A.S.K Natural Medicinal Store & Health Cere center

A.S.K Natural Medicinal Store & Health Cere center Natural Service Natural Medichine

02/04/2024
30/01/2024

আসসালামু আলাইকুম অরহমাতুল্লাহ। সম্মানিত জে,কে ফাউন্ডেশন এর ভাই বন্ধু ও সুধীজনের অবগতির জন্য নিম্নে ২০২৪ ইং সালের কার্য নির্বাহি কমিটির সদস্য দের নাম প্রদান করা হলো। ১) খ,ম সাকলাইন খন্দকার- প্রেসিডেন্ট। ২) মো; কাওছার হাবিব ভাইস প্রেসিডেন্ট, ৩) মো: কোবাদ হোসেন কোষাধ্যক্ষ ৪) মো: আলমগীর হোসেন সাংগাঠনিক ৫) মো: নজরুল ইসলাম প্রচারসদস্য। তাছাড়াও
তাড়াশ উপজেলার সম্মানিত ইসলামিক সোস্যাল ওয়ার্কার গন এই ফাউন্ডেশনের উপদেষ্টা হিসেবে থাকবেন ইনশাল্লাহ ।
আপনাদের দান,অনুদান, জাকাত, ওশর শতভাগ নিশ্চয়তা সহকারে সামাজিক খাতে ব্যয়িত হবে ইনশাল্লাহ। আপনাদেরই একজন দ্বীনি দায়িত্ব শিল ভাই, খ,ম সাকলাইন খন্দকার ০১৭১০ ৭২১২৫৮.

সকালের প্রার্থনা হওয়া দরকার।
30/01/2024

সকালের প্রার্থনা হওয়া দরকার।

একটি ছাগল প্রদান ও একটি অটো ভ্যান দেবার প্রতিচ্যুতি দিয়ে একজন অসহায় দরিদ্র মানুষের পাশে। তাড়াশ  উপজেলা জে,কে ফাউন্ডেশন।
29/01/2024

একটি ছাগল প্রদান ও একটি অটো ভ্যান দেবার প্রতিচ্যুতি দিয়ে একজন অসহায় দরিদ্র মানুষের পাশে। তাড়াশ উপজেলা জে,কে ফাউন্ডেশন।

29/01/2024

তার কথার চেয়ে কার কথা উত্তম হতে পারে যে আল্লাহর দিকে আহবান জানায় এবং সৎকাজ করে। আর বলে, আমি তো অবশ্যই মুসলিমদের অন্তর্ভুক্ত। (হা-মীম আস-সাজদা : ৩৩)

28/01/2024

يٰبَنِىٓ ءَادَمَ لَا يَفْتِنَنَّكُمُ الشَّيْطٰنُ
হে বনী আদম, শয়তান যেন তোমাদেরকে বিভ্রান্ত না করে
সূরা আল-আ’রাফ: ২৭

25/01/2024

জিন্দানী ডিগ্রী কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল জনাব জিল্লুর রহমান কিছুক্ষণ পূর্বে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রজিউন। মহান আল্লাহ পাক যেন উনাকে বিগত জীবনের সকল গুনাহসমূহ মাফ করে দেন। জান্নাতুলফেরদৌসের মেহমান হোন।শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

24/01/2024

যদি ব্যর্থ হও,তবে সেজদায় পড়ে যাও। সফলতার পথ আল্লাহ দেখাবেন।

24/01/2024

সত্যের সাক্ষ্য কি?

-আল্লাহর পক্ষ থেকে যে সত্য এসেছে বা উদ্ভাসিত হয়েছে, তার সত্যতা দুনিয়ার মানুষের সামনে এমনভাবে প্রকাশ করা যাতে দ্বীনের যথার্থতা প্রমাণীত হয়, এটাই সত্যের সাক্ষ্য।

সত্যের সাক্ষ্য
-সাইয়্যেদ আবুল আ'লা মওদুদী (রা.)

21/01/2024

একজন আদর্শ বাবার
ছেলেকে দেওয়া উপদেশ...
আপনার চোখ খুলে দিবে।
🥰🥰🥰🥰🥰🥰
জুতা সেলাই বা রং করতে চাইলে
মেরামতকারীর দোকানের সামনে
পা বাড়িয়ে দিওনা,
বরং জুতাটা খুলে
নিজে একবার মুছে দিও।

কখনও কাউকে কামলা,
কাজের লোক বা বুয়া বলে ডেকোনা।
মনে রেখো
তারাও কারো না কারো ভাই,
বোন, মা, বাবা।
তাদেরকে সম্মান দিয়ে ডেকো।

বয়স, শিক্ষা, পদ
বা পদবীর দিক দিয়ে
কেউ ছোট হলেও
কখনও কাউকে ছোট করে দেখোনা।
নইলে তুমি ছোট হয়ে যাবে।

পড়াশুনা করে জীবনে উন্নতি করো,
কিন্তু কারো ঘাড়ে পা দিয়ে
উপরে উঠার চেষ্টা করো না।

কাউকে সাহায্য করে
পিছনে ফিরে চেওনা,
সে লজ্জা পেতে পারে।

সব সময় পাওয়ার চেয়ে
দেয়ার চেষ্টা করো বেশি।
মনে রেখো,
প্রদানকারির হাত সর্বদা উপরেই থাকে।

এমন কিছু করোনা
যার জন্য তোমার
এবং তোমার পরিবারের উপর
আঙুল ওঠে।

ছেলে হয়ে জন্ম নিয়েছো,
তাই দায়িত্ব এড়িয়ে যেওনা।

তোমার কি আছে
তোমার গায়ে লেখা নেই।
কিন্তু তোমার ব্যবহারে দেখা যাবে
তোমার পরিবার কোথায় আছে।

কখনও মার কথা শুনে বউকে
এবং বউয়ের কথা শুনে মাকে
বিচারের কাঠগড়ায় দাঁড় করিও না।
কাউকে ফেলতে পারবে না।

কারও বাসায় নিমন্ত্রন খেতে গেলে
বাসায় দু-মুঠো ভাত খেয়ে যেও।
অন্যের পাতিলের ভাতের আশায় থেকো না।

কারো বাসার খাবার নিয়ে
সমালোচনা করো না।
কেউ খাবার ইচ্ছে করে
অস্বাদ করার চেষ্টা করে না।

বড় হবার জন্য নয়,
মানুষ হবার জন্য চেষ্টা করো।

সব সময় ভদ্র ও নম্রভাবে চলো
এবং কথা বলো।
কিন্তু অন্যায়ের সাথে আপোষ করো না।

https://youtu.be/fQVNMT-ifmMhttps://youtu.be/fQVNMT-ifmM
21/01/2024

https://youtu.be/fQVNMT-ifmMhttps://youtu.be/fQVNMT-ifmM

বাংলাদেশ দাওয়াহ সার্কেলের ফেসবুক ও ইউটিউব লাইভ "উন্মুক্ত প্রশ্নোত্তর ও আলোচনা" অনুষ্ঠানে অংশগ্রহণ করে কমেন্টে প....

Address

Shah Sharif Zindani [R] Cadet Academy & Model Hi/School. Naogan Bajar, P/o-Sharifabad, U/p/Tarash, Dist/Shirajganj
Sirajganj
6762

Telephone

+8801710721258

Website

Alerts

Be the first to know and let us send you an email when A.S.K Natural Medicinal Store & Health Cere center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to A.S.K Natural Medicinal Store & Health Cere center:

Share