অব্যর্থ হোমিও

  • Home
  • অব্যর্থ হোমিও

অব্যর্থ হোমিও 01711201018
যেখানে চিকিৎসা থেমে যায়, সেখান থেকে আমার রিসার্চ শুরু আপনার জন্য
সুফিয়া বেকারি মোড়, দ. রাজাশন, সাভার, ঢাকা।

৯ বছর ধরে কিডনি সমস্যা ৫ বছর ধরে ডায়ালাইসিস - সপ্তাহে ২-৩ টা১ মাস আগের ও পরের রিপোর্ট -2025-06-30RK 4.6 cmLK 4.2 cm50% s...
13/08/2025

৯ বছর ধরে কিডনি সমস্যা ৫ বছর ধরে ডায়ালাইসিস - সপ্তাহে ২-৩ টা
১ মাস আগের ও পরের রিপোর্ট -
2025-06-30
RK 4.6 cm
LK 4.2 cm
50% size out of regular size.
RK Cyst - 8x7 cm
LK Cyst - 7x6 cm
Corticomedullary differentiation is lost
S. Creatinine - 11.89 / 1.2
S. Albumen - 54 / 34-52
S. Urea - 154/10-45
S. Uric Acid - 8.78 / 6
ডায়ালাইসিস - সপ্তাহে ২-৩ টা
প্রস্রাব হয় না।
সারা দিনে ১ লিটার পানি।
2025-08-08
S. Creatinine - 10.45 Previous - 11.89 / 1.2
S. Urea - 106 Previous - 154/10-45
S. Uric Acid - 5.54 Previous - 8.78 / 6

৯ বছর ধরে কিডনি সমস্যা ৫ বছর ধরে ডায়ালাইসিস - সপ্তাহে ২-৩ টাআগের ও পরের রিপোর্ট - 2025-06-30RK 4.6 cmLK 4.2 cmRK Cyst - 8x7 cmLK Cyst - 7x6 cmS. Creatinine -...

13/08/2025

৯ বছর ধরে কিডনি সমস্যা ৫ বছর ধরে ডায়ালাইসিস - সপ্তাহে ২-৩ টা
১ মাস আগের ও পরের রিপোর্ট -
2025-06-30
RK 4.6 cm
LK 4.2 cm
50% size out of regular size.
RK Cyst - 8x7 cm
LK Cyst - 7x6 cm
Corticomedullary differentiation is lost
S. Creatinine - 11.89 / 1.2
S. Albumen - 54 / 34-52
S. Urea - 154/10-45
S. Uric Acid - 8.78 / 6
ডায়ালাইসিস - সপ্তাহে ২-৩ টা
প্রস্রাব হয় না।
সারা দিনে ১ লিটার পানি।
2025-08-08
S. Creatinine - 10.45 Previous - 11.89 / 1.2
S. Urea - 106 Previous - 154/10-45
S. Uric Acid - 5.54 Previous - 8.78 / 6

12/08/2025

টিউবারকিউলোসিস (যক্ষ্মা) - পর্ব _১
এপিডেমিওলজি (মহামারীবিদ্যা)
টিউবারকিউলোসিস (টিবি) বা যক্ষ্মা রোগটি মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস (MTB) নামক ব্যাকটেরিয়ার সংক্রমণে হয়। এই ব্যাকটেরিয়াটি মাইকোব্যাকটেরিয়া কমপ্লেক্সের অংশ, যার মধ্যে M. bovis (যার আশ্রয়স্থল গরু) এবং M. africanum (যার আশ্রয়স্থল মানুষ) অন্তর্ভুক্ত। ২০ শতকের শেষের দিকে যুক্তরাজ্যে যক্ষ্মার যে পুনরুত্থান দেখা গিয়েছিল, তা এখন কমে এসেছে। ২০১১ থেকে ২০১৮ সালের মধ্যে ৪৪% হ্রাসের পর, ইংল্যান্ডে যক্ষ্মার নতুন আক্রান্তের সংখ্যা ১৯৬০ সালে রেকর্ড শুরু হওয়ার পর থেকে সর্বনিম্ন স্তরে নেমে এসেছে। তা সত্ত্বেও, বিশ্ব স্বাস্থ্যের উপর এর প্রভাব এখনও উল্লেখযোগ্য। ২০১৮ সালে, আনুমানিক ১ কোটি নতুন রোগী রেকর্ড করা হয়েছিল, যার বেশিরভাগই বিশ্বের দরিদ্রতম দেশগুলোতে দেখা যায়। এই দেশগুলো যক্ষ্মা ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ কর্মসূচির ব্যয়ভার বহন করতে হিমশিম খায়। একই বছরে, ১৫ লক্ষ পুরুষ, মহিলা এবং শিশু যক্ষ্মায় মারা গিয়েছিল, যেখানে এইচআইভি/এইডস-এ মারা গিয়েছিল ১০ লক্ষ মানুষ। এর ফলে, যক্ষ্মা সেই বছর একটি একক সংক্রামক জীবাণু থেকে বিশ্বব্যাপী মৃত্যুর প্রধান কারণ হয়ে দাঁড়ায়।

মডার্ন চিকিৎসা দর্শন --
কাশতে কাশতে যখন রক্ত পড়ে, তখন বলা হয় যক্ষা হয়েছে। আর রক্ত না পড়লে বলা হয়, এজমা হয়েছে। ইনহেলার নেবুলাইজার দিয়ে সাময়িক উপশম পাওয়া যায়।
এটি হল মডার্ন চিকিৎসা ব্যবস্থার দর্শন।

হোমিওপ্যাথি চিকিৎসা দর্শন --
আর হোমিওপ্যাথি তে এটা হল, জেনেটিক টিউবারকুলার ডিজিজ। বংশগতভাবে, উত্তরাধিকার সূত্রে অর্জিত রোগ। এই রোগের চিকিৎসা না করে বাচ্চা উৎপাদন করলে সে বাচ্চা ও তার পরবর্তী প্রজন্ম এই রোগ এর ধারক ও বাহক হিসেবে কাজ করবে। আর রোগী এই রোগের চিকিৎসা করে বাচ্চা উৎপাদন করলে, তার পরবর্তী প্রজন্ম এর ক্ষেত্রে এই রোগ হবার সম্ভাবনা কমে যায় বা হয় না।
আমাদের কাছে, যে সকল রোগী আসে তাদের মধ্যে দেখা যায় যে, মা বাবা এক বা উভয়ের বা রক্ত সম্পর্কের উপরের সিড়ি দাদা দাদী, নানা নানী, চাচা মামা, খালা ফুপু এদের কারো না কারো এজমা হাপানী ছিল বা আছে।
অনেক সময়, দেখা যায় যে, দাদার ছিল, বাবার নাই এখন আবার নাতির দেহে মারাত্মক অবস্থা। এখানে বাবা ধারক ও বাহক হলেও বাবার দেহে সুপ্ত অবস্থায় ছিল। এখন নাতির দেহে প্রকট আকারে প্রকাশ পেয়েছে।

চিকিৎসা --
মডার্ণ চিকিৎসা হল, থিওরি ও প্যাথলজি বেজড।
হোমিওপ্যাথি তে থিওরি প্যাথলজি সব জানতে হবে৷ তবে রোগীকে ঔষধ দিতে হবে প্রকাশিত সিম্পটম বেজড। পাশাপাশি তার জিনগত তথ্য তথা পারিবারিক ইতিহাস ও মায়াজম ভিত্তক তথ্য সমন্বয়ে চিকিৎসা দেয়া হলে, এই রোগ উক্ত রোগীতে আর ফিরে আসবে না। এবং সে সারাজীবনের জন্য সুস্থতা লাভ করে।
আমার চেম্বারের এ ধরনের রোগিদের ৬-৮ মাসের চিকিৎসায় নির্মল আরোগ্য লাভ হয়।

বিদ্র: যক্ষা কিন্তু অনেকরকম আছে, শুধু ফুসফুসেই নয়, হাড়, চর্ম অন্যান্য অংগেও যক্ষা হতে পারে।
এই বিষয়ে বিস্তারিত A 2 Z দেয়া হবে। সাথে থাকবেন।

10/08/2025

কিডনি রোগী মেসেজ দিয়ে আপডেট জানিয়েছে। ১মাস ঔষধ খাবার পর এই অবস্থা। নতুন ফর্মুলায় এই রোগীকে ঔষধ দিয়েছি। এভাবে ধারাবাহিকতা বজায় থাকলে, কিডনি রোগীদের ইউরিয়া নিয়ন্ত্রণে রেখে বাঁচিয়ে রাখা সম্ভব হবে। ইউরিয়া, ইউরিক এসিড, একেক প্রতিষ্ঠান একেক ইউনিটে দিয়ে থাকে, দশমিক আর শততমিক হিসাবে।
ইউরিক এসিড ---
দশমিক হিসাবে ৫
শততমিক হিসাবে ৫০
এর নীচে থাকতে হয়।
এই রোগীর আগে ছিল - 8.78 or, 87.8
বর্তমানে - 5.5 or, 55

ইউরিয়া ১৫০ থেকে কমে ১০৬, থাকতে হবে ৫০ এর নীচে।

ইউরিয়া, ইউরিক এসিড বেড়ে গেলে বিষক্রিয়ায় রোগী মারা যায়। তখন ডায়ালাইসিস করেও বাঁচানো যায় না।

উল্লেখ্য এই রোগী সপ্তাহে ২-৩ দিন ডায়ালাইসিস করেন।
ডায়ালাইসিস করেও ক্রিয়েটিনিন ও ইউরিয়া, ইউরিক এসিড বেশি থাকে।
গত ১ মাস ডায়ালাইসিস এর পাশাপাশি হোমিওপ্যাথি চিকিৎসা দিয়ে ক্রিয়েটিনিন ও ইউরিয়া, ইউরিক এসিড কমে আসতেছে।

৫ বছর ধরে ডায়ালাইসিস চলছে। ৯ বছর ধরে কিডনি সমস্যা।

বিদ্র: কাউকে শিখানোর জন্য নয়, এই পোস্ট করা হয়েছে, সাধারণ মানুষের কাছে হোমিওপ্যাথি চিকিৎসা সম্পর্কে জানাতে। তাই কেহ ঔষধের নাম চেয়ে বিব্রত হবেন না।

10/08/2025

মাসে ৫০ হাজার টাকার ডায়ালাইসিস এর কথা দেশবাসীকে জানানো যায়, কিন্তু হোমিওপ্যাথি খেয়ে উপকৃত হলেও জানানো যায় না।

10/08/2025
10/08/2025

কিডনি রোগী মেসেজ দিয়ে আপডেট জানিয়েছে। ১মাস ঔষধ খাবার পর এই অবস্থা। নতুন ফর্মুলায় এই রোগীকে ঔষধ দিয়েছি। এভাবে ধারাবাহিকতা বজায় থাকলে, কিডনি রোগীদের ইউরিয়া নিয়ন্ত্রণে রেখে বাঁচিয়ে রাখা সম্ভব হবে। ইউরিয়া একেক প্রতিষ্ঠান একেক ইউনিটে দিয়ে থাকে, দশমিক আর শততমিক হিসাবে।
দশমিক হিসাবে ৫
শততমিক হিসাবে ৫০
এর নীচে থাকতে হয়।
এই রোগীর আগে ছিল - 8.78 or, 87.8
বর্তমানে - 5.5 or, 55

ইউরিয়া বেড়ে গেলে বিষক্রিয়ায় রোগী মারা যায়। তখন ডায়ালাইসিস করেও বাঁচানো যায় না।

উল্লেখ্য এই রোগী সপ্তাহে ২-৩ দিন ডায়ালাইসিস করেন।
ডায়ালাইসিস করেও ক্রিয়েটিনিন ও ইউরিয়া বেশি থাকে।
গত ১ মাস ডায়ালাইসিস এর পাশাপাশি হোমিওপ্যাথি চিকিৎসা দিয়ে ক্রিয়েটিনিন ও ইউরিয়া কমে আসতেছে।

09/08/2025

ঔষধের অর্গানন - ( সূত্র - ১ )

চিকিৎসকের সর্বোচ্চ এবং একমাত্র লক্ষ্য হলো অসুস্থদের সুস্থ করে তোলা, আরোগ্য করা, যেমনটি বলা হয়।
তবে, তাঁর লক্ষ্য প্রাণবন্ত প্রক্রিয়াগুলির অভ্যন্তরীণ অপরিহার্য প্রকৃতি এবং জীবের অভ্যন্তরে রোগের উৎপত্তি কীভাবে হয় (যেখানে এত ডাক্তার এত উচ্চাভিলাষীভাবে তাদের প্রতিভা এবং তাদের সময় নষ্ট করেছেন) সম্পর্কে খালি জল্পনা এবং অনুমানগুলিকে একত্রিত করে তথাকথিত ব্যবস্থা তৈরি করা নয়; অথবা রোগের ঘটনা এবং তাদের নিকটবর্তী কারণ (যা সর্বদা গোপন রাখা উচিত) সম্পর্কে অগণিত ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করাও নয়, যা দুর্বোধ্য শব্দ এবং একটি স্ফীত বিমূর্ত প্রকাশভঙ্গিতে আবৃত, যা অজ্ঞদের অবাক করার জন্য খুব জ্ঞানী শোনা উচিত - যখন অসুস্থ মানবতা সাহায্যের জন্য বৃথা দীর্ঘশ্বাস ফেলে। এই ধরণের জ্ঞানী বিদ্রূপ (যাকে তাত্ত্বিক চিকিৎসার নাম দেওয়া হয় এবং যার জন্য বিশেষ অধ্যাপক পদ প্রবর্তিত হয়) আমাদের অনেক কষ্ট সহ্য করতে হয়েছে, এবং এখন সময় এসেছে যে যারা নিজেদের চিকিৎসক বলে দাবি করেন তারা অবশেষে কেবল কথা বলে দুর্দশাগ্রস্ত মানবজাতিকে প্রতারিত করা বন্ধ করুন এবং এখনই একবারের জন্য কাজ শুরু করুন, অর্থাৎ, প্রকৃতপক্ষে সাহায্য এবং নিরাময় করুন।

ক্যান্সার - যখন বায়োপসিতে ক্যান্সার সনাক্ত হয়, অপারেশন এবং ক্যামোথেরাপি ছাড়া অন্য কোন চিকিৎসা নাই । সেখানেও অনেক হোমিওপ্...
02/08/2025

ক্যান্সার - যখন বায়োপসিতে ক্যান্সার সনাক্ত হয়, অপারেশন এবং ক্যামোথেরাপি ছাড়া অন্য কোন চিকিৎসা নাই । সেখানেও অনেক হোমিওপ্যাথি চিকিৎসক রোগিদের চিকিৎসা দিয়ে ক্যামোথেরাপি ছাড়াই রোগি সুস্থ জীবন যাপন করছেন। যেখানে চিকিৎসা নাই, সেখানে ক্যান্সার দূর হল কিনা সেটা বড় কথা নয়, এখানে রোগী ভালো থাকাই সুস্থতা।

আমার অভিজ্ঞতা -
সাধারণত বয়সজনিত কারণে বা বিশেষ কোন কারণে রোগিকে ক্যামোথেরাপি দেয়া সম্ভব না হলে, বাতিল রোগীর তালিকায় ফেলা হয়। তখন রোগিরা একটু হোমিও খেতে আসে। আবার অনেকে আশেপাশে খোঁজ নিয়ে দেখে যে ক্যামোথেরাপির রোগী বেশী দিন বাঁচে না , তাই হোমিও খেতে আসে। আবার কেউ কেউ খরচ সংকটে হোমিও খেতে আসে।

গত ৯ মাসে চিকিৎসা দিয়েছি, এমন রোগীদের তালিকা।
এরমধ্যে, কেউ কয়েক ডোজ খেয়ে আর আসেন নি।
বাকিরা নিয়মিত ঔষধ সেবন করছেন, জটিলতা থেকে দূরে আছেন। এই সুস্থ থাকাটাই হল সুস্থতা। এর থেকে বেশি কিছু বলা বা রোগীকে আশ্বাস দেয়া হয় না।

বিদ্র:
সম্পূর্ণ পোস্টে কোথাও দাবি করা হয় নাই যে, আমি ক্যান্সার ভালো করেছি। সুস্পষ্ট করে বলা হয়েছে যে, ক্যামোথেরাপি দেয়ার মত শারীরিক বা আর্থিক অবস্থা নাই, এমন বাতিল রোগীদের, হোমিওপ্যাথির মাধ্যমে কিছুটা উপশম দেয়াই সুস্থতা।

Cancer and Homeopathy: Managing the Unmanageable
When cancer is detected through a biopsy, the only conventional treatments available are surgery and chemotherapy. However, there are many homeopathic practitioners who treat patients, allowing them to live healthy lives without undergoing chemotherapy. In cases where a cure isn't possible, the primary goal isn't to eliminate the cancer but to ensure the patient lives well and feels healthy.

My Experience
Typically, patients are categorized as "unfit for treatment" if they cannot undergo chemotherapy due to old age or other specific health reasons. It's at this point that some of them turn to homeopathy. Others seek out homeopathic treatment after hearing that chemotherapy patients don't tend to live very long. Additionally, some patients come to us due to financial constraints.

A List of Patients Treated in the Last 9 Months
Of the patients I have treated, some took just a few doses and never returned. The rest are regularly taking their medication and have managed to stay free from complications. This ability to live without complications is what we consider good health. We never claim to do more than this or give patients false hope.

Note
This entire post does not claim that I have cured cancer. It is explicitly stated that for patients who are physically or financially unfit for chemotherapy, providing some relief through homeopathy is considered a form of recovery and well-being.

Address


Alerts

Be the first to know and let us send you an email when অব্যর্থ হোমিও posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to অব্যর্থ হোমিও:

  • Want your practice to be the top-listed Clinic?

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram