08/06/2025
নোটিস:
গত ৩০ মে আবহাওয়া খারাপ থাকায় আমাদের পল্লী চিকিৎসক কোর্সের LMAFP & DMS এর ক্লাস শুরু হয়নি। আগামী ১৩ জুন শুক্রবার সকাল ৯টায় শুরু হবে ইনশা আল্লাহ।
যারা ভর্তি হতে ইচ্ছুক তারা আগামী ১৩ জুন ক্লাস করে ভর্তি হতে পারবেন।
ভর্তির জন্য:-
১. এস এস সি পাশের সার্টিফিকেইটের ফটোকপি
২. জন্ম সনদ / ন্যাশনাল আই ডি কার্ডের ফটোকপি
৩. দু্ই কপি পাসপোর্ট এবং দুই কপি স্ট্যাম্প সাইজের ছবি
৪. LMAFP এর জন্য 4000 এবং DMS এর জন্য 6 হাজার টাকা নিয়ে আসবেন
বি: দ্র: একটি ক্লাস করে তার পর ভর্তির সিদ্ধান্ত নিন
01721-702525