Raqi Muhammad Al Amin

Raqi Muhammad Al Amin Our Services
1. Ruqyah Syariah
2. Tibbe Nabbi
+8801892952562

20/10/2025

রুকিয়া শারিয়াহ

18/10/2025

সময় মাত্র ৫ মিনিট, বের না হলে খবর আছে Raqi Muhammad Al Amin

16/10/2025

জীন বা কবিরাজদের ১ম টার্গেট খাওয়ানো যাদু, এজন্য পেটে থাকা যাদু ন'ষ্ট ও খাওয়ানো যাদু বন্ধ করতে পারলেই, জীন যাদু আ'ক্রান্তরা সহজেই সুস্থ হয়ে যায়।
Raqi Muhammad Al Amin

13/10/2025

পেটের মধ্যে যা'দু দেখুন

12/10/2025

বাচ্চা না হওয়া যাদুর নষ্টের রুকিয়া চলমান

06/10/2025

কুরআনিক রুকইয়া – আল্লাহর কালামে শিফা 🌿
আল্লাহর কালামেই আছে শান্তি ও আরোগ্য।
আমাদের মাধ্যমে মাওলানা এইচ এম জুবায়ের রুকইয়া করার মাধ্যমে উপকার পেয়েছে আলহামদুলিল্লাহ।
জিন, জাদু, ভয়, দুশ্চিন্তা কিংবা মানসিক অশান্তি – সবকিছু থেকেই আল্লাহর ইচ্ছায় মুক্তি মেলে রুকইয়ার মাধ্যমে।
📖 আল্লাহ তাআলা বলেন:
“আমি কুরআন নাযিল করেছি, যা মুমিনদের জন্য শিফা ও রহমত।” (সূরা ইসরা: ৮২)

• রিজিকের সমস্যা
• দাম্পত্য কলহ
• হঠাৎ অশান্তি ও মানসিক অস্থিরতা
• জিন, জাদু, বদনজর ইত্যাদি সমস্যা
👉 তাহলে শরঈ রুকইয়া চিকিৎসা নিন—
আল্লাহর ইচ্ছায় সমাধান রয়েছে!

🌿 রুকইয়া মানে হলো কুরআন ও সহিহ দোয়ার মাধ্যমে চিকিৎসা
এতে নেই কোনো কবিরাজি বা শরীয়তবিরোধী কিছু।

📞 *সিরিয়াল নিশ্চিত করতে এখনই যোগাযোগ করুন —*
📲 WhatsApp / IMO: *01892952562

06/10/2025

হ'ত্যার যাদু নষ্টের রুকিয়া

অক্টোবর এলেই কেন সতর্ক থাকা জরুরি?আশ্বিন/অক্টোবর মাসে দুর্গাপূজা, কালীপূজা, লক্ষ্মী পূজা ইত্যাদি একের পর এক হয়। এ সময় তা...
02/10/2025

অক্টোবর এলেই কেন সতর্ক থাকা জরুরি?

আশ্বিন/অক্টোবর মাসে দুর্গাপূজা, কালীপূজা, লক্ষ্মী পূজা ইত্যাদি একের পর এক হয়। এ সময় তান্ত্রিক ও জাদুকরেরা শয়তানের সাহায্যে তাবিজ–যন্ত্র–অশুভ মন্ত্র বেশি ব্যবহার করে থাকে। ফলে নতুনভাবে যাদু করা বা পুরনো যাদুর নবায়ন করার ঝুঁকি বেড়ে যায়।

✅ তাই সুরক্ষার জন্য করণীয়:
🔹 সকাল–সন্ধ্যায় আয়াতুল কুরসি, সূরা ইখলাস, ফালাক, নাস ৩ বার পড়ুন
🔹 বাড়িতে নিয়মিত সূরা বাকারা তেলাওয়াত করুন
🔹 খাবারের আগে বিসমিল্লাহ বলুন
🔹 রুকইয়াহ সুরা পড়ে নিজের উপর ফুঁ দিন
🔹 তাবিজ, গুঁড়া, সুতা, বাঁধন ইত্যাদি পেলে রুকইয়াহ করে ধ্বংস করুন

মনে রাখুন:
যে ব্যক্তি আল্লাহর জিকিরে থাকে এবং নিয়মিত রুকইয়াহ আমল করে—তার উপর যাদু বা নবায়ন কার্যকর হয় না, ইন শা আল্লাহ।

প্রয়োজনে ডায়াগনোসিস ও রুকইয়াহ পরামর্শ নিন।
📞 +8801892952562

02/10/2025

আলহামদুলিল্লাহ, আজ থেকে ইনশাআল্লাহ আগামী ৩দিন জুড়ে চট্টগ্রাম এলাকায় হোম সার্ভিস দেওয়া হচ্ছে।

✅ সরাসরি আপনার বাসায় গিয়ে রুকইয়াহ সেশন
✅ কুরআন ও সহীহ সুন্নাহ অনুযায়ী চিকিৎসা
✅ যাদু, নজর, জ্বীন প্রভাব ও আধ্যাত্মিক সমস্যার সমাধান
✅ পারিবারিক ও ব্যবসায়িক সমস্যার জন্য বিশেষ দোয়া ও পরামর্শ

📌 শিডিউল সীমিত — আগে বুক করলে অগ্রাধিকার দেওয়া হবে।
📞 +8801892952562
👉 ইনবক্স/কল করে আপনার শিডিউল কনফার্ম করুন এখনই।

30/09/2025
আমাদের এক বোন, যাঁর স্বামী দেশের বাইরে থাকেন। দীর্ঘদিন ধরে তিনি ভয়াবহ সমস্যায় ছিলেন।👉 স্বামী-স্ত্রীর মধ্যে যোগাযোগ ভেঙে ...
28/09/2025

আমাদের এক বোন, যাঁর স্বামী দেশের বাইরে থাকেন। দীর্ঘদিন ধরে তিনি ভয়াবহ সমস্যায় ছিলেন।

👉 স্বামী-স্ত্রীর মধ্যে যোগাযোগ ভেঙে যাচ্ছিল। মোবাইলে এক মিনিটের বেশি কথা হতো না, অযুহাত দেখিয়ে কথা শেষ হয়ে যেত, আর ঝগড়া লেগেই থাকত।
👉 সংসারে বিচ্ছেদের মতো পরিস্থিতি তৈরি হয়েছিল।
👉 রিজিক সংকট ছিল প্রবল।
👉 সবচেয়ে ভয়ংকর ব্যাপার হলো—আসিক জ্বীন প্রায়ই তার স্ত্রীকে প্রভাবিত করত, যার কারণে মানসিক অস্থিরতা, বিরক্তি ও দূরত্ব আরও বেড়ে যেত।

চিকিৎসার ধাপ:
তিনি আমাদের আস সেফা রুকইয়াহ সেন্টার থেকে নিয়মিত রুকইয়াহ সেশন নেন। মোট ৫টি সেশন করা হয় কুরআন ও সহীহ হাদীসের আলোকে।

আলহামদুলিল্লাহ, ধীরে ধীরে সব সমস্যার সমাধান হতে থাকে—
✅ আসিক জ্বীনের প্রভাব দূর হয়ে যায়।
✅ স্বামী-স্ত্রীর যোগাযোগ স্বাভাবিক হয়, এখন তারা শান্তভাবে দীর্ঘ সময় কথা বলতে পারেন।
✅ সংসারে ঝগড়া ও অশান্তি কেটে গিয়ে সম্পর্ক আরও সুন্দর হয়েছে।
✅ রিজিকের বরকত এসেছে—তারা নতুন বাসস্থান (সম্পত্তি) কিনেছেন।
✅ এখন পরিকল্পনা করছেন স্ত্রীকে দেশের বাইরে নিয়ে যাওয়ার।

অদৃশ্য প্রভাব, বিশেষ করে আসিক জ্বীন, সংসার ধ্বংস করে দিতে পারে। কিন্তু কুরআন ও সুন্নাহ ভিত্তিক রুকইয়াহ শরীয়াহর মাধ্যমে আলহামদুলিল্লাহ সমাধান সম্ভব।


রুগী নতুন সম্পদ ক্রয়ের পর য়ামাদের সেন্টারে মিষ্টি নিয়ে আসছেন
আলহামদুলিল্লাহ
🌿 আস সেফা রুকইয়াহ সেন্টার
📍 কুরআন ও সহীহ হাদীসের আলোকে সমাধান
📞 শিডিউল বুক করতে এখনই যোগাযোগ করুন

Address

Chowurngi Super Market 5th Floor
Savar
1340

Telephone

+8801892952562

Website

Alerts

Be the first to know and let us send you an email when Raqi Muhammad Al Amin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Raqi Muhammad Al Amin:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram