গাইবান্ধা ডায়াবেটিক সমিতি

গাইবান্ধা ডায়াবেটিক সমিতি Check diabetis for better life

১৪.০৩.২০২৫সম্মানিত সিভিল সার্জন গাইবান্ধা জেলা স্যারের আকস্মিক সফর।স্থান গাইবান্ধা ডায়াবেটিক সমিতি তাকে উষ্ণ অভ্যর্থনা ...
15/03/2025

১৪.০৩.২০২৫
সম্মানিত সিভিল সার্জন গাইবান্ধা জেলা স্যারের আকস্মিক সফর।
স্থান গাইবান্ধা ডায়াবেটিক সমিতি
তাকে উষ্ণ অভ্যর্থনা জানাতে পেরে আমরা সকলেই খুবই আনন্দিত।

মানুষ পরিবর্তনশীল, কিন্তু নিজের অস্তিত্ব সময়ের পরিবর্তনের সাথে সাথে জলাঞ্জলি দিয়ে নয়।................. ডা: রফিকুজ্জাম...
05/03/2025

মানুষ পরিবর্তনশীল, কিন্তু নিজের অস্তিত্ব সময়ের পরিবর্তনের সাথে সাথে জলাঞ্জলি দিয়ে নয়।................. ডা: রফিকুজ্জামান

গাইবান্ধা ডায়াবেটিক সমিতির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন রইল।
নব যোগদানকৃত সিভিল সার্জন।
ডা: রফিকুজ্জামান

বগুড়ার উদ্দেশ্যে রওনা দিলাম ইনশাআল্লাহ। বিষয়:ল্যাবরেটরী আধুনিকায়ন ও সেবার মান উন্নয়নে "ল্যাব উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা...
25/02/2025

বগুড়ার উদ্দেশ্যে রওনা দিলাম ইনশাআল্লাহ।

বিষয়:
ল্যাবরেটরী আধুনিকায়ন ও সেবার মান উন্নয়নে "ল্যাব উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা" প্রসঙ্গে।
উপস্থিত থাকবেন:

বাডাস এফিলিয়েটেড এসোসিয়েশন এফেয়ার্স কমিটির সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক রশিদ-ই-মাহবুব স্যার এবং তার নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধিদল।

সূত্র: বাডাস/সচিবালয়/ল্যাব উন্নয়ন/২০২৫/০১০(১১), তারিখঃ ১০ ফেব্রুয়ারী ২০২৫।

গভীর দূঃখের সাথে জানানো যাচ্ছে যে, গাইবান্ধা ডায়াবেটিক সমিতির সহকারী ল্যাব টেকনিশিয়ান ও রোগীদের  পরিচিত মুখ অমল কুমার ...
09/01/2024

গভীর দূঃখের সাথে জানানো যাচ্ছে যে, গাইবান্ধা ডায়াবেটিক সমিতির সহকারী ল্যাব টেকনিশিয়ান ও রোগীদের পরিচিত মুখ অমল কুমার বর্মণ গত ৮/০১/২৪ ইং আনুমানিক সন্ধ্যা ৬.৩০ মিনিট নিজ গৃহে পরলোকগমন করেন ।
তার এ অপ্রত্যাশিত মৃত্যুতে .......
গাইবান্ধা ডায়াবেটিক সমিতির পক্ষ থেকে গভীর শোক জ্ঞাপন করছি।

কেন খাবেন ড্রাগনকেন খাবেন ড্রাগন ফলআগে বাজারে ড্রাগন ফল খুব একটা চোখে পড়ত না। এখন বাজারের পাশাপাশি রাস্তাঘাটেও দেখা যায় ...
19/09/2023

কেন খাবেন ড্রাগন

কেন খাবেন ড্রাগন ফল

আগে বাজারে ড্রাগন ফল খুব একটা চোখে পড়ত না। এখন বাজারের পাশাপাশি রাস্তাঘাটেও দেখা যায় ড্রাগন ফল। বাংলাদেশে এখন এই ফলের চাষ করা হয়। ড্রাগন ফলের রয়েছে অনেক ভেষজ গুণ। এই ফলের শাঁসের ভেতর ছোট ছোট কালো বীজ থাকে। ড্রাগন ফল আমাদের শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। ড্রাগন ফল খেলে অনেক রোগের ঝুঁকি কমে। আসুন জেনে নিন, এই ফলের কয়েকটি গুণের কথা-

১. ড্রাগন ফল ভিটামিন সির দারুণ উৎস। এই ফল শরীরে প্রয়োজনীয় অ্যান্টি-অক্সিডেন্ট তৈরি করে। তাই শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য এই ফল খেতে পারেন।

২. এই ফল আয়রনেরও ভালো উৎস। এটি দাঁত মজবুত করে এবং ত্বক সতেজ রাখার পাশাপাশি খাবারের হজম শক্তি বাড়ায়।

৩. ড্রাগন ফলে প্রচুর ফাইবার থাকে। শরীরের রক্তচাপ ও ওজন কমাতে চাইলে খেতে পারেন এই ফল। এই ফলের আঁশ কোষ্ঠকাঠিন্য প্রতিকারক হিসেবে কাজ করে।

৪. হার্টের জন্য উপকারি এই ফল। ফলে যাঁরা হার্টের সমস্যা ভুগছেন, তাঁরা এই ফল খেতে পারেন। এই ফল হাড়ের জন্য দরকারি পটাশিয়াম আর ক্যালসিয়ামের দারুণ উৎস।

৫. রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে ড্রাগন ফল। ফলে ডায়াবেটিসের ঝুঁকি কমে। তাই ডায়াবেটিসের রোগীরা এই ফল খেতে পারেন।

৬. আয়রনের চমৎকার উৎস রঙিন ড্রাগন ফল। রক্তশূন্যতার সমস্যা দূর করতে চাইলে প্রতিদিন খান এই ফল।

31/07/2023

একটি বিশেষ কারণে
গাইবান্ধা ডায়াবেটিক সমিতির খন্ডকালীন চিকিৎসক
ডা: অলোক কুমার কর্মকার ভারতের কাশ্মীর শহরে অবস্থান করছেন ।
আগামী০৪/০৮/২০২৩ ইং শুক্রবার স্যার চেম্বারে উপস্থিত থাকতে পারছেন না , বিধায় আমরা আন্তরিক ভাবে দুঃখিত।

পরবর্তী শুক্রবার ১১/০৮/২০২৩ ইং তারিখে স্যার নিয়মিত ভাবে রোগী দেখবেন।

Address

P K Bishwash Road
Rangpur
5700

Opening Hours

Monday 08:00 - 15:00
Tuesday 08:00 - 15:00
Wednesday 08:00 - 15:00
Thursday 08:00 - 15:00
Friday 08:00 - 15:00
Saturday 08:00 - 15:00

Telephone

+8801744888313

Website

Alerts

Be the first to know and let us send you an email when গাইবান্ধা ডায়াবেটিক সমিতি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to গাইবান্ধা ডায়াবেটিক সমিতি:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram