21/01/2025
কম খরচে হৃদরোগের বিশ্বমানের চিকিৎসা এখন এনাম মেডিকেল কলেজ হাসপাতালে!
বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি এবং ২৪ ঘন্টা বিশেষজ্ঞ ডাক্তারদের তত্ত্বাবধানে এনাম হার্ট সেন্টার হৃদরোগের বিশ্বমানের চিকিৎসা প্রদান করছে।
আমাদের রয়েছে আধুনিক বিশ্বের সমকক্ষ মানের একাধিক অত্যাধুনিক ক্যাথল্যাব। যেখানে এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টি এবং জন্মগত হৃদরোগ জনিত বিভিন্ন সমস্যা ও হার্টের ভাল্বের বিভিন্ন রোগের চিকিৎসা করা হয়।
এখানে হার্ট অ্যাটাক, হার্টফেইলিওর এর জরুরী চিকিৎসা এবং হৃদস্পন্দনের অনিয়মজনিত সেবার পাশাপাশি নিয়মিত হৃদরোগের সকল ধরণে ইন্টারভেনশনাল চিকিৎসা প্রদান করা হচ্ছে।
এছাড়াও আমাদের সার্বক্ষণিক বিশেষজ্ঞ চিকিৎসার এবং বহিঃবিভাগে রোগী দেখা ও বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা রয়েছে। যেমন, ইসিজি, বিভিন্ন ধরণের ইকোকার্ডিওগ্রাম কালার ডপলার, পেডিয়াট্রিক বা শিশুদের ইকো, ট্রান্সিসোফেজিয়াল ইকো এবং ইটিটি।
এনাম হার্ট সেন্টারের স্টেট অব দ্য আর্ট বিশ্বমানের কার্ডিয়াক কেয়ার ইউনিটে (CCU) ২৪ ঘন্টা হলটার মনিটরিং এর ব্যবস্থা রয়েছে। এছাড়াও আইভাস, বুটিন এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টি, ২৪ ঘন্টা প্রাইমারি পিসিআই এবং পেরিফেরাল এনজিওগ্রাম এর সাথে হৃদস্পন্দন ঠিক করার জন্য টেম্পোরারি এবং পার্মানেন্ট পেসমেকার সহ হার্টের সকল রোগের চিকিৎসা প্রদান করা হয়।
অ্যাপয়েন্টমেন্ট অথবা যেকোন পরামর্শের জন্য ফোন করুন: 10603, 017 5504
1800, 0222 337 1196-98 নাম্বারে।
অথবা ভিজিট করুন: www.emch.com.bd
আমাদের হাসপাতালের লাইভ লোকেশন পেতে ভিজিট
করুন: https://maps.app.goo.gl/pt2HLrWnv3LWqXwj6