14/09/2022
হিজামা একটি জনপ্রিয় সুন্নাহ ভিত্তিক প্রাচীন চিকিৎসা ব্যবস্থা অসংখ্য সহিহ্ হাদিস দ্বারা বর্ণিত এবং আধুনিক মেডিকেল সাইন্স চাইনিজ ট্রেডিশনাল মেডিসিন ও ওয়েস্টার্ন মেডিসিন দ্বারা প্রমাণিত বিজ্ঞানভিত্তিক চিকিৎসা পদ্ধতি।
হযরত ইবনে আব্বাস রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, তোমরা যেদিনগুলিতে হিজামা লাগাও তার মধ্যে সর্বোত্তম দিন হলো (চাঁদের) সতের, উনিশ ও একুশ তারিখ। (জামে তিরমিযীঃ ২০৫১)
হযরত আনাস রাযি. রাসূলুল্লাহ সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, যে ব্যক্তি হিজামা লাগাতে চায় সে যেন চাঁদের সতের, উনিশ ও একুশ তারিখকে তালাশ করে। তোমাদের কারো রক্তের চাপ বেড়ে গেলে সে যেন (হিজামা লাগিয়ে) রক্তের চাপ কমিয়ে নেয়। (সুনানে ইবনে মাজাহঃ ৩৪৮৬)
হযরত আবূ হুরাইরা রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, যে ব্যক্তি (চাঁদের) সতের, উনিশ ও একুশ তারিখে হিজামা লাগাবে,এ হিজামা তার সকল রোগের (তথা রক্তের চাপের কারণে যেসব রোগ হয়) নিরাময়কারী হবে। (সুনানে আবূ দাউদঃ ৩৮৬১)
বিস্তারিত জানতেঃ
এটা রোগের জন্য চিকিৎসা, সুস্থ ব্যাক্তির জন্য রোগ প্রতিরোধক। হিজামা এন্টি এইজিং ট্রিটমেন্ট অর্থাৎ সারা দুনিয়ায় মানুষ বয়সকে ধরে রাখতে এবং স্ট্যামিনা বাড়ানোর জন্য হিজামা পছন্দ করে থাকেন।
হিজামা করলে যেসকল রোগের উপকার হয়ঃ
❐ব্ল্যাক ম্যাজিক কালো জাদু ❐ডিপ্রেশন, চুল পড়া ❐যৌন সমস্যা ❐ ❐ রক্তদূষণ, উচ্চরক্তচাপ, ❐ ঘুমের ব্যাঘাত, স্মৃতিভ্রষ্টতা, মানসিক সমস্যা, ❐ মাইগ্রেন জনিত দীর্ঘমেয়াদী মাথা ব্যাথা, অস্থি সন্ধির ব্যাথা, পিঠে ব্যাথা, হাঁটু ব্যাথা, দীর্ঘমেয়াদী সাধারণ মাথা ব্যাথা, ঘাড়ে ব্যাথা, কোমর ব্যাথা, পায়ে ব্যাথা, মাংসপেশীর ব্যাথা, দীর্ঘমেয়াদী পেট ব্যথা, হাড়ের স্থানচ্যুতি জনিত ব্যাথা। ❐ সাইনুসাইটিস ❐ ব্রণ ❐ কোলেস্টেরল ❐ হাঁপানি (৮) গ্যাস্ট্রিক পেইন, গ্যাস্ট্রিক আলসার ❐ বিষক্রিয়া ❐পিরিয়ডের সময় অসহনীয় পেইন, অনিয়মিত পিরিয়ড, দীর্ঘমেয়াদী চর্মরোগ ❐ ত্বকের নিম্নস্থিত বর্জ্য নিষ্কাশন ❐ ফোঁড়া-পাঁচড়া ❐ চুল পড়া ❐ স্পোর্টস ইঞ্জুরি ❐ হরমোনাল সমস্যা ❐ ইরেক্টিল ডিসফাংশন [ই.ডি], ❐ মাদকাসক্ত নিরাময়, এবং আরও অনেক সমস্যার জন্য হিজামা কার্যকরী ইনশাআল্লাহ।
কাপিং থেরাপি এমন এক চিকিৎসা পদ্ধতি, যার কোন প্রকার সাইড ইফেক্ট নেই, এর জন্যে কোন মেডিসিন নিতে হয়না।
যোগাযোগঃ-01873650208,01612989446
বিদ্রঃ-বর্তমানে শুধু মাএ পুরুষদের জন্য শরিয়াহ সম্মত হিজামার ব্যাবস্থা আছে।ভবিষ্যতে মেয়েদের জন্য মহিলা থেরাপিঃ দ্বারা শরিয়াহ সম্মত ভাবে হিজামা করানো হবে।
চেম্বারঃ সাতক্ষীরা হিজামা সেন্টার
🏡আমাদের সেন্টারের ঠিকানাঃ খোরদো বাজার, থানাঃ কলারোয়া, জেলাঃ সাতক্ষীরা
-যোগাযোগ: 01873650208
হিজামা শুধু চিকিৎসাই নয় সুন্নাহ ও বটে।
সিরিয়াল ও পরামর্শের জন্য কল করুনঃ--01873650208,01612989446