Dr Rahmani Classical Homeopath

Dr Rahmani Classical Homeopath Our main goal is to provide proper knowledge and solution about health and health related problems.

16/07/2024

জাফরান
যৌনশক্তি বৃদ্ধি ও কামেচ্ছাকে স্বাভাবিক রাখতে এই ফলের ভূমিকা অনস্বীকার্য। জাফরান যেমন মানসিক চাপ ও উদ্বেগ কমাতে সাহায্য করে তেমনই এটি রক্তে ইস্ট্রোজেন, সেরোটোনিন ও অন্যান্য ফিল-গুড হরমোন ক্ষরণে সাহায্য করে। তাই অনেক ফিটনেস এক্সপার্টই দুধে জাফরান মিশিয়ে খাওয়ার পক্ষপাতী। লিবিডো বৃদ্ধিতে এই খাবার বিশেষ উপকারী।

হোমিওপ্যাথির  ম্যাজিক(Azoospermia: এই রোগে বীর্যে কোন শুক্রানের উপস্থিতি থাকে না বা খুবই কম থাকে)মিস্টার সেলিম নামে একজন...
13/07/2024

হোমিওপ্যাথির ম্যাজিক
(Azoospermia: এই রোগে বীর্যে কোন শুক্রানের উপস্থিতি থাকে না বা খুবই কম থাকে)

মিস্টার সেলিম নামে একজন রোগী আমাদের কাছে আসেন। তিনি ৩৪ বছর বয়সের একজন যুবক। বিয়ে করেছেন ২৮ বছর বয়সে। তার কোন বাচ্চা হচ্ছে না। এর আগে তিনি এলোপ্যাথি ট্রিটমেন্ট নিয়েছেন সেখানে তার রোগ ডায়াগনোসিস করা হয়েছে যে তিনি Azoospermia রোগে ভুগছেন। আমরা তাকে সিমেন এনালাইসিস করতে বলি। তিনি জানতে পেরেছেন এই রোগে এলোপ্যাথি ট্রিটমেন্ট নিয়ে খুব কম মানুষই উপকার পেয়েছে। তাই হোমিওপ্যাথি ট্রিটমেন্ট নিতে আমাদের কাছে এসেছেন। আরো কিছু লক্ষণ নিয়ে একটি হোমিওপ্যাথি মেডিসিন প্রেসক্রাইব করা হয়। দুই মাসের মাথায় তার স্পার্ম বেড়ে যায়। এভাবে তার ট্রিটমেন্ট চলতে থাকে এবং আরো দুইবারের ওষুধে স্পার্ম কাউন্ট পূর্বের তুলনায় বেশ বেড়ে যায়। অবশেষে দুই বছরের মাথায় তার স্ত্রী গর্ভধারণ করতে সক্ষম হন।

বি: দ্রঃ জটিল রোগে একটু ধর্য্য ধরে হোমিও ট্রিটমেন্ট নিলে আরোগ্যর সম্ভাবনা ভালো থাকে।

Md Salam Ibna Rahmani
Bachelor of pharmacy(EWU)
MS in pharmaceutical technology(UAP)
Diploma in Homeopathy(BHB)
Chamber: Dattapara, Daffodil University, Biruliya, Ashuliya.
Online consultation number: 01842209194

হোমিওপ্যাথির  ম্যাজিক একজন ৫০ বছরের ভদ্র মহিলা আমাদের কাছে আসলেন তার ঘুমের  সমস্যা নিয়ে। অনেকদিন ধরেই উনার ঘুম ঠিক মতো ...
21/05/2024

হোমিওপ্যাথির ম্যাজিক
একজন ৫০ বছরের ভদ্র মহিলা আমাদের কাছে আসলেন তার ঘুমের সমস্যা নিয়ে। অনেকদিন ধরেই উনার ঘুম ঠিক মতো হচ্ছে না। তিনি প্রায় ঘুমের মধ্যে কেঁদে উঠেন এবং এরপর জেগে যান। আমরা জিজ্ঞাসা করি এই সমস্যাটি কিভাবে শুরু হয়েছিল। তিনি বলেছিলেন এক রাতে তিনি কিছু কাজ বাকি রেখে ঘুমাতে যান। হঠাৎ তিনি ঘুম থেকে উঠে যান এবং মনে হচ্ছিল কেউ যেন তার চুল ধরে টানছিল। তিনি জেগে উঠে লাইট জ্বালালেন এবং দেখতে পেলেন কেউ নেই। এরপর থেকেই উনার এই ঘুমের সমস্যা। তার আরো কিছু সমস্যা ছিল যেমন তিনি গরম সহ্য করতে পারতেন না, অল্প একটু খেলেই পেট ভরে যাওয়ার অনুভূতি আসতো এবং প্রচন্ড কষ্টদায়ক কোষ্ঠকাঠিন্য ছিল। আমরা তার সবগুলো সিম্পটমস গুরুত্ব দিয়ে একটি মেডিসিন সিলেকশন করি। কয়েক সপ্তাহ পর তার অবস্থার বেশি উন্নতি হয়।

Source Book: Amazing power of homeopathy. by Dr SM gunavante
Translated by: Md Salam Ibna রহমানি

Bachelor of pharmacy(EWU)
MS in pharmaceutical technology(UAP)
Diploma in Homeopathy(BHB)
Chamber: Dattapara, Daffodil University, Biruliya, Ashuliya.
Online consultation number: 01750656050

হোমিওপ্যাথির ম্যাজিক 65 বছরের একজন ভদ্র মহিলা আমাদের কাছে আসলেন হাড়ের বৃদ্ধি জনিত সমস্যা নিয়ে। তার চলাফেরা করতে খুব সম...
12/05/2024

হোমিওপ্যাথির ম্যাজিক

65 বছরের একজন ভদ্র মহিলা আমাদের কাছে আসলেন হাড়ের বৃদ্ধি জনিত সমস্যা নিয়ে। তার চলাফেরা করতে খুব সমস্যা হচ্ছিল। ঠিকমতো পা ফেলতে পারছিলেন না। তার সারা শরীরে ব্যাথা করছিলো। খুব আশ্চর্যজনক একটি লক্ষণের কথা তিনি আমাদের বলেছিলেন। তার মনে হচ্ছে তার পা গুলো তার নয় অন্য কারো। আমরা হোমিওপ্যাথিতে এই ধরনের মানসিক লক্ষণগুলোকে খুব গুরুত্ব দিয়ে থাকি। তাকে একটি ওষুধ দেই এবং বেশ কিছুদিন পর তিনি সুস্থ হয়ে ওঠেন।

Source Book: Amazing power of homeopathy by Dr SM gunavante
Translated by: Md Salam Ibna Rahmani
Bachelor of pharmacy(EWU)
MS in pharmaceutical technology(UAP)
Diploma in Homeopathy(BHB)

হোমিওপ্যাথির ম্যাজিক একজন মহিলা খুব জটিল একটি মানসিক সমস্যা নিয়ে আমাদের কাছে আসলেন। ভদ্র মহিলার মনে হতো তার চারপাশে শত্...
11/05/2024

হোমিওপ্যাথির ম্যাজিক

একজন মহিলা খুব জটিল একটি মানসিক সমস্যা নিয়ে আমাদের কাছে আসলেন। ভদ্র মহিলার মনে হতো তার চারপাশে শত্রু আছে এবং বাসায় একা থাকতে পারতেন না। উনার হাজব্যান্ড যখন অফিসে যেতেন প্রতিবেশীদের কে অনুরোধ করতেন তার সাথে থাকার জন্য। এই ধরনের মানসিক সমস্য নিয়ে তিনি অনেক নির্ঘুম রাত কাটিয়েছেন।আমরা তাকে একটি ওষুধ দেই এবং সেটি সেবন করে তিনি বেশ শান্তিতে ঘুমান। ঘুম থেকে উঠে যিনি বেশ প্রফুল্ল এবং সতেজতা অনুভব করেন।

Source Book: Amazing power of homeopathy. by Dr SM gunavante
Translated by: Md Salam Ibna Rahmani
Bachelor of pharmacy(EWU)
MS in pharmaceutical technology(UAP)
Diploma in Homeopathy(BHB)

10/05/2024

হোমিওপ্যাথির ম্যাজিক।

আঁচিল। অনেকেই এই সমস্যায় ভুগেন। কিছুদিন আগে এক রোগি এসেছিলেন তার নাকের ভিতর আঁচিল প্রায় ৩ বছর ধরে। এতদিন কোন প্রব্লেম ফেস করেন নাই। এখন একটু ব্যাথা করছে। একটি ঔষধ দিলাম। আলহামদুলিল্লাহ প্রায় ১০ দিনের মাথায় আঁচিল শুকিয়ে অর্ধেক এবং ব্যাথাও প্রায় চলে গেছে। আশা করছি আর কিছুদিন মেডিসিন কন্টিনিউ করলে অ্যারোগ্য হবে।

02/05/2024

প্রত্যেকটা মানুষ আলাদা। কিছু কমন বৈশিষ্ট থাকে এটা ঠিক। কিন্তূ রোগিকে ট্রিটমেন্ট করতে হলে তার সবকিছু আমলে নিয়ে চিকিৎসা দিতে হবে।
হোমিওপ্যাথি হল তেমন একটি চিকিৎসা ব্যবস্থা। মাথা ব্যাথা হলে খালি মাথা কে নিয়ে চিন্তা করেনা এই শাস্ত্র। পুরো শরীরকে নিয়ে মাথা ঘামায় এই প্যাথি।

24/04/2024

করোনা ভ্যাকসিন নেয়ার পর আপনি কোন সমস্যায় ভুগছেন কিনা জানাতে পারেন। বেশি পার্সোনাল হলে আমাকে ইনবক্স করতে পারেন।

20/04/2024

এলোপ্যাথি ট্রিটমেন্ট করতে লাখ টাকা এবং বছরকে বছর সময় লাগে, কিন্তূ হোমিওপ্যাথি ট্রিটমেন্ট নিতে এসে গরিব হয়ে যান আর ইনস্ট্যান্ট রেজাল্ট চান ব্যাপারটা কেমন হয়ে গেলোনা। আমিও চাই আমার রোগি যেন দ্রুত সুস্থ হয়। তবে একটু ধর্য্য ধরতে হবে সেটা যে প্যাথিরই ট্রিটমেন্ট নেননা কেন।

19/04/2024

সেক্সচুয়াল সমস্যাকে অনেকে শারীরিক সমস্যা হিসেবেই দেখেন। কিন্তূ অনেকে শারীরিক ভাবে সক্ষম হওয়া সত্ত্বেও মানসিক কারণে ভালো পারফর্ম করতে পারেন না। আপনাকে জানতে হবে মানসিক সমস্যা গুলো কি কি?

16/04/2024

আমাদের ওষুধ এর সাথে সাথে পুষ্টিকর খাবার ও সঠিক খাদ্য অভ্যাস মেনে চলতে হবে। আজকে তেমন একটি সুপার ফুড নিয়ে আলোচনা করছি। সেটি হল শিলাজিৎ।

শিলাজিৎ হল বিভিন্ন ভেষজ এবং খনিজ সংমিশ্রণগুলির মধ্যে একটি। এটি প্রচুর পরিমাণে খনিজ পদার্থ এবং ফুলভিক অ্যাসিড, একটি উল্লেখযোগ্য রাসায়নিক অন্তর্ভুক্ত। এটি একটি গাঢ়-বাদামী রঙের রজন যা হিমালয়, তিব্বতি এবং আলতাই উচ্চভূমির মতো বিশ্বব্যাপী অনেক পর্বতশ্রেণীতে পাওয়া যায় এমন শিলা স্তর থেকে প্রাপ্ত। শিলাজিৎ অনেক স্বাস্থ্য সংক্রান্ত রোগে উপকারী। বিশেষ করে পুরুষদের testosterone লেভেল বাড়ায় এবং erectile dysfunction(ধবজো ভঙ্গ) রোগে বেশ উপকার করে।

Address

Daffodil Road
Savar

Telephone

+8801842209194

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr Rahmani Classical Homeopath posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr Rahmani Classical Homeopath:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram