CPHD Group Of Companys Sirajgonj Branch

CPHD Group Of Companys Sirajgonj Branch Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from CPHD Group Of Companys Sirajgonj Branch, Sirajganj.

15/08/2022

নতুন আঙ্গিকে আধুনিক চিকিৎসা সেবা দেওয়ার লক্ষ্য নিয়ে সিরাজগঞ্জের সলঙ্গা থানার আমশড়া জোড়পুকুর বাজারে অবস্থিত সিপ...

সিপিএইচডি সলঙ্গা ডায়াগনস্টিক হেলথ কেয়ার কনসুলেশন লিমিটেড এ মেঝো ভাইজান মোজাদ্দেদি ও মেঝো চাচাজান মোজাদ্দেদি ছাহেব দ্বয়...
15/08/2022

সিপিএইচডি সলঙ্গা ডায়াগনস্টিক হেলথ কেয়ার কনসুলেশন লিমিটেড এ মেঝো ভাইজান মোজাদ্দেদি ও মেঝো চাচাজান মোজাদ্দেদি ছাহেব দ্বয়দের ( চেয়ার ও টেবিল) মোবারক.. 🌹🌹

প্রস্তুত হচ্ছে সিপিএইচডি ডায়াগনস্টিক হেলথকেয়ার ক্লিনিক কনসুলেশন ।তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষকে উন্নতমানের সু চিকিৎসা ...
14/08/2022

প্রস্তুত হচ্ছে সিপিএইচডি ডায়াগনস্টিক হেলথকেয়ার ক্লিনিক কনসুলেশন ।

তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষকে উন্নতমানের সু চিকিৎসা সেবা দিতে প্রস্তুত হচ্ছে সিপিএইচডি ডায়াগনস্টিক হেলথকেয়ার ক্লিনিক কনসুলেশন সিরাজগঞ্জের সলঙ্গা থানাধীন আমশাড়ায়।
খুব শীঘ্রই শুভ উদ্বোধন হবে।

21/07/2022

আপনি কি চুল নিয়ে চিন্তিত???
চিন্তার কোন কারন নাই ।
চুল আপনার সুন্দর করার দায়িত্ব আমাদের, চুল সুন্দর না হলে সুন্দরের পূর্নতা পাই না, তাই মহাভৃঙ্গরাজ তেল আজই ব্যবহার করুন ।
চুলের যেকোন সমস্যা সমাধানের এক অব্যর্থ মহাঔষধ রাজ তেল ।
👉রাজ তেলের কার্যকারীতাঃ
👉চুলের চিকিৎসায় এক অব্যর্থ মহাঔষধ ।
👉এক সপ্তাহ ব্যবহার করলেই রাজতেল এর কার্যকারীতা পাওয়া যায় ।
👉১ মাস ব্যবহার করলে ১০০% চুল পড়া বন্ধ করে ।
👉কোষ জীবিত থাকলে নতুন চুল গজাতে সহায়তা করে ।
👉চুল বৃদ্ধি করে ।
👉চুলকে কোমল, ঘন, উজ্জল ও লম্বা করে ।
👉চুলকে সিলকি করে ।
👉 চুলের গোড়া শক্ত করে ।
👉 চুলের আগা ফাটা রোধ করে ।
👉রাজ তেল ব্যবহারের নিয়মঃ
👉প্যাকেটের গায়ে ব্যবহারের নিয়ম দেওয়া আছে ।
রাজতেল আমাদের দেশীয় প্রাকৃতিক আয়ুর্বেদিক উপাদানে তৈরী, তাই সম্পূর্ন কেমিক্যাল মুক্ত ও শতভাগ পার্শ্বপ্রতিক্রিয়া মুক্ত ।
রাজতেল টি ছেলে মেয়ে উভয়ই ব্যবহার করতে পারবে ।
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঔষধ প্রশাসনের (DGDA) কর্তৃক অনুমোদিত ও লাইসেন্স প্রাপ্ত ।
রাজতেল এর মূল্যঃ ৩৪০ টাকা ।
বিঃদ্রঃ মাত্র ২ দিন ব্যবহার এ রিজাল্ট পাবেন,ইনশাআল্লাহ I

নামাযে দাড়ালে যদি হাটু, পা, গোড়ালির অনেক ব্যাথায় কস্ট হয় তাহলে "আর্থোসল" নামে একটি সিরাপ আছে সেটি খেতে পারেন। প্রথম বা দ...
21/07/2022

নামাযে দাড়ালে যদি হাটু, পা, গোড়ালির অনেক ব্যাথায় কস্ট হয় তাহলে "আর্থোসল" নামে একটি সিরাপ আছে সেটি খেতে পারেন। প্রথম বা দিতীয় বেলা খাওয়ার পরই ব্যাথা ৭৫% চলে যাবে। নামাযে দাঁড়িয়ে শান্তি পাবেন। অনাবিল সুখ অনুভব করবেন।

আর্থোসল সিরাপটির প্রস্ততকারক ও বাজারজাতকারীর নাম সিপিএইচডি আয়ুর্বেদিক লিমিটেড যার লাইসেন্স নাম্বার আয়ু-১২৩

এই গরমে নিজকে সুস্থ রাখতে রিলাক্সভেদ সেবন করুন,,,,, কার্যকারিতা------ঃ১ঃ শরীরের অতিরিক্ত তাপমাত্রা ও মানসিক চাপ    নিয়ন্...
01/05/2022

এই গরমে নিজকে সুস্থ রাখতে রিলাক্সভেদ সেবন করুন,,,,,

কার্যকারিতা------ঃ
১ঃ শরীরের অতিরিক্ত তাপমাত্রা ও মানসিক চাপ নিয়ন্ত্রণে অধিক কার্যকর।
২ঃ অনিদ্রা ও কৃশতায় ( দূর্ভলতা) অধিক কার্যকর।
৩ঃ মৃগীরোগ ও হিট স্টোক নিয়ন্ত্রণ করে।
৪ঃ মানসিক সমস্যা ও উন্মাদ, বায়ু জনিত সমস্যার অধিক কার্যকর ঔষধ।
৫ঃ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে ও শারীরিক, মানসিক শক্তি বৃদ্ধি করে।
৬ঃ প্যারালাইসিস ও স্নায়ু রোগে অধিক কার্যকর ।

পিত্তথলির পাথর রোগটি কোনো লক্ষণ ছাড়াই নীরবে মানব শরীরে বাসা বাঁধে বেশিরভাগ ক্ষেত্রেই মনে করে এটি গ্যাস্ট্রিক এর ব্যাথা।...
04/04/2022

পিত্তথলির পাথর রোগটি কোনো লক্ষণ ছাড়াই নীরবে মানব শরীরে বাসা বাঁধে বেশিরভাগ ক্ষেত্রেই মনে করে এটি গ্যাস্ট্রিক এর ব্যাথা।কিন্তু এই পিত্তথলির পাথর থেকে অনেক জটিলতা সৃষ্টি হয়।

▶️পিত্তথলি বা গল ব্লাডার দেহের ভিতর একটি ছোট্ট থলির মত অঙ্গ যা যকৃতের নিম্নভাগে (পেটের ভেতর ওপরের দিকে ডান অংশে)অবস্থান করে।এর প্রধান কাজ পিত্তরস সংরক্ষণ ও সরবরাহ করা।
পিত্তথলি নিজে রস তৈরি করতে পারেনা।পিত্তরস তৈরি হয় যকৃতে।পরে তা সূক্ষ্ম নালির মাধ্যমে পিত্তথলিতে পৌঁছে।পিত্তথলিতে পিত্তরস থেকে কিছু জল শোষণ করে। পিত্তরসের ঘনত্ব কিছুটা বৃদ্ধি পায় যখন খাদ্য গ্রহণ করা হয় তখন বিভিন্ন মাধ্যমে (যেমন হরমোন ও স্নায়ু)পিত্তথলির মাংসপেশি সংকুচিত হয় এবং পিত্তথলির অপেক্ষাকৃত ঘন পিত্তরস সংকোচনের ফলে খাদ্যনালীতে প্রবেশ করে,যা পরে খাদ্যদ্রব্য হজমে (বিশেষ করে চর্বিজাতীয় খাবার) বিশেষ ভূমিকা রাখে।এক্ষেত্রে অবশ্য কিছু পরিমাণ পিত্তরস সরাসরি যকৃত থেকে সূক্ষ্ম নালীর মাধ্যমে খাদ্যনালীতে প্রবেশ করে। পিত্তথলির পাথর ছোট ছোট দানার মতো হতে শুরু করে মটর শুটির দানার চেয়েও বড় আকৃতির দানাদার বস্তু হিসেবে পিত্তথলির পাথর পাওয়া যায়।এগুলো সাধারণত পিত্তরসের সাথে মিশ্রিত থাকে।
▶️রোগের কারণ/লক্ষণঃ সাধারণত যারা দ্রুত তাদের শরীরের ওজন কমাতে চান তারা পিত্তথলিতে পাথর হওয়া রোগের সম্মুখীন বেশি হন।তাছাড়া জিনগত কারণ ও খাদ্যাভ্যাসের ফলেও পিত্তথলিতে পাথর হতে পারে বেশির ভাগ ক্ষেত্রেই এই রোগ সহজে ধরা পড়ে না।
কখনো দীর্ঘদিন ধরে রোগীর পেটের উপরের অংশে ব্যথা হয় তখন রোগী গ্যাস্টিকের ঔষধ সেবন করে এতে ব্যথা কমে যায় তাই দীর্ঘদিন যাবত রোগের কোন পরীক্ষা করা হয়না। আবার কারো কারো ক্ষেত্রে অতিরিক্ত তৈলাক্ত খাবার ভাজাপোড়া ও চর্বি জাতীয় খাবার খাওয়ার পরে হঠাৎ করেই ব্যাথা শুরু হয়ে যায়,তখন দেখা দেয় তীব্র পেটব্যথা এক্ষেত্রে ব্যাথা হয় পেটের উপরের অংশে, মূলত ডান দিকে,ছড়িয়ে যেতে পারে পিঠের ওপরের দিকেও বমি বমি ভাব থাকে কখনো কখনো বমি হয়ে যায়। হালকা জ্বর দেখা দেয় খেয়াল রাখা দরকার গ্যাস্ট্রিকের ব্যথার মত মনে হলেও পিত্তথলির পাথরের কারণে ব্যথার একটু ভিন্নতা রয়েছে এই ব্যথা সাধারণত এসিডিটিজনিত ব্যাথার চেয়ে তীব্রতর,গ্যাসের ওষুধ সেবন করে ও ব্যথা সম্পূর্ণ উপশম হয় না কয়েক ঘণ্টা থেকে কয়েক দিন পর্যন্ত স্থায়ী হতে পারে।বিস্তারিত জানতে ইনবক্স করুন।

16/03/2022
আসন্ন গরমে পানি কম খাওয়ার কারণে অনেকের জন্ডিসসহ অন্যান্য সমস্যা দেখা দেয় যেমন, টয়লেট না হওয়া,চোখ হলুদ হওয়া,মাথা ঘোরানো,খ...
07/03/2022

আসন্ন গরমে পানি কম খাওয়ার কারণে অনেকের
জন্ডিসসহ অন্যান্য সমস্যা দেখা দেয় যেমন, টয়লেট না হওয়া,চোখ হলুদ হওয়া,মাথা ঘোরানো,খাবার খেতে না পারা,শরীর গরম হয়ে থাকা,পেট ফাঁপা থাকা,ঘুম না হওয়া ইত্যাদি রোগের স্থায়ী সমাধান দিবে, (লিভাভেদ সিরাপ )
ঔষধ পেতে যোগাযোগ করুনঃ
ফোন করুনঃ 01714676607
ডাঃ ওয়াজেদ আলী হেড অব সেলস সিপিএইচডি গ্রুপ অফ কোম্পানি সিরাজগঞ্জ।

সলঙ্গা থানায় সিপিএইচডি আয়ুর্বেদিক লিমিটেডের বিনামূল্যে মেডিকেল সেবা প্রদান করা হয়।আজ সলঙ্গা থানার রতনকান্দি বাজারে সি...
27/02/2022

সলঙ্গা থানায় সিপিএইচডি আয়ুর্বেদিক লিমিটেডের বিনামূল্যে মেডিকেল সেবা প্রদান করা হয়।

আজ সলঙ্গা থানার রতনকান্দি বাজারে সিপিএইচডি আয়ুর্বেদিক লিমিটেডের বিনামূল্যে মেডিকেল সেবা প্রদান করা হয়।

সার্বিক সহযোগিতায় ও পরিচালনায় ছিলেন আল রাফি মেডিসিন এন্ড সিপিএইচডি ডিপার্টমেন্টাল স্টোর।

সিপি এইচডি আয়ুর্বেদিক লিঃ এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পিং চলছে আজ ০২-২-২০২২ইং সিরাজগঞ্জ তারাস উপজেলা মথুরাপুর বাজার ব...
02/02/2022

সিপি এইচডি আয়ুর্বেদিক লিঃ এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পিং চলছে আজ ০২-২-২০২২ইং সিরাজগঞ্জ তারাস উপজেলা মথুরাপুর বাজার বুলবুল মেডিকেল হল
পরিচালনায়=ডাঃ শাহ আলম যুব ফ্রন্ট সাংগঠনিক সম্পাদক সিরাজগঞ্জ জেলা

Address

Sirajganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when CPHD Group Of Companys Sirajgonj Branch posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram