03/08/2025
বর্ষাকালে জ্বর একবার না, বারবার হয়!
অনেকে ভাবে ওষুধ ঠিকমতো খায়নি, তাই এমন হচ্ছে কিন্তু বাস্তবটা অনেক গভীর, আপনার জ্বর কমে গেছে মানেই সব শেষ নয়।দেহের প্রতিরক্ষা ব্যবস্থা (immune system) যখন সময়মতো reset হতে পারে না, তখন আবার নতুন ভাইরাসের সামনে পড়ে যায় ফলে জ্বর বারবার ফিরে আসে।
আসুন জেনে নিই কিছু গুরুত্বপূর্ণ কারণ,
শরীরের ভিতরে বাইরে থেকে ভালো লাগলেও, ভিতরে টাইফয়েড বা ইউরিন ইনফেকশন পুরোপুরি ভালো হয়নি।সাধারণ ওষুধে সাময়িক জ্বর কমে যায়, কিন্তু ভিতরের জীবাণু থেকে যায় জ্বর আবার ফিরে আসে।
আমাদের দেহের কোষের পাওয়ার হাউস হলো মাইটোকন্ড্রিয়া, বর্ষাকালের ভাইরাসে আক্রান্ত হলে
মাইটোকন্ড্রিয়া দুর্বল হয় ফলে জ্বরের পরেও কোষে শক্তি কমে যায়, ফলে জ্বর তো কমে, কিন্তু শক্তি ফিরে আসে না। দেহ ক্লান্ত থাকে। তখন আবার ভাইরাস এলে, জ্বর ফিরে আসে সহজেই।
জ্বর হওয়ার পর দেহ বিশ্রাম চায়, কিন্তু অনিদ্রা,
মানসিক চাপ, রোদ না পাওয়া এগুলো immunity দুর্বল করে দেয় তখন সামান্য ঠান্ডা বা ভেজা জামাতেই জ্বর আবার ফিরে আসে।
হোমিওপ্যাথিতে প্রতিটি কারণ অনুযায়ী নির্দিষ্ট চিকিৎসা হয়।
হাবিব হোমিও হল HABIB HOMEO HALL
ঠিকানা: জামতলা ব্রীজমোড়, নলডুবরী বাজার, সোনামসজিদ, শিবগঞ্জ, চাপাই নবাবগঞ্জ।