Bushra Homeo Hall

  • Home
  • Bushra Homeo Hall

Bushra Homeo Hall Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Bushra Homeo Hall, Medical and health, Munshiganj Sadar Upazila, .

  বিশেষ গুরুত্বপূর্ণ লক্ষণ,বেলেডোনার সব ক্ষেত্রেই লাল ---১.জ্বরের ক্ষেত্রে বেলেডোনার রুগীর চোখ-মুখ লাল ও উত্তাপ হয়ে যাবে...
15/11/2024

বিশেষ গুরুত্বপূর্ণ লক্ষণ,
বেলেডোনার সব ক্ষেত্রেই লাল ---
১.জ্বরের ক্ষেত্রে বেলেডোনার রুগীর চোখ-মুখ লাল ও উত্তাপ হয়ে যাবে।
২.ফোড়ার ক্ষেত্রে বেলেডোনার রুগীর ফোড়া টকটকে লাল ও গরম হবে
৩.ব্যথার ক্ষেত্রেও বেলেডোনার রুগীর ব্যথার স্থানটি গরম ও লাল হবে।
৪.চোখের যন্তণায়ও বেলেডোনার রুগীর চোখ লাল ও গরম হবে।
সমস্যা যাই হোকনা কেন, সব ক্ষেত্রেই বেলেডোনার অবস্থা লাল ও গরম হবে।

*আরো কিছু বৈশিষ্ট্য আছে --
*জ্বালা ও স্পর্শকাতরতা
*আকস্মিকতা ও ভীষণতা।
*ব্যথা হঠাৎ আসে,হঠাৎ যায়।
*বেলেডোনার প্রায় সকল পীড়াতে ডান দিকে আক্রমণ হয়।

বৃদ্ধি-স্পর্শে,নড়াচড়ায়,মস্তকমুন্ডনে,রৌদ্রে,শয়নে,বায়ু প্রবাহে,শব্দে ও আলোকে,বেলা ৩টার পর,পুনরায় রাত্রি দ্বিপ্রহরের পর।

উপশম--সোজা হয়ে দাঁড়ালে,উষ্ণ গৃহে,বিশ্রামে,এবং অর্ধশায়িত অবস্থায়।

15/11/2024

আচ্ছালামু আলাইকুম।
আমি ডাঃফাতিমা।
নারী শিশু বিশেষজ্ঞ।
অনলাইন এর মাধ্যমে সারা দেশে চিকিৎসা করি যেকোন রোগের।

স্যার, স্যামুয়েল হ্যানিমান সূক্ষ্ম মাত্রার একটা স্ট্যান্ডার্ড সংজ্ঞা দিয়েছেন । সেটা বিশেষত পঞ্চাশ সহস্রতমিকের ক্ষেত্রে প...
28/09/2022

স্যার, স্যামুয়েল হ্যানিমান সূক্ষ্ম মাত্রার একটা স্ট্যান্ডার্ড সংজ্ঞা দিয়েছেন ।
সেটা বিশেষত পঞ্চাশ সহস্রতমিকের ক্ষেত্রে প্রযোজ্য হলেও শতততমিকের জন্যও আরও বেশি যৌক্তিক এবং প্রযোজ্য। সেটি হলো, এক ফোঁটা পটেনটাইজড লিকুইড মেডিসিনে পাঁচশ গ্লোবিউস সিক্ত হয় এমন ক্ষুদ্র গ্লোবিউস, তথা দশ নাম্বার পিলে এক ফোঁটা পটেনটাইজড লিকুইড মেডিসিন দিয়ে পাঁচশত পিল বা কোয়ার্টার ড্রাম সিক্ত করে সেখান থেকে মাত্র একটা পিল যা ঔষধ সিক্ত অবস্থায় অলরেডি তৈরি আছে তা নিতে হবে ক্ষুদ্র মাত্রা তৈরির জন্য।
এরকম ক্ষুদ্র অনুবটিকা যা সরিষা দানার চেয়েও ছোট এবং যেখানে পাঁচশ বড়ি মেডিকেটেড করা হয়েছে মাত্র এক ফোঁটা শক্তিকৃত হোমিওপ্যাথিক ঔষধ দিয়ে।
একিউট রোগে এরকম একটা পিল,সরাসরি দেয়া যেতে পারে যা রোগীর জন্য ক্ষুদ্র বা সূক্ষ্ম মাত্রা অথবা একিউট বা ক্রনিক রোগে একটা পিল চার আউন্স বা আরও বেশি পানিতে সিক্ত করে বিভক্ত মাত্রায় প্রতি বার ১ চামচ পরিমাণ সেবন করা হলে সেটাও হবে রোগীর জন্য ক্ষুদ্র মাত্রা।
তবে সবচেয়ে মজার এবং গুরুত্বপূর্ণ বিষয় হলো, ক্ষুদ্র মাত্রা বা সূক্ষ্ম মাত্রার জন্য এটা হলো, একটা স্ট্যান্ডার্ড স্কেল, চূড়ান্ত স্কেল নয়।
প্রয়োজন অনুসারে নির্দিষ্ট রোগীর সেনসেটিভ স্কেল বিবেচনা করে, আরও অনেক সূক্ষ্ম ও ক্ষুদ্র করতে হবে, যা রোগীর কোন প্রকার কষ্টকর বৃদ্ধি সৃষ্টি করবেনা । যতক্ষণ, হোমিওপ্যাথিক কষ্টকর বৃদ্ধি হবে ততক্ষণ সেটা স্পেসিফিক রোগীর জন্য বড় মাত্রা । যেখানে গিয়ে আর হোমিওপ্যাথিক কষ্টকর বৃদ্ধি ঘটেনা সেটা, নির্দিষ্ট রোগীর জন্য ক্ষুদ্র এবং মিনিমাম ডোজ। হোমিওপ্যাথিতে, বিশ্বের কোন স্কলার অথেনটিক হোমিওপ্যাথ সরাসরি লিকুইড পটেনটাইজড মূল মেডিসিন সেবনের পরামর্শ দিয়েছেন বা প্রেসক্রিপশান করেছেন, এরকম প্রমাণিত কোন ডকুমেন্টস হোমিওপ্যাথির গ্রন্থসমূহে পাওয়া যায়না।
আর যদিও বিচ্ছিন্নভাবে কারও গ্রন্থে পাওয়া যায়, তবুও হোমিওপ্যাথিক প্রিন্সিপালস এন্ড ফিলোসোফি অনুসারে সেটা অগ্রহণযোগ্য এবং নীতিমালা বিবর্জিত হিসেবে গণ্য হতে বাধ্য।

Address

Munshiganj Sadar Upazila

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bushra Homeo Hall posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Bushra Homeo Hall:

  • Want your practice to be the top-listed Clinic?

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram