10/08/2025
ভর্তি চলছে! ভর্তি চলছে!! ভর্তি চলছে!!!
📣📣ওরাকল নার্সিং এডমিশন প্রোগ্রামে ভর্তি চলছে📣📣
🔰 কেন নার্সিং কোর্সে ভর্তি হবেন?
১. সরকারি নার্সিং শিক্ষা প্রতিষ্ঠানে নামমাত্র খরচে পড়াশোনার সুযোগ।
২. মানবিক ও বাণিজ্য শাখা থেকে নার্সিং-এ পড়ার সুযোগ।
৩. বিদেশে উচ্চ শিক্ষা বা ডিগ্রি লাভের জন্য বৃত্তি নিয়ে পড়ার সুযোগ।
৪. নার্সিং-এ গ্রাজুয়েশনের পর এমএসসি, পিএইচডিসহ দেশি-বিদেশি ডিগ্রি লাভের সুযোগ।
৫. সিনিয়র স্টাফ নার্স হিসেবে বাংলাদেশ সরকারের ১০ম গ্রেডে (দ্বিতীয় শ্রেণি) চাকুরির সুযোগ।
৬. পদোন্নতির মাধ্যমে প্রথম শ্রেণির কর্মকর্তা হওয়ার সুযোগ।
৭. বিএসসি ইন নার্সিং করে বিসিএস দিয়ে বিসিএস পররাষ্ট্র, বিসিএস প্রশাসন, বিসিএস পুলিশ, বিসিএস কাস্টমস, বিসিএস কর-সহ জেনারেল ক্যাডার অফিসার হওয়ার সুযোগ।
৮. জেনারেল শিক্ষার্থীদের ন্যায় সরকারি চাকুরিতে আবেদন ও চাকুরি লাভের সুযোগ।
৯. দেশে নার্সিং-এর পাঠ্যসূচিতে আন্তর্জাতিক কারিকুলাম অনুসৃত হওয়ায় উন্নত রাষ্ট্রে রয়েছে কর্মসংস্থানের সুযোগ।
১০. দেশে কর্মসংস্থানের ব্যাপক সুযোগ।
ভর্তির বিস্তারিত তথ্য জানতে:
অফিস: ওরাকল BCS নুর প্লাজা ৩য় তলা, ২নং খলিফা পট্টি সিরাজগঞ্জ।
☎️☎️01778808091, 01919616143