Dr. AK Hasnat, PT

Dr. AK Hasnat, PT Jr. Consultant of Physiotherapy, Educator, & Researcher

Alhamdulillah, the SECOND EDITION has been published. All praise and gratitude are due to Allah.May my efforts help smoo...
19/04/2025

Alhamdulillah, the SECOND EDITION has been published. All praise and gratitude are due to Allah.

May my efforts help smooth the path of academic development for students.

Following the first publication, sincere efforts have been made to correct any unintentional errors within the book. I respectfully seek your kind understanding for any mistakes that may still remain in this second edition.

A considerable amount of new information has been added, and the existing content has been thoroughly revised and updated for improved clarity and accuracy.

My sincere thanks to Farzana Sharmin Liza Ma'am for illustrating such a meaningful and beautiful cover for the book.



23/09/2024

জুলাই বিপ্লবে শহীদের সংখ্যা ১৪২৩ জন, আহত ২২০০০ জন, চিরতরে পঙ্গু ৫৮৭ জন!!! ~~যমুনা টিভি

আহত ও পঙ্গু ব্যক্তিদের জন্য সিআরপি হাসপাতাল ফ্রি চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা নিয়েছে।

খবরটি শেয়ার করুন।
#বৈষম্যবিরোধী_ছাত্র_আন্দোলন

12/09/2024

🔴🔴🔴 ৩ দফা দাবিতে ফিজিওথেরাপি শিক্ষার্থীরা✌

✅ ১) বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল (BRC) বাস্তবায়ন।
✅ ২) ১ম শ্রেণির/৯ম গ্রেডে সরকারি হাসপাতালে(B.Sc.) ফিজিওথেরাপি চিকিৎসক নিয়োগ।
✅ ৩) বাংলাদেশ কলেজ অব ফিজিওথেরাপি বাস্তবায়ন (সরকারি ফিজিওথেরাপি কলেজ)।

World Physiotherapy Day, 8th September
08/09/2024

World Physiotherapy Day, 8th September

World Spinal Cord Injury Day, 5th September, 2024.End violence - Protect spinal cord
05/09/2024

World Spinal Cord Injury Day, 5th September, 2024.

End violence - Protect spinal cord


05/08/2024
19/06/2024

🟠 ⬇️⬇️ 🦴🎗️ 🟠 ⬇️⬇️
হাঙ্গরি বোন সিন্ড্রোম (Hungry bone syndrome) :

প্যারাথাইরয়ডেকটমির পর হাইপারপ্যারাথাইরয়ডিজম রোগীদের মধ্যে সিরাম ক্যালসিয়াম ঘনত্বের পতন সাধারণত ঘটে, যা সাধারণত ২-৪ দিনের মধ্যে সমাধান হয়। প্যারাথাইরয়ডেকটমির পর সিরাম মোট ক্যালসিয়াম ঘনত্বের মারাত্মভাবে কমে গেলে ২.১ mmol/L এর কম এবং/অথবা ৪ দিনের বেশি সময় ধরে হাইপোক্যালসেমিয়া থাকাকে হাঙ্গরি বোন সিন্ড্রোম (এইচবিএস) বলা হয়।
হাঙ্গরি বোন সিন্ড্রোম (এইচবিএস) হল একটি শারীরিক অবস্থা যা সাধারণত প্যারাথাইরয়ডেকটমি (প্যারাথাইরয়ড গ্রন্থির অপসারণ) পরবর্তী সময়ে দেখা যায়। এটি বিশেষত তাদের মধ্যে বেশি হয় যারা হাইপারপ্যারাথাইরয়ডিজম (অত্যধিক প্যারাথাইরয়ড হরমোন উৎপাদন) এর কারণে চিকিৎসা নিচ্ছেন। এই অবস্থায় শরীরের হাড়গুলি দ্রুতগতিতে ক্যালসিয়াম এবং ফসফরাস শোষণ করে, যা রক্তে এই খনিজগুলির ঘনত্বের মারাত্মক হ্রাস ঘটায়। এর ফলে দেখা দেয় হাইপোক্যালসেমিয়া (রক্তে ক্যালসিয়ামের মাত্রা কমে যাওয়া) এবং হাইপোফসফেটেমিয়া (রক্তে ফসফরাসের মাত্রা কমে যাওয়া)।
একসাথে হাইপোফসফেটেমিয়া, হাইপোম্যাগনেসেমিয়া এবং হাইপারক্যালেমিয়া দেখা যেতে পারে। হাইপোক্যালসেমিয়া এবং হাইপোফসফেটেমিয়া মাস থেকে বছর পর্যন্ত স্থায়ী হতে পারে। সমসাময়িক ক্লিনিক্যাল প্র্যাকটিসে, প্রাথমিকের তুলনায় সেকেন্ডারি হাইপারপ্যারাথাইরয়ডিজম রোগীদের মধ্যে এইচবিএস বেশি দেখা যেতে পারে। অপারেশনের পূর্বে হাড়ের রেডিওলজিকাল পরিবর্তন, উচ্চ সিরাম এলকালাইন ফসফেটেস এবং প্যারাথাইরয়ড হরমোন (পিটিএইচ) স্তর এবং হাড়ের বায়োপসিতে উচ্চ সংখ্যক অস্টিওক্লাস্ট রোগীদের ঝুঁকি চিহ্নিত করতে পারে। চিকিৎসা উচ্চ মাত্রার মৌখিক ক্যালসিয়াম এবং ক্যালসিট্রিয়ল সম্পূরক গ্রহণের মাধ্যমে করা হয়। অপারেশনের ১-২ দিন পূর্বে নিম্ন মাত্রার পামিড্রোনেট ইনফিউশন এইচবিএস প্রতিরোধ করতে পারে।

⭕ হাঙ্গরি বোন সিন্ড্রোমের লক্ষণসমূহঃ
▶️ হাড় ও পেশীতে ব্যথা: হাড়ের তীব্র ব্যথা এবং পেশীর দুর্বলতা। পেশীতে খিঁচুনি বা আকস্মিক সংকোচন দেখা দেয়।
▶️ স্নায়বিক লক্ষণ: চভস্টেকস (Chvostek's) এবং ট্রুসো (Trousseau's) লক্ষণ, যা হাইপোক্যালসেমিয়ার কারণে হতে পারে।
▶️অবসাদ ও দুর্বলতা: সাধারণ দুর্বলতা এবং অবসাদ।

🧪🧫🔬 নির্ণয়ঃ

হাঙ্গরি বোন সিন্ড্রোম নির্ণয়ের জন্য বিভিন্ন ধরণের পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন, যার মধ্যে অন্তর্ভুক্ত:
➡️🩸রক্তের পরীক্ষা: সিরাম ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম এবং অ্যালকালাইন ফসফেটেজ মাত্রা পরিমাপ।
➡️সিরাম ক্যালসিয়াম মাত্রা: মোট এবং আয়নাইজড ক্যালসিয়াম মাত্রার পরিমাপ। প্যারাথাইরয়ডেকটমির পরে সিরাম ক্যালসিয়ামের উল্লেখযোগ্য পতন এইচবিএস নির্দেশ করে (সিরাম ক্যালসিয়াম ঘনত্ব = ২.১ mmol/L এর কম এবং/অথবা ৪ দিনের বেশি সময় ধরে হাইপোক্যালসেমিয়া থাকে)
➡️ সিরাম ফসফরাস মাত্রা: হাইপোফসফেটেমিয়া সাধারণত এইচবিএসে দেখা যায়।
➡️ সিরাম ম্যাগনেসিয়াম মাত্রা: হাইপোম্যাগনেসেমিয়াও এইচবিএসের সাথে সম্পর্কিত হতে পারে।
➡️ সিরাম অ্যালকালাইন ফসফেটেস (ALP): উচ্চ ALP মাত্রা হাড়ের পুনর্গঠনের বৃদ্ধির নির্দেশ করে।
➡️প্যারাথাইরয়ড হরমোন (PTH) মাত্রা: অপারেশনের পূর্বে উঁচু PTH মাত্রা গুরুতর হাইপারপ্যারাথাইরয়ডিজম নির্দেশ করে, যা এইচবিএসের ঝুঁকি বাড়ায়।
➡️ ভিটামিন ডি মাত্রা: ভিটামিন ডি এর অবস্থা মূল্যায়ন করা, কারণ এর অভাব হাইপোক্যালসেমিয়া বাড়িয়ে তুলতে পারে।
➡️প্যারাথাইরয়ড হরমোন (PTH) স্তর: অপারেশনের পূর্বে এবং পরে পিটিএইচ স্তরের পরীক্ষা।
➡️🩻এক্স-রে ও বোন মিনারেল ডেনসিটি (BMD) স্ক্যান: হাড়ের গঠন এবং ঘনত্ব মূল্যায়ন।

🔴💊💉 চিকিৎসা
হাঙ্গরি বোন সিন্ড্রোমের চিকিৎসা লক্ষ্য করে রক্তে খনিজের স্বাভাবিক মাত্রা ফিরিয়ে আনা এবং রোগীর উপসর্গ প্রশমন করা। এর মধ্যে অন্তর্ভুক্ত:
উচ্চ মাত্রার মৌখিক ক্যালসিয়াম এবং ক্যালসিট্রিয়ল সম্পূরক গ্রহণ।
পামিড্রোনেট ইনফিউশন: অপারেশনের ১-২ দিন পূর্বে নিম্ন মাত্রার পামিড্রোনেট ইনফিউশন দিয়ে এইচবিএস প্রতিরোধ করা যেতে পারে।

🔳🩸ফিজিওথেরাপির ভূমিকাঃ
ফিজিওথেরাপি হাঙ্গরি বোন সিন্ড্রোমের চিকিৎসায় সহায়ক ভূমিকা পালন করতে পারে। এর মধ্যে অন্তর্ভুক্ত:
1️⃣ ব্যথা নিরাময় : বিভিন্ন ম্যানুয়াল থেরাপি, হিট এবং কোল্ড থেরাপি, এবং টেনস (TENS) ব্যবহার।
2️⃣ শক্তি বাড়ানোর ব্যায়াম: পেশী শক্তিশালী করার জন্য ব্যায়াম।
3️⃣ গতিশীলতা এবং ভারসাম্য প্রশিক্ষণ: হাড়ের ঘনত্ব কমে যাওয়ার কারণে পতনের ঝুঁকি কমানোর জন্য প্রশিক্ষণ।
4️⃣ পরামর্শ এবং জীবনধারা পরিবর্তন: নিরাপদ চলাচল এবং অবস্থানের পরামর্শ।
এইভাবে, হাঙ্গরি বোন সিন্ড্রোমে আক্রান্ত রোগীদের উন্নত চিকিৎসা এবং জীবনের মান বৃদ্ধি করা সম্ভব।

গ্রন্থনায়ঃ
কনক চন্দ্র বর্মন
ফিজিওথেরাপি শিক্ষার্থী

সম্পাদনায়ঃ
ডাঃ মোঃ একে হাসনাত (পিটি)
বিপিটি, এমপিটি (ডিইউ)
সিনিয়র ফিজিওথেরাপিস্ট
সিআরপি হাসপাতাল, সাভার, ঢাকা

যারা ব্যক্তিগত উদ্দ্যোগে গাছ লাগাবেন,তারা এই বর্ষাকাল অব্দি অপেক্ষা করেন।কারণ বেস্ট সময়ে লাগালে survival rate অনেক বেশি ...
21/04/2024

যারা ব্যক্তিগত উদ্দ্যোগে গাছ লাগাবেন,তারা এই বর্ষাকাল অব্দি অপেক্ষা করেন।কারণ বেস্ট সময়ে লাগালে survival rate অনেক বেশি হবে।হুজুগে লাগালেন,কিন্তু গাছ বাঁচলো না,লাভ নাই ত।

সকল গাছ সব জায়গায় লাগানোর জন্য উপযুক্ত নয়।ধরেন এমন গাছ রাস্তার divider এ লাগালেন যেগুলোর শিকড় অনেক বড় হয় বা গভীরে যায়,তাহলে হবে না।খুব বেশি শাখা প্রশাখা হয় এমন গাছ লাগালেও দেখা যাবে যানবাহন চলাচলে সমস্যা হবে।

একটা লিস্ট দিচ্ছি,চাইলে ফলো করতে পারেন।
চারা সংগ্রহের সময় অবশ্যই ভালো কোয়ালিটির চারা নিবেন।এতে ভালো ফলাফল পাওয়া যাবে বলে আশা রাখি।

# #

রাস্তার ধার (Roadside):
1. নিম ()
2. রেইন ট্রি ( )
3. জারুল ()
4. কদম()
5. সিলভার ওক ( )
6.সোনালু
7.কৃষ্ণচূড়া

রাস্তার বিভাজক (Road Divider):
1. জবা ()
2. কান্টিকারা ( )
3. রতনগাছ ( )
4.হিজল ()

পার্ক (Park):
1. বটগাছ ( )
2. কদম ()
3. চাপালিশ ()
4. কনক চাঁপা ()
5. অশোক ()

ফুটপাথ (Footpath):
1. পারুল
2. সিঙ্গাপুরের চেরি
3. ঝাউ গাছ
4.দেবদারু


খোলা জায়গা (Open Space):
1. মেহগনি ()
2. কৃষ্ণচূড়া ()
3. শিমুল ()
4. অর্জুন গাছ ()

শিক্ষা প্রতিষ্ঠান (Institutional Areas):
1. আম ()
2. কাঁঠাল ()
3. জাম্বুল ()
4. বেল ()
5. পাকুড় ()

বাড়ির আঙ্গিনা (Homestead):

ফলের গাছ
1. আম
2. কাঁঠাল
3. লিচু
4. পেয়ারা
5. নারিকেল
6. কলা গাছ
7. পপাই
8. জাম্বুল
9. কামরাঙ্গা
10. বেল

কিছু ক্ষেত্রে বিভিন্ন সেগমেন্ট থেকে মিক্স করেও লাগাতে পারেন।
সবাই অন্তত ৫-১০ টি গাছ লাগানোর প্রস্তুতি নেই।
ধন্যবাদ

Shadhin
Forestry,Chittagong University


11/03/2024

১১ মাস যারা শয়তানি করে তারা শয়তানের বন্ধু,
রমজান মাসে যারা শয়তানি করে তারা নিজেই শয়তান 😈।

ইফতারিতে বরই কি খেজুরের বিকল্প হতে পারে?ইফতারিতে বরই কি খেজুরের বিকল্প হতে পারে কি না, সেটি নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।প...
07/03/2024

ইফতারিতে বরই কি
খেজুরের বিকল্প হতে পারে?

ইফতারিতে বরই কি খেজুরের বিকল্প হতে পারে কি না, সেটি নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।
পুষ্টিবিদরা বলছেন, সারাদিন রোজা রাখার পর ইফতারিতে খেজুর সবচেয়ে উপকারী। যার সাথে অন্য কোনও খাবার বা ফলের তুলনা চলে না।
তারা আরও বলছেন, ফল কিংবা খাদ্য হিসেবে বরই কখনও খেজুরের বিকল্প হতে পারে না।
বাংলাদেশ-সহ গোটা মুসলিম বিশ্বেই রমজানের ইফতারিতে খেজুর খাওয়ার একটা প্রচলন রয়েছে। যেটিকে সুন্নত হিসেবে বলছেন ইসলামিক চিন্তাবিদরা।
তারা জানাচ্ছেন, মুসলিম সমাজে ইফতারে খেজুর খাওয়ার প্রচলন রয়েছে হযরত মুহাম্মদ (সা.) এর অনুসরণেই।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ ইব্রাহিম বলেন,
“ইফতারিতে খেজুর খাওয়া মানুষের একটা আধ্যাত্মিক আকাঙ্ক্ষা।"
"কিন্তু এই জিনিসটা এখন আমাদের আয়ত্তের বাইরে চলে যাচ্ছে। ফলে ভোক্তাদের মধ্যে এ নিয়ে অতৃপ্তি, অসন্তোষ ও অস্বস্তির একটা জায়গা তৈরি হয়ে যায়"।

বাংলাদেশে সারা বছর খেজুরের মোটামুটি চাহিদা থাকলেও রোজার মাসে এর চাহিদা বেড়ে যায় অনেক। এই সুযোগে খেজুরের দাম এবারো আগেভাগে বেড়েছে।
গত বছর বেশ কম দাম দেখিয়ে খেজুর আমদানি করা হয়েছিল বাংলাদেশে। এ কারণে এবার শুল্ক বাড়ানো হয়েছে।
এই শুল্কহার বাড়ানোর কারণ দেখিয়ে একদিকে যেমন খেজুরের দাম বাড়ানো হয়েছে, অন্যদিকে তৈরি করা হয়েছে কৃত্রিম সংকট।
বিভিন্ন গণমাধ্যমের খবর বলছে, আগে যেখানে প্রতি কেজি খেজুরের দাম ৫০০ থেকে ৭০০ টাকা ছিল, এখন সেখানে ভালো মানের প্রতি কেজি খেজুর বিক্রি হচ্ছে দেড় থেকে দুই হাজার টাকায়।

ইফতারিতে খেজুর
কেন গুরুত্বপূর্ণ?
রমজান মাসে খেজুর কেন খাওয়া হয়? কিংবা খেজুর খেলে কী কী ধরনের উপকার পাওয়া যায় তা নিয়ে বিভিন্ন ব্যাখ্যা পাওয়া যায় ইসলামিক চিন্তাবিদ ও পুষ্টিবিদদের কাছ থেকে।
ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নানা গুরুত্বের কথা বলছেন ইসলামিক চিন্তাবিদরাও।
তারা বলছেন, ইফতারিতে খেজুর খাওয়া একটি সুন্নত আমল। তাই খেজুর দিয়ে ইফতার করলে আলাদা সওয়াব পাওয়া যায়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিভাগের অধ্যাপক মোহাম্মদ ইব্রাহিম বলেন, “ইসলামের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) খেজুর খেতেন। এবং তার খেজুরের প্রতি বেশি আকর্ষণের ফলে এটা তখন সবার মাঝখানে বরকতের বিষয় হিসেবে গণ্য হতো।"
"কালের ধারাবাহিকতায় এখনও এটা প্রচলিত রয়েছে। এটা রাসুলের সাথে আমাদের আবেগ ও ভালোবাসার একটা সম্পর্ক।”
সুন্নত কিংবা ইসলামিক ঐতিহ্যগতভাবে খেজুরের গুরুত্ব তো আছেই। সেই সাথে খেজুরের পুষ্টিগুণ নিয়েও নানা তথ্য দিচ্ছেন পুষ্টিবিদরা।
তারা বলছেন, প্রচুর পরিমাণ ক্যালরি থাকায় রোজা শেষে ইফতারিতে খেজুর খেলে দ্রুত ক্ষুধা নিবারণ করা যায়। সেই সাথে দ্রুত দুর্বলতাও কেটে যায়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের খাদ্য ও পুষ্টিবিজ্ঞান বিভাগের অধ্যাপক নাজমা শাহীন বিবিসি বাংলাকে বলেন, “সারাদিন রোজা রাখার পর সুগার লেভেলটা কমে যায়। সেটার জন্য ইমিডিয়েট সুগার সোর্স হিসেবে খেজুরটা তাৎক্ষণিকভাবে খুব কাজে দেয়।"
পুষ্টিবিদরা বলছেন, প্রতি একশো গ্রাম খেজুরে ৩০১ কিলো ক্যালরি এনার্জি থাকে। সেই সাথে খেজুরে ময়েশ্চার, প্রোটিন কার্বোহাইড্রেট ও ফাইবার, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, কপার ও ভিটামিন থাকে। ফলে সারাদিন রোজা রাখার পরে খেজুর থেকে এক ধরনের বাড়তি এনার্জি পাওয়া যায়।
ডায়েট কাউন্সেলিং সেন্টারের প্রধান পুষ্টিবিদ সৈয়দা শারমিন আক্তার বলেন, “রোজার মধ্যে সারা দিন পানি খাওয়া হচ্ছে না। সে কারণে নানা সমস্যা হতে পারে। এক্ষেত্রে খেজুর খুব কাজে দেয়।"
"তাছাড়া আমাদের শরীরে যেহেতু গ্লুকোজটা শর্ট থাকে সে কারণে চিনি দিয়ে শরবত খাওয়ার চেয়ে ভালো হয়, যদি খেজুর খাওয়া যায়।”
মিজ আক্তার আরও বলছেন, “খেজুরে কোনও ফ্যাট নাই। তাছাড়া রোজাদারের সারাদিন যে পুষ্টির ঘাটতি থাকে তা খেজুর খেয়ে পূরণ করা সম্ভব। এমনকি ডায়াবেটিস রোগীরাও খেজুর খেতে পারেন।”

বরই আর
খেজুরের তুলনা
প্রশ্ন উঠেছে এবারের রোজার ইফতারিতে বরই কি খেজুরের বিকল্প হতে পারবে?
দেশি ফল বরইয়ের পুষ্টিগুণ ও ইফতারির তালিকায় সেটিকে রাখা নিয়ে কোনও ধরনের সমস্যা দেখছেন না পুষ্টিবিদ ও ইসলামিক আলোচকরা।
তবে তারা বলছেন খেজুরের সাথে যে ধর্মীয় আবেগ ও পুষ্টিগুণের বিষয়গুলো রয়েছে, তা কখনোই বরই দিয়ে পূরণ করা সম্ভব না।
তাদের অনেকেই খেজুর আর বরইয়ের মধ্যে একটিকে অপরটির বিকল্প হিসেবেও মনে করেন না।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের খাদ্য ও পুষ্টিবিজ্ঞান বিভাগের অধ্যাপক নাজমা শাহীন বলেন, পুষ্টিগুণ চিন্তা করলে খেজুর আর বরইয়ে ক্যালরির ডিফারেন্স অনেক বেশি। বরইয়ে ক্যালরির পরিমাণ কম এবং পানির পরিমাণ বেশি থাকে।
এছাড়া অন্যান্য নিউট্রিয়েন্ট বা পুষ্টি উপাদানগুলোও বরইতে খেজুরের তুলনায় অনেক কম থাকে।
ডায়েট কাউন্সেলিং সেন্টারের প্রধান পুষ্টিবিদ সৈয়দা শারমিন আক্তার বলেন, “বরইয়ের মধ্যেও অনেকগুলো নিউট্রিয়েন্ট থাকে যেগুলি খুবই ভালো বা উপকারী। তবে যদি বিকল্প হিসেবে চিন্তা করেন তাহলে বরই কখনো খেজুরের বিকল্প না।”
তবে, খেজুর যে খেতেই হবে বা বাধ্যতামূলক - ধর্মীয়ভাবে এমন বিষয় নয় বলেও অনেকে জানাচ্ছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ ইব্রাহিম বলেন, “রমজানের ইফতারিতে খেজুর মানুষের মনের একটা আধ্যাত্মিক আকাঙ্ক্ষা তৈরি করে। যদি সেটা সুলভ হয় তাহলে মানুষের চাহিদাটা মিটে।"
"কিন্তু যখন বাজার দরের ব্যাপারটা মানুষের আয়ত্তের বাইরে চলে যায় তখন মানুষ অস্বস্তি বোধ করে।"
অধ্যাপক ইব্রাহিমের মতো আরও অনেকেই বলছেন, “খেজুর বাধ্যতামূলক না হলেও খেজুর ছাড়া রোজার ইফতারি অনেকটা অসম্পূর্ণ মনে হয়।"
(Source:BBC)

আমার তাহলে কি করা উচিত 🤔
11/01/2024

আমার তাহলে কি করা উচিত 🤔

Happy New Year 🌱
01/01/2024

Happy New Year 🌱

Address

CRP Hospital
Savar
1343

Alerts

Be the first to know and let us send you an email when Dr. AK Hasnat, PT posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. AK Hasnat, PT:

Share