03/11/2025
আঞ্জুমান এ আশরাফীয়া চ্যারিটেবল ট্রাস্টের অন্যতম অঙ্গ সংগঠন ‘আঞ্জুমান এ আশরাফীয়া ব্লাড ডোনেট ফাউন্ডেশন’।
মানবসেবাকে মহান ব্রত হিসেবে ধারণ করে চার বছর আগে আজকের এই দিনে ফাউন্ডেশনটি যাত্রা শুরু করে। প্রতিষ্ঠার পর থেকেই এটি কল্পনার চেয়েও অধিক অর্থবহ ও কার্যকরী একটি উদ্যোগে পরিণত হয়েছে। এ পর্যন্ত ৮০০ জনেরও বেশি মানুষ এ ফাউন্ডেশনের মাধ্যমে রক্তসেবা পেয়েছেন। সৈয়দপুর ছাড়িয়ে পার্শ্ববর্তী জেলাগুলোতেও অসংখ্য রোগীকে রক্ত দিয়ে জীবনের প্রয়োজনে পাশে দাঁড়িয়েছে এই সংগঠনটি।
এই বর্ণাঢ্য পথচলা আরও গতিময় হয়েছে একজন নিবেদিতপ্রাণ কর্মী বাদশাহ আশরাফীর Md Badsha Ashrafi কারণে।
সব ঋতু গ্রীষ্ম, বর্ষা ও শীতে সমানভাবে তিনি দায়িত্ব পালনে সদা প্রস্তুত থেকেছেন। তাঁর অক্লান্ত পরিশ্রম, ত্যাগ ও নিঃস্বার্থতার ফলে আঞ্জুমান এ আশরাফীয়া ব্লাড ডোনেট ফাউন্ডেশন আজ আস্থা, স্বচ্ছতা ও মানবতার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
সৈয়দপুরে যেখানে অনেক সংগঠন রাতারাতি তৈরী হয়ে কাগজে-কলমে সীমাবদ্ধ থাকে, সেখানে একটি অঙ্গ সংগঠন হয়েও আঞ্জুমান এ আশরাফীয়া ব্লাড ডোনেট ফাউন্ডেশন মানবসেবা, দায়িত্ববোধ ও আশরাফীয় সুবাস ছড়িয়ে সুধীমহলে সুনাম অর্জন করেছে। আজ সৈয়দপুরসহ আশপাশের জেলাগুলোতেও এটি সুপরিচিত এবং বিশ্বস্ত একটি মানবসেবামূলক প্রতিষ্ঠান।
আজ ৪ঠা নভেম্বর, সংগঠনের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী।
মহান আল্লাহ তা‘আলার নিকট দোয়া করি,এই সংগঠনের উত্তরোত্তর উন্নতি, প্রসার ও কল্যাণমূলক কাজ যেন অব্যাহত থাকে।