Sihab Homoeo Hall

Sihab Homoeo Hall Dr. Md Rafiqul Islam (D.H.M.S Dhaka)

ডি এইচ এম এস ১ম,২য়,৩য় এবং ৪র্থ বর্ষের ফরম ফিলাপের তারিখ নির্ধারণ করেছে বাংলাদেশ হোমিওপ্যাথিক কাউন্সিল। @ #
08/09/2025

ডি এইচ এম এস ১ম,২য়,৩য় এবং ৪র্থ বর্ষের ফরম ফিলাপের তারিখ নির্ধারণ করেছে বাংলাদেশ হোমিওপ্যাথিক কাউন্সিল।
@ #

05/09/2025

I got over 20 reactions on one of my posts last week! Thanks everyone for your support! 🎉

বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিলের অধীনে DHMS 2025/26 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সার্কুলার প্রকাশিত হলো। অ...
05/09/2025

বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিলের অধীনে DHMS 2025/26 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সার্কুলার প্রকাশিত হলো।
অনলাইনে আবেদন শুরু ১১/০৯/২০২৫
অনলাইনে আবেদন শেষ ১২/১০/২০২৫
#পরিক্ষার তারিখ ৩১.১০.২৫.
#@

01/09/2025

আলহামদুলিল্লাহ, ডা. মোঃ জাহাঙ্গীর আলম স্যার বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিলের রেজিস্ট্রার হিসেবে স্ব-পদে পুনর্বহাল হওয়ায় উওরা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন।
বি.দ্র: সম্মানিত রেজিস্ট্রার স্যার রেজিষ্ট্রেশন সনদ প্রদানের সময় ছবিটি তোলা হয়েছে।তারিখ:৩১ ডিসেম্বর ২০২৩
স্থান :বাংলাদেশ হোমিওপ্যাথিক কাউন্সিল
@ #

31/08/2025

হোমিওপ্যাথিক মেডিসিন China এর গুনাবলী
@ #

মানসিক লক্ষণ:-
👉মেজাজ খিটখিটে, বিষর্ম, বিরক্ত এবং উদাসীন।
👉বাচিঁয়া থাকিতে ইচ্ছা নাই, কিন্তু আত্নহত্যার সহসের অভাব।
👉রাত্রিকালে শুয়ে শুয়ে আকাশ কুসুম চিন্তা।
👉সমান্য স্পর্শে অসহ্য, জোরে চাপে উপশম।
👉দুধ পানে পেটে গন্ডগোল।
চরিত্রগত লক্ষণ:-
👉শরীর হতে তরল পদার্থের ক্ষয়ের ফলে নানা রকম দুর্বলতা ও পীড়া।
👉নেশা জাতীয় দ্রব্যর গন্ধ সহ্য করিতে পারেনা।
👉ক্ষুদা থাকার সত্ত্বেও খাইতে পারেনা, সব খাদ্য তিতা মনে হয়।
👉মুখের চেহারা মলিন থাকবে, চোখ বসে যাবে, দেখতে মরার মত।
👉মৈথুনের ফলে বা স্বপ্নদোষের ফলে শুক্রপাত জনিত দুর্বলতা।
👉সবিরাম জ্বর-শীত, উত্তাপ এবং ঘর্ম-এই তিনটি লক্ষন স্পর্ষ্ট।
👉দিনের শেষে দিকে রোগলক্ষন বাড়ে।
👉নিদ্রায় তৃপ্তি নাই, রাত ৩ টার পর লক্ষণ বৃদ্ধি।

প্রয়োগক্ষেত্র:- রক্তহীনতা, রক্তস্রাব, দুর্বলতা, অজীর্ন, উদারাময়, কামলা বা ন্যাবা, শ্বাসযন্ত্রের পীড়া, শিরঃপীড়া, জ্বর, স্বপ্নদোষ, দন্ত ও চক্ষুর পীড়া, স্ত্রীরোগ।

রক্তস্রাব:- শরীরের যে কোন স্থান হইতে রক্তস্রাব হইলে। অতিরিক্ত পরিমানে রক্তস্রাব হয়ে রোগী ফ্যাকাশে ও দুর্বল হইয়া পড়ে। সমস্ত শরীর ঠান্ডা হইয়া যায়। গর্ভস্রাবের পর অতিরিক্ত রক্তস্রাব হইলে, রক্তস্রাবের পর মাথাঘোরা থাকিলে।
দন্তপীড়া:- দাঁত আলগা হইয়া যায়, মাড়ি ফুলিয়া উঠে। মনে হয় যেন দাঁত গুলো লম্ভা হয়ে গেছে। দাাঁত ও মাড়ি হইতে রক্তস্রাব, দাঁত কালো ও দুর্গন্ধযুক্ত।

লক্ষণ বৃদ্ধি:- অল্প স্পর্শে, বায়ু প্রবাহে, একদিন অন্তর, তরল পদার্থের ক্ষয়ে, রাত্রে, আহারের ফলে, সামনের দিকে ঝুঁকলে।
লক্ষণ উপশম:- উপুড় হইলে, দাঁতে ও মাথায় জোরে চাপ দিলে, মুক্ত বাতাসে এবং উত্তপে।
বি.দ্র: রেজিস্ট্রারকৃত ডাক্তারের পরামর্শে ঔষধ সেবন করুন সুস্থ থাকুন।

26/08/2025

Dulcamara 200 Homoeopathic Medicine.
@ #

25/08/2025
24/08/2025

বেলাডোনা (Belladonna) - একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ঔষধ
@ #


১. সাধারণ পরিচিতি: বেলাডোনা হলো এক ধরণের হোমিওপ্যাথিক ঔষধ যা মূলত Atropa belladonna গাছ থেকে প্রস্তুত করা হয়। এটি প্রধানত স্নায়ুতন্ত্রের অতিরিক্ত উত্তেজনা এবং হঠাৎ শুরু হওয়া তীব্র উপসর্গগুলোর জন্য ব্যবহৃত ।

২. প্রয়োগ ক্ষেত্র: বেলাডোনা নিচের লক্ষণসমূহে কার্যকর:
হঠাৎ করে জ্বর ওঠা (উচ্চ তাপমাত্রা, শরীর লাল হয়ে যাওয়া),মাথা ব্যথা (বিশেষ করে কপালের উপরে বা পেছনে),সাইনাসের সমস্যা,
গলা ব্যথা (টনসিল ফোলা ও লাল,)
স্নায়বিক উত্তেজনা, খিঁচুনি, অবসাদ,
চোখ লাল হয়ে যাওয়া, আলোতে সহ্য করতে না পারা
ত্বকে গরম ও শুষ্ক ভাব।

৩. মাত্রা ও প্রয়োগ:
সাধারণত Belladonna 30C অথবা 200C পটেন্সিতে দেওয়া হয়।
৩০ পটেন্সি: ২-৩ ফোঁটা দিনে ২-৩ বার

২০০ পটেন্সি: দিনে ১ বার (বিশেষ উপসর্গে)

ডোজ অবশ্যই হোমিওপ্যাথিক বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী গ্রহণ করা উচিত।

৪. বেলাডোনা’র কাতরতা (Modality):
উত্তেজক বা তীব্রতা বাড়ার কারণ (Aggravation):
বিকেল ৩টা থেকে রাত ৯টার মধ্যে উপসর্গ তীব্র হয়
আলো, শব্দ, নড়াচড়া ও স্পর্শে উপসর্গ বেড়ে যায়।

উত্তেজনা কমে (Amelioration):
বিশ্রামে উপসর্গ কমে,
গরম পরিবেশে আরাম বোধ হয়,
মাথায় ঠান্ডা পানি দিলে কিছুটা আরাম হয় (মাথা ব্যথার ক্ষেত্রে)।

৫. কাতরতা সম্পর্কে:
বেলাডোনা রোগী সাধারণত গরমকাতর হয়।
তারা ঠান্ডা বাতাস সহ্য করতে পারে না।
রোগী অনেক সময় মুখ লাল, চোখ জ্বলজ্বলে এবং শরীর গরম থাকে

উপসংহার: Belladonna একটি তীব্র প্রকৃতির, গরমকাতর, হঠাৎ শুরু হওয়া উপসর্গের জন্য উপযুক্ত হোমিওপ্যাথিক ঔষধ। এটি ব্যবহার করার আগে উপসর্গ বিশ্লেষণ করে হোমিওপ্যাথিক ডাক্তারের পরামর্শ নেওয়া সর্বোত্তম।
Cd

22/08/2025

হোমিওপ্যাথিক ঔষধ সালফার যেসব ররোগীদের জন্য প্রযোজ্য :
@ #

যখন কোনো সঠিকভাবে নির্বাচিত হোমিওপ্যাথিক ঔষধ কাজ করে না, বিশেষ করে দীর্ঘস্থায়ী রোগের ক্ষেত্রে, তখন সালফার শরীরের প্রতিক্রিয়া শক্তি জাগ্রত করতে সহায়তা করে।নিম্নে সালফারের রোগীর বিষয় কিছু লক্ষন ও চারিত্রিক বৈশিষ্ট্য তুলে ধরা হলো।

কাতরতা- গরমকাতর।
ক্রিয়াস্থল: রক্ত সঞ্চালন ভেনাস,চামড়া, চর্মগ্রন্থি, মাথার তালু, সন্ধি, গ্রন্থিগুলো, স্নায়ুমন্ডলী, শ্বাসযন্ত্র, পোর্টেল, উদর, পরিপোষণ যন্ত্রসমূহ, মিউকাস মেমব্রেনস, সেরাস, রেকটাম, বুক।পাশ: ডানপাশ, বামপাশ, ওপরে বামপাশ নিচে ডানপাশ, ডানপাশ হতে বামপাশ।
সালফার ঔষধের মূল লক্ষণ
👉শরীরের বিভিন্ন অংশে জ্বালাপোড়া ভাব।
👉চুলকানি, বিশেষ করে রাতে ও গরমে
👉অপরিচ্ছন্ন ও অসুস্থ ত্বক, ফুসকুড়ির প্রবণতা
👉পায়ে ও হাতের তালুতে অতিরিক্ত গরম ভাব
👉গোসল ও পরিষ্কার-পরিচ্ছন্নতা এড়িয়ে চলার প্রবণতা

সালফার ঔষধের চারিত্রিক বৈশিষ্ট্য :
👉অন্যের ময়লা-আবর্জনা নিয়ে মন্তব্য করলেও নিজের অপরিচ্ছন্নতা খেয়াল করে না
👉পরিবেশ ও ব্যক্তিগত পরিচ্ছন্নতার প্রতি উদাসীন
👉ঘর বা অফিস অগোছালো, জঞ্জালপূর্ণ
👉নিজের কাপড়-চোপড় পরিষ্কার রাখতে পারে না
👉কৃপণতা প্রকাশ পায়
👉যেকোনো কিছু জমিয়ে রাখার প্রবণতা থাকে (কাঁঠাল ধনের মতো)।
👉যান্ত্রিক চিন্তাভাবনা; জিনিসপত্র আলাদা করে রাখে, বিশ্লেষণাত্মক মনোভাব
👉একগুঁয়ে ও খিটখিটে স্বভাবের
👉হাইপোকন্ড্রিয়ার শিকার
👉দূষণ, সংক্রমণ, উচ্চতা, ক্লাস্ট্রোফোবিয়া, মৃত্যু, দুর্ঘটনা ও পরিবারের নিরাপত্তা নিয়ে অতিরিক্ত ভয়
বি. দ্র: উপোরোক্ত লক্ষন রোগীর মধ্যে বিদ্যমান থাকলে হোমিওপ্যাথিক রেজিস্ট্রারডকৃত ডাক্তারের সরনাপন্ন হলে ইনশাআল্লাহ সুফল আশা করা যায়।
ধন্যবাদ সকলকে

20/08/2025

কাচাঁ হলুদের উপকারিতা :
@ #

কাঁচা হলুদ একটি প্রাকৃতিক উপাদান যা সুস্বাস্থ্য আনায়নে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে ।
নিম্নে কাঁচা হলুদের কিছু উপকারিতা উল্লেখ করা হলো:
👉রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি: কাঁচা হলুদ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে, বিশেষ করে ঠান্ডা, কাশি ও জ্বর উপশমে এটি খুবই কার্যকরী ভুমিকা পালন করে থাকে ।
👉অ্যান্টিসেপটিক ও অ্যান্টিবায়োটিক: এটি প্রাকৃতিক অ্যান্টিসেপটিক এবং অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে, যা সংক্রমণ ও ক্ষত সারাতে সাহায্য করে।
👉ত্বকের স্বাস্থ্য: কাঁচা হলুদ ত্বকের বিভিন্ন সমস্যা যেমন- ব্রণ, ফুসকুড়ি, এবং চুলকানি কমাতে সাহায্য করে।
👉হজমের উন্নতি: কাঁচা হলুদ হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং পেটের বিভিন্ন সমস্যা সমাধানে সহায়তা করে।
👉ব্যথা উপশম: এটি পেশী ও অস্থিসন্ধির ব্যথা কমাতে সাহায্য করে।
👉ক্যান্সার প্রতিরোধ: কিছু গবেষণায় দেখা গেছে, কাঁচা হলুদের কারকিউমিন ক্যান্সার প্রতিরোধে সহায়ক হতে পারে।
👉ডায়াবেটিস নিয়ন্ত্রণ: হলুদের কারকিউমিন ও ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সহায়ক।
👉মানসিক স্বাস্থ্য: গবেষণায় দেখা গেছে, হলুদ মানসিক অবসাদ কমাতে সাহায্য করে।তাই এটাকে মানসিক রিফ্রেশমেন্ট মেডিসিন ও বলা হয়ে থাকে।
👉হার্টের স্বাস্থ্য: হলুদের কারকিউমিন কোলেস্টেরলের মাত্রা কমিয়ে হৃদরোগের ঝুঁকি কমাতে পারে। তাই এটাকে হার্ট টনিক ও বলা যেতে পারে।
👉চুলের যত্ন: কাঁচা হলুদ চুলের ফলিকলকে রক্ষা করে এবং খুশকি ও চুল পড়া কমাতে সাহায্য করে।
কাঁচা হলুদ সাধারণত কাঁচা বা রস করে বা পেস্ট করে খাওয়া যায়। এটি চা বা দুধে মিশিয়েও খাওয়া যেতে পারে।
ধৈর্যের সাথে পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ফলো দিয়ে পেইজটির সাথে থাকুন।

19/08/2025

নিম পাতায় যে উপকারিতা জানলে সবাই সেটার সদ্ব্যবহার করতো।

@ #


নিম পাতার উপকারিতা সম্পর্কে নিচে তুলে ধরা হলো:
নিম পাতার অনেক উপকারিতা রয়েছে, যা ত্বক, চুল এবং সামগ্রিক স্বাস্থ্যের জন্য উপকারী। এটি অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টি-ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য সমৃদ্ধ। নিম পাতা ব্রণ, খুশকি, একজিমা এবং অন্যান্য চর্মরোগের চিকিৎসায় সহায়ক। এছাড়াও, এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে, হজমশক্তি উন্নত করতে এবং শরীরের প্রদাহ কমাতে সাহায্য করে।

নিম পাতার কিছু প্রধান উপকারিতা নিচে উল্লেখ করা হলো:
ত্বকের জন্য:
👉ব্রণ ও ফুসকুড়ি দূর করে: নিম পাতায় অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান থাকায় এটি ব্রণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া ধ্বংস করে এবং ব্রণের সমস্যা কমাতে সাহায্য করে।
👉ত্বকের সংক্রমণ প্রতিরোধ করে: নিমের অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্য ত্বকের বিভিন্ন সংক্রমণ, যেমন- ছত্রাক সংক্রমণ, প্রতিরোধ করতে সহায়ক।
👉ত্বকের প্রদাহ কমায়: নিম পাতার অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান ত্বকের প্রদাহ কমাতে সাহায্য করে।
👉ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে: নিয়মিত নিম পাতা ব্যবহার করলে ত্বক ময়েশ্চারাইজড থাকে এবং এর উজ্জ্বলতা বৃদ্ধি পায়।
চুলের জন্য:
👉খুশকি দূর করে: নিম পাতা খুশকি কমাতে সাহায্য করে এবং মাথার ত্বককে স্বাস্থ্যকর রাখে।
👉চুল পড়া কমায়: নিম পাতা চুলের গোড়া মজবুত করে এবং চুল পড়া কমাতে সাহায্য করে।
👉চুলকানি ও শুষ্কতা কমায়: নিম পাতা সকল প্রকারের চর্মরোগ ও শুষ্কতা কমাতে সাহায্য করে।
স্বাস্থ্যের জন্য:
👉রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়: নিম পাতা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়ক।
👉হজমে সাহায্য করে: নিম পাতা হজমশক্তি উন্নত করতে এবং হজমের সমস্যা সমাধানে সাহায্য করে।
👉রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে: গবেষণায় দেখা গেছে, নিম পাতা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়ক।
👉দাঁতের স্বাস্থ্য রক্ষা করে: নিম পাতা দাঁত ও মাড়ির সুরক্ষায় কাজ করে এবং দাঁতের বিভিন্ন রোগ প্রতিরোধে সাহায্য করে।

31/12/2024

ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা ২০২৫।নতুন বছর সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ।

Address

Mosjid Market, Doshaid Bazar
Savar
1341

Telephone

+8801673871950

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sihab Homoeo Hall posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Sihab Homoeo Hall:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category