13/07/2024
❤️ক্রিমির কিছু লক্ষনঃ
* কবুতরের ওজন কমে যাবে।
* অনেক দিন ধরে পাতলা পায়খানা।
* বেশি পানি পান করা,
* ডানা ঝুলে যাওয়া, ওজন কমে গিয়ে বুকের হাড্ডি বের হয়ে আসা।
* চুপচাপ বসে থাকা শুধু খাওয়ার সময় উঠা, উৎপাত কম হওয়া,
* ডিম না দেয়া।
* পায়াখানার সাথে ক্রিমি আসা বা পরা।
* শ্বাস-প্রশ্বারে দুর্গন্ধ হতে পারে।
প্রতিরোধঃ
খাবারের পাত্র পানির পাত্র প্রতিদিন জীবাণু মুক্ত ও পরিস্কার-পরিচ্ছন্ন ভাবে কবুতরকে পরিবেষন করতে হবে। কবুতরের খামার প্রতিদিন পরিষ্কার করতে হবে অথবা সপ্তাতে অন্তত ২-৩ দিন পরিষ্কার করতে হবে।
কবুতরের খাবার ও গ্রিট প্রতি ৫ দিন পর-পর কড়া রোদে শুকিয়ে নিতে হবে। এতেকরে খাবারে ফাঙ্গাস বা ছএাক জন্মানোর সম্ভাবনা কম থাকবে।
কখন কৃমি কোর্স করাবেনঃ
* ঠাণ্ডা আবহাওয়ায়
* খালি পেটে
* গরমের দিনে করালে খুব ভোরে বা অনেক রাতে যখন খাবার হজম হয়ে যায়।
* প্রয়োজনে ঔই দিন খাবার একটু আগে দেওয়া ভাল তাতে রাতে খাবার আগে হজম হবে।
* গরমের দিনে হাল্কা বৃষ্টি হচ্ছে এমন আবহাওয়ায় দেওয়া ভাল।
* একটানা 3-4 দিন বৃষ্টি হয় তখন না দেওয়াই ভালো।
কবুতরকে কৃমির ঔষধ খাওয়ানোর পূর্বে ও পরবর্তী করনিওঃ
লিভার টনিক Apelin Syrup পাওয়া যাবে মানুষের হামদর্দের দোকানে অথবা মানুষের Allopathy ফার্মেসি।
১ লিটার বিশুদ্ধ পানির সাথে এক চা চামচ ঔষধ মিশিয়ে কবুতরকে সাধারণ পানির মত পরিবেশন করবেন
অবশিষ্ট দ্রবণ 4 ঘণ্টা পর ফেলে দিবেন।
3 বেলা, একটানা
4 দিন।
তারপর কৃমির ঔষধ খাওয়াবেন।
কৃমির ঔষধ খাওয়ানোর
২-৩ ঘণ্টা পর ১ লিটার বিশুদ্ধ পানির সাথে
Apelin Syrup এক চা চামচ মিশিয়ে কবুতরকে সাধারণ পানির মত পরিবেশন করবেন অবশিষ্ট দ্রবণ
4 ঘণ্টা পর ফেলে দিবেন।
3 বেলা, একটানা
3 দিন।
কৃমির ঔষধ খাওয়ানোর 3 ঘণ্টা পর কবুতরকে খাবার দিবেন। 3-4 ঘণ্টা পর কবুতরের খাঁচা, খাঁচার নিচের ময়লার ট্রে পরিষ্কার করবেন।
এক কোর্স থেকে আরেক কোর্স এর মেয়াদঃ
৯০ দিনের মধ্যে একবার এবং শুধুমাত্র একদিন।
যাদের জন্য কৃমির ঔষধ প্রযোজ্য নয়/ নিশেধঃ
* অসুস্থ কবুতরকে কৃমির ঔষধ খাওয়ানো যাবে না।
* কিছুদিনের মধ্যে ডিম দিবে এমন কবুতরকে কৃমির ঔষধ খাওয়ানো যাবে না।
* ডিম নিয়ে বসে আছে এমন কবুতরকে কৃমির ঔষধ খাওয়ানো যাবে না।
* বাচ্চা আছে বা বাচ্চাকে খাওয়ায় এমন কবুতরকে কৃমির কোর্স করানো যাবেনা।
* সবেমাত্র সুস্থ হয়েছে এমন কবুতরকে কৃমির ঔষধ খাওয়ানো যাবে না।
* কৃমির ঔষধ খাওয়াতে হবে সম্পূর্ণ সুস্থ কবুতর কে।
* কবুতর যখন ডিম বাচ্চা করার পর রেস্ট রাখবেন তখন কৃমি কোর্স করাবেন।
কৃমির ঔষধঃ
1. AH Syrup
অথবা,
2. Aldex Syrup
অথবা,
3. Alben Syrup
পাওয়া যাবে মানুষের Allopathy ফার্মেসি।
বড় জাতের কবুতরের জন্যঃ
7 ফোঁটা ঔষধ 10 মিলি পানির সাথে মিশিয়ে সিরিঞ্জ দিয়ে খাইয়ে দিবেন
যেমন কিং, সিরাজী, স্ট্রেচার, জ্যাকোবিন।
ছোট জাতের কবুতরের জন্যঃ যেমন গ্রীবাজ
5 ফোঁটা ঔষধ 10 মিলি পানির সাথে মিশিয়ে সিরিঞ্জ দিয়ে খাইয়ে দিবেন।
উল্লেখ্যঃ
শিরিঞ্জের মাথায় "বাটারফ্লাই" ব্যবহার করবেন, পাওয়া যাবে মানুষের ফার্মেসি।
ভুল চিকিৎসা করবেননা এতে করে কবুতরের প্রাণহানির সম্ভাবনা থাকবে।