27/11/2025
#পবিত্র হজ ২০২৬-এর মেডিকেল টিমে নার্সিং কর্মকর্তাদের যোগদানের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
শেষ সময়: ০৩ ডিসেম্বর, ২০২৫। সংশ্লিষ্ট অধিদপ্তর এর বিধিনিষেধ ব্যপারে আমার জানা নাই।তবে আমার মনে হয়,হাজার হাজার সিনিয়র স্টাফ নার্স বেকার বসে আছে। এদের কে অর্থ আয়ের একটা সুয়োগ করে দিলে তো হয়তো।
শর্তাবলি দেখে দ্রুত আবেদন করুন। সবার জন্য শুভকামনা! ❤️