Almadina Islami Hospital

Almadina Islami Hospital যেকোনো ধরনের স্বাস্থ্য সেবা ও পরামর্শ পেতে আমাদের সাথে থাকুন।

09/06/2025

আবার করোনা:
এবার জ্বর নেই, কাশি নেই
সোজা ফুসফুসে আঘাত করছে XBB!

নতুন করে শুরু হয়েছে করোনার আরেকটি ঢেউ।
নতুন রূপ -- XBB -আগের মতো নয়।
এই ভাইরাসে সাধারণভাবে জ্বর বা কাশি হয় না,
তবে শরীরের ভেতরে নীরবে চলতে থাকে ভয়াবহ সংক্রমণ।

রোগীরা মাথাব্যথা, গলা ব্যথা, জয়েন্টে ব্যথা, ক্ষুধামান্দ্য, পিঠে অস্বস্তি--এসব উপসর্গ নিয়ে আসেন।
অনেক সময় নাকের সোয়াব পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ আসে,
কিন্তু এক্স-রেতে ধরা পড়ে নিউমোনিয়া।

XBB ডেল্টা ভ্যারিয়েন্টের তুলনায় অন্তত ৫ গুণ বেশি সংক্রামক এবং
সরাসরি ফুসফুসে আঘাত করে--তাই উপসর্গ হালকা হলেও ঝুঁকি অনেক বেশি।

🔍 লক্ষণ যেগুলো দেখা যাচ্ছে:
• মাথা ব্যথা
• গলা ও জয়েন্টে ব্যথা
• পিঠে চাপ
• ক্ষুধা হ্রাস
• ক্লান্তি
• এক্স-রেতে নিউমোনিয়া

শরীরের বাইরে থেকে ধরা না পড়লেও ভিতরে আক্রান্ত হচ্ছে শ্বাসতন্ত্র।

⚠️ এই রূপ আরও ছলনাময়, আরও নীরব।
তাই সময় থাকতে সতর্ক হওয়া জরুরি।

✅ করণীয়:
• মাস্ক ব্যবহার করা
• জনসমাগম এড়িয়ে চলা
• ১.৫ মিটার দূরত্ব বজায় রাখা
• নিয়মিত হাত ধোয়া
• উপসর্গ থাকলে প্রয়োজনে এক্স-রে বা HRCT করানো

📢 ব্যক্তিগত অনুরোধ:
এই বার্তাটি ছড়িয়ে দিন।
পরিবার, সহকর্মী, বন্ধুবান্ধব -- সবার সঙ্গে শেয়ার করুন।

06/06/2025
আগামী ২৩/০৫/২৫ইং অর্থাৎ রোজ শুক্রবার আল-মদিনা ইসলামী হাসপাতালে রোগীদের সেবা প্রদান করছেন। ডাঃমোঃ শফিকুল ইসলাম। সিরিয়ালে...
21/05/2025

আগামী ২৩/০৫/২৫ইং অর্থাৎ রোজ শুক্রবার আল-মদিনা ইসলামী হাসপাতালে রোগীদের সেবা প্রদান করছেন। ডাঃমোঃ শফিকুল ইসলাম।
সিরিয়ালের জন্য মোবাইল নাম্বারঃ০১৭১১৪১৮৬৩০।

বিশেষ প্রয়োজনে যোগাযোগের নাম্বার: ০১৭১৩৭০৪০৬৩
14/05/2025

বিশেষ প্রয়োজনে যোগাযোগের নাম্বার: ০১৭১৩৭০৪০৬৩

প্রতি শুক্রবার রুগীকে সেবা প্রদান করছেন,Dr.Shofiqul Islam M.B.B.S, BCS(Health),MS (Othopedic Surgery),Assistant Professo...
13/03/2025

প্রতি শুক্রবার রুগীকে সেবা প্রদান করছেন,
Dr.Shofiqul Islam M.B.B.S, BCS(Health),
MS (Othopedic Surgery),
Assistant Professor
Rajshahi Medical Collage&Hospital Rajshahi.

04/03/2025

সর্ব সাধারণের সু-চিকিৎসা সেবার সুবিধার্থে শিবগঞ্জ সরকারী হাসপাতালের দক্ষিণ পার্শ্বে ৫ম তলা বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত একটি বেসরকারী সেবামূলক প্রতিষ্ঠান

আল-মদীনা ইসলামী হাসপাতাল

প্রতিদিন ডিজিটাল আল্ট্রাসনোগ্রাম মেশিনে আল্ট্রাসনোগ্রাম, ডিজিটাল ইসিজি মেশিনে ইসিজি, ডিজিটাল এক্স-রে, এ্যানালাইজার দ্বারা রক্ত পরীক্ষা, প্রসাব পরীক্ষা, ডায়াবেটিস পরীক্ষাসহ সকল প্রকার জটিল ও কঠিন রোগের অপারেশন করা হয়।
মোবাইল : +8801711-418630

চিকিৎসা সম্পর্কিত যেকোনো তথ্য বা পরামর্শ এর জন্য আমাদের পেজ এ মেসেজ দিন , একজন ডাক্তার আপনাকে পরামর্শ দিবে ।

আবাসিক ডাক্তার:

ডা. তানজিদা ইসরাত তানিয়া

এম. বি. বি. এস (আর ইউ)
সি.সি.ডি(বারডেম)
সি.এম. ইউ. (আল্ট্রা)
জেনারেল প্রাক্টিশনার এবং সনোলজিস্ট
প্রাক্তন মেডিকেল অফিসার
রাজশাহী রয়্যাল হাসপাতাল প্রাইভেট লিমিটেড

02/03/2025

"সবাইকে আল মদিনা ইসলামী হাসপাতাল এর পক্ষ

থেকে পবিত্র মাহে রমাদানের শুভেচ্ছা"
🌙রমাদান মুবারাক🌙

17/01/2025

**আল মদিনা ইসলামী হাসপাতাল** – স্বাস্থ্য সচেতনতার বার্তা:-

১. **পর্যাপ্ত পানি পান করুন**: প্রতিদিন ৮-১০ গ্লাস পানি পান করুন। এটি শরীরের বিষাক্ত পদার্থ দূর করতে সাহায্য করে এবং ত্বককে উজ্জ্বল রাখে।

২. **পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন**: প্রতিদিন ৭-৮ ঘণ্টা ঘুমান। পর্যাপ্ত ঘুম শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

৩. **সুষম খাদ্য গ্রহণ করুন**: প্রতিদিনের খাদ্য তালিকায় শাকসবজি, ফলমূল, প্রোটিন ও ফাইবার যুক্ত করুন।

৪. **নিয়মিত ব্যায়াম করুন**: প্রতিদিন অন্তত ৩০ মিনিট ব্যায়াম করুন। এটি হৃদরোগ, ডায়াবেটিস এবং স্থূলতা প্রতিরোধে সহায়ক।

৫. **স্ট্রেস কমান**: মেডিটেশন, প্রার্থনা এবং মানসিক প্রশান্তি অর্জনের জন্য পর্যাপ্ত সময় দিন।

৬. **নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন**: নিজের সুস্থতার জন্য বছরে অন্তত একবার স্বাস্থ্য পরীক্ষা করুন।

৭. **হাত ধোয়ার অভ্যাস করুন**: খাবার আগে এবং পরে ভালোভাবে হাত ধুয়ে নিন। এটি জীবাণু সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে।

৮. **ধূমপান ও মাদক পরিহার করুন**: সুস্থ জীবনযাপনের জন্য ধূমপান ও মাদক থেকে দূরে থাকুন।

**সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আল মদিনা ইসলামী হাসপাতাল – আপনার স্বাস্থ্য সেবায় বিশ্বস্ত নাম।**

Address

Shibganj, Chapai Nawabganj
Shibganj
6340

Telephone

+8801711418630

Website

Alerts

Be the first to know and let us send you an email when Almadina Islami Hospital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category