নারী স্বাস্থ্য হোমিও ক্লিনিক - Nari Shastho Homeo Clinic

  • Home
  • Bangladesh
  • Savar
  • নারী স্বাস্থ্য হোমিও ক্লিনিক - Nari Shastho Homeo Clinic

নারী স্বাস্থ্য হোমিও ক্লিনিক - Nari Shastho Homeo Clinic Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from নারী স্বাস্থ্য হোমিও ক্লিনিক - Nari Shastho Homeo Clinic, Women's Health Clinic, Savar.

এতো বড় ব্রেইন তাও বউ কখন রাগ করে, কি নিয়ে রাগ করে কেনো রাগ করে সেটা বুঝে না। কি দরকার তাহলে এমন ব্রেইনের 😒
07/07/2025

এতো বড় ব্রেইন তাও বউ কখন রাগ করে, কি নিয়ে রাগ করে কেনো রাগ করে সেটা বুঝে না। কি দরকার তাহলে এমন ব্রেইনের 😒

একজন অধ্যাপক বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিচ্ছিলেন। ক্লাস শুরু হতেই এক ছাত্র শিস দিয়ে বসল।অধ্যাপক থেমে গিয়ে বললেন:— "কে শিস দিল...
27/06/2025

একজন অধ্যাপক বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিচ্ছিলেন। ক্লাস শুরু হতেই এক ছাত্র শিস দিয়ে বসল।

অধ্যাপক থেমে গিয়ে বললেন:
— "কে শিস দিল?"

কেউ কোনো উত্তর দিল না।

তিনি আবার পাঠ দেওয়া শুরু করলেন। কিছুক্ষণ পর সেই ছাত্র আবার শিস দিল।
অধ্যাপক আবার থেমে জিজ্ঞেস করলেন:
— "কে শিস দিচ্ছে?"

তবুও কেউ উত্তর দিল না।

তিনি আবার ক্লাস শুরু করলেন। কিন্তু এবার যখন তৃতীয়বারের মতো শিস এল,
তিনি কলম বন্ধ করলেন এবং বই গুটিয়ে বললেন:
— "আজকের ক্লাস এখানেই শেষ। তবে আমি তোমাদের একটা গল্প শোনাব।"

ক্লাসে নেমে এলো নিস্তব্ধতা, সবাই মনোযোগ দিল।

অধ্যাপক বললেন:
"এক রাতে ঘুম আসছিল না, অস্থির হয়ে বাসা থেকে বের হয়ে গাড়ি চালিয়ে কোথাও যাচ্ছিলাম। কোনো নির্দিষ্ট গন্তব্য ছিল না।

হঠাৎ দেখি এক বৃদ্ধা মহিলা, হাতে ভারী বোঝা নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে আছেন।
আমি গাড়ি থামিয়ে জিজ্ঞেস করলাম, 'মা, কিছু সাহায্য লাগবে কি?'
তিনি খুশি হলেন, গাড়িতে উঠলেন।

চলতে চলতে বুঝলাম, তিনি আমাকে ভালোভাবেই চেনেন।
তিনি আমার চোখের দিকে তাকিয়ে বললেন:

— ‘ডক্টর সাহেব, আমার একটা অবৈধ সন্তান আছে, সে আপনার ইউনিভার্সিটিতেই পড়ে। আমি চাই আপনি তার পাশে থাকুন, তাকে মানুষ হিসেবে গড়ে তুলুন।’

আমি বললাম:
— 'নিশ্চয়ই মা, কিন্তু নামটা বললে তো আমি তাকে চিনতে পারব।'

তিনি হেসে বললেন:
— 'নাম বলার দরকার নেই। আপনি নিজেই তাকে চিনে ফেলবেন — সে খুব দুষ্ট, সব সময় ক্লাসে শিস দেয়।'"

এই কথা শুনে ক্লাসের সব ছাত্র ঘুরে তাকাল সেই শিস দেওয়া ছাত্রের দিকে!

অধ্যাপক তখন বললেন:
"এসো ছোট ভাই, তুমি কি ভাবছ আমি এই পিএইচডি সার্টিফিকেট গাধার হাট থেকে কিনেছি?"

📌প্রেগন্যান্সি কনফার্ম হওয়ার পর আল্ট্রাসনোগ্রাম জরুরি কেন? শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন।গত ২মাসে আল্ট্রাসনোগ্রাম...
18/06/2025

📌প্রেগন্যান্সি কনফার্ম হওয়ার পর আল্ট্রাসনোগ্রাম জরুরি কেন? শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন।

গত ২মাসে আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট দেখে প্রায়ই এই কেসটি পাচ্ছি। রোগীকে কাউন্সিলিং করাটা কস্টসাধ্য, তাদের যতোই বুঝাই শুধু কান্না আর কান্না।

এটা স্বাভাবিক, একজন মা ৪-৫ বা ৬মাসের সময় আল্ট্রা করতে এসে যদি শুনে বাচ্চার হাত-পা-হার্টবিট সব ঠিক আছে, মেশিনে দেখা যাচ্ছে শিশুটি নড়াচড়া করছে কিন্তুু মাথার (খুলির) স্ক্যাল অংশ নাই +ব্রেইন তৈরি হয় নাই তখন সেই মা অসহায়ের মতো তাকিয়ে থাকে আর চোখ থেকে জল গড়িয়ে পরে।

#তাদের_অনেক_প্রশ্নঃ
কেন এমনটা হলো?
কোনো বাতাস লাগে নাইতো, আমি কি এমন পাপ করলাম, আল্লাহ আমার উপর নারাজ কেন ইত্যাদি?
এখন তাহলে কি হবে? এটা কি ভালো হবে? ট্রীটমেন্ট কি?

#আসুন_বিষয়টা_একটু_জানিঃঃ------------------------
এই সমস্যাকে Anencephaly বলা হয়। এটা সাধারণত নিউরাল টিউব ডিফেক্টে হয়। এই নিউরাল টিউব কনসিভের পর ৪-৫ সপ্তাহ বা ২৮-৩২ দিনের মধ্যে তৈরি হয়ে বন্ধ হয়ে যায়। যদি কোনোক্ষেএে টিউবের কোনো অংশ বন্ধ না হয় তখনই নিউরাল টিউব ডিফেক্ট হয়ে জন্মগত এই ত্রুটি Anencephaly হয়।
আর এই নিউরাল টিউব ডিফেক্টের কিছু কারন যেমনঃ মা-বাবার জীনগত কিছু সমস্যা, আরো ফলিক এসিড এর ঘাটতি, কিছু এন্টিসাইকোটিক ড্রাগস, ওপিয়ড ঔষধ যা গর্ভকালীন সময়ের প্রথম ২মাসে খেলে ইত্যাদি।

#ডায়াগনোসিস_বা_কিভাবে_এই_সমস্যা_বুঝা_যাবে?
১২-১৪ সপ্তাহের মধ্যে আল্ট্রাসনোগ্রাম করলেই ডায়াগনোসিস করা সম্ভব। এছাড়াও মায়ের Serum Alpha-fetoprotein(elevated), MRI, Amniocentesis ইত্যাদি টেস্টের মাধ্যমে জানা সম্ভব।

িকিৎসা_কি?
এর কোনো চিকিৎসা এখন পর্যন্ত নাই।

#কোনো_প্রতিরোধ_ব্যবস্থা??
অবশ্যই অবশ্যই অবশ্যই কনসিভ করার পর থেকে প্রথম ৩মাস ফলিক এসিড সেবন করতে হবে। এমনকি যারা কনসিভ করতে চাচ্ছেন তাদেরকেও কনসিভের আগে থেকেই ফলিক এসিড খেতে হবে। প্রথম দুইমাস কোনো প্রকার ওপিয়ড মানে ব্যথানাশক ঔষধ খাবেন না, এন্টিসাইকোটিক ড্রাগস খাওয়া যাবেনা।

িশু_কি_জন্মের_পর_বেঁচে_থাকবে?
এরা অনেক সময় গর্ভেই নস্ট হয়ে যায় অথবা মারা যায়।
আর জন্মের সাথে সাথে বা কয়েক ঘন্টা/দিন/সপ্তাহের মধ্যেই মারা যায়। বিভিন্ন রিপোর্টের মাধ্যমে এটা প্রমানিত এই ধরনের শিশুরা জন্মের পর ১বছরের মধ্যে ১০০% ক্ষেএে মারা যায়। এরা হয় অন্ধ নয়তো বধির আর এদের কনসাসনেস থাকে না।

#কেন_এই_পোস্ট?
সচেতনতা বৃদ্ধি।
অনেকেই অনেক কথা বলেনঃ আগেকার যুগের মানুষতো ডাক্তার দেখাতোনা, আমারতো এখন কোনো সমস্যা নাই তাহলে কেন ডাক্তার দেখাবো, আমি ঔষধ খেতে পারিনা বমি আসে, ৬মাসে আল্ট্রা করবো এতো আগে আল্ট্রা করে কি লাভ, আবার অনেকে বলেন হয় ৮মাসে আল্ট্রা করবো অথবা আল্ট্রাই করবোনা।
আশা করি যারা পোস্টটি ভালোভাবে পড়েছেন তারা বুঝতে পেরেছেন কেন প্রথমদিকে একটা আল্ট্রাসনোগ্রাম করতে হয় আর কেন সবসময় ডাক্তারের চেকআপে থাকতে হয়।

সংগৃহীত। আল্লাহ আমাদের সকলকে সুস্থ ও ভালো রাখুন।
শেয়ার করে অন্যকে সচেতন করুন ।

🦴 পায়া মানেই ক্যালসিয়াম? নাকি ধোঁকা?গরু বা ছাগলের পায়া খেলে ক্যালসিয়াম বাড়ে, এই ভুল ধারণা এখনো অনেকেই বিশ্বাস করেন।🚩আসলে...
07/06/2025

🦴 পায়া মানেই ক্যালসিয়াম? নাকি ধোঁকা?

গরু বা ছাগলের পায়া খেলে ক্যালসিয়াম বাড়ে, এই ভুল ধারণা এখনো অনেকেই বিশ্বাস করেন।🚩

আসলে আমরা যে জিনিসটাকে "নেহারি" বলে খাই, সেটা হাড়ের ক্যালসিয়াম নয়, বরং চর্বি ও কোলাজেন।🙂

হাড়ের যে অংশে আসল ক্যালসিয়াম থাকে শক্ত, সাদা হাড় সেটা তো আমরা খেতেই পারি না!

🔴 তাই "বুড়ো মানুষদের ক্যালসিয়ামের জন্য নেহারি দরকার"

- এই কথাটা আসলে স্বাস্থ্যহানিকর ভুল।
বরং বেশি পায়া খেলে বয়স্কদের হৃদরোগ ও উচ্চ কোলেস্টেরলের ঝুঁকি বাড়ে বহুগুণ।🤧

🌙  ঈদ-উল-আযহার শুভেচ্ছা 🌙কুরবানির ঈদ আমাদের ত্যাগ, সহানুভূতি ও আত্মশুদ্ধির শিক্ষা দেয়।আসুন, কুরবানির এই মহিমান্বিত দিনটি...
05/06/2025

🌙 ঈদ-উল-আযহার শুভেচ্ছা 🌙

কুরবানির ঈদ আমাদের ত্যাগ, সহানুভূতি ও আত্মশুদ্ধির শিক্ষা দেয়।
আসুন, কুরবানির এই মহিমান্বিত দিনটি হোক শান্তি, ভালোবাসা ও মানবিকতার প্রতীক।
পরস্পরের প্রতি সহানুভূতি ও সহানুভূতির হাত বাড়িয়ে দিই।

ঈদ মোবারক!
আল্লাহ আমাদের সকলের কুরবানি কবুল করুন এবং আমাদের জীবনকে করুন শান্তিময় ও কল্যাণময়।

চেম্বারের উর্দেশ্যে বাসে উঠেছি।আমার সামনে একটি ছোট ছেলে (এইবার সম্ভবত SSC দিয়েছে)কলেজ এডমিশন এর জন্য পড়ছে।বাসে বসে ও মনো...
02/06/2025

চেম্বারের উর্দেশ্যে বাসে উঠেছি।
আমার সামনে একটি ছোট ছেলে (এইবার সম্ভবত SSC দিয়েছে)
কলেজ এডমিশন এর জন্য পড়ছে।
বাসে বসে ও মনোযোগ দিয়ে বায়োলজি পড়ছে।
তার বায়োলজি একটি টপিক দেখে চোখ আটকে গেলো
সে Acetyl Co A পড়ছে,
যা এক ধরনের এসিটেড কো এনজাইম,
এটি Acetylcholine নামক একধরনের নিউরোট্রান্সমিটর তৈরিতে সাহায্য করে।
আমাদের জীব দেহে এর গুরুত্ব অনেক

Heart rate কমানো
Pupils ছোট করা (miosis)
Gastrointestinal motility বাড়ানো
Bronchoconstriction ঘটানো
ছাড়া ও অনেক কাজ করে এটি।

হোমিওপ্যাথিতে এই Acetylcholine একটি চমৎকার মেডিসিন আছে
যা Acetylclidum নামে পরিচিত।
সেদিন ভিথুলকাসের ক্লাসে দেখলাম এই মেডিসিন দিয়ে সে CKD ভালো করেছে।

মজার ব্যপার আমাদের দেশে হোমিওপ্যাথি চিকিৎসক রা আমরা এইসব ব্যপারে কোন কর্ন পাত ই করি না অথচ ক্লাশ নাইন টেনের ছোট বাচ্চারা ও বায়োলজিতে এইসব পড়ছে।

কতটা পিছিয়ে আছি আমরা
😡😡😡😡😡

20/05/2025

ইন্না-লিল্লাহ!
ভা'র'ত থেকে ধেয়ে আসছে পানি!২৪ ঘণ্টার মধ্যে ডু*বে যেতে পারে দেশের ৪ জেলা।
আল্লাহ পাক হেফাজত করুন!🤲

Address

Savar

Website

Alerts

Be the first to know and let us send you an email when নারী স্বাস্থ্য হোমিও ক্লিনিক - Nari Shastho Homeo Clinic posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram