21/05/2024
হোমিওপ্যাথির ম্যাজিক
একজন ৫০ বছরের ভদ্র মহিলা আমাদের কাছে আসলেন তার ঘুমের সমস্যা নিয়ে। অনেকদিন ধরেই উনার ঘুম ঠিক মতো হচ্ছে না। তিনি প্রায় ঘুমের মধ্যে কেঁদে উঠেন এবং এরপর জেগে যান। আমরা জিজ্ঞাসা করি এই সমস্যাটি কিভাবে শুরু হয়েছিল। তিনি বলেছিলেন এক রাতে তিনি কিছু কাজ বাকি রেখে ঘুমাতে যান। হঠাৎ তিনি ঘুম থেকে উঠে যান এবং মনে হচ্ছিল কেউ যেন তার চুল ধরে টানছিল। তিনি জেগে উঠে লাইট জ্বালালেন এবং দেখতে পেলেন কেউ নেই। এরপর থেকেই উনার এই ঘুমের সমস্যা। তার আরো কিছু সমস্যা ছিল যেমন তিনি গরম সহ্য করতে পারতেন না, অল্প একটু খেলেই পেট ভরে যাওয়ার অনুভূতি আসতো এবং প্রচন্ড কষ্টদায়ক কোষ্ঠকাঠিন্য ছিল। আমরা তার সবগুলো সিম্পটমস গুরুত্ব দিয়ে একটি মেডিসিন সিলেকশন করি। কয়েক সপ্তাহ পর তার অবস্থার বেশি উন্নতি হয়।
Source Book: Amazing power of homeopathy. by Dr SM gunavante
Translated by: Md Salam Ibna রহমানি
Bachelor of pharmacy(EWU)
MS in pharmaceutical technology(UAP)
Diploma in Homeopathy(BHB)
Chamber: Dattapara, Daffodil University, Biruliya, Ashuliya.
Online consultation number: 01750656050