Smart Medical Center

Smart Medical Center অত্যাধুনিক পদ্ধতিতে উন্নত চিকিৎসা ও নির্ভরযোগ্য রোগ নির্ণয় কেন্দ্র

স্মার্ট মেডিকেল সেন্টার এ নিয়মিত রোগী দেখছেন-ডাঃ মোঃ গোলাম সরোয়ারএমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)এফসিপিএস ( মেডিসিন ), এমডি ...
29/09/2025

স্মার্ট মেডিকেল সেন্টার এ নিয়মিত রোগী দেখছেন-
ডাঃ মোঃ গোলাম সরোয়ার
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)
এফসিপিএস ( মেডিসিন ), এমডি ( থিসিস) ইন্টারনাল মেডিসিন, গ্যাস্টোএন্টারোলজী, নিউরোমেডিসিন লিভার,বাত-ব্যাথা,বক্ষব্যাধি,হৃদরোগ ডায়াবেটিস ও মেডিসিন বিশেষজ্ঞ পিজি হাসপাতাল, ঢাকা।

রোগী দেখার সময়:
শনিবার থেকে বুধবার দুপুর ২:০০ থেকে রাত ৮:০০ টা পর্যন্ত।

তথ্য ও সিরিয়ালের জন্য:
01324447904, 01747-434358

28/09/2025

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে, আগামী মঙ্গলবার (৩০.০৯.২০২৫) থেকে বৃহস্পতিবার (০২.১০.২০২৫), ৩ দিন রোগী দেখা বন্ধ থাকবে।
শুক্রবার (০৩.১০.২০২৫) থেকে যথারীতি পূর্বের নিয়মে রোগী দেখা হবে।
ধন্যবাদন্তে ডা.অধীশ ব্যানার্জী ,এমবিবিএস, পিজিটি(ইএনটি)

সৌজন্যে স্মার্ট মেডিকেল সেন্টার
28/09/2025

সৌজন্যে স্মার্ট মেডিকেল সেন্টার

ডিসেন্ট একাডেমীর আয়োজনে সাতক্ষীরায় সিরাতুন্নবী (সা.) উপলক্ষে কুইজ, হামদ-নাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠ...

ডিসেন্ট একাডেমীর আয়োজনে স্মার্ট মেডিকেল সেন্টারের সৌজন্যে সাতক্ষীরায় সিরাতুন্নবী (সা.) উপলক্ষে কুইজ, হামদ- নাত প্রতিযো...
27/09/2025

ডিসেন্ট একাডেমীর আয়োজনে স্মার্ট মেডিকেল সেন্টারের সৌজন্যে সাতক্ষীরায় সিরাতুন্নবী (সা.) উপলক্ষে কুইজ, হামদ- নাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে লেকভিউ হল রুমে ডিসেন্ট একাডেমীর পরিচালক আবুল কাশেম এর সভাপতিত্বে সুস্থ সংস্কৃতির বিকাশের জন্য হামদ-নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর আগে স্মার্ট মেডিকেল সাতক্ষীরার সৌজন্যে সাতক্ষীরার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশু শিক্ষার্থীদের মাঝে মহানবী (সা.) সিরাতের উপর কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিসেন্ট একাডেমীর প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরার শহর আমির জাহিদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ডিসেন্ট একাডেমীর উপদেষ্টা খোরশেদ আলম, আবু হাসান, আব্দুল ওয়াহাব আজাদ, মনিরুজ্জামান মনির, স্মার্ট মেডিকেল সেন্টার সাতক্ষীরার প্রশাসনিক কর্মকর্তা প্রাভাষক আব্দুল্লাহ আল মামুন। এ সময় ডিসেন্ট একাডেমীর বিভিন্ন পর্যায়ের শিল্পী, প্রতিযোগী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা সুস্থ সংস্কৃতির বিকাশে এ ধরনের কর্মকাণ্ডকে সাধুবাদ জানান এবং শিশুদের মানসিক বিকাশে ডিসেন্ট একাডেমীর কার্যক্রম অব্যাহত রাখার জন্য আহ্বান জানান।

সাতক্ষীরা জেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সাবেক সভাপতি ডা. আনিছুর রহমানের ১৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠান অন...
27/09/2025

সাতক্ষীরা জেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সাবেক সভাপতি ডা. আনিছুর রহমানের ১৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৭ সেপ্টেম্বর ২০২৫ শনিবার বাদ আসর ইটাগাছা সিএন্ডবি জামে মসজিদে এ দোয়া অনুষ্ঠানের মরহুম ডাক্তার আনিছুর রহমানের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন সিএন্ডবি জামে মসজিদের খতিব মাওলানা মো. রফিকুল ইসলাম।
এর আগে মরহুম ডাক্তার আনিছুর রহমানের কর্মজীবন ও ইসলামের বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন ওয়াপদা জামে মসজিদের খতিব মাওলানা মো. মঈনুদ্দীন।
এসময় উপস্থিত ছিলেন গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি গ্রাম ডা. মো. মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক গ্রাম ডা. আব্দুল গফ্ফার, মরহুমের বড় ভাই মো. সামছুর রহমান, মরহুমের পুত্র মো: রবিউল ইসলাম মো: আমিনুর রহমান, মো. মনিরুজ্জামান জনি, মরহুম ডাক্তার আনিছুর রহমানের সহকারি সেবা চিকিৎসালয়ের বর্তমান পরিচালক গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি সাতক্ষীরা জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক ও পৌর শাখার সভাপতি গ্রাম ডা. অনির্বান সরকার, পৌর সাধারণ সম্পাদক গ্রাম ডাঃ আল আমিন গাজী, সাংগঠনিক সম্পাদক গ্রাম ডাঃ রুহুল আমিন, স্মার্ট মেডিকেল সেন্টারের প্রশাসনিক কর্মকর্তা প্রভাষক আব্দুল্লাহ আল মামুনসহ বিভিন্ন অঞ্চল থেকে আগত গ্রাম ডাক্তার ও বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিবৃন্দ।
এর আগে মরহুম ডা. আনিছুর রহমানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে প্রতিবছরের ন্যায় ২৬ ও ২৭ সেপ্টেম্বর দু’দিনব্যাপী ফ্রি চিসিৎসা সেবা প্রদান ও ফ্রি ওষুধ প্রদান করেছেন সেবা চিকিৎসালয়ের বর্তমান পরিচালক গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি সাতক্ষীরা জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক গ্রাম ডা. অনির্বান সরকার।
উল্লেখ্য তিনি ২০১২ সালের ২৭ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন।

সু-খবর, সু-খবর, সু-খবর স্মার্ট মেডিকেল সেন্টারে নিয়মিত রোগী দেখছেননবজাতক ও শিশু কিশোর রোগে বিশেষ অভিজ্ঞ ডা. নয়ন চন্দ্র হ...
25/09/2025

সু-খবর, সু-খবর, সু-খবর
স্মার্ট মেডিকেল সেন্টারে নিয়মিত রোগী দেখছেন
নবজাতক ও শিশু কিশোর রোগে বিশেষ অভিজ্ঞ
ডা. নয়ন চন্দ্র হালদার
এমবিবিএস (আর.ইউ)
পিজিটি (শিশু স্বাস্থ্য)
মেডিকেল অফিসার
সাতক্ষীরা শিশু হাসপাতাল, সাতক্ষীরা

তথ্য ও সিরিয়ালের জন্য:
01324447904, 01747-434358

সু খবর, সু খবর, সু খবর স্মার্ট মেডিকেল সেন্টারে নিয়মিত রোগী দেখছেন-ডা: প্রিন্স কুমার ঢালী এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)এফ...
24/09/2025

সু খবর, সু খবর, সু খবর
স্মার্ট মেডিকেল সেন্টারে নিয়মিত রোগী দেখছেন-
ডা: প্রিন্স কুমার ঢালী
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)
এফসিপিএস (মেডিসিন)-ফাইনাল
ইনডোর মেডিকেল অফিসার
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল,সাতক্ষীরা।

তথ্য ও সিরিয়ালের জন্য:
01324447904, 01747-434358

সু-খবর, সু-খবর, সু-খবরপ্রতি ইংরেজি মাসের ২য় ও ৪র্থ শুক্রবার সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত  রোগী দেখবেন মেডিসিন, বাত ব্...
23/09/2025

সু-খবর, সু-খবর, সু-খবর
প্রতি ইংরেজি মাসের ২য় ও ৪র্থ শুক্রবার সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত রোগী দেখবেন মেডিসিন, বাত ব্যাথা ও বক্ষ ব্যাধি বিশেষজ্ঞ
ডাঃ মোস্তফা আল মামুন
এমবিবিএস/এমডি, এমপিএইচ, বিএলএস
আবাসিক চিকিৎসক
গাজী মেডিকেল কলেজ হাসপাতাল, খুলনা
প্রাক্তন আবাসিক চিকিৎসক
আল বির্‌ক জেলারেল হাসপাতাল
সৌদি স্বাস্থ্য মন্ত্রনালয়, সৌদি আরব।

তথ্য ও সিরিয়ালের জন্য : ০১৩২৪-৪৪৭৯০৪, ০১৭৪৭-৪৩৪৩৫৮

সু-খবর! সু-খবর!! সু-খবর!!!এখন থেকে "স্মার্ট মেডিকেল সেন্টার" এ নিয়মিত রোগী দেখছেন হাড় জোড়া, বাত, ব্যথা, মেরুদন্ড, ট্রমা ...
21/09/2025

সু-খবর! সু-খবর!! সু-খবর!!!
এখন থেকে "স্মার্ট মেডিকেল সেন্টার" এ নিয়মিত রোগী দেখছেন হাড় জোড়া, বাত, ব্যথা, মেরুদন্ড, ট্রমা ও অর্থোপেডিক চিকিৎসক ও সার্জন:-

ডাঃ হুমায়ূন কবির
এম.বি.বি.এস. (রাজশাহী)
সি.সি.ডি. (বারডেম)
এফ.সি.পি.এস. (আর্থোপেডিক সার্জারি FP)
ডি.অর্থো. (আর্থোপেডিক সার্জারি কোর্স)
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি হাসপাতাল), ঢাকা।

#রোগী দেখার সময়: প্রতি শুক্রবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত।

ঠিকানা: খুলনা রোড মোড়, ডাচ্ বাংলা ব্যাংক এর বুথের ২য় তলা, পলাশপোল, সাতক্ষীরা

তথ্য ও সিরিয়ালের জন্যঃ
০১৭৪৭৪৩৪৩৫৮, ০১৩৩৩৭০৬৭৯৪

সু খবর, সু খবর, সু খবর এখন থেকে নিয়মিত রোগী দেখছেন-ডাঃ অনিন্দ্য দাশ সৌরভএমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)এফসিপিএস ( মেডিসিন...
20/09/2025

সু খবর, সু খবর, সু খবর এখন থেকে নিয়মিত রোগী দেখছেন-

ডাঃ অনিন্দ্য দাশ সৌরভ
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)
এফসিপিএস ( মেডিসিন ) এফপি
পিজিটি ( কার্ডিওলজী )
সহকারী রেজিস্ট্রার, মেডিসিন বিভাগ
ইনচার্জ, আইসিইউ
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল, সাতক্ষীরা

তথ্য ও সিরিয়ালের জন্য:
01324447904, 01747-434358

Address

Khulna Road More
Satkhira
9400

Website

Alerts

Be the first to know and let us send you an email when Smart Medical Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram