Dr.Fazle Rabbi

Dr.Fazle Rabbi Medicine Practitioner.

29/04/2025

বর্তমান সময়ে হাইপোথায়রয়েড একটি পরিচিত অসুখ,অনেকেই আছেন যারা শারীরিক সমস্যা নিয়ে
ঘুরে বেড়াচ্ছেন ঠিকই কিন্তু বুঝে উঠতে পারছেন না
যে তিনি হাইপোথাইরয়েডে ভুগছেন,সমস্যা যখন
প্রকট হয় তখন তিনি চিকিৎসকের শরণাপন্ন হন।
কিন্তু তখন দেখা যায় যে তার TSH level অনেক
বেশি হয়ে গিয়েছে।দেয়া লাগে তখন থায়রয়েড হরমোন
সাপ্লিমেন্ট। যাহোক, আপনি কখন বুঝবেন যে আপনার
হাইপোথাইরয়েডিসম হয়েছে?? জেনে নেয়া যাক,

👉উপসর্গ/লক্ষণ:

১.অতিরিক্ত ক্লান্তি,বিষন্নতা
২.পা ফুলে যাওয়া
৩.হাঁটার সময় পায়ে টান ধরা, ব্যাথা করা
৪.চুল পড়ে যাওয়া,ত্বক শুষ্ক হয়ে যাওয়া।
৫.মোটা হয়ে যাওয়া
৬.ঝিমুনি ভাব,ঘুমঘুম ভাব।
৭.কোষ্ঠকাঠিন্য।
৮.চোখের নিচে ফোলাভাব।
৯. অনিয়মিত মাসিক।
১০.গর্ভপাত।

আপনি এসমস্ত উপসর্গ ও লক্ষণে ভুগলে
অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন।

14/12/2024

চিনি ক্যান্সার কোষের আকার বৃদ্ধি করে...!

কম চিনি খেলে ক্যান্সার কোষের আকার ছোট হয়..!

24/04/2024

♦️♦️হিট স্ট্রোক:

মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস বা ৯৮ দশমিক ৪ ডিগ্রি ফারেনহাইট। কোনো কারণে শরীরের তাপমাত্রা বেড়ে গেলে রক্তনালি প্রসারিত করে অতিরিক্ত তাপ পরিবেশে ছড়িয়ে দেয় শরীর। ঘামের মাধ্যমেও তাপ কমায় শরীর। তবে প্রচণ্ড গরম ও আর্দ্র পরিবেশে বেশি সময় অবস্থান বা পরিশ্রমের কারণে শরীরের তাপমাত্রা ১০৫ ডিগ্রি ফারেনহাইট ছাড়িয়ে গেলে হতে পারে হিট স্ট্রোক।

♦️♦️কীভাবে বুঝবেন:

সাধারণত হিট স্ট্রোক হওয়ার কিছু সময় আগে শরীরে অত্যধিক তাপমাত্রা, মাথাব্যথা, দুর্বলতা, ঝিমুনি, বমি বমি ভাব ইত্যাদি হয়। অবস্থা খারাপের দিকে গেলে আরও কিছু উপসর্গ দেখা যায়। যেমন চামড়া লালচে হয়ে যাওয়া, মানসিক ভারসাম্যহীনতা, হাঁটায় অসুবিধা, রক্তচাপ কমে যাওয়া, ঘাম বন্ধ হয়ে যাওয়া, ত্বক শুষ্ক হয়ে পড়া, প্রস্রাবের পরিমাণ কমে যাওয়া, বমি, অসংলগ্ন কথাবার্তা বা আচরণ, ঘন ঘন শ্বাস, নাড়ির দ্রুত গতি, চোখের মণি বড় হওয়া, খিঁচুনি ও অজ্ঞান হয়ে যাওয়া ইত্যাদি।

♦️♦️কাদের বেশি হয়:

বৃদ্ধ ও শিশুদের তাপমাত্রা নিয়ন্ত্রণক্ষমতা কম থাকে বলে তাদেরই হিট স্ট্রোক হয় বেশি। যাঁরা প্রচণ্ড গরমে দীর্ঘ সময় শারীরিক পরিশ্রম করেন, যেমন রিকশাচালক, কৃষিজীবী, নির্মাণশ্রমিক তাঁদেরও হিট স্ট্রোক হয়।

♦️♦️প্রতিরোধের উপায়:

গরমের দিনে কিছু নিয়ম মেনে চললে হিট স্ট্রোক প্রতিরোধ করা যায়। ঢিলেঢালা হালকা রঙের সুতি কাপড় পরা। যথাসম্ভব ঘরের ভেতরে বা ছায়াযুক্ত স্থানে থাকতে হবে। রোদে বাইরে যাওয়ার সময় টুপি, ক্যাপ অথবা ছাতা ব্যবহার করা উচিত। প্রচুর পরিমাণ পানি বা খাওয়ার স্যালাইন অথবা ফলের রস পান করতে হবে। রোদে দীর্ঘ সময় ঘোরাঘুরি করা যাবে না। গ্রীষ্মকালে তীব্র ও দীর্ঘ শারীরিক পরিশ্রম অবশ্যই এড়িয়ে চলতে হবে।

Address

Medical Officer, Upozila Health Complex
Shibganj

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801740841016

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Fazle Rabbi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr.Fazle Rabbi:

Share