15/11/2024
                                              বিশেষ গুরুত্বপূর্ণ লক্ষণ,
বেলেডোনার সব ক্ষেত্রেই লাল ---
১.জ্বরের ক্ষেত্রে বেলেডোনার রুগীর চোখ-মুখ লাল ও উত্তাপ হয়ে যাবে।
২.ফোড়ার ক্ষেত্রে বেলেডোনার রুগীর ফোড়া  টকটকে লাল ও গরম হবে
৩.ব্যথার ক্ষেত্রেও বেলেডোনার রুগীর ব্যথার স্থানটি গরম ও লাল হবে।
৪.চোখের যন্তণায়ও বেলেডোনার রুগীর চোখ লাল ও গরম হবে।
সমস্যা যাই হোকনা কেন, সব ক্ষেত্রেই বেলেডোনার অবস্থা লাল ও গরম হবে।
*আরো কিছু বৈশিষ্ট্য আছে --
*জ্বালা ও স্পর্শকাতরতা
*আকস্মিকতা ও ভীষণতা।
*ব্যথা হঠাৎ আসে,হঠাৎ যায়।
*বেলেডোনার প্রায় সকল পীড়াতে ডান দিকে আক্রমণ হয়।
বৃদ্ধি-স্পর্শে,নড়াচড়ায়,মস্তকমুন্ডনে,রৌদ্রে,শয়নে,বায়ু প্রবাহে,শব্দে ও আলোকে,বেলা ৩টার পর,পুনরায় রাত্রি দ্বিপ্রহরের পর।
উপশম--সোজা হয়ে দাঁড়ালে,উষ্ণ গৃহে,বিশ্রামে,এবং অর্ধশায়িত অবস্থায়।