Lab Care Diagonostick Center , Sirajganj

Lab Care Diagonostick Center , Sirajganj Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Lab Care Diagonostick Center , Sirajganj, Hospital, Munshi Meherullah Road , Puran Post. Office Road, Sirajganj.

ল‍্যাব কেয়ার ডায়াগনস্টিক সেন্টার , সিরাজগঞ্জ , যা সিরাজগঞ্জে অবস্থিত ও সিরাজগঞ্জ জেলার মধ‍্যে সর্বাধিক জনপ্রিয়।
এটি ল‍্যাব কেয়ার ডায়াগনস্টিক সেন্টার , সিরাজগঞ্জ এর অফিশিয়াল ফেসবুক পেজ।

16/09/2025

সুপ্রিয় সিরাজগঞ্জবাসী, আসসালামু আলাইকুম।
ক্যামফোর্ড স্কুল সিরাজগঞ্জ এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই, আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
আপনারা জেনে আনন্দিত হবেন যে, ক‍্যামফোর্ড স্কুল, সিরাজগঞ্জ প্রতিষ্ঠিত হয়েছে পিছিয়ে পড়া মানুষের শিক্ষার মানকে এগিয়ে নেওয়ার জন্য।

যেখানে দরিদ্র জনগোষ্ঠী টাকার অভাবে পড়াশোনা করতে বা তাদের সন্তানকে পড়াশোনা করাতে পারে না—আমরা চাই সবার সন্তান সমান সুযোগ পাক। এই লক্ষ‍্যে, আমরা তাদের জন্য সুশিক্ষার এক সু-ব্যবস্থা করেছি। সমাজে পরিবর্তন আনার জন‍্যই আমাদের এই ব‍্যাতিক্রমধর্মী শিক্ষাব‍্যবস্থা।

যেকোনো ভালো কিন্ডারগার্ডেন স্কুলে ভর্তির সময় দিতে হয় ভর্তি ফি, সেশন ফি, উন্নয়ন ফি এবং অন্যান্য ফি বাবদ বিশাল ডোনেশন। এছাড়াও প্রতিমাসে সুউচ্চ মূল্যের বেতন তো আছেই!
যা অনেক মধ‍্যবিত্ত পরিবারের জন্য অত্যন্ত কষ্টদায়ক।

এই কথা চিন্তা করে ল্যাব কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের অঙ্গ প্রতিষ্ঠান ক‍্যামফোর্ড স্কুল সিরাজগঞ্জ চালু করেছে এক ব্যতিক্রমধর্মী শিক্ষাব‍্যবস্থা—
যেখানে লাগবে না কোনো ভর্তি ফি, সেশন ফি, উন্নয়ন ফি এবং অন‍্যান‍্য ফি।
শুধু নামমাত্র মাসিক বেতন দিয়ে আপনার সন্তানকে পড়ানো হবে, যা অন্য যেকোনো কিন্ডারগার্ডেন স্কুলের চেয়েও অনেক কম।আমাদের মূল উদ্দেশ্য, সহজলভ্য শিক্ষা সবার জন্য।

আমাদের রয়েছে—

একঝাঁক সুশিক্ষিত, মেধাবী, তরুণ ও অভিজ্ঞ শিক্ষকমন্ডলী।

স্কুল কার্যক্রম পরিচালনার জন‍্য রয়েছেন—

৩০ বছরের অভিজ্ঞতাসম্পন্ন MPO ভুক্ত হাইস্কুলের সদ‍্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক।

২৫ বছর কিন্ডারগার্ডেন স্কুল পরিচালনা করা অভিজ্ঞতাসম্পন্ন পরিচালক।

আরো রয়েছে, আমাদের বটবৃক্ষ, ল‍্যাব কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক পর্ষদ।

মনে রাখবেন—
প্রতিটি ক্লাসে আসন সংখ্যা মাত্র ২০ টি।
যারা আগে আসবেন, তারাই শুধু এই বিশেষ সুযোগটি পাবেন।
সময় খুবই কম, তাই সিদ্ধান্ত নিন এখনই!

আরো একটি কথা—
যেসকল ছাত্র/ছাত্রী ক‍্যামফোর্ড স্কুল সিরাজগঞ্জ এ পড়াশোনা করবে, তাদের ও তাদের পরিবারের স্বাস্থ্যের কথা চিন্তা করে ল্যাব কেয়ার ডায়াগনস্টিক সেন্টার এর পক্ষ থেকে যেকোনো স্বাস্থ্য পরীক্ষার ওপরে ২৫% বিশেষ ডিসকাউন্ট, যা শুধুমাত্র আমাদের ক‍্যামফোর্ড পরিবারের জন‍্যই।

তাই আর দেরি নয়—আপনার স্নেহের সন্তান বা ছাত্র-ছাত্রীকে ভর্তি করাতে আজই যোগাযোগ করুন—
ক্যামফোর্ড স্কুল, মোক্তারপাড়া, সিরাজগঞ্জ।

07/09/2025
আগামীকাল শুক্রবার যেসব বিশেষজ্ঞ ও অভিজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন :
04/09/2025

আগামীকাল শুক্রবার যেসব বিশেষজ্ঞ ও অভিজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন :

আগামীকাল বৃ্হস্পতিবার যেসব বিশেষজ্ঞ ও অভিজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন :
30/07/2025

আগামীকাল বৃ্হস্পতিবার যেসব বিশেষজ্ঞ ও অভিজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন :

10/07/2025

জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি

ল‍্যাব কেয়ার ডায়াগনস্টিক সেন্টার , সিরাজগঞ্জ-এ অতি শীঘ্রই একজন এক্স-রে টেকনিশিয়ান এবং একজন ডাক্তার অ্যাটেনডেন্ট (মহিলা) নিয়োগ দেওয়া হবে।

যোগ্য ও আগ্রহী প্রার্থীদের অতি শীঘ্রই ল‍্যাব কেয়ার ডায়াগনস্টিক সেন্টার , সিরাজগঞ্জ-এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।

ঠিকানা : মুন্সি মেহেরউল্লাহ সড়ক , বাজার পোস্ট অফিসের সামনে , সিরাজগঞ্জ।
মোবাইল : 01720-145622

সিরাজগঞ্জে নিয়মিত রোগী দেখছেন, প্রতি শুক্রবার, সকল প্রকার জটিল ও কঠিন চর্ম ও যৌন রোগের চিকিৎসা নিতে চলে আসুন, ল্যাব কেয়া...
07/07/2025

সিরাজগঞ্জে নিয়মিত রোগী দেখছেন, প্রতি শুক্রবার,
সকল প্রকার জটিল ও কঠিন চর্ম ও যৌন রোগের চিকিৎসা নিতে চলে আসুন, ল্যাব কেয়ার ডায়াগনস্টিক এন্ড কন্সালটেশন সেন্টার, সিরাজগঞ্জে

রোগী দেখছেন,
ডাঃ আখতারুল আলম আজাদ।
এমবিবিএস ( ঢাকা), বিসিএস (স্বাস্থ্য)
ডিডিভি (পিজি হাসপাতাল), সিসিডি (বারডেম)

সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান (চর্ম ও যৌন)
টিএমএসএস মেডিকেল কলেজ, বগুড়া।

সাবেক সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান (চর্ম ও যৌন)
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, বগুড়া ও
পাবনা মেডিকেল কলেজ, পাবনা।

সিরিয়ালের জন্যঃ
০১৭৪০-৯৩০১৮২
০১৭২০-১৪৫৬২২
০১৭১২-৫২৬৩৬৩

প্রতি বৃহস্পতিবার বিকাল থেকে রোগী দেখছেন মেডিসিন ও গ‍্যাস্ট্রোএন্টারোলজী বিশেষজ্ঞ ডাঃ জে, এম, আরিফুল ইসলাম। এফসিপিএস ( ম...
17/06/2025

প্রতি বৃহস্পতিবার বিকাল থেকে রোগী দেখছেন মেডিসিন ও গ‍্যাস্ট্রোএন্টারোলজী বিশেষজ্ঞ ডাঃ জে, এম, আরিফুল ইসলাম।
এফসিপিএস ( মেডিসিন )
ডক্টরেট অব গ‍্যাস্ট্রোএন্টারোলজী।
তাই আর দেরী না করে , আজই আপনার রোগীর সিরিয়াল ও বিস্তারিত তথ‍্যের জন‍্য যোগাযোগ করুন :
ল‍্যাব কেয়ার ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার , সিরাজগঞ্জ
মুন্সি মেহেরউল্লাহ সড়ক , বাজার পোস্ট অফিসের সামনে সিরাজগঞ্জ
মোবাইল: 01740-934082 , 01720-145622
হটলাইন : 02588831682

নিয়মিত রোগী দেখছেন আমাদের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ ডাক্তারগণ
29/05/2025

নিয়মিত রোগী দেখছেন আমাদের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ ডাক্তারগণ

Address

Munshi Meherullah Road , Puran Post. Office Road
Sirajganj

Opening Hours

Monday 09:00 - 19:30
Tuesday 09:00 - 19:30
Wednesday 09:00 - 19:30
Thursday 09:00 - 19:30
Friday 07:00 - 22:00
Saturday 09:00 - 19:30
Sunday 09:00 - 19:30

Website

Alerts

Be the first to know and let us send you an email when Lab Care Diagonostick Center , Sirajganj posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram