Monstar shakawat

Monstar shakawat Monstar Shakawat

20/12/2024
21/08/2024

বাংলাদেশে অকুপেশনাল থেরাপি পেশাজীবীদের বৈষম্য শিকারের বিষয়ে এখনই সোচ্চার হওয়া দরকার। অকুপেশনাল থেরাপি পেশাজীবীদের বৈষম্য শিকারের বিষয়গুলি বর্তমান অন্তর্বর্তীন কালীন সরকারের স্বাস্থ্য ও সমাজ কল্যাণ উপদেষ্টা কে অবহিত করা দরকার। নিম্ন লিখিত বিষয়গুলো স্মারক লিপি আকারে এই দুই উপদেষ্টা কে প্রদান করা যেতে পারে। বিষয় গুলি হল:১. রিহ্যাবিলিটেশন বা পুনর্বাসন কাউন্সিল এ আমলা দের আধিক্যতা কমিয়ে সমানুপাতিক হারে সকল পুনর্বাসন পেশাজীবীদের অন্তর্ভুক্ত করা.২ যত দ্রুত সম্ভব রিহ্যাবিলিটেশন বা পুনর্বাসন কাউন্সিল এর কার্যক্রম শুরু করার উদ্যোগ গ্রহণ করা। ৩. রেজিস্ট্রেশন এর মাধ্যমে সকল পুনর্বাসন পেশাজীবীদের সেবা দেওয়ার উদ্যোগ গ্রহণ করা।৪. যেসব হাসপাতালে অকুপেশনাল থেরাপি পেশাজীবীদের পদ রয়েছে সেসব পদে প্রকৃত অকুপেশনাল থেরাপিস্টদের নিয়োগ প্রদান করা,যাতে জনগণ প্রকৃত অকুপেশনাল থেরাপি সেবা পেতে পারে তার ব্যবস্থা করা।৫. সকল শীর্ষ পর্যায়ের হাসপাতাল সহ, সকল জেলা ও উপজেলা হাসপাতালে অকুপেশনাল থেরাপিস্টদের পদ সৃষ্টি করে জনসাধারণকে অকুপেশনাল থেরাপি সেবার সুযোগ গ্রহণ করার তৈরি করা।
আমরা আশা করি, বাংলাদেশ অকুপেশনাল থেরাপি অ্যাসোসিয়েশন এ বিষয়ে একটি উদ্যোগ গ্রহণ করবে এবং আমরা সকল পেশাজীবী এবং অকুপেশনাল থেরাপি এর ছাত্র ছাত্রী এই উদ্যোগে অত্যন্ত সাধুবাদ জানাবে।

বিউটিএ এর নতুন সভাপতি ও দশম কার্যকরী পরিষদের সদস্যদের ফুল দিয়ে অভিনন্দন জ্ঞাপন করছেন অকুপেশনাল থেরাপি বিভাগের স্টাফবৃন্...
17/01/2024

বিউটিএ এর নতুন সভাপতি ও দশম কার্যকরী পরিষদের সদস্যদের ফুল দিয়ে অভিনন্দন জ্ঞাপন করছেন অকুপেশনাল থেরাপি বিভাগের স্টাফবৃন্দ।

বিওটিএ সকল সাধারণ সদস্যদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গত ৩১ শে অক্টোবর ২০২৩ ইং বাংলাদেশ অকুপেশনাল থেরাপি অ্যাসোসিয়েশ...
06/12/2023

বিওটিএ সকল সাধারণ সদস্যদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গত ৩১ শে অক্টোবর ২০২৩ ইং বাংলাদেশ অকুপেশনাল থেরাপি অ্যাসোসিয়েশান এর দশম কার্যকরী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার পরিপ্রেক্ষিতে প্রতিটি পদের বিপরীতে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রার্থীদের মনোনয়ন পত্র জমা দানের পর মনোনয়ন পত্র যাচাই-বাছাই করিয়া তালিকা প্রকাশ করার পর শিক্ষা বিষয়ক সম্পাদক পদ হতে মোহাম্মদ সাখাওয়াত হোসেন রেজি নং ৩১২/২০১৭ এবং নির্বাহী সদস্য পদ হতে মোঃ রবিউল হাসান রেজি নং ৩০৮/ ২০১৬ স্বেচ্ছায় নাম প্রত্যাহার করার আবেদন করেন এবং তাদের আবেদন নির্বাচন কমিশনারগণদের কাছে গৃহীত হয়। ফলে প্রতিটি পদের বিপরীতে একাধিক প্রার্থী না থাকায় দশম কার্যকরী পরিষদ ঘোষণা করা হইল।
দশম কার্যকরী পরিষদ এর সকল সদস্যদের জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভকামনা।
নির্বাচন কমিশনার গণ আশা করেন আগামী সাত দিনের মধ্যে নবম কার্যকরী পরিষদের সদস্যগণ দশম কার্যকরী পরিষদের নিকট তাদের দায়িত্ব হস্তান্তর করবেন।

বিওটিএ এর আসন্ন নির্বাচনে যেসব পদের বিপরীতে একাধিক প্রার্থী রয়েছেন আপনারা আপনাদের আনুষ্ঠানিক নির্বাচনের নির্বাচনী প্রচা...
30/11/2023

বিওটিএ এর আসন্ন নির্বাচনে যেসব পদের বিপরীতে একাধিক প্রার্থী রয়েছেন আপনারা আপনাদের আনুষ্ঠানিক নির্বাচনের নির্বাচনী প্রচারনা শুরু করতে পারে।

বিওটিএ এর আসন্ন নির্বাচনের বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হইল।
29/11/2023

বিওটিএ এর আসন্ন নির্বাচনের বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হইল।

বিওটিএ এর আসন্ন নির্বাচনে মানসুরা জেবা  মনোনয়ন পত্র জমা দান করলেন।
29/11/2023

বিওটিএ এর আসন্ন নির্বাচনে মানসুরা জেবা মনোনয়ন পত্র জমা দান করলেন।

28/11/2023

নির্দিষ্ট পদের মনোনয়ন পত্র সংগ্রহের সময় এইমাত্র শেষ হলো।

Address

CRP Road
Savar
DHAKA-1343

Telephone

+8801997822123

Website

Alerts

Be the first to know and let us send you an email when Monstar shakawat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share