন্তু কখনো চক্ষু বিশেষজ্ঞের কাছে যাননি।

ক্রনিক অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা সময়মতো শনাক্ত ও চিকিৎসা করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ দেরি হলে চোখের দৃষ্টি স্থায়িভাবে নষ্ট হয়ে যেতে পারে।

নিয়মিত চোখ পরীক্ষা এই রোগটি প্রাথমিক অবস্থায় ধরতে সাহায্য করে এবং সঠিকভাবে নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে।

Stress is a risk factor for glaucoma."365 breathing" is a simple breathing technique that can help to reduce eye pressur...
26/06/2025

Stress is a risk factor for glaucoma.
"365 breathing" is a simple breathing technique that can help to reduce eye pressure(IOP). It involves taking deep breaths at a slow rate—6 breaths per minute for 5 minutes, done 3 times a day.

This method can be used along with glaucoma medicine as a supportive therapy for people with primary open-angleGlaucoma.

চাপ (স্ট্রেস) গ্লুকোমার একটি ঝুঁকিপূর্ণ কারণ।
"৩৬৫ ব্রিথিং" একটি সহজ শ্বাস-প্রশ্বাসের কৌশল যা চোখের চাপ কমাতে সহায়তা করতে পারে। এতে ধীরে ধীরে গভীরভাবে শ্বাস নেওয়া হয়—প্রতি মিনিটে ৬ বার শ্বাস নেওয়া, একটানা ৫ মিনিট ধরে, দিনে ৩ বার করা হয়।

এই পদ্ধতিটি প্রাথমিক ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা রোগীদের জন্য ওষুধের পাশাপাশি সহায়ক থেরাপি হিসেবে ব্যবহার করা যেতে পারে ।

গ্লুকোমা চিকিৎসাযোগ্য, এর চিকিৎসা পদ্ধতির মধ্যে রয়েছে চোখে ব্যবহারের ড্রপ, লেজার থেরাপি এবং সার্জারি।
22/06/2025

গ্লুকোমা চিকিৎসাযোগ্য, এর চিকিৎসা পদ্ধতির মধ্যে রয়েছে চোখে ব্যবহারের ড্রপ, লেজার থেরাপি এবং সার্জারি।

Laser PI( Laser peripheral iridotomy) is a safe and effective treatment for narrow angles and angle closure glaucoma. It...
19/06/2025

Laser PI( Laser peripheral iridotomy) is a safe and effective treatment for narrow angles and angle closure glaucoma. It helps to manage eye pressure and prevent future progression.It is an outpatient procedure and patient can go home on same day.

আপনি জানেন কি???
16/06/2025

আপনি জানেন কি???

Back to the office after Eid vacation
10/06/2025

Back to the office after Eid vacation

Address


Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 14:00
Friday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Habiba Sultana Sumi, Glaucoma specialist posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Opening Hours
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your practice to be the top-listed Clinic?

Share