My Pharmacy

My Pharmacy Online My Pharmacy in Bangladesh

হঠাৎ করে একটি ঔষধ দরকার ক?

02/10/2023

Happy Saudi National day to all Saudi Nationalist. Really it’s always a proud moment for every country to have and celebrate their Independence Day under a brave and visionary leadership. Saudi Arabia is a second home to me. A rich nation with good, passionate and eloquent citizens. A nation with many special places like Mecca, and Medina. Many beautiful beaches, mountains, mosques, red sand deserts, a strong culture connection and Islamic living style.

May almighty Allah bless Saudi Arabian Kindom, Ameen

17/08/2023

অনেকদিন পরে মোবাইলের গ্যালারীতে খুঁজে পাইলাম কাঙ্গালিনি সুফিয়ার ঐতিহাসিক গানটি। ২০১৮ সালে ভিডিও টি ধারণ করেছিলাম।

31/07/2023

বান্ধবী তোমাদের সবাইকে International Friendship Dayr শুভেচ্ছা 😂😂

27/05/2023

মাশাল্লাহ বিড়াল টা অনেক কিউট ❤️

🌹আসসালামু আলাইকুম।🌹   এর পক্ষ থেকে আপনাকে জানাই শুভেচ্ছা ও মুবারকবাদ। #আমাদের_পণ্যসমূহ:-🔰🔰🔰✅ গরুর ঘানীতে ভাঙ্গা খাঁটি সর...
06/04/2021

🌹আসসালামু আলাইকুম।🌹
এর পক্ষ থেকে আপনাকে জানাই শুভেচ্ছা ও মুবারকবাদ।
#আমাদের_পণ্যসমূহ:-🔰🔰🔰
✅ গরুর ঘানীতে ভাঙ্গা খাঁটি সরিষার তেল (১০০% দেশী সরিষা)
✅ মেশিনের ঘানীতে ভাঙ্গা খাঁটি সরিষার তেল (১০০% দেশী সরিষা)
✅ দেশি কালোজিরার তেল
✅ আজওয়া খেজুর
✅ মরিয়ম খেজুর
✅ তিন ফল
✅ কালমি/সাফাওয়ি খেজুর
✅ তিলের তেল
✅ মেথির তেল
✅ তিসির তেল
✅ নিমের তেল
✅ গ্রামের খাঁটি গাওয়া ঘী
✅ আখরোট
✅ সজিনা পাতার গুড়া
✅ গোলাপ পাপড়ি
✅ মুলতানি মাটি
✅ কমলার খোসা গুড়া
✅ নিম পাতা গুড়া
✅ হলুদ গুড়া
✅ মরিচ গুড়া
✅ মাজুফল গুড়া
✅ পাটের তৈরি ছিকা।

যোগাযোগঃ 01406-958316

২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবসে সকল শহীদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।
25/03/2021

২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবসে সকল শহীদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।

ত্বীন ফল গর্ভবতী মা ও শিশুর রক্তশূন্যতা রোধ করে।মুল্যঃ ১৩৫০ টাকা কেজি ত্বীন ফলের উপকারিতা:🔸কোষ্ঠকাঠিন্য দূর করে🔸ওজন কমাত...
07/03/2021

ত্বীন ফল গর্ভবতী মা ও শিশুর রক্তশূন্যতা রোধ করে।

মুল্যঃ ১৩৫০ টাকা কেজি

ত্বীন ফলের উপকারিতা:

🔸কোষ্ঠকাঠিন্য দূর করে
🔸ওজন কমাতে সাহায্য করে
🔸ডায়াবেটিস নিয়ন্ত্রনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে
🔸হিমোগ্লোবিন ঠিক রাখে
🔸ত্বকের জন্য উপকারী
🔸হাড় মজবুত করে
🔸জিংক চুল পুরুদ্ধারে সাহায্য করে থাকে।
🔸পিত্ত ও আমাশয় রোগে উপকারী
🔸ত্বীন ফলে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে যা ব্লাড প্রেসার নিয়ন্ত্রনে রাখে।
🔸 রক্তে ক্ষতিকর সুগারের পরিবর্তে ন্যাচারাল সুগার তৈরি করে ব্যালান্স রক্ষা করে।

🔸মারণব্যাধি ক্যান্সার থেকে রক্ষা করে।

🔸সম্প্রতি গবেষণায় জানা গেছে ব্রেস্ট ক্যানসার প্রতিরোধে ডুমুর সাহায্য করে। ফাইবার সমৃদ্ধ ত্বীন ফল খাদ্য তালিকায় রাখার ফলে ৩৪% নারীর মধ্যে ব্রেস্ট ক্যানসার হওয়ার সম্ভাবনা কম দেখা গিয়েছে।

🔸চোখের দৃষ্টিশক্তি বাড়ায়। শিশুদের দৃষ্টিশক্তি বাড়াতে ত্বীন ফল একান্ত অপরিহার্য।
🔸শরীরের অপ্রয়োজনীয় মেদ বা চর্বি কমায়।
🔸 হার্ট এটাকের ঝুঁকি কমায়।
🔸মারণব্যাধি ডায়বেটিস নিয়ন্ত্রনে রাখে। ইনসুলিনের ওপর নির্ভরশীল ডায়াবেটিক রোগীদের জন্য ত্বীন ফল খুবই উপকারী।

🔸শরীরে ক্যালসিয়ামের শূন্যতা পূরণ করে।
🔸গর্ভবতী মা ও শিশুর রক্তশূন্যতা রোধ করে।
🔸ত্বকের উজ্জ্বলতা বাড়ায়।
🔸দুর্বলতায় ভোগেন এমন ব্যক্তির জন্য ত্বীন ফল খুবই উপকারী। বিশেষ করে মুখ, জিভ বা ঠোঁট ফাটার সমস্যা থাকলে তা নিরাময় করে।
🔸প্রচুর পরিমাণে ফাইবার থাকায় কোষ্ঠকাঠিন্য ও পাইলস প্রতিরোধে সহায়তা করে।
🔸ত্বীন ফল শারীরিক ও মানসিক ক্লান্তি দূর করতে সাহায্য করে।
🔸ত্বীন ফল শ্বাসকষ্ট ও হাঁপানি রোগ নিরাময়েও সহায়তা করে।
🔸যাদের দুধ ও দুধের তৈরি খাবারে অ্যালার্জি আছে তাঁরা ক্যালসিয়ামের ঘাটতির পূরণের ত্বীন ফল‌‌ অতুলনীয়।

কারো ফরমালিন মুক্ত ন্যাচারাল ত্বীন ফল লাগলে আমাকে জানাতে পারেন।

নিয়মিত হাঁটা উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে, ওজন নিয়ন্ত্রণে রাখে এবং এর মাধ্যমে হার্টকে রাখে সুস্থ।হাঁটার কারণে মস্ত...
06/03/2021

নিয়মিত হাঁটা উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে, ওজন নিয়ন্ত্রণে রাখে এবং এর মাধ্যমে হার্টকে রাখে সুস্থ।
হাঁটার কারণে মস্তিষ্কে রক্ত সঞ্চালনের মাত্রা ঠিক থাকে। আগে এই রক্ত সঞ্চালনকে স্বয়ংক্রিয় প্রক্রিয়া ভাবা হলেও আধুনিক গবেষণায় দেখা গেছে হাঁটার ফলে এই সঞ্চালন অধিকতর স্বাভাবিক থাকে এবং মস্তিষ্কের নানা জটিলতা থেকে রক্ষা করে।
নিয়মিত হাঁটা একধরনের শারীরিক ব্যায়াম যা মানসিক চাপ, অবসাদ কমায়, ঘুমে সহায়ক। পক্ষান্তরে যা মস্তিষ্কের জন্যই উপকারি।

আমরা আসছি আপনার এলাকায় অনলাইন ফার্মেসী (ঔষধ) নিয়ে। আপনার প্রয়োজনীয় ঔষধ অর্ডার করলেই করলেই বাসায়/অফিসে ঔষধ পৌছে দিবো আমরা...
04/03/2021

আমরা আসছি আপনার এলাকায় অনলাইন ফার্মেসী (ঔষধ) নিয়ে। আপনার প্রয়োজনীয় ঔষধ অর্ডার করলেই করলেই বাসায়/অফিসে ঔষধ পৌছে দিবো আমরা। আমাদের মাধ্যমে ঢাকা শহরের যেকোনো প্রান্ত থেকে ঘরে বা অফিসে বসে ঔষধের হোম ডেলিভারি পেতে পারেন। ঔষধের প্যাকেটের গায়ে লেখা সর্বোচ্চ খুচরা মূল্যের (এমাআরপি) দাম টাই নেওয়া হবে। এবং ডেলিভারি চার্জ বাবদ ঢাকা সিটির ভিতর স্থানাভেদে ৩০ হতে ৬০ টাকা এবং ঢাকা সিটির বাহিরে ১০০ টাকা চার্জ করে থাকি।

আমাদের এই যাত্রায় আপনাদের মতামত, উপদেশ ও সহযোগিতা চাই।
একটা জনসেবা মুলক ফার্মেসীতে আপনি কি ধরণের সেবা আশা করেন। আমাদের কে জানাতে পারেন, আমরা চেষ্টার ত্রুটি রাখবো না।

অর্ডার দিতে যোগাযোগ করতে পারেনঃ +8801317480859 এই নাম্বারে
ইমেইলঃ info@mypharmacy.com

আপনাদেরকে অনেক ধন্যবাদ।
সবাই সুস্থ থাকুন।
মাইফার্মেসী.কম

05/03/2020

ইউনিসেফ বলেছে!

🔷👉 করোনা মোটামুটি বড়সড় একটি ভাইরাস। তবুও খালি চোখে দেখা যাবে না, ইলেক্ট্রন মাইক্রোস্কোপ লাগবে এটাকে দেখতে!

🔷👉 এর আকারের কারনে বাজারে পাওয়া যায় এমন মাস্ক এটাকে প্রতিরোধ করতে স্বক্ষম হবে।

🔷👉 যেহেতু এই ভাইরাসটি বাতাসে নয়, মাটিতে অবস্থান করে, তাই এটা বাতাসে ছড়ায় না।

🔷👉 কাপড়ে এই ভাইরাসটি প্রায় ৯ ঘন্টা জীবীত থাকতে পারে। তাই, কাপড় ধুয়ে নিলে বা রোদে ২ ঘন্টা থাকলে এটি মারা যাবে।

🔷👉 হাতে বা ত্বকে এই ভাইরাসটি ১০ মিনিটের মতো জীবীত থাকতে পারে। তাই, এলকোহল মিশ্রিত জীবানু নাশক হাতে মেখে নিলেই জীবানুটি মারা যাবে।

🔷👉 করোনা গরম আবহাওয়ায় বাঁচে না। ৭০ সেলসিয়াস তাপমাত্রা এটিকে মারতে পারে। কাজেই, ভাল না লাগলেও এখন বেশি বেশি গরম পানি পান করবেন, আইসক্রিম থেকে দূরত্ব বজায় রাখবেন।

🔷👉 কোন ধাতব তলে বা বস্তুতে করোনা পড়লে প্রায় ১২ ঘন্টা জীবীত থাকতে পারে। তাই সাবান দিয়ে হাত ধুলেই যথেষ্ট হবে।

🔷👉 লবন মিশ্রিত গরম পানি দিয়ে গারগল করলে গলার মিউকাস পরিষ্কার হবার সাথে সাথে টনসিলের জীবানুসহ করোনাও দূর হবে, ফুসফুসে সংক্রমিত হবে না।

🔷👉 আর, নাকে-মুখে আঙ্গুল বা হাত দেবার অভ্যাস পরিত্যাগ করতে হবে। কারন, মানব শরীরে জীবানু প্রবেশের সদর দরজা হলো নাক-মুখ-চোখ!

ধন্যবাদ!

28/10/2019

রক্তশূন্যতা বা এনিমিয়া কোনো অসুখ নয়। এটি অসুখের পূর্ব লক্ষণ বা উপসর্গ মাত্র। রক্তশূন্যতা মানে রক্ত কমে যাওয়া নয় বরং রক্তের উপাদান লোহিত কণিকায় হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেলেই রক্তশূন্যতা দেখা দেয়। বিশেষ করে গর্ভবতী মায়ের অধিক মৃত্যুহারের অন্যতম কারণ এই ‘রক্তশূন্যতা।

রক্তশূন্যতার উল্লেখযোগ্য কারণগুলো হলো :
(ক) দেহে আয়রণের অভাবজনিত রক্তশূন্যতা,
(খ) থ্যালাসেমিয়া,
(গ) এপ্লাস্টিক অ্যানিমিয়া,
(ঘ) অন্যান্য হিমোলাইটিক অ্যানিমিয়া,
(ঙ) ব্লাডক্যান্সার বা লিউকোমিয়া

রক্তশূন্যতার কারণ :
বহুবিধ কারণে রক্তশূন্যতা দেখা দিতে পারে। এগুলোর মধ্যে প্রধান ৩টি কারণ নিচে উল্লেখ করা হলো।

ক) অস্থিমজ্জায় লোহিত কণিকা কম তৈরি হওয়া। এর কারণগুলো হলো-

অস্থিমজ্জার স্বল্পতা
লৌহ, ভিটামিন বি১২ অথবা ফলিক এসিডের অভাব (মাসিক, গর্ভধারন, সন্তান প্রসব, দীর্ঘদিন রক্তক্ষরণ);
দীর্ঘস্থায়ী জীবাণু সংক্রমণ, থাইরয়েড গ্রন্থির অসুখ বা লিভারের অসুখ, বিভিন্ন প্রকার ওষুধ সেবন, কীটনাশক ওষুধের ব্যবহার, রঞ্জন রশ্মি বা তেজস্ক্রিয় রশ্মির প্রভাব ইত্যাদি।

খ) অতিরিক্ত পরিমাণে লোহিত কণিকা ভেঙ্গে যাওয়ার কারণগুলো হলো-
জন্মগতভাবে লোহিত কণিকাতে ত্র“টি যেমন: থ্যালাসেমিয়া

গ) অতিরিক্ত রক্তক্ষরণ এর কারণগুলো হলো-
সাময়িক ও দীর্ঘস্থায়ী রক্তক্ষরণ যেমন আঘাতজনিত কারণ।
পেপটিক আলসার, পাইল্স, বক্র কৃমির সংক্রমণ, ঘন ঘন গর্ভধারণ ও প্রসব, মহিলাদের মাসিকের সময় অধিক রক্তক্ষরণ ইত্যাদি।

রক্তশূন্যতার স্বভাবিক লক্ষণ :
গামান্য পরিমাণ রক্তশূন্যতায় তেমন কোনো উপসর্গ দেখা দেয় না। রক্তশূন্যতা প্রকট হলে নিচের উপসর্গগুলো দেখা দিতে পারে-
-অবসাদ, দুর্বলতা, ক্লান্তি
-বুক ধড়ফড় কর
-স্বল্প পরিশ্রমে শ্বাসকষ্ট
-মাথা ঝিমঝিম করা
-চোখে ঝাপসা লাগা
-মাথা ব্যথা করা
-হাতে পায়ে ঝিনঝিন করা, অবশভাব হওয়া
-হাত, পা, সমস্ত শরীর ফ্যাকাশ হয়ে আসা

এছাড়া লৌহের অভাবজনিত কারণে যেটা আমাদের দেশে বেশি দেখা যায় রক্তশূন্যতা হলে-
-অস্বাভাবিক খাদ্যের প্রতি আসক্তি জমায়
-মুখের কোণায় ঘা হয়
-জিহ্বায় ঘা বা প্রদাহ
-খাদ্য গিলতে অসুবিধা
-নখের ভঙ্গুরতা ও চামচের মতো আকৃতির নখ হয়ে যাওয়া
-থ্যালাসেমিয়াতে চেহারার আকৃতি মঙ্গোলিয় জাতির মতো দেখায় ও চাপা দেখা যায়

রক্তশূন্যতায় করণীয় :
লৌহের অভাবজনিত কারণে রক্তশূন্যতা দেখা দিলে (যেমন খাদ্যে ঘাটতি, বক্রকৃমির সংক্রামক, পেপটিক আলসার এর রক্তক্ষরণ ইত্যাদি) আয়রন ট্যাবলেট খেতে হবে।

ভিটামিন বি১২ বা ফলিক এসিড এর অভাবে উক্ত উপাদানের ঘাটতি পূরণ করতে হবে। যে কোনো কারণেই হোক যদি রক্তশূন্যতা অত্যন্ত প্রকটভাবে দেখা দেয় তবে অল্প সময়ে সাময়িক উন্নতির জন্য রক্ত পরিসঞ্চালন করা জরুরি হয়ে পড়ে এবং এজন্য হাসপাতালে ভর্তি হওয়া প্রয়োজন।

প্রেক্ষাপটে গর্ভবতী ও স্তন্যদায়ী মা এবং শিশুদের অধিবাংশই সাধারণ রক্তশূন্যতার শিকার। রক্তশূন্যতা রোধে গর্ভবতী মা, শিশুদের লৌহসমৃদ্ধ খাবার বেশি করে খেতে দিতে হবে।

কালো কচু, ধনেপাতা, কাটা নটে, ডাটা শাক, আমচুর, পাকা তেঁতুল, ছোলা শাক, ফুলকপি, আটা, কালোজাম, চিড়া, শালগম, কলিজা, চিংড়ি এবং শুটকি মাছেও আয়রন রয়েছে। তাই এগুলো মা ও শিশুকে খেতে দিতে হবে।

গর্ভবতী মাকে গর্ভের চতুর্থ মাস থেকে আয়রন ট্যাবলেট কেতে দিতে হবে। শিশুর কৃমি রক্তশূন্যতার অন্যতম কারণ। তাই কৃমি প্রতিরোধে ব্যবস্থা নিতে হবে।

পরিশেষে কেউ কেউ শরীর দুর্বল হলে বা ফ্যাকাশে হলেই চিকিৎসকের পরামর্শ ছাড়া নিজেরাই আয়রন সিরাপ বা ট্যাবলেট্ খেয়ে থাকেন। এটা ঠিক নয়, এতে ক্ষতির সম্ভাবনাই বেশি যেমন- থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়াতে রক্তশূন্যতার হয় ঠিকই কিন্তু আয়রনের অভাব হয় না।

বরং আয়রন জমা হয়ে অসুবিধার সৃষ্টি হয়। এক্ষেত্রে রক্তের প্রয়োজন। সর্বোপরি অসুখ হলেই নিজের ইচ্ছামতো কোনো ওষুধ খাওয়া ঠিক হবে না, অসুখের সঠিক কারণ বের করে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা করাতে হবে।

রক্তশুন্যতার কারণে থ্যালেসেমিয়া রোগ হতে পারে :
এটা একটি জন্মগত সমস্যা যা প্রয়োজনমতো হিমোগ্লোবিন সংশ্লেষণ না হওয়ার জন্য হয়। এ রোগের লক্ষণ উল্লেখ করা হলো-
সাধারণত বাচ্চা বয়সেই এ রোগের লক্ষণ প্রকাশ পেয়ে থাকে;
শিশুর স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়;
রোগী সবসময় বিষন্ন থাকে এবং আশেপাশের লোকদের জ্বালাতন করে;
রক্তশূন্যতার সাধারণ লক্ষণসমূহ প্রকাশ পায় (পূর্বে আলোচিত);
খাওয়ায় অরুচি এবং ঘন ঘন ডায়ারিয়া ও জ্বর হয়;
অনেক সময় পেটে চাকা দেখা দিতে পারে;
যৌনাঙ্গের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়;
মুখের আকৃতি অনেকটা মঙ্গেলিয়ানদের মতো হয়ে যায়;
দেহের আকৃতি স্বাভাবিকের চেয়ে ছোট হয়;
অনেক সময় জন্ডিস দেখা দিতে পারে;
যৌনকেশরাজি ও বগলের নিচে চুলের পরিমাণ স্বাভাবিকের চেয়ে কম থাকে;
যকৃত-এ প্লীহা বড় হয়ে যায়।

থ্যালেসেমিয়ার চিকিৎসা :
নিয়মিত রক্ত পরিসঞ্চালন করা।
রোগ সংক্রান্ত প্রতিকার ও প্রতিরোধ করা।
অনেক ক্ষেত্রে প্লীহা অপারেশন করে ফেলে দিতে হয়।
অস্থিমজ্জা প্রতিস্থাপন করা।

প্রতিকার :
রক্তসম্পর্কীয় আত্মীয়দের মধ্যে বিয়ে প্রথা বন্ধ করা।
বাচ্চা গর্ভে থাকাকালীন জেনেটিক পরীক্ষা করে প্রয়োজনমতো গর্ভপাত করা।

The Body Shop Products - Import from the UKCash on Delivery in Dhaka City - 60 TkOutside of Dhaka Delivery charge: 100 T...
28/08/2019

The Body Shop Products - Import from the UK
Cash on Delivery in Dhaka City - 60 Tk
Outside of Dhaka Delivery charge: 100 Tk

Plzz Order For INBOX

Address

Gulshan
Shahzadpur
1212

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 21:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Friday 09:00 - 21:00
Saturday 09:00 - 21:00
Sunday 09:00 - 21:00

Telephone

01317480859

Alerts

Be the first to know and let us send you an email when My Pharmacy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to My Pharmacy:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram