পাখি সম্পর্কে তথ্য

  • Home
  • পাখি সম্পর্কে তথ্য

পাখি সম্পর্কে তথ্য আমার ব্যাবসা হল পাখি পালন কারি পাখাল দের সাহায্য করা।

বর্তমান রানিং বার্জিগার কত করে যাচ্ছে
08/05/2025

বর্তমান রানিং বার্জিগার কত করে যাচ্ছে

25/12/2024

আমার ছাদ কৃষি তে নতুন চারা রোপণ করলাম।

❤️ক্রিমির কিছু লক্ষনঃ* কবুতরের ওজন কমে যাবে।* অনেক দিন ধরে পাতলা পায়খানা। * বেশি পানি পান করা,* ডানা ঝুলে যাওয়া, ওজন কমে...
13/07/2024

❤️ক্রিমির কিছু লক্ষনঃ
* কবুতরের ওজন কমে যাবে।
* অনেক দিন ধরে পাতলা পায়খানা।
* বেশি পানি পান করা,
* ডানা ঝুলে যাওয়া, ওজন কমে গিয়ে বুকের হাড্ডি বের হয়ে আসা।
* চুপচাপ বসে থাকা শুধু খাওয়ার সময় উঠা, উৎপাত কম হওয়া,
* ডিম না দেয়া।
* পায়াখানার সাথে ক্রিমি আসা বা পরা।
* শ্বাস-প্রশ্বারে দুর্গন্ধ হতে পারে।

প্রতিরোধঃ
খাবারের পাত্র পানির পাত্র প্রতিদিন জীবাণু মুক্ত ও পরিস্কার-পরিচ্ছন্ন ভাবে কবুতরকে পরিবেষন করতে হবে। কবুতরের খামার প্রতিদিন পরিষ্কার করতে হবে অথবা সপ্তাতে অন্তত ২-৩ দিন পরিষ্কার করতে হবে।

কবুতরের খাবার ও গ্রিট প্রতি ৫ দিন পর-পর কড়া রোদে শুকিয়ে নিতে হবে। এতেকরে খাবারে ফাঙ্গাস বা ছএাক জন্মানোর সম্ভাবনা কম থাকবে।

কখন কৃমি কোর্স করাবেনঃ
* ঠাণ্ডা আবহাওয়ায়
* খালি পেটে
* গরমের দিনে করালে খুব ভোরে বা অনেক রাতে যখন খাবার হজম হয়ে যায়।
* প্রয়োজনে ঔই দিন খাবার একটু আগে দেওয়া ভাল তাতে রাতে খাবার আগে হজম হবে।
* গরমের দিনে হাল্কা বৃষ্টি হচ্ছে এমন আবহাওয়ায় দেওয়া ভাল।
* একটানা 3-4 দিন বৃষ্টি হয় তখন না দেওয়াই ভালো।

কবুতরকে কৃমির ঔষধ খাওয়ানোর পূর্বে ও পরবর্তী করনিওঃ
লিভার টনিক Apelin Syrup পাওয়া যাবে মানুষের হামদর্দের দোকানে অথবা মানুষের Allopathy ফার্মেসি।

১ লিটার বিশুদ্ধ পানির সাথে এক চা চামচ ঔষধ মিশিয়ে কবুতরকে সাধারণ পানির মত পরিবেশন করবেন
অবশিষ্ট দ্রবণ 4 ঘণ্টা পর ফেলে দিবেন।
3 বেলা, একটানা
4 দিন।
তারপর কৃমির ঔষধ খাওয়াবেন।
কৃমির ঔষধ খাওয়ানোর
২-৩ ঘণ্টা পর ১ লিটার বিশুদ্ধ পানির সাথে
Apelin Syrup এক চা চামচ মিশিয়ে কবুতরকে সাধারণ পানির মত পরিবেশন করবেন অবশিষ্ট দ্রবণ
4 ঘণ্টা পর ফেলে দিবেন।
3 বেলা, একটানা
3 দিন।
কৃমির ঔষধ খাওয়ানোর 3 ঘণ্টা পর কবুতরকে খাবার দিবেন। 3-4 ঘণ্টা পর কবুতরের খাঁচা, খাঁচার নিচের ময়লার ট্রে পরিষ্কার করবেন।

এক কোর্স থেকে আরেক কোর্স এর মেয়াদঃ
৯০ দিনের মধ্যে একবার এবং শুধুমাত্র একদিন।

যাদের জন্য কৃমির ঔষধ প্রযোজ্য নয়/ নিশেধঃ
* অসুস্থ কবুতরকে কৃমির ঔষধ খাওয়ানো যাবে না।
* কিছুদিনের মধ্যে ডিম দিবে এমন কবুতরকে কৃমির ঔষধ খাওয়ানো যাবে না।
* ডিম নিয়ে বসে আছে এমন কবুতরকে কৃমির ঔষধ খাওয়ানো যাবে না।
* বাচ্চা আছে বা বাচ্চাকে খাওয়ায় এমন কবুতরকে কৃমির কোর্স করানো যাবেনা।
* সবেমাত্র সুস্থ হয়েছে এমন কবুতরকে কৃমির ঔষধ খাওয়ানো যাবে না।

* কৃমির ঔষধ খাওয়াতে হবে সম্পূর্ণ সুস্থ কবুতর কে।
* কবুতর যখন ডিম বাচ্চা করার পর রেস্ট রাখবেন তখন কৃমি কোর্স করাবেন।

কৃমির ঔষধঃ
1. AH Syrup
অথবা,
2. Aldex Syrup
অথবা,
3. Alben Syrup

পাওয়া যাবে মানুষের Allopathy ফার্মেসি।

বড় জাতের কবুতরের জন্যঃ
7 ফোঁটা ঔষধ 10 মিলি পানির সাথে মিশিয়ে সিরিঞ্জ দিয়ে খাইয়ে দিবেন
যেমন কিং, সিরাজী, স্ট্রেচার, জ্যাকোবিন।

ছোট জাতের কবুতরের জন্যঃ যেমন গ্রীবাজ
5 ফোঁটা ঔষধ 10 মিলি পানির সাথে মিশিয়ে সিরিঞ্জ দিয়ে খাইয়ে দিবেন।

উল্লেখ্যঃ
শিরিঞ্জের মাথায় "বাটারফ্লাই" ব্যবহার করবেন, পাওয়া যাবে মানুষের ফার্মেসি।
ভুল চিকিৎসা করবেননা এতে করে কবুতরের প্রাণহানির সম্ভাবনা থাকবে।

31/05/2024

আমার ছাদ বাগানে কিছু অংশ🌴☘️

24/05/2024

চিনা হাঁসকে কচুরিপানা খাওয়া হচ্ছে।

11/05/2024

ছাদ পুকুরে হাঁসের বাচ্চাদের গোসল।🦢🦢

আমার স্বপ্নের কিছু কবুতর।  সংগ্রহ
07/05/2024

আমার স্বপ্নের কিছু কবুতর।
সংগ্রহ

26/04/2024

আমার ছাদ বাগানে চিনা হাঁস পালন প্রক্রিয়া।

23/04/2024
01/03/2024

বাজরিগার পাখির খামার,Budgrigar birds farm.

যদি ফিরে না আশি দোষ দিওনা 🥺খারাপ পাখি বলোনা 🕊️চেষ্টা করেছি ব্যর্থ হয়েছি স্বপ্ন ছিল বাড়ি ফেরা 💔🦅
14/02/2024

যদি ফিরে না আশি দোষ দিওনা 🥺
খারাপ পাখি বলোনা 🕊️
চেষ্টা করেছি ব্যর্থ হয়েছি স্বপ্ন ছিল বাড়ি ফেরা 💔🦅

এই রখম চিন্তা কে কে করেন।
20/01/2024

এই রখম চিন্তা কে কে করেন।

Address

রাউজান, রাঙ্গামাটি রোড, চট্টগ্রাম

Telephone

+8801748944307

Website

Alerts

Be the first to know and let us send you an email when পাখি সম্পর্কে তথ্য posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your practice to be the top-listed Clinic?

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram