08/10/2024
                                            জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে কিশোরীদের এইচপিভি টিকার নিবন্ধন কি ভাবে করতে বিস্তারিত পুরো ভিডিওতে.....
এই কর্মসূচির আওতায় ১০ থেকে ১৪ বছর বয়সী; অর্থাৎ পঞ্চম থেকে নবম শ্রেণি পর্যন্ত মেয়ে শিক্ষার্থীরা বিনা মূল্যে এক ডোজ করে টিকা পাবে। রাজশাহী বিভাগের প্রতিটি জেলার মতো সিরাজগঞ্জে
২৪ অক্টোবর ২০২৪ হতে ০৭ নভেম্বর ২০২৪ তারিখ কামারখন্দের প্রতিটি স্কুলে 
এবং ০৯ নভেম্বর হতে ২৪ নভেম্বর পরবর্তী 
৮ দিন কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ইপিআই টিকাদান কেন্দ্রে টিকা দেয়া হবে। বিস্তারিত জানতে নিকটস্হ কমিউনিটি ক্লিনিক, স্বাস্হ্য সহকারী অথবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করুন। 
টিকা গ্রহীতার জন্মনিবন্ধন নাম্বার থাকলে  ভ্যাক্সিনের  নিবন্ধনের জন্য 
https://vaxepi.govt.bd 
অথবা 
প্লেস্টোর থেকে vaxepi vaccine registry app ডাউনলোড করে টিকা কার্ড প্রিন্ট করে সঙ্গে নিয়ে আসুন।
আপনার ১০ থেকে ১৪ বছর বয়সী বাচ্চাকে টিকা দিন,
 জরায়ু মুখ ক্যান্সার প্রতিরোধে সচেষ্ট হোন।                                        
 
                                                                                                     
                                                                                                     
                                                                                                     
                                                                                                     
                                                                                                     
                                                                                                     
                                                                                                     
                                                                                                     
                                                                                                     
                                         
   
   
   
   
     
   
   
  