
22/07/2025
প্রাইমারি কংজেনিটাল গ্লুকোমা (PCG) হলো শিশুদের একটি গ্লুকোমার ধরণ। এটি তখন হয় যখন চোখের ড্রেনেজ সিস্টেম ঠিকমতো গঠিত না হয়। ফলে চোখের ভেতরের চাপ (IOP) বেড়ে যায়।
সাধারণ লক্ষণগুলো হলো:
১.শিশুদের চোখ বড় হয়ে যাওয়া (বুফথ্যালমস)
২.অতিরিক্ত পানি পড়া
৩.কর্নিয়া ঘোলা বা বড় দেখা যাওয়া
৪.আলোতে চোখে সমস্যা (আলো সহ্য না হওয়া)
৫.ঘন ঘন চোখে হাত দেওয়া
৬.বারবার চোখের পাতা ঝাপসানো
দ্রুত চিকিৎসা চোখের দৃষ্টি রক্ষা করতে সাহায্য করে।