Shoaib Ahmed- Physiotherapist

Shoaib Ahmed- Physiotherapist movement specialist, sports injury, Pain & Paralysis specialist
বাত-ব্যথা ও প্যারালাইসিস বিশেষজ্ঞ

19/08/2025
ঘুম ঠিকমতো না হলে মস্তিষ্কের কি কি ক্ষতি হতে পারে?সাম্প্রতিক এক গবেষণা থেকে জানা গেছে, ঘুমের অভাব খুব বেশি হলে মস্তিষ্ক ...
16/08/2025

ঘুম ঠিকমতো না হলে মস্তিষ্কের কি কি ক্ষতি হতে পারে?

সাম্প্রতিক এক গবেষণা থেকে জানা গেছে, ঘুমের অভাব খুব বেশি হলে মস্তিষ্ক নিজেই নিজেকে খেয়ে ফেলতে শুরু করে। এর অর্থ হলো, নির্ঘুমতার কারণে মস্তিষ্কের কোষগুলোর বর্জ্য ধ্বংস করে যেসব কোষ, তারা অতিরিক্ত সক্রিয় হয়ে পড়ে।

মস্তিষ্ককে সক্রিয় রাখার জন্য ঘুমের কোনো বিকল্প নেই- এটা আমরা সবাই জানি। আমরা যখন ঘুমিয়ে থাকি তখন সারা দিনের জমা হওয়া ক্ষতিকর পদার্থগুলো ধ্বংস হয়। এতে ঘুম থেকে ওঠার পর শরীর মন চাঙ্গা হয়, মস্তিষ্ক সুস্থ ও সঠিকভাবে কাজ করতে শুরু করে।

মস্তিষ্ককে পরিষ্কার রাখার এই কাজের একটি অংশ হলো মাইক্রোগ্লিয়া কোষগুচ্ছ, যারা স্নায়ুতন্ত্রের বর্জ্য, ক্লান্তি এবং মৃত কোষের বর্জ্য পরিষ্কার করে। আরও এক ধরণের কোষ, অ্যাস্ট্রোসাইট মস্তিষ্কের বেশ কিছু কাজ একসাথে করে। এদের অনেকগুলো কাজের মাঝে একটি হলো মস্তিষ্কের অপ্রয়োজনীয় সিন্যাপ্সগুলোকে ছেঁটে ফেলা।

নিউরোসায়েন্স জার্নালে প্রকাশিত এই গবেষণায় পরীক্ষা নিরীক্ষা করা হয় চার দল ইঁদুরের ওপর।

প্রথম দলকে ইচ্ছেমত ঘুমোতে দেওয়া হয়।

দ্বিতীয় দলকে সময়মত ঘুম থেকে ওঠানো হয়।

তৃতীয় দলকে অতিরিক্ত আট ঘন্টা জাগিয়ে রাখা হয়।

আর চতুর্থ দলকে জাগিয়ে রাখা হয় টানা পাঁচদিন।

আরাম করে ঘুমানো ইঁদুরদের মস্তিষ্কে অ্যাস্ট্রোসাইট সক্রিয় ছিল ৬% সিন্যাপ্সে। আট ঘন্টা ঘুমানো ইঁদুরদের ৮%, আর ৫ দিন না ঘুমানো ইঁদুরদের ১৩.৫% সিন্যাপ্সে অ্যাস্ট্রোসাইট সক্রিয় ছিল। তার অর্থ হল ঘুমের অভাবে বেশি সক্রিয় হয়ে ওঠে অ্যাস্ট্রোসাইট কোষগুলো।

“ঘুমের অভাব হলে সিন্যাপ্সের কিছু অংশ খেয়ে ফেলে অ্যাস্ট্রোসাইট, এটা আমরা প্রথমবারের মত দেখতে পেয়েছি” বলেন এ গবেষণার নিউরোসায়েন্টিষ্ট মাইকেল বেলেসি। তবে ঘুমের প্রচণ্ড অভাবের সময়ে এই বিষয়টি মানব শরীরের জন্য উপকারী নাকি অপকারী সেটা তারা নিশ্চিত করে বলতে পারেননি।

তবে যে ব্যাপারটি বেশি দুশ্চিন্তার উদ্রেক করে, তা হলো মাইক্রোগ্লিয়ার কার্যক্রম। তারা অতিরিক্ত ঘুমের অভাবের ফলে সক্রিয় হয়। আর এর সক্রিয়তা থেকে দেখা দিতে পারে আলঝেইমার্স রোগ এবং মস্তিষ্কের ক্ষমতা ক্ষয় হওয়ার মতো অন্যান্য রোগগুলো।

গবেষকেরা বলেন, “অতিরিক্ত ঘুমের অভাব মাইক্রোগ্লিয়া কোষকে সক্রিয় করে এবং তাদের ফ্যাগোসাইটিক [কোষের বর্জ্য খেয়ে ফেলা] কাজে অনুপ্রেরণা দেয়, নিউরো ইনফ্লামেশনের কোনো বড় লক্ষণ ছাড়াই। এ থেকে বোঝা যায় বড় সময়ের জন্য ঘুমের অভাব মাইক্রোগ্লিয়াকে প্রভাবিত করে এবং অন্যান্য সমস্যার ব্যাপারে মস্তিষ্ককে সংবেদনশীল করে তোলে।” অন্য গবেষণায় উঠে আসছে, মস্তিষ্কের ১৩% পর্যন্ত ব্রেইন এভাবে খেয়ে ফেলে বা ক্ষয় হয় পর্যাপ্ত ঘুমের অভাবে।

প্রাণীদেহের সবচাইতে জটিল অঙ্গ মস্তিষ্ক প্রতিনিয়তই নতুন করে নিজেকে তৈরি করে, আর ভাঙ্গাগড়ার ভেতর দিয়ে নিজেকে পুনর্গঠিত করে। এটা একটি অসীম প্রক্রিয়া, যেখানে কিছু কাঠামো ভাঙ্গে আর কিছু নতুন কাঠামো তৈরি হয়। এ নিয়ে আরো গবেষণা হলে বোঝা যাবে এই অ্যাস্ট্রোসাইট এবং মাইক্রোগ্লিয়ার সক্রিয়তা মস্তিষ্কের ওপর আসলে কতটা প্রভাব রাখে। আর গবেষকদের পরামর্শ সেটা না জানা পর্যন্ত যথেষ্ট ঘুমানোটাই নিরাপদ।

তথ্যসূত্রঃইন্টারনেট।

fans

♦️"কেউ কারো নয়"এক সময় এই ভদ্রলোক খান গ্রুপ অব কোম্পানির ডিরেক্টর ছিলেন৷ কোটি কোটি টাকার মালিক ছিলেন। বউ মাইলস্টোন কলেজের...
30/07/2025

♦️"কেউ কারো নয়"এক সময় এই ভদ্রলোক খান গ্রুপ অব কোম্পানির ডিরেক্টর ছিলেন৷ কোটি কোটি টাকার মালিক ছিলেন। বউ মাইলস্টোন কলেজের বাংলা মিডিয়াম এর টিচার। দুই কন্যাসন্তান আছে। অগাদ বিত্বসম্পদ উপার্জন করেছেন।নিজের বাবা মা ভাই বোন কাউকে প্রশ্রয় দেন নি।

♦️শুধুই স্ত্রী আর শ্বশুর বাড়ি তার কাছে প্রিয় ছিল। আজ অসুস্থ হয়ে যাওয়ার পরে সব হারিয়েছেন তিনি।না আছে তার বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স। সব কেড়েছেন তার প্রিয়তমা স্ত্রী। আজ পরিবার-পরিজন সব হারিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পড়ে আছেন। ভেবেছিলাম হয়তো হারায়ে গেছে। অনেক কষ্টে পরিবার খুঁজে বের করেছিলাম এক বুক আশা নিয়ে।

♦️কিন্তু খুঁজে পেয়ে আরো কষ্ট হচ্ছে, কেন খুঁজতে গেলাম। তারা জানায়ে দিলো তারা কোন দায়িত্ব নিতে পারবে না। ব্রেন স্ট্রোক করে প্যারালাইসড হওয়ার পর তার বউ তাকে ডিভোর্স দিয়েছে দেড় বছর আগে৷ মেয়ে মাইলস্টোন কলেজে পড়ে। মেয়েটা আমাকে রিকোয়েস্ট করলো, এসব বিষয়ে ঘাটাঘাটি না করার জন্য।

♦️এতে নাকি ওনার ক্যারিয়ার নষ্ট হবে এগুলো জানাজানি হলে। ওদের পক্ষে বাবার কাছে আসা সম্ভব না। ভদ্রলোক এর ভাই বোন ইন্ডিয়া থাকে৷ তাদের হদিস খুজে পাইনি। হসপিটাল থেকে ডাক্তার বললো পুরোপুরি সুস্থ হওয়া তার পক্ষে আর সম্ভব না। একভাবে শুয়ে থাকতে থাকতে শরীরের একপাশে পচন ধরে গেছে।

♦️যতটুকু সুস্থ করা যায় চিকিৎসা চলছে ফরিদপুর মেডিকেলের সার্জারি বিভাগে। এরপর বেঁচে থাকলে ফরিদপুর বৃদ্ধাশ্রমে দিয়ে দেওয়া হবে।
জীবন বড় অদ্ভুত, বড়ই নিষ্ঠুর নির্মম। কার লাগিয়া করছো তুমি এত আয়োজন। সব কিছু হারিয়ে তুমি আজ নিঃশ নিরঞ্জন।

29/07/2025

fans

23/07/2025

যে ভিটামিনের অভাবে নার্ভ শুকিয়ে যেতে পারে।

(বিস্তারিত কমেন্টে)

23/07/2025

fans

23/07/2025

যে ভিটামিনের অভাবে অতিরিক্ত ঘাম ঝরে।

(বিস্তারিত কমেন্টে)

খুব সম্ভবত ২০১৮/১৯ তে চায়না তাদের একদম নতুন J-10C ফাইটার জেট বাংলাদেশকে অফার করেছিল। এরপর ২০২০ এর দিকে ব্রিটেন আর ইতালি ...
22/07/2025

খুব সম্ভবত ২০১৮/১৯ তে চায়না তাদের একদম নতুন J-10C ফাইটার জেট বাংলাদেশকে অফার করেছিল। এরপর ২০২০ এর দিকে ব্রিটেন আর ইতালি মিলে বাংলাদেশকে Eurofighter Typhoon ফাইটার জেট অফার করেছিল। সর্বশেষ ২০২৩ সালে ফ্রেঞ্চ প্রেসিডেন্ট বাংলাদেশ সফরে এসে সরাসরি Dassault Rafale জেট অফার করেছিল।
উপরের কোন অফারই ততকালীন সরকার আমলে নেয় নাই। কারণ ড্যাডি মোদি মাইন্ড করবে।
অথচ MRCA প্রোগ্রাম এর জন্য বরাদ্দ বাজেট মেরে দিয়ে বানানো হয় এই ইউজলেস BBT বা বঙ্গবন্ধু ট্রেইনার। এমন এক ফালতু বিমান বানিয়েছে যে বিদেশের অনেক ইঞ্জিনিয়ারিং ফার্ম এসব বিমান নিজেরা বানায় আর ডিজাইন বিক্রি করে।

বিমানবাহিনীর উন্নয়নে গাফিলতির ফলস্বরূপ বছর কয়েক আগে আমরা হারাই স্কোয়াড্রন লিডার অসীম জাওয়াদকে আর আজকে হারালাম ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরসহ কিছু মাসুম স্কুল পড়ুয়া বাচ্চাদের।
৪০ বছর পুরাতন "ফ্লাইং কফিন" খ্যাত রাশান MiG-21 এর চাইনিজ ভ্যারিয়েন্ট F-7 আর ৩০ বছর পুরাতন MiG-29 ধরিয়ে দিয়ে বঙ্গবল্টুকন্যা এখন মোদির আশ্রয়ে।

১১ বছর ধরে কেবল একটি সন্তানের জন্য পৃথিবীর কোথায় যাননি হাসান! শুধু একটি সন্তানের জন্য স্ত্রী রাবেয়াকে নিয়ে দুনিয়ার সবচেয়...
22/07/2025

১১ বছর ধরে কেবল একটি সন্তানের জন্য পৃথিবীর কোথায় যাননি হাসান! শুধু একটি সন্তানের জন্য স্ত্রী রাবেয়াকে নিয়ে দুনিয়ার সবচেয়ে উন্নত হাসপাতালগুলোতে দৌড়েছেন। শত চেষ্টার পর অবশেষে টেস্টটিউবের মাধ্যমে রাবেয়ার গর্ভে আসে সন্তান। সেই আনন্দে আত্মহারা হাসান।

সন্তানের সুস্থ ডেলিভারির জন্যে স্ত্রীকে বাংলাদেশ থেকে বিশ্বের সবচেয়ে উন্নত দেশ যুক্তরাষ্ট্রে পাঠিয়ে দেন তিনি। শুধু তা-ই নয়, পৃথিবীর সব খ্যাতিমান ডাক্তারদের তত্বাবধানে রাখেন রাবেয়াকে। শুধুমাত্র একটি সন্তানের জন্য কতো চেষ্টা তাদের! কতো রকমের চেষ্টা!

হঠাৎ একদিন রাবেয়ার গর্ভের শিশুর হার্টবিট বেড়ে যায় এবং জরুরি সিজারের প্রয়োজন হয়। রাত ১১টার দিকে আকষ্মিক তাপমাত্রা বৃদ্ধি পায় রাবেয়ার, প্রায় অজ্ঞান হয়ে যান। ডাক্তাররা সিজারের প্রস্তুতি নিতে নির্দেশ দেন, কারণ শিশুর হার্টবিট অনিয়মিত হয়ে পড়েছে।

হাসান কাতারে কর্মরত, টেলিফোনে জানতে পারেন অবস্থার গুরুতরতা—সে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েন, রাবেয়ার জীবনের নিরাপত্তায় গভীর উদ্বেগ কাজ করে। এমন সময় হাসান শুনছেন, অজ্ঞানপ্রায় গর্ভবতী রাবেয়া চিৎকার করে বলছেন, “প্লিজ, বাঁচাও আমার বাচ্চাটিকে…”।

অবশেষে ১১ বছরের অপেক্ষার অবসান ঘটে তাদের। হাসান-রাবেয়া দেখতে পান এক নবজাত কন্যার মুখ। নাম রাখেন— রোজাবেল।

কিন্তু ভাগ্যের লিখন ক'জনই বা পাল্টাতে পারে? পৃথিবীর সকল হাসপাতাল জয় করে জন্ম নেওয়া রোজাবেল হার মানল মাইলস্টোন কলেজের কাছে। তখন সে মেহরিন ম্যামের ক্লাস করছিল মনোযোগ দিয়ে। হঠাৎ বিকট শব্দে থমকে গেলো পৃথিবী। বিমান এসে আছড়ে পড়লো স্কুলের উপর।

না, রোজাবেল নেই। হাসান-রাবেয়ার একমাত্র সন্তান পুড়ে অঙ্গার হয়ে গেছে। ঢাকা মেডিকেল হাসপাতালের বার্ন ইউনিটের সামনে দাঁড়িয়ে আছেন হাসান—কোলের ভিতর রোজাবেলের পোড়া দেহ।

#রেদ্ওয়ান_আহমদ

আমার মউত আমার আল্লাহর নির্ধারিত সময় থেকে এক সেকেন্ড আগেও হবেনা,এবং হায়াত যা দিয়েছেন তার এক সেকেন্ড আগেও আমি যাবোনা।— মুহ...
19/07/2025

আমার মউত আমার আল্লাহর নির্ধারিত সময় থেকে এক সেকেন্ড আগেও হবেনা,
এবং হায়াত যা দিয়েছেন তার এক সেকেন্ড আগেও আমি যাবোনা।
— মুহতারাম আমীরে জামায়াত ❤️

তিনিই জাতির আমীর, যিনি জীবন দিয়ে হলেও দায়িত্ব পালন করতে চান।
তিনিই আমানতদার,যাঁর হৃদয়ে দুনিয়ার ভয় নেই—আছে কেবল আল্লাহর ভয়।

আজ মুহতারাম আমীরে জামায়েত বক্তব্য দেয়ার সময় দুইবার মঞ্চ থেকে পড়ে গেলেন…
অবশেষে বসে দেশ ও জাতীর উদ্দেশ্য দিকনির্দেশনামূলক ঐতিহাসিক ভাষন দিলেন।
মাথা ঘুরাচ্ছে, শরীর দুর্বল…
চিকিৎসকরা অনুরোধ করলেন—"বক্তব্য শেষ করে দেয়ার জন্য,
কিন্তু তিনি বসে থেকে মাইকে বললেন — আমি আপনার নিশ্চয়তা দিয়ে বলছি..
আল্লাহই সব কিছুর নির্ধারক ❤️

সুবহান আল্লাহ
আল্লাহু আকবার
আল্লাহু আকবার

আল্লাহ আমীরে জামায়েতকে হিফাজত করুন।
দীর্ঘ হায়াত দিন। আমিন।

Address

CRP
Savar
1343

Alerts

Be the first to know and let us send you an email when Shoaib Ahmed- Physiotherapist posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Shoaib Ahmed- Physiotherapist:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram