গ্রাম ডাঃ মাওলানা মোঃ মাসুদ রানা

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • গ্রাম ডাঃ মাওলানা মোঃ মাসুদ রানা

গ্রাম ডাঃ মাওলানা মোঃ মাসুদ রানা গ্রাম ডা.মাও.মোঃ মাসুদ রানা মানবিক কাজ করতে ভালোবাসি

11/03/2024

যতদিন পর্যন্ত কোন ব্যক্তি/দল বা গোষ্ঠী নিজেদের সমালোচনা সহ্য করার ক্ষমতা অর্জন করতে না পারবে,
ততদিন পর্যন্ত তারা তাদের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারবে না!

01/03/2024

কিছু মানুষের মনে হয় জন্ম ই হয় অন্যের পিছনে লেগে থাকার জন্য । আসলে মানুষ বুঝেও বুঝেনা যতটা সময় অন্যের পিছনে লেগে থাকে ,ততোটা নিজের কাজের পিছনে লেগে থাকলে অনেক দূর এগিয়ে যাওয়া যায়।
কারো থেকে এগিয়ে থাকতে চাইলে কারো পিছনে লেগে নয় নিজের কাজের পিছনে লেগে থাকলে অনেকের থেকে এগিয়ে থাকা যায়।

25/02/2024

সাবধান! যে ব্যক্তি "বিদ'আতী" আমল করবে!
মহান আল্লাহ্ তার ফরজ ও নফল, কোন ইবাদতই কবুল করেন না।

সহীহ বুখারী ৩১৭২

খাদিজা বস্ত্র বিতান, ঝাউডাঙ্গা। নতুন আরেকটি প্রতিষ্ঠানের শুভ উদ্বোধনে একজন গ্রাহক হিসাবে দোয়া করি যেন প্রতিষ্ঠানটি তার ...
22/02/2024

খাদিজা বস্ত্র বিতান, ঝাউডাঙ্গা।
নতুন আরেকটি প্রতিষ্ঠানের শুভ উদ্বোধনে একজন গ্রাহক হিসাবে দোয়া করি যেন প্রতিষ্ঠানটি তার সাফল্যের উত্তরোত্তর ধারা অব্যাহত রাখতে পারে আল্লাহ কবুল করুন আমিন।
কালাম ভাইকে অসংখ্য ধন্যবাদ,,,,

20/02/2024

ইসলামের দৃষ্টিকোণ থেকে মাতৃভাষার গুরুত্বঃ

মাতৃভাষার গুরুত্ব শুধু ভৌগলিক বা ঐতিহাসিক কারণেই নয়; ইসলামিক দৃষ্টিকোণ থেকেও মাতৃভাষার গুরুত্ব অনস্বীকার্য।

যুগে যুগে মানুষকে সুপথ দেখাতে, সব মহামানবই গুরুত্ব দিয়েছেন মাতৃভাষার প্রতি; কেননা স্বজাতির হৃদয় স্পর্শ করতে এরচেয়ে উত্তম ভাষা আর হয় না।

একারণেই তাঁরা আল্লাহর দেওয়া নবুওয়াতের দায়িত্ব পালনে বাহন হিসেবে বেছে নিয়েছেন মাতৃভাষাকেই।

নিখিল বিশ্বজগতের প্রভু আল্লাহ বলেছেন,
ﻭَﻣَﺎٓ ﺃَﺭۡﺳَﻠۡﻨَﺎ ﻣِﻦ ﺭَّﺳُﻮﻝٍ ﺇِﻟَّﺎ ﺑِﻠِﺴَﺎﻥِ ﻗَﻮۡﻣِﻪِۦ ﻟِﻴُﺒَﻴِّﻦَ ﻟَﻬُﻢۡۖ ﻓَﻴُﻀِﻞُّ ﭐﻟﻠَّﻪُ
ﻣَﻦ ﻳَﺸَﺎٓﺀُ ﻭَﻳَﻬۡﺪِﻱ ﻣَﻦ ﻳَﺸَﺎٓﺀُۚ ﻭَﻫُﻮَ ﭐﻟۡﻌَﺰِﻳﺰُ ﭐﻟۡﺤَﻜِﻴﻢُ
‘আমি প্রত্যেক রাসূলকে তার স্বজাতির ভাষাতেই পাঠিয়েছি, যাতে সে তাদের কাছে [আল্লাহর বার্তা] বুঝিয়ে বলতে পারে।

এরপর আল্লাহ যাকে চান বিপথগামী করেন, যাকে চান সঠিক পথ দেখান।
তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়।’ [সূরা ইবরাহীম, ১২:৪

13/02/2024

যে ব্যক্তি তার মুমিন ভাইকে তার বিপদে সান্ত্বনা দিবে, আল্লাহ তাকে কিয়ামতের দিন সম্মানের পোশাক পরাবেন।
ইবনে মাজাহ ১৬০১

08/02/2024

I always hate to take knowledge that comes spontaneously, I prefer to seek knowledge.

03/02/2024

মানব জাতী যতটুকু সম্ভব পারলে মানুষের উপকার করেন।
সেটা হোক টাকা, খাবার,পোশাক,কথা,
শ্রম,বুদ্ধি ইত্যাদি দিয়ে।
তবু মানুষের পাশে থাকুন।

31/01/2024

আমাদের জানাযা শেষ করে কিছু মানুষ আমাদের লাশের সাথে কবরস্থান পর্যন্তও যেতে চাইবেনা, কারণ তাদের ব্যস্ততা আছে।
অথচ আমরা এই মানুষগুলোর জন্য কত সময় উজাড় করে দিয়েছিলাম।

সাতক্ষীরা সাংবাদিক কল‍্যাণ সংস্হার নির্বাহী কমিটির সঙ্গে সোমবার বিকালে উপজেলা ডিজিটাল কর্ণারে মতবিনিময় করছেন সাতক্ষীরা স...
22/01/2024

সাতক্ষীরা সাংবাদিক কল‍্যাণ সংস্হার নির্বাহী কমিটির সঙ্গে সোমবার বিকালে উপজেলা ডিজিটাল কর্ণারে মতবিনিময় করছেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভুইয়া স্যার।

এসময় উপস্থিত সাতক্ষীরা সাংবাদিক কল‍্যাণ সংস্হার ৩১ সদস্য বিশিষ্ট কমিটির সদস্যবৃন্দ স্যারকে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।

19/01/2024

শীতের সৌন্দর্য যেমন কুয়াশা,
জীবনের সৌন্দর্য দুঃখ।

💞

12/01/2024

চাওয়া পাওয়ার হিসেবটা
আমি তেমন বুঝিনা,
বিষম এক যন্ত্রণায় জ্বলছি
তা বোঝাতেও পারছিনা।

Address

Dhaka

Telephone

+8801757745783

Website

Alerts

Be the first to know and let us send you an email when গ্রাম ডাঃ মাওলানা মোঃ মাসুদ রানা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category