Doctors Point Healthcare and Sonology Center

Doctors Point Healthcare and Sonology Center শিশু স্বাস্থ্য কেন্দ্র
নারী ও প্রসূত?

19/02/2022
18/01/2022

বাচ্চাদের এসিডিটি হলে করণীয়

মহান বিজয় দিবস উপলক্ষে ২০ টাকা রেজিট্রেশন ফি তেবিশেষজ্ঞ ডাক্তার দেখানোর সুব্যাবস্থা
10/12/2021

মহান বিজয় দিবস উপলক্ষে ২০ টাকা রেজিট্রেশন ফি তে
বিশেষজ্ঞ ডাক্তার দেখানোর সুব্যাবস্থা

এখন হতে নিয়মিত চেম্বার করছেন নাক, কান, গলা রোগ অভিজ্ঞ ডা: মোস্তাফিজুর রহমান।প্রতি সোম ও বৃহস্পতিবার বিকেল ৪টা হতে ৬টা।সি...
10/11/2021

এখন হতে নিয়মিত চেম্বার করছেন নাক, কান, গলা রোগ অভিজ্ঞ ডা: মোস্তাফিজুর রহমান।
প্রতি সোম ও বৃহস্পতিবার বিকেল ৪টা হতে ৬টা।
সিরিয়াল - 01945-576891।

সুস্থ থাকি,ভালো থাকি।  #প্রচলিত_ভুল_ধারণা_ও_আমাদের_করণীয়:১:  এখন ঠান্ডা কাশির (bronchiolitis , pneumonia) season চলছে, ...
01/10/2021

সুস্থ থাকি,ভালো থাকি। #প্রচলিত_ভুল_ধারণা_ও_আমাদের_করণীয়:

১: এখন ঠান্ডা কাশির (bronchiolitis , pneumonia) season চলছে, আমরা ডাক্তার প্রয়োজন মত prescription করছি Nebulization বা প্রচলিত ভাষায় গ্যাস দেয়ার জন্য but কিছু parents শুনে আঁতকে উঠে কারণ তাদের ধারণা একেবার গ্যাস দিলে সারা জীবন ধরে দিতে হবে...গ্যাস ছাড়া আর কাজ হবে না 😊
খুব ভুল ধারণা... আমি তখন counseling করি এভাবে আমার ২ টা বাচ্চা... বড়টাকে nebulize করেছিলাম ৯ মাস বয়সে একবার তারপর আর লাগে নাই আলহামদুলিল্লাহ এখন বয়স ৮ ।আর ছোট বাচ্চার nebulize করেছিলাম ২ বার ,এখন বয়স ৪ ।
তবে হাঁপানি বা অ্যাজমা হলে এই টা লাগে কারন হাঁপানির চিকিৎসা এটা, একবার nebulize করা হয়েছে বিধায় লাগছে ব্যাপারটা এমন না

২: বাংলাদেশ ঘনবসতিপূর্ণ ও humidity অনেক বেশি।
পেটে কৃমি খুব coommon , এটা নিয়ে প্রচলিত ভুল ধারণা একবার ঔষধ খাওয়ার ৩/৬ মাসের আগে আর ঔষধ খাওয়া যায় না, কৃমি থাকলেও না ... 😊

Definitely wrong... কৃমি থাকলে নিয়ন্ত্রণ করতে হবে, নির্দিষ্ট সময় অপেক্ষা করা যাবে না। নিয়ম বাড়ি র সবাই এক সাথে খাওয়া ও ৭/১০ দিন পর পুনরায় খাওয়া।আর ৩/ ৬ মাসের concept হল উপসর্গ না থাকলে ও ৩/৬ মাস পরপর আমাদের দেশের প্রেক্ষাপটে ঔষধ খাওয়া।

৩: বাবা মা র রক্তের গ্রুপ একহলে সমস্যা কি না?
না সমস্যা নেই তবে নিকট আত্মীয় বিয়ে medical science এ inhibit করা হয় কারণ এর জন্য বংশ গতি র রোগ বিস্তার করে..

৪: জ্বর হলে কি করনীয়? বেশি জ্বর হলে অনেকেই মাথায় পানি ঢালে পানি দিয়ে জ্বর নেমে যায় এই ভেবে... 😊
জ্বর হলে শরীর মুছে দিতে হবে কুসুম গরম পানি দিয়ে, sponging বলে, শুধু মাথায় পানি ঢালা যাবেনা এতে ঠান্ডা আর ও বেড়ে যায়...
জ্বর হলে paracetamol খুব safe, খুব কম মানুষের hypersensitivity হয় , তাই জ্বর হলে paracetamol দিতে হবে ,,,,,৪ ঘন্টা পরপর দেয়া যায় ,একটু বেশি হলে খুব বেশি ক্ষতি নেই কারণ এর toxic dose অনেক বেশি ১০০ মিগ্রা/ কেজি।
জ্বর নামানোর জন্য paracetamol ছাড়া অন্য কিছু যেমন clofenac,voltaline না দেয়া ভালো কারণ dengue তে এসব দিলে রক্ত খরনের ঝুঁকি থাকে।

৫: আমাদের দেশে অনেকেই মনে করেন এজিথ্রোমাইসিন বা সেফিক্সিম এন্টিবায়োটিক হল সর্দি কাশি জ্বরের মহৌষধ ,যাদুর মত ১/২ ডোজ খাওয়ার পর ই সব ভালো হবে.... 😊
ভুল... জ্বর হলে paracetamol জ্বর নামানোর জন্য দিতে হবে... আর ভাইরাস জ্বর হলে এন্টিবায়োটিক এর ভুমিকা কম। আবার অনেকে আছে এন্টি বায়োটিক বিদ্বেষী ,, লিখলে অবাক হয়ে বলে এন্টি বায়োটিক দিলেন! ক্ষতি হবে না তো!

যেটা দরকার সেটা দিতে হবে.... ডাক্তারের পরামর্শ নিয়ে চলতে হবে।

করোনার ধাক্কার পর এখন ভাইরাল ফ্লু ,ডেংগুর প্রকোপ বেশি... আশাকরি লিখা টা আপনাদের কাজে লাগবে, ধন্যবাদ। সবাই ভাল থাকুন 💙
Doctors Point Consultation Center
Collected.

26/08/2021

ডেঙ্গুর কোন ঔষধ নাই
জিনিসটা মাথায় ঢুকিয়ে ফেলুন।
মূল চিকিৎসা হচ্ছে শরীরের ফ্লুইড ব্যালেন্স ঠিক রাখা।
এইটা আপনি পারবেননা, কোন ফার্মেসির দোকানদার, টেকনেশিয়ান, ভন্ড চিকিৎসক, আপনার মহা জ্ঞানী প্রতিবেশী কেউই পারবেন না।

সুতরাং কারো পরামর্শে কিচ্ছু করবেন না। কোন ঔষধ খাওয়াও নিষেধ।

ফ্লুইড খাবেন বেশি করে,
যেমন ডাবের পানি, বাসায় বানানো ফলের রস, লেবুর শরবত ইত্যাদি।

জ্বর এলেই Dengue Ns1 পরীক্ষাটা দ্রুত করে ফেলুন।
জ্বরের পাঁচ দিনের মধ্যেই এই টেস্ট করতে হয়, পাঁচদিন কেটে গেলে এই টেস্ট নেগেটিভ আসে। তখন ডেংগু কনফার্ম করার জন্য অন্য টেস্ট করতে হয়।
তাই জ্বর এলে দেরি না করে সেদিনই NS1 করে ফেলুন)
এবং অবশ্যই হেলাফেলা না করে ডাক্তার দেখান।
পরামর্শ নিন।
ফোনে ইনবক্সের চিকিৎসা না, সিরিয়াস রোগী হোন।
আর নিজের বাসার কোথাও পরিস্কার পানি জমে থাকছে কিনা খেয়াল রাখুন।
প্রতিবেশীদেরকেও সতর্ক করুন।
ছাদে কোথাও পানি জমে থাকছে কিনা খেয়াল করুন।
কারো উপর নির্ভর করে আসলে কোন লাভ নেই।
নিজেদের কাজ নিজেদেরই করতে হবে এখন।

রক্তে প্লাটিলেট বাড়াবেন যেভাবে
(ডেঙ্গুতে মৃত্যুর প্রধান কারন রক্তে প্লাটিলেট কমে যাওয়া)

রক্তে প্লাটিলেট বা অণুচক্রিকা রক্তজমাটে সাহায্য করে। ২০ হাজারের নিচে প্লাটলেটের সংখ্যা নেমে আসলে কোনো প্রকার আঘাত ছাড়াই রক্তক্ষরণ হতে পারে। কোনো কারণে রক্তে প্লাটিলেট কমে গেলে জীবনযাত্রা ও খাদ্যাভ্যাসে পরিবর্তন আনার মাধ্যমেই প্লাটিলেটের সংখ্যা আগের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব। কিছু খাবার আছে যেগুলো প্লাটিলেট বৃদ্ধি করতে সহায়তা করে। আসুন জেনে নেই সেসব খাবারের নাম।

পেঁপে এবং পেঁপে পাতা

পেঁপে খুব দ্রুত রক্তের প্লাটিলেটের পরিমাণ বাড়াতে সক্ষম। মালয়েশিয়ার এশিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলোজির একটি গবেষণায় দেখা গেছে যে, ডেঙ্গু জ্বরের কারণে রক্তে প্লাটিলেটের পরিমাণ কমে গেলে পেঁপে পাতার রস তা দ্রুত বৃদ্ধি করে। রক্ত প্লাটিলেটের পরিমাণ কমে গেলে প্রতিদিন পেঁপে পাতার রস কিংবা পাকা পেঁপের জুস পান করুন।

মিষ্টি কুমড়া এবং কুমড়া বীজ

মিষ্টি কুমড়া রক্তের প্লাটিলেট তৈরি করতে বেশ কার্যকরী। এছাড়াও মিষ্টি কুমড়াতে আছে ভিটামিন ‘এ’ যা প্লাটিলেট তৈরি করতে সহায়তা করে। তাই রক্তের প্লাটিলেটের সংখ্যা বাড়াতে নিয়মিত মিষ্টি কুমড়া এবং এর বীজ খেলে উপকার পাওয়া যায়।

লেবুর রস

লেবুর রসে প্রচুর ভিটামিন ‘সি’ থাকে। ভিটামিন সি রক্তে প্লাটিলেট বাড়াতে সহায়তা করে। এছাড়াও ভিটামিন ‘সি’ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়িয়ে তোলে। ফলে প্লাটিলেট ধ্বংস হওয়া থেকেও রক্ষা পায়।

আমলকী

আমলকীতেও আছে প্রচুর ভিটামিন ‘সি’। এছাড়াও আমলকীতে প্রচুর অ্যান্টি অক্সিডেন্ট আছে। ফলে আমলকী খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং প্লাটিলেট ধ্বংস হওয়া থেকে রক্ষা পায়।

অ্যালোভেরার রস

অ্যালোভেরা রক্তকে বিশুদ্ধ করে। রক্তের যেকোনো সংক্রমণ দূর করতেও অ্যালোভেরা উপকারী। তাই নিয়মিত অ্যালোভেরার জুস পান করলে রক্তের প্লাটিলেটের পরিমাণ বৃদ্ধি পায়।

ডালিম

ডালিম রক্তে প্লাটিলেটের পরিমাণ বৃদ্ধিতে সাহায্য করে। এতে প্রচুর আয়রন রয়েছে যা প্লাটিলেট বৃদ্ধি করে। প্রতিদিন ১৫০ মিলিলিটার ডালিমের জুস দুই সপ্তাহ পান করুন। ডালিমের রসের ভিটামিন দুর্বলতা দূর করে কাজে শক্তি দেবে।

collected

25/08/2021

গর্ভবতী মায়েদের জন্য
গর্ভকালীন সময়ে পা ফুলে যাওয়া/ পায়ে পানি আসা
🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀

প্রেগনেন্সিতে পায়ে পানি অনেকেরই আসে। অল্প পানি আসা স্বাভাবিক। কিন্তুু এরসাথে হাতে মুখে পানি আসা, প্রেসার বেশী, ইউরিনে প্রোটিনের আধিক্য থাকে তাহলে সেইটা গর্ভকালীন সময় চিন্তার বিষয়, এমনকি ঝুঁকিপুর্ন।

পানি আসা যেকোনো সময় হতে পারে, তবে গর্ভকালীন মধ্যবর্তী সময় বেশি হয়ে থাকে (2nd Trimester)🤰।

আসুন জানি এই বিষয়ে বিস্তারিতভাবে।🤷‍♀


কেন গর্ভকালীন সময় পা ফুলে/ পানি আসে
🔵🏁🏁🏁🏁🏁🏁🏁🏁🏁🏁🏁🏁🏁🏁🔵
🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵

গর্ভাবস্থা শিশুর বৃদ্ধির কারনে প্রায় ৫০% বেশি রক্ত ও তরল উৎপন্ন হয়।

এই অতিরিক্ত রক্ত ও তরলের কারনে শরীরের বিভিন্ন অংশ ফুলে যায়।

গর্ভাবস্থায় জরায়ুর আকার বাড়ার সাথে মায়ের পেলভিক শিরায় ও ভেনাকাভাতে চাপ সৃস্টি হয়।

এরফলে নিম্নাঙ্গ থেকে হৃদপিণ্ডে রক্ত প্রবাহ কমে যায়।

যার ফলে শিরা থেকে থেকে তরল বের হয়ে শরীরের টিস্যুতে জমা হয়।

পায়ে পানি আসা/ ফুলে যাওয়া।




ইতিহাস
🔵🏁🏁🏁🏁🏁🏁🏁🏁🏁🏁🏁🏁🏁🔵
🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵

১। ওজন কেমন?

২। এটা কি প্রথম প্রেগনেন্সি? আগেরবার কি পায়ে পানি আসছিলো?

৩। তিনি কি চেক-আপ করছেন ( ANC)?

৪। যদি চেক-আপ করে থাকেন সেখানে বিপি কেমন আছে দেখুন।

৫। ফ্যামিলি হিস্ট্রি অব হাইপারটেনশন?

৬। রোগী কি একটানা অনেকক্ষণ দাড়িয়ে রান্নার কাজ বা অন্যকোন কাজ করেন?

৭। ধুমপানের ইতিহাস, হরমোনের সমস্যা।

৮। এমনিওটিক ফ্লুইড বেশি, জমজ বাচ্চার ইতিহাস।




Factors may affect swelling
🔵🏁🏁🏁🏁🏁🏁🏁🏁🏁🏁🏁🏁🏁🔵
🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵

💁 রক্তশুন্যতা

💁 প্রি-একলাম্পশিয়া, পুর্ব ইতিহাস উচ্চরক্তচাপ, প্রেগনেন্সির পর উচ্চরক্তচাপ, হার্ট/ কিডনি ডিজিজ ইত্যাদি।

💁 দীর্ঘ সময় ধরে কাজ করা

💁অনেকক্ষন একটানা কাজ করা

💁 কম পরিমানের পটাশিয়ামযুক্ত খাবার খাওয়া/ খাবারে পটাশিয়ামের পরিমান কম থাকা
💁 অতিরিক্ত ক্যাফেইনযুক্ত পানীয় খাওয়া

💁 অতিরিক্ত সোডিয়াম (লবন) খাওয়া।

অল্প পা ফুলা প্রেগনেন্সিতে হয়ে থাকে। কিন্তুু হিস্ট্রি এবং উপরের রিস্ক ফ্যাক্টরগুলো বের করতে হবে। যদি হঠাৎ পা ফুলে যায় সাথে ব্যাথা হয় ( বিশেষ করে এক পায়ে) তাহলে ব্লাড ক্লট কে ইন্ডিকেট করে যেমন- DVT.
------------------------------------------------+++++++++++++++++++++++++++++++------------------------------------------




Counselling/Advice
🔵🏁🏁🏁🏁🏁🏁🏁🏁🏁🏁🏁🏁🏁🔵
🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵

🔴 অনেকক্ষণ একই অবস্থানে দাঁড়িয়ে থাকা থেকে বিরত থাকা।

🔴 Rest with ur feet elevated
(আমি বলিঃ পা ঝুলিয়ে বসবেন না, যখন বসবেন হয় সামনে একটা টুল দিয়ে পা তুলে সমান্তরাল করে বসবেন অথবা একেবারে পা তুলে বেড/ চেয়ারে বসবেন)

🔴 আরামদায়ক জুতা পরা, হাইহিল পরা থেকে বিরত থাকা।

🔴 পাতে অতিরিক্ত আলাদাভাবে লবন না নেয়া, এমনকি লবন ভাজা/টালাও না খাওয়া। কারন ভাজা/টালা লবন এবং এমনি লবনের গুনাগুন একই।

🔴 প্রক্রিয়াজাত খাবার যেমন চিপস, চানাচুর, ক্যানড ফুড, মাংস এগুলোতে লবন ও ফ্যাটের পরিমান বেশি থাকে। এগুলো এড়িয়ে চলতে হবে।

🔴 ভিটামিন, মিনারেলসমৃদ্ধ খাবার, ফল, ভেজিটেবলস, সুষম খাবার খেতে হবে।

🔴 পটাসিয়ামসমৃদ্ধ খাবার খেতে হবে।

🔴 প্রচুর পানি পান করা (Water retention)

🔴 রাতে ঘুমানোর সময় পায়ের নিচে বালিশ দিয়ে উচা করে শোয়া

🔴 যেসব কাপড় পা ও গোড়ালি/ Ankle joint এ চাপ সৃস্টি করে এমনসব পোশাক এড়িয়ে চলা।

🔴 যদি প্রেসার বেশি থাকে তাহলে প্রেগনেন্সিতে সেইফ এন্টিহাইপারটেন্সিভ খেতে হবে

🔴 যদি ব্যাথা হয় তাহলে প্যারাসিটামল, টপিক্যাল এনালজেসিক (Ketoprofen), বরফের স্যাক দিবেন।




কখন সতর্ক হতে হবে
🔵🏁🏁🏁🏁🏁🏁🏁🏁🏁🏁🏁🏁🔵
🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵

১।। হঠাৎ করে হাতে, মুখে পানি আসা সাথে মাথা ব্যাথা থাকা/না থাকা, দেখার সমস্যা মানে ঝাপসা দেখা।

২।। বুকে ব্যাথা, শ্বাসকস্ট, অনেকদিন যাবত কাশি।

৩।। এক পায়ে পানি আসা / ফুলে যাওয়া, সাথে ব্যাথা (Culf and thigh)।

রোগীর কাউন্সিলিং খুবই গুরুত্বপূর্ণ বিষয়।
সুতরাং এই বিষয়ে আমাদের ভুমিকা আছে।

Courtesy,

ডাঃ তানিয়া হাফিজ

গাইনী ও প্রসুতী মায়েদের জন্য....
20/08/2021

গাইনী ও প্রসুতী মায়েদের জন্য....

সেপ্টেম্বর হতে সকল প্রকার রক্ত পরীক্ষা শুরু হবে ইনশাল্লাহ।
13/08/2021

সেপ্টেম্বর হতে সকল প্রকার রক্ত পরীক্ষা শুরু হবে ইনশাল্লাহ।

06/08/2021

চর্ম ও যৌন রোগ এর সমস্যা -
ডা: আব্দুল্লাহ আল ফয়সাল
এম.বি.বি.এস (ডি.ইউ)
ডি.ডি.ভি(কোর্স)
বি.এস.এম.এম.ইউ(পিজি হাসপাতাল)
রোগী দেখার সময়: প্রতি সোম ও বুধ বিকেল ৪টা হতে সন্ধ্যা ৬ টা।
সিরিয়াল- 01945-576891।

ব্লাক ফাংগাস প্রতিরোধ এ করণীয়..
29/05/2021

ব্লাক ফাংগাস প্রতিরোধ এ করণীয়..

26/04/2021

প্রিয় সিংগাইর বাসী,
আর নয় সাভার অথবা ঢাকা। এখন থেকে ডক্টর'স পয়েন্ট কন্সাল্টেসন সেন্টার এ Mindrey আল্ট্রা মেশিন এ সল্প খরচ এ মহিলা ডাক্তার এর মাধ্যমে গাইনী ও প্রসুতী মায়েদের সহ সকল কালার আলট্রাসনোগ্রাম করা হয়। সাথে থাকছে গাইনী ডাক্তার দেখানোর সুব্যবস্থা। সেবা নিন, সুস্থ্য থাকুন। ঠিকানা: ভাই ভাই মার্কেট, বাস্তা বাস স্ট্যান্ড, সিংগাইর। সময় : প্রতি শনি, মঙ্গল, ব্রিহস্পতি সকাল ১১ টা হতে দুপুর ২ টা। সিরিয়াল এর জন্য - ০১৯৪৫৫৭৬৮৯১।

For any query and Counseling feel free to contact us...
01/12/2020

For any query and Counseling feel free to contact us...

Address

Vai Vai Market, Basta Bus Stand
Singair
1822

Telephone

+8801945576891

Website

Alerts

Be the first to know and let us send you an email when Doctors Point Healthcare and Sonology Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Doctors Point Healthcare and Sonology Center:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram