11/10/2021                                                                            
                                    
                                                                            
                                            সেক্স হচ্ছে ক্ষুধার মতো! ক্ষুধা লাগলে যেমন খাবার দরকার হয়, নারী-পুরুষ একটি নির্দিষ্ট বয়সে উপনীত হলে তাদের মধ্যে যৌন চাহিদা সৃষ্টি হয়। এজন্য প্রতিটি ছেলে মেয়ের সঠিক বয়সে বিবাহ হওয়া উচিত। 😊
আমাদের সমাজে পড়াশোনার নামে, ক্যারিয়ার গড়ার নামে অনেক বেশি বয়সে ছেলে-মেয়েদের বিয়ে দেওয়া হয়, ফলে যৌন চাহিদার বশবর্তী হয়ে ব্যভিচারের পথে পা বাড়ায় যুবক যুবতীরা৷ 😕
ব্যভিচার হবে না কেন? বাবা-মায়েরা ইচ্ছে করেই ছেলেমেয়ের বিয়ে দেরীতে দিচ্ছেন, আপনার মেয়ে অন্য ছেলের সাথে তো পালাবেই ৷ এটা আপনারই কর্মফল৷ 😕
বাবা-মায়ের কাছে এখন বিয়ে হয়ে গেছে কঠিন আর যেনা হয়েছে সহজ৷ অভাবের দোহাই দিয়ে যারা বিয়ে করতে দেরী করেন তাদের সম্পর্কে আল্লাহ্ বলেনঃ
’’চরিত্র রক্ষার জন্য যারা বিয়ে করবে তারা যদি দরিদ্র হয়, তবে আল্লাহ্ নিজ অনুগ্রহে তাদেরকে অভাবমুক্ত করে দিবেন।’’ 😇
আমাদের সমাজে অবস্থা এমন দাড়িয়েছে যে, অল্প বয়সে বিয়ে করতে চাওয়াকে সবাই খারাপ চোখে দেখে। আমাদের সমাজে কেউ কারো বিয়ের কথা শুনলে মানুষ এতাটাই অবাক হয় যে অবৈধভাবে প্রেম ভালোবাসা যেনা করলেও এতোটা অবাক হয়না।
ছেলে বিয়ে করে মেয়েকে খাওয়াবে কি? ধরুন,আজকে আপনি একজন ভালো চাকুরীজীবি প্রতিষ্ঠিত ছেলের সঙ্গে আপনার মেয়েকে বিয়ে দিলেন, দুর্ভাগ্যবশত বিয়ের ২ মাস পরে সে মারা গেলো গেলো তখন কি করবেন?
তাই প্রতিষ্ঠিত নয়, একজন ভালো নামাজি দ্বীনদার ছেলে দেখেই বিয়ে দিন, এতে তারা সাময়িক কিছু করতে না পারলেও তাদের দ্বীনদারীত্বের কারনে আল্লাহর রহমত অবধারিত থাকবে, এবং ভাল একটা কিছুর ব্যবস্থা হবে ইনশাআল্লাহ ।
টাকা পয়সা মানুষ্কে সুখ শান্তি এনে দিতে পারেনা। বিবাহের বয়স হওয়ার পর ছেলেমেয়ে যত ধরনের অবৈধ সম্পর্ক,যেনা ব্যভিচার করবে সেই পাপ ঐ ছেলেমেয়ের পিতার বা অভিবাকের হবে।
অতএব, আপনি ও আপনার সন্তানকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে ও সুন্দর সমাজ গড়তে আপনার সন্তানকে বিয়ে দিয়ে দেন তাড়াতাড়ি।  😍  🥰
 তাই মনের মতো পাত্র বা পাত্রীর সন্ধান পেতে আজই যোগাযোগ করুন : 01319967741