
23/08/2025
👉গরুর সব থেকে কমন এবং পরিচিত একটা রোগ হলো ব্লট (Bloat) বা পেট ফাপা।
গরুর পাকস্থলীর (rumen) মধ্যে অতিরিক্ত গ্যাস জমে পেট ফাপা হয়ে যাওয়াকে ব্লট বলে।
👉 হঠাৎ অতিরিক্ত কচি ঘাস, ডাল জাতীয় শস্য, ভাত ভুসি, ফিড ইত্যাদি খাওয়ানো অর্থাৎ দানাদার খাবার বেশি দেওয়া।
এতে রুমেনের স্বাভাবিক গ্যাস নির্গমন ব্যাহত হয়ে এই সমস্যা হয়।
অনেক সময় এসিডোসিসও হতে পারে সাথে।
👉লক্ষণ:
- বাঁ পাশ ফোলা (rumen area)
- হাঁপ ধরা, দ্রুত শ্বাস-প্রশ্বাস।
- যাবর কাটা বন্ধ করে দেয়।
- খাওয়ার চাহিদা থাকে না।
- লালা ঝরা।
- অস্থিরতা, বারবার বসে-ওঠা
মারাত্মক অবস্থায় শ্বাসরোধ হয়ে মৃত্যু ঘটে। চিকিৎসা না করলে কয়েক ঘণ্টার মধ্যে মৃত্যু হতে পারে।
👉করণীয়:
হালকা ক্ষেত্রে প্রাণীকে হাঁটানো, বাঁ পাশ উঁচু করে শোয়ানো যায়। সাথে আদার রস ও খাবার সোডা দেওয়া যায়।
ওষুধ: Simethicone ও Dil oil (Gasnil/Zero-bloat), Bovicare, খাওয়ানো।
মারাত্মক হলে
দ্রুত পশু-চিকিৎসকের সাহায্যে trocaraization/rumen tube দিয়ে রুমেন থেকে গ্যাস বের করা নেওয়া জরুরি। তবে অবশ্যই অভিজ্ঞ পশু-চিকিৎসকের মাধ্যমে পশু শারিরীক অবস্থা ও পরিস্থিতির উপর নির্ভর করে করতে হবে।।