25/07/2025
মামুন হোমিও সেন্টার
উনি একটু গরমেই প্রচন্ড ঘামতেন। শরীর প্রচন্ড দুর্বল। ডায়াবেটিস ভুগতেছেন। প্রচন্ড ঘামেন গরম লাগে আবার শীত করে এই ছিল তার সমস্যা। আমি ডাক্তার মোঃ শফিকুর রহমান হোমিও কনসালটেন্ট, ওনাকে কিছু প্রশ্ন করে বুঝলাম যে আপনার টাইফয়েড জ্বর থাকা সম্ভাবনা বেশি। উনাকে আমি টাইফয়েড জ্বরের টেস্ট দিলাম এবং টাইফয়েড জ্বরের পাওয়া গেল।
দুই বছর ধরে মাঝেমধ্যে জ্বর উঠে এবং কমে। এই ভদ্র মহিলা দুই বছর ধরে টাইফয়েড জ্বরে ভুগতেছে। অনেক এলোপ্যাথিক ডক্টর দেখাইছেন। উনি শুধু ডায়াবেটিসের ওষুধ সেবন করছেন। কোন ডক্টর ওনাকে টাইফয়েড জ্বর থাকার সম্ভাবনা আছে পর্যন্ত বলেন নাই।