Dr. Md. Shariful Islam

Dr. Md. Shariful Islam This page is mainly about medical education, medical health & social awareness activities.

20/07/2025
হারপিক পয়জনিং!!হারপিক মূলত টয়লেট পরিষ্কার করার কাজে ব্যবহৃত হয়। অনেকে আত্মহত্যার উদ্দেশ্যে হারপিক খেয়ে থাকে। হারপিক খ...
13/07/2025

হারপিক পয়জনিং!!

হারপিক মূলত টয়লেট পরিষ্কার করার কাজে ব্যবহৃত হয়। অনেকে আত্মহত্যার উদ্দেশ্যে হারপিক খেয়ে থাকে। হারপিক খেয়ে মৃত্যুহার অনেক কম কিন্তু এর দীর্ঘ মেয়াদী কুফল অনেক বেশি। দীর্ঘমেয়াদী সমস্যার মধ্যে অন্যতম হচ্ছে খাবারের রাস্তা,ইসোফেগাছ বা খাদ্যনালী সরু হয়ে যাওয়া। এর ফলে একজন মানুষ খাবার খেতে পারে না বা খাবার পাকস্থলীতে যেতে পারেনা। এই রোগীদের বেঁচে থাকার জন্য মেডিসিন কোন ভাবেই সহায়ক হয় না, সার্জারীর প্রয়োজন পড়ে।

গত দুই সপ্তাহ আগে একটি রোগী (মেয়ে) আমার কাছে আসে, হারপিক খেয়েছে ১মাস পূর্বে। আমরা তার এন্ডোস্কপি করি এবং দেখতে পায় তার খাদ্যনালী যেখানে পাকস্থলীর সাথে যুক্ত হয়(ইসোফেগাল জাংশন) ঠিক তার পাশেই তার খাদ্যনালীর নিম্নাংমের ওপেনিইং(এন্ট্রাম)। সুস্থ, স্বাভাবিক মানুষের যেটা আরো নিচে থাকার কথা। হারপিক খাওয়ার কারনে তার পাকস্থলী পুড়ে ছোট হয়ে চুপসে গিয়েছিল এবং আলসার বা ক্ষতও ছিল। সে কিছুই খেতে পারত না, খাইলেই তার বমি হতো এবং সব থেকে দুঃখের কথা হচ্ছে, এর যে কষ্ট না দেখলে ভাষায় প্রকাশ করার মত না।
গতকাল আমরা তার সার্জিক্যাল অপারেশন সম্পন্ন করেছি। তার গেস্ট্র-জেজুনোস্টমি করা হয়েছে।
দয়া করে হারপিক খাবেন না, পরবর্তী জীবনকে জটিল করে তুলবেন না।

08/07/2025

ধুমপান আর করবেন কী না ভাবুন!!!

Watch varicocele surgery video:- https://youtu.be/xU-VaVzhtpwDr. Md. Shariful IslamMBBS (DMC), FCPS (Surgery), MRCS (Edi...
03/07/2025

Watch varicocele surgery video:- https://youtu.be/xU-VaVzhtpw

Dr. Md. Shariful Islam
MBBS (DMC), FCPS (Surgery), MRCS (Edin, UK), MS (CVTS), FACS (USA), FMAS, FIAGES, EFIAGES & FALS Oncology (India).
Fellowship in Endoscopy, Colonoscopy, ERCP & Laparoscopy Surgery, (India).
Advance training in Endoscopic Surgery, Zhengzhou University, China.
Associate Professor & Head of the Department (Surgery)
Satkhira Medical College & Hospital.

Mother Teresa Diagnostic & Endoscopic, Colonoscopic, Laparoscopic Center.
Khulna Road, Polashpole, Satkhira-9400. For Serial- 01319 782 366. Assistant- 01716 310 326

হাইডাটিড সিস্ট কী?হাইডাটিড রোগটি পরজীবী দ্বারা সৃষ্ট হয় যা কুকুর এবং ভেড়া থেকে সাধারণত জলের মাধ্যমে মানুষের কাছে পৌঁচ্...
29/06/2025

হাইডাটিড সিস্ট কী?

হাইডাটিড রোগটি পরজীবী দ্বারা সৃষ্ট হয় যা কুকুর এবং ভেড়া থেকে সাধারণত জলের মাধ্যমে মানুষের কাছে পৌঁচ্ছে যায়। পরজীবী উপস্থিতির ফলে মানুষের লিভার ও শরীরের অন্যান্য অংশে টিউমার বা সিস্ট দেখা দিতে পারে। সঠিকভাবে এই টিউমার বা সিস্টের চিকিৎসা না করা হলে হাইডাটিড রোগ হবার সম্ভাবনা প্রবল।

হাইডাটিড সিস্ট কেন হয়?

হাইডাটিড রোগ, যাকে সিস্টিক ইকিনোকোকোসিসও বলা হয়, এটি একটি পরজীবী সংক্রমণ যা ফিতাকৃমি দ্বারা সৃষ্ট । মানুষ যদি পরজীবীযুক্ত কুকুরের মলের সংস্পর্শে আসে তবে তারা এই রোগে আক্রান্ত হতে পারে। হাইডাটিড রোগের ফলে অঙ্গগুলিতে, সাধারণত আপনার লিভারে, সিস্ট বৃদ্ধি পায়।

হাইডাটিড সিস্ট কিভাবে ছড়ায়?

মানুষের মধ্যে দুটি সবচেয়ে গুরুত্বপূর্ণ রূপ হল সিস্টিক ইকিনোকোকোসিস (হাইডাটিডোসিস) এবং অ্যালভিওলার ইকিনোকোকোসিস। দূষিত খাবার, পানি বা মাটিতে পরজীবীর ডিম খাওয়ার মাধ্যমে অথবা প্রাণী পোষকের সাথে সরাসরি যোগাযোগের মাধ্যমে মানুষ সংক্রামিত হয়।

কোন প্রাণীর হাইডাটিড সিস্ট থাকে?

হাইডাটিড ফিতাকৃমির জীবনচক্রের মধ্যে একটি নির্দিষ্ট পোষক (কুকুর বা ডিঙ্গো) থাকে, যা অন্ত্রে প্রাপ্তবয়স্ক ফিতাকৃমিকে আশ্রয় দেয় এবং মধ্যবর্তী পোষক ( ভেড়া, ছাগল, গবাদি পশু, শূকর, ক্যাঙ্গারু এবং ওয়ালাবি ), যা জলীয় সিস্টিক পর্যায়ের পোষক, সাধারণত লিভার এবং ফুসফুসে।

প্রতিরোধের পদক্ষেপ এবং কৌশল

প্রতিরোধমূলক ব্যবস্থার মধ্যে রয়েছে কুকুরদের প্রবেশাধিকার সীমিত করা এবং সিস্ট দ্বারা সংক্রামিত মাংস খাওয়া থেকে পশুদের বিরত রাখা। আক্রান্ত ভেড়ার মৃতদেহ খাওয়া থেকে কুকুরদের বিরত রাখা। বেওয়ারিশ কুকুরের সংখ্যা নিয়ন্ত্রণ করা। ভেড়া এবং অন্যান্য গবাদি পশু বাড়িতে জবাই করা সীমিত করা।

লিভারে হাইডাটিড সিস্টের চিকিৎসা?

সাধারণত, লিভার সিস্টের জন্য র‍্যাডিকাল সার্জারি (টোটাল পেরিসিস্টেক্টমি বা আংশিক হেপাটেক্টমি) নির্দেশিত হয়। রক্ষণশীল সার্জারি (ওমেন্টোপ্লাস্টি সহ বা ছাড়াই ওপেন এন্ডোসিস্টেক্টমি) অথবা প্যালিয়েটিভ সার্জারি (সংক্রামিত সিস্ট বা যোগাযোগকারী সিস্টের সহজ টিউব নিষ্কাশন)ও একটি বিকল্প।

হাইডাটিড সিস্ট দেখতে কেমন?

একটি হাইডাটিড সিস্ট সাধারণত গোলাকার বা ডিম্বাকার ক্ষত হিসেবে দেখা হয় যার ধরণ। এর জলের ঘনত্ব এবং অ-বর্ধিত সিটিতে একটি উচ্চ অ্যাটেন্যুয়েশন প্রাচীর রয়েছে। কনট্রাস্ট ইনজেকশনের পরে সেপ্টাই বা সিস্ট প্রাচীরের বর্ধন দেখা যেতে পারে।

04/02/2025


Dr. Md. Shariful Islam
General & Endo-laparoscopic Surgeon
Contact- 01319-782366

22/01/2025

Dr. Md. Shariful Islam

MBBS (DMC), FCPS (Surgery), MRCS (Edin, UK), MS (CVTS), FACS (USA), FMAS, FIAGES, EFIAGES & FALS Oncology (India).
Fellowship in Endoscopy, Colonoscopy, ERCP & Laparoscopy Surgery, (India).
Advance training in Endoscopic Surgery, Zhengzhou University, China.
Associate Professor & Head of the department (Surgery)
Satkhira Medical College & Hospital.

Mother Teresa Diagnostic & Endoscopic, Colonoscopic, Laparoscopic Center.
Khulna Road, Polashpole, Satkhira-9400. For Serial- 01319 782 366. Assistant- 01716 310 326.

Address

Satkhira, Khulna
Satkhira
9400

Telephone

+8801999774718

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Md. Shariful Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Md. Shariful Islam:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram