21/08/2024
বাংলাদেশে অকুপেশনাল থেরাপি পেশাজীবীদের বৈষম্য শিকারের বিষয়ে এখনই সোচ্চার হওয়া দরকার। অকুপেশনাল থেরাপি পেশাজীবীদের বৈষম্য শিকারের বিষয়গুলি বর্তমান অন্তর্বর্তীন কালীন সরকারের স্বাস্থ্য ও সমাজ কল্যাণ উপদেষ্টা কে অবহিত করা দরকার। নিম্ন লিখিত বিষয়গুলো স্মারক লিপি আকারে এই দুই উপদেষ্টা কে প্রদান করা যেতে পারে। বিষয় গুলি হল:১. রিহ্যাবিলিটেশন বা পুনর্বাসন কাউন্সিল এ আমলা দের আধিক্যতা কমিয়ে সমানুপাতিক হারে সকল পুনর্বাসন পেশাজীবীদের অন্তর্ভুক্ত করা.২ যত দ্রুত সম্ভব রিহ্যাবিলিটেশন বা পুনর্বাসন কাউন্সিল এর কার্যক্রম শুরু করার উদ্যোগ গ্রহণ করা। ৩. রেজিস্ট্রেশন এর মাধ্যমে সকল পুনর্বাসন পেশাজীবীদের সেবা দেওয়ার উদ্যোগ গ্রহণ করা।৪. যেসব হাসপাতালে অকুপেশনাল থেরাপি পেশাজীবীদের পদ রয়েছে সেসব পদে প্রকৃত অকুপেশনাল থেরাপিস্টদের নিয়োগ প্রদান করা,যাতে জনগণ প্রকৃত অকুপেশনাল থেরাপি সেবা পেতে পারে তার ব্যবস্থা করা।৫. সকল শীর্ষ পর্যায়ের হাসপাতাল সহ, সকল জেলা ও উপজেলা হাসপাতালে অকুপেশনাল থেরাপিস্টদের পদ সৃষ্টি করে জনসাধারণকে অকুপেশনাল থেরাপি সেবার সুযোগ গ্রহণ করার তৈরি করা।
আমরা আশা করি, বাংলাদেশ অকুপেশনাল থেরাপি অ্যাসোসিয়েশন এ বিষয়ে একটি উদ্যোগ গ্রহণ করবে এবং আমরা সকল পেশাজীবী এবং অকুপেশনাল থেরাপি এর ছাত্র ছাত্রী এই উদ্যোগে অত্যন্ত সাধুবাদ জানাবে।