29/04/2025
বর্তমান সময়ে হাইপোথায়রয়েড একটি পরিচিত অসুখ,অনেকেই আছেন যারা শারীরিক সমস্যা নিয়ে
ঘুরে বেড়াচ্ছেন ঠিকই কিন্তু বুঝে উঠতে পারছেন না
যে তিনি হাইপোথাইরয়েডে ভুগছেন,সমস্যা যখন
প্রকট হয় তখন তিনি চিকিৎসকের শরণাপন্ন হন।
কিন্তু তখন দেখা যায় যে তার TSH level অনেক
বেশি হয়ে গিয়েছে।দেয়া লাগে তখন থায়রয়েড হরমোন
সাপ্লিমেন্ট। যাহোক, আপনি কখন বুঝবেন যে আপনার
হাইপোথাইরয়েডিসম হয়েছে?? জেনে নেয়া যাক,
👉উপসর্গ/লক্ষণ:
১.অতিরিক্ত ক্লান্তি,বিষন্নতা
২.পা ফুলে যাওয়া
৩.হাঁটার সময় পায়ে টান ধরা, ব্যাথা করা
৪.চুল পড়ে যাওয়া,ত্বক শুষ্ক হয়ে যাওয়া।
৫.মোটা হয়ে যাওয়া
৬.ঝিমুনি ভাব,ঘুমঘুম ভাব।
৭.কোষ্ঠকাঠিন্য।
৮.চোখের নিচে ফোলাভাব।
৯. অনিয়মিত মাসিক।
১০.গর্ভপাত।
আপনি এসমস্ত উপসর্গ ও লক্ষণে ভুগলে
অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন।