18/10/2025
ডাঃ মোঃ শরিফুল ইসলাম
জেনারেল, এন্ডো-ল্যাপারোস্কপিক, কলোরেক্টাল, ক্যান্সার ও ভাসকুলার সার্জন
MBBS (DMC), FCPS (Surgery), MRCS (Edin, UK), MS (CVTS), FACS (USA), FMAS, FIAGES, EFIAGES & FALS Cancer surgery (India).
ব্রেস্ট ও ক্যান্সার সার্জারীতে ইন্ডিয়া ও থাইল্যান্ড থেকে ফেলোশীপ প্রাপ্ত।
পাইলস ও কলোরেক্টাল সার্জারীতে ইন্ডিয়া, চীন ও মালেশিয়া থেকে প্রশীক্ষন প্রাপ্ত।
এন্ডোস্কপি, কোলনস্কপি, ইআরসিপি ও ল্যাপারোস্কপিক সর্জারীতে ইন্ডিয়া, চীন ও সিংগাপুর থেকে ফেলোশীপ প্রাপ্ত।
সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান (সার্জারী)
সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতাল।
মাদার তেরেসা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার।
খুলনা রোড, পলাশপোল, সাতক্ষীরা।
যোগাযোগ- ০১৩১৯-৭৮২৩৬৬, ০১৭১৬-৩১০৩২৬
সেবা সমুহঃ-
* তুলনামূলক স্বল্প খরচে সব ধরনের অপারেশন করা হয়।
১। World Standard Bloodless (রক্তপাতহীন) Laparoscopic Surgery,( পিত্তথলীর পাথর, হার্নিয়া, জরায়ুর সিস্ট)
২। আধুনকি যন্ত্রের সাহায্যে আকাবাকা শিরা (Varicose Vain) অপারেশন করা হয়।
৩। Stapling Device ব্যবহার করে মলদ্বার না কেটে অত্যাধুনিক Longo পদ্ধতিতে Piles এর অপারেশন করা হয়।
৪। খাদ্য নালীর রোগ হায়াটাস হার্নিয়ার অপারেশন করা হয়।
৫। Proctoscopy পরীক্ষার মাধ্যমে স্বল্প খরচে মলদ্বারের সমস্যা সমূহ নির্ভুলভাবে নির্ণয় করা ও চিকিৎসা প্রদান ৷
৬। এন্ডোস্কপি ও কোলনস্কপি পরীক্ষার মাধ্যমে স্বল্প খরচে মলদ্বারের সমস্যা সমূহ নির্ভুলভাবে নির্ণয় করা ও চিকিৎসা প্রদান এবং এন্ডোস্কপি ও কোলনস্কপির মাধ্যমে পলিপ ও ফরেনবডি (হাড়ের টুকরা, দাত, পয়সা ইত্যাদি) অপসারন করা হয়।
৭ মহিলা রোগীদের জন্য মহিলা Assistant এর সহায়তায় পর্দা বজায় রেখে Proctoscopy-র ব্যবস্থা।
৮ মহিলাদের Breast Tumour এর Cosmetic Surgery.
৯ Breast Cancer, Gastric Cancer, Re**al Cancer সহ অন্যান্য ক্যান্সার এর আন্তর্জাতিক মানের সার্জারী (Oncological Clearance).
আত্ন পরিচিতি
ডাঃ মোঃ শরিফুল ইসলাম ১৯৭৮ সালে সাতক্ষীরা জেলার দেবহাটা থানার খলিশাখালী গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা মোঃ আঃ রহিম মোড়ল ও মাতা মিসেস ফাতেমা খাতুন। সাত ভাই দুই বোনের মধ্যে ডাঃ শরিফুল ইসলাম তৃতীয় । এক পরিবারে চার জন। বিসিএস ক্যাডারের সন্তান হওয়ায় মাতা ফাতেমা খাতুন রত্ন গর্জা ও বিভিন্ন জাতীয় খেতাবে ভূষিত হয়েছেন। ছোট বেলা থেকে ডাঃ মোঃ শরিফুল ইসলাম স্কুলের মেধাবী ছাত্র ছিলেন। পঞ্চম ও অষ্টম শ্রেণীতে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেন এবং ১৯৯৩ সালে আশাশুনি কেন্দ্র থেকে কোদন্ডা মাধ্যমিক বিদ্যালয় হতে এসএসসি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন। ১৯৯৫ সালে ঢাকা কলেজ এর দক্ষিণ ছাত্রাবাস থেকে সর্বোচ্চ নাম্বার ৯১১ পেয়ে কৃতিত্বের অধিকারী হন এবং পরবর্তীতে দেশের সর্বোচ্চ মেডিকেল কলেজ ঢাকা মেডিকেলে ভর্তি হন ।
২০০৫ সালে বিসিএস ক্যাডারে সরকারি চাকুরীতে যোগদান করার পর সার্জারী বিষয়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে একাধিক ডিগ্রি অর্জন করেন। ২০১০ সালে রয়েল কলেজ অব এডিনবরা, ইউকে থেকে এবং রয়েল কলেজ অব ইংল্যান্ড থেকে ডাবল MRCS এবং ২০১২ সালে সার্জারীতে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান এন্ড সার্জনস হতে FCPS 3 2013 সালে জাতীয় হৃদরোগ ইনষ্টিটিউট থেকে কার্ডিওভাসকুলার ও থোরাসিক সার্জারীতে MS (CVTS) সমাপ্ত করে বাংলাদেশ তথা খুলনা বিভাগে বিশেষ খ্যাতি অর্জন করেন। পরবর্তীতে দেশ ও বিদেশে নিমন্ত্রিত হয়ে বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম ও কনফারেন্সে অংশগ্রহণ করেন।
২০১৭ সালে তিনি ল্যাপারোস্কপিক সার্জারীতে ভারতের NAMASI হতে ফেলোশীপ অর্জন করেন। ২০২১ সালে ভারতের IAGES হতে বেসিক ও এডভান্স ল্যাপারোস্কপিক ও এন্ডোস্কপিতে ফেলোশীপ FIAGES ও EFIAGES ডিগ্রি অর্জন করেন। এছাড়াও আমেরিকান কলেজ অফ সার্জন হতে ২০২১ সালে FACS ডিগ্রি অর্জন করেন। সম্প্রতি ক্যান্সার সার্জারীর উপর ল্যাপারোস্কপিক সার্জারীতে FALS (Fellowship in advanced laparoscopic surgery) ডিগ্রি অর্জন করেন।
তার দেশ বিদেশের বিভিন্ন জার্নালে ৩০ টির অধিক গবেষণা প্রকাশিত হয়েছে। তিনি দেশে এবং বিদেশে ল্যাপারোস্কপিক সার্জারীর উপর উচ্চতর ফেলোশীপ ছাড়াও সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া এবং ভারতে অনুষ্ঠিত বিভিন্ন কনফারেন্সে অংশ গ্রহণ এবং ল্যাপারোস্কপিক পদ্ধতিতে পিত্তথলীর পাথর, এ্যাপেনডিক্স, ডিম্বাশয়ের টিউমার সহ সকল প্রকার হার্নিয়া ও রক্তপাতবিহীন না কেটে লংগো পদ্ধতিতে পাইলস্ এর অপারেশন এর উপর উচ্চতর প্রশিক্ষণ গ্রহন করেন। দীর্ঘদিন সাতক্ষীরা সদর হাসপাতালে সুনামের সাথে সার্জারী কনসালটেন্টের দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি সাতক্ষীরা মেডিকেল কলেজে সহযোগী
অধ্যাপক (সার্জারী) ও বিভাগীয় প্রধান হিসাবে কর্মরত আছেন ।