09/06/2025
অর্থোডন্টিক ব্রেস চিকিৎসায় কিছু কমন জিজ্ঞাসা এবং উত্তর।
প্রশ্ন: অর্থোডন্টিক ব্রেস চিকিৎসার নির্দিষ্ট কোনো বয়স আছে কি?
উ: Preventive, Interceptive, Corrective & Surgical এই চার ধাপের মধ্যে সমস্যার ধরন অনুযায়ী বাচ্চা জন্মানোর ডেলিভারি পদ্ধতি থেকে শুরু করে সারাজীবনই এই চিকিৎসা করা যায়।তবে প্রতিটি ধাপের চিকিৎসার জন্য নির্দিষ্ট কিছু বয়স রয়েছে।
প্রশ্ন: ব্রেস ছাড়া আর কিভাবে এলোমেলো দাঁত সোজা করা যায়?
উ: বর্তমানে ব্রেস ছাড়া ক্লিয়ার/ট্রান্সপারেন্ট এলাইনার দিয়ে এ চিকিৎসা করা যায় তবে সব ধরনের কেস সমাধান করা যায়না।
প্র: মেটালিক ব্রেস দেখতে ভালো লাগেনা এর বিকল্প কি?
উ: সিরামিক ব্রেস সিস্টেম কিংবা ক্লিয়ার এলাইনার
প্রশ্ন: ব্রেস পড়লে অস্বস্তি হয় কিনা?
উ: আসলে মুখের ভেতর নতুন কোনো জিনিস লাগানো হলে সেটার সাথে অভ্যস্থ হতে কিছুদিন সময় লাগে এবং ধীরে ধীরে এডজাস্ট হয়ে যায়।
প্র: ব্রেস পড়লে ব্যথা কেমন হয়?
উ: ব্রেস পড়ানোর সময় কোনো ব্যথা হয়না।যেহেতু এখানে খুবই সামান্য ফোর্স এপ্লাই করা হয় তাই একেবারে প্রথম দিন কিছুটা ব্যথা অনুভূত হতে পারে যা সহনীয় পর্যায়ে থাকে কিংবা শুধু প্যারাসিটামলে ঠিক হয়ে যায় এবং পরবর্তীতে ব্রেসের দীর্ঘ জার্নিতে অভ্যস্ত হয়ে যায়।
প্রশ্ন : ব্রেস সিস্টেমের বিভিন্ন মেটালিক পার্ট মুখের ভেতরে আঘাত লাগে কিনা?
উ: মুখের ভেতরে যাতে আঘাত না লাগে সেজন্য আপনার অর্থোডন্টিস্ট খুব সতর্কতার সাথে সব ধরনের শার্প পার্টের সুন্দর ম্যানেজমেন্ট করবেন।
প্র: ব্রেস চিকিৎসায় ওরাল হাইজিন ঠিক থাকে কিভাবে??
উ: এক্ষেত্রে রোগী নিজে রেগুলার ব্রাশিং,মাউথওয়াশ,ইন্টারডেন্টাল ব্রাশিং করে হোম কেয়ার করবেন এবং অর্থোডন্টিস্ট রেগুলার বিরতিতে প্রয়োজনে স্কেলিং /Gum Care করে দিবেন।
প্র: এই চিকিৎসায় এতো দীর্ঘ সময় কেনো লাগে?
উ: এই চিকিৎসায় নির্দিষ্ট কিছু বায়োমেকানিক্সের উপর চিকিৎসার বিভিন্ন পর্যায়ে বিভিন্ন দাঁতের উপর বিভিন্ন ধরনের ফোর্স কাজ করে।Slow Continues /interuppted/intermitten force is the key of success. তাই এই চিকিৎসা সময় সাপেক্ষ।
প্র: ব্রেস চিকিৎসায় কোনো সাইড ইফেক্ট আছে কিনা?
উ: ব্রেস চিকিৎসায় ফোর্সের বেশি এলেমেলো তারতম্যতা চিকিৎসার সফলতা নষ্ট করে এবং Root resorption, Hyalinization, Fenestration/Root exposure (দাঁতের গোড়া বের হওয়া), পরিস্থিতি আরো খারাপ হওয়া এসব ঘটনা ঘটতে পারে।
এসব অঘটন যাতে না ঘটে সেজন্য একজন সার্টিফাইড অর্থোডন্টিস্ট এর সাহায্যেই/তত্ত্বাবধানে ব্রেস চিকিৎসা করা উচিত।
প্রশ্ন: এই চিকিৎসায় কোনো দাঁত ফেলে দিতে হয় কি??
উ: প্রয়োজন অনুযায়ী একজন অর্থোডন্টিস্ট সিদ্ধান্ত নেবেন যে, কোন চোয়ালে কোন কোন দাঁত অপসারন করে আপনার দাঁতের এবং চেহারার সৌন্দর্যকে আরো বর্ধিত করা যায়।
প্র: দাঁত ফেলে দিলে কোনো ক্ষতি হয়না?
উ: একদমই না।
প্র: সব ডেন্টিস্টরাই কি ব্রেস/এলাইনার চিকিৎসা দিতে পারে??
উত্তর: সরাসরি একজন অর্থোডন্টিস্ট কিংবা অর্থোডন্টিস্টের প্রত্যক্ষ তত্বাবধানে এই চিকিৎসা নেয়া উচিত তা না হলে যেকোনো অনাকাঙ্ক্ষিত সমস্যার উদ্ভব হতে পারে।।
শেষ প্রশ্ন : চিকিৎসা শেষে ব্রেস খুলে দিলে দাঁতগুলো কি আবার আগের মতো হয়ে যাবার সম্ভাবনা থাকে??
উ: হ্যা, কিছুটা Relapse এর সম্ভাবনা তো আছেই।সেকারনে আপনার অর্থোডন্টিস্ট আপনাকে কিছু Fixed Retainer এবং Removable Retainer দিয়ে দিবেন। যা আপনি বাসায়/কর্মস্থলে নিজে Maintain করবেন এবং এটি অত্যন্ত সহজ।