HABIB HOMEO HALL

HABIB HOMEO HALL রোগকে সঠিক ভাবে আরোগ্য করতে হোমিওপ্যাথি চিকিৎসা নিন।

চর্মরোগ!!!চর্মরোগ বাহিরের রোগ না, শরীরের অভ‍্যন্তরীন রোগ।যা চর্মে দৃশ্যমান হয় মাত্র। মলম বা অপচিকিৎসায়  চাপা দিলে! বাত, ...
19/09/2025

চর্মরোগ!!!

চর্মরোগ বাহিরের রোগ না, শরীরের অভ‍্যন্তরীন রোগ।
যা চর্মে দৃশ্যমান হয় মাত্র। মলম বা অপচিকিৎসায় চাপা দিলে! বাত, হাঁপানী ও ক‍্যান্সার হতে পারে।

হোমিওপ্যাথি চিকিৎসায় চর্মরোগ শরীরের ভেতর থেকে আরোগ্য হয়। তাই হোমিওপ্যাথি চিকিৎসা নিন সুস্থ থাকুন।

হাবিব হোমিও হল HABIB HOMEO HALL

জামতলা ব্রীজমোড়, নলডুবরী বাজার, সোনামসজিদ, শিবগন্জ, চাপাই নবাবগন্জ।

মেনোপজ(Menopause)/ ঋতুস্রাব স্থায়ীভাবে বন্ধ হয়ে যাওয়া।মেনোপজ (নিবৃত্তি) হল নারীদের জীবনের একটি স্বাভাবিক পর্যায় যখন মাস...
04/09/2025

মেনোপজ(Menopause)/ ঋতুস্রাব স্থায়ীভাবে বন্ধ হয়ে যাওয়া।

মেনোপজ (নিবৃত্তি) হল নারীদের জীবনের একটি স্বাভাবিক পর্যায় যখন মাসিক ঋতুস্রাব স্থায়ীভাবে বন্ধ হয়ে যায় এবং তারা আর গর্ভবতী হতে পারেন না। সাধারণত ৪৫ থেকে ৫৫ বছর বয়সের মধ্যে এটি ঘটে, যখন ডিম্বাশয় থেকে ডিম্বাণু উৎপাদন বন্ধ হয়ে যায় এবং ইস্ট্রোজেন হরমোনের মাত্রা কমে যায়। মেনোপজ নিশ্চিত হয় যখন একজন মহিলার একটানা ১২ মাস ধরে মাসিক হয় না।

🟤মেনোপজের পর্যায়

মেনোপজের প্রক্রিয়া তিনটি পর্যায়ে ঘটে:

✅. পেরিমেনোপজ (Perimenopause):

মেনোপজের আগের অবস্থা, যখন মাসিক অনিয়মিত হতে শুরু করে এবং ডিম্বস্ফোটন নাও হতে পারে।

✅. মেনোপজ (Menopause):

যখন টানা ১২ মাস ধরে মাসিক বন্ধ থাকে, তখন মেনোপজ শুরু হয়েছে বলে ধরা হয়।

✅. পোস্ট-মেনোপজ (Postmenopause):

মেনোপজ হওয়ার পরের পর্যায়।

🔵কারণ

✅স্বাভাবিক বার্ধক্য:

এটি ডিম্বাশয়ের কার্যক্ষমতা কমে যাওয়ার কারণে ঘটে।

✅হরমোনের পরিবর্তন:

ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোনের মাত্রা কমে যাওয়াই মেনোপজের প্রধান কারণ।

🟣লক্ষণসমূহ: গরম ঝলকানি বা ফ্ল্যাশ, ঘুমের সমস্যা, যোনিপথ শুষ্কতা, মানসিক পরিবর্তন.

🟡গুরুত্ব

✅মেনোপজের পর একজন নারী আর গর্ভবতী হতে পারেন না।

✅সঠিক যত্ন না নিলে মেনোপজের সময় কিছু স্বাস্থ্য ঝুঁকি বাড়তে পারে।

🟠চিকিৎসা

✅হরমোন থেরাপি।

✅অ-হরমোন থেরাপি, যেমন জীবনযাত্রার পরিবর্তন, খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ, এবং ব্যায়াম।

🔴হোমিও ঔষধ :সদৃশ্য বিধান অনুযায়ী হোমিওপ্যাথি ঔষধ সেবনের মাধ্যমে সম্পূর্ণ রূপে মেনোপজ(Menopause) ভালো হয়ে যায়।

🩺হোমিওপ্যাথি চিকিৎসা নিন ও সুস্থ্য থাকুন।

⭕যেকোনো পরামর্শের জন্য যোগাযোগ করুন :

🏨চেম্বার: হাবিব হোমিও হল। HABIB HOMEO HALL
জামতলা ব্রীজমোড়, নলডুবরী বাজার, সোনামসজিদ, শিবগঞ্জ, চাপাই নবাবগঞ্জ।
📞 ০১৭৭৫৩১১৪৫৯

বর্ষাকালে জ্বর একবার না, বারবার হয়!অনেকে ভাবে ওষুধ ঠিকমতো খায়নি, তাই এমন হচ্ছে কিন্তু বাস্তবটা অনেক গভীর, আপনার জ্বর কমে...
03/08/2025

বর্ষাকালে জ্বর একবার না, বারবার হয়!

অনেকে ভাবে ওষুধ ঠিকমতো খায়নি, তাই এমন হচ্ছে কিন্তু বাস্তবটা অনেক গভীর, আপনার জ্বর কমে গেছে মানেই সব শেষ নয়।দেহের প্রতিরক্ষা ব্যবস্থা (immune system) যখন সময়মতো reset হতে পারে না, তখন আবার নতুন ভাইরাসের সামনে পড়ে যায় ফলে জ্বর বারবার ফিরে আসে।

আসুন জেনে নিই কিছু গুরুত্বপূর্ণ কারণ,

শরীরের ভিতরে বাইরে থেকে ভালো লাগলেও, ভিতরে টাইফয়েড বা ইউরিন ইনফেকশন পুরোপুরি ভালো হয়নি।সাধারণ ওষুধে সাময়িক জ্বর কমে যায়, কিন্তু ভিতরের জীবাণু থেকে যায় জ্বর আবার ফিরে আসে।
আমাদের দেহের কোষের পাওয়ার হাউস হলো মাইটোকন্ড্রিয়া, বর্ষাকালের ভাইরাসে আক্রান্ত হলে
মাইটোকন্ড্রিয়া দুর্বল হয় ফলে জ্বরের পরেও কোষে শক্তি কমে যায়, ফলে জ্বর তো কমে, কিন্তু শক্তি ফিরে আসে না। দেহ ক্লান্ত থাকে। তখন আবার ভাইরাস এলে, জ্বর ফিরে আসে সহজেই।

জ্বর হওয়ার পর দেহ বিশ্রাম চায়, কিন্তু অনিদ্রা,
মানসিক চাপ, রোদ না পাওয়া এগুলো immunity দুর্বল করে দেয় তখন সামান্য ঠান্ডা বা ভেজা জামাতেই জ্বর আবার ফিরে আসে।

হোমিওপ্যাথিতে প্রতিটি কারণ অনুযায়ী নির্দিষ্ট চিকিৎসা হয়।

হাবিব হোমিও হল HABIB HOMEO HALL

ঠিকানা: জামতলা ব্রীজমোড়, নলডুবরী বাজার, সোনামসজিদ, শিবগঞ্জ, চাপাই নবাবগঞ্জ।

26/04/2025

This word...this line🥺🥺

D.H.M.S Result
19/04/2025

D.H.M.S Result

19/04/2025

হোমিওপ্যাথির প্রতিষ্ঠাতা ডা: স্যামুয়েল হ্যানিম্যানের বায়োগ্রাফি।

09/04/2025

Homeo Hall🩺🩺🩺

03/03/2025

Wellcome

Address

Shibganj

Alerts

Be the first to know and let us send you an email when HABIB HOMEO HALL posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to HABIB HOMEO HALL:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category