DR Bonoshree Saha Bintu

DR Bonoshree Saha Bintu Gynae & Obs Physician & Surgeon

বিশ্ব ল্যাবরেটরি দিবসের শুভেচ্ছা!এই দিনে আমরা তাদের স্মরণ করি, যারা বিজ্ঞানের পথে গবেষণা, আবিষ্কার ও পরীক্ষা-নিরীক্ষার ম...
23/04/2025

বিশ্ব ল্যাবরেটরি দিবসের শুভেচ্ছা!
এই দিনে আমরা তাদের স্মরণ করি, যারা বিজ্ঞানের পথে গবেষণা, আবিষ্কার ও পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে মানবকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। সকল ল্যাব টেকনিশিয়ান, বিজ্ঞানী ও গবেষকদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা।
ডা.বনশ্রী সাহা বিনতু
এমবিবিএস(রাজ)
পিজিটি (গাইনি ও অবস)
গাইনী, প্রসূতি রোগ চিকিৎসক ও সার্জন।

নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন!নতুন বছর আপনাদের  জীবনে বয়ে আনুক সুখ, শান্তি, সাফল্য ও সমৃদ্ধি।শুভ বাংলা নববর্ষ!
14/04/2025

নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন!
নতুন বছর আপনাদের জীবনে বয়ে আনুক সুখ, শান্তি, সাফল্য ও সমৃদ্ধি।
শুভ বাংলা নববর্ষ!

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আপনাকে ও আপনার পরিবারকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আসুন, এই বিশেষ দিনে একে অপরের প্রতি সহমর্মিতা ও...
30/03/2025

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আপনাকে ও আপনার পরিবারকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আসুন, এই বিশেষ দিনে একে অপরের প্রতি সহমর্মিতা ও ভালোবাসা প্রদর্শন করি।
এই ঈদ বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। আপনার জীবন ভরে উঠুক আনন্দ ও আশার আলোয়।

ঈদ মোবারক

ডা.বনশ্রী সাহা বিনতু
এমবিবিএস, পিজিটি (গাইনি ও অবস)
গাইনী, প্রসূতি, বন্ধ্যাত্বও স্ত্রী রোগ চিকিৎসক এবং সার্জন।

বিনম্র শ্রদ্ধায় মহান স্বাধীনতা দিবসে সবাইকে স্বাধীনতার এই গৌরবময় দিনে শুভেচ্ছা জানাই। ২৬শে মার্চ আমাদের গর্বের দিন, মুক...
26/03/2025

বিনম্র শ্রদ্ধায়
মহান স্বাধীনতা দিবসে সবাইকে স্বাধীনতার এই গৌরবময় দিনে শুভেচ্ছা জানাই। ২৬শে মার্চ আমাদের গর্বের দিন, মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ ও সাহসের দিন। আসুন, সবাই মিলে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করি এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলি।

ডা. বনশ্রী সাহা বিনতু
এমবিবিএস, পিজিটি (গাইনি ও অবস)
গাইনী,প্রসূতি, বন্ধ্যাত্ব ও স্ত্রী রোগ চিকিৎসক এবং সার্জন।

লিজেন্ডারি  চিকিৎসক, প্রসূতি ও গাইনোকোলজি বিশেষজ্ঞ অধ্যাপক ড. টি এ চৌধুরীর স্যারের মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি। ত...
09/03/2025

লিজেন্ডারি চিকিৎসক, প্রসূতি ও গাইনোকোলজি বিশেষজ্ঞ অধ্যাপক ড. টি এ চৌধুরীর স্যারের মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি। তার মৃত্যু চিকিৎসা ও শিক্ষাক্ষেত্রে এক অপূরণীয় ক্ষতি।

অধ্যাপক টি এ চৌধুরী চিকিৎসা সেবায় যে অমূল্য অবদান রেখেছেন, তা জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তিনি শুধুমাত্র একজন চিকিৎসকই নন, বরং শিক্ষার্থীদের জন্য ছিলেন অনুপ্রেরণার বাতিঘর। তার দক্ষতা, মানবিকতা ও চিকিৎসা সেবায় নিবেদিতপ্রাণ দৃষ্টিভঙ্গি তাকে এ দেশের চিকিৎসা অঙ্গনে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে।

আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

আন্তর্জাতিক নারী দিবসে শুভেচ্ছা🌸 আন্তর্জাতিক নারী দিবসে সকল নারীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন! 🌸এই বিশেষ দিনে আমর...
08/03/2025

আন্তর্জাতিক নারী দিবসে শুভেচ্ছা

🌸 আন্তর্জাতিক নারী দিবসে সকল নারীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন! 🌸

এই বিশেষ দিনে আমরা উদযাপন করি নারীর শক্তি, সংগ্রাম, সাফল্য ও সম্ভাবনাকে। সমাজ, পরিবার, কর্মক্ষেত্র এবং প্রতিটি ক্ষেত্রে নারীরা অসামান্য অবদান রেখে চলেছেন। তাদের প্রত্যেকটি পদক্ষেপ আমাদের জন্য অনুপ্রেরণা।

নারীর সম্মান, অধিকার ও সমতার জন্য এগিয়ে আসুন।
একটি সুন্দর, সমতাভিত্তিক ও সহানুভূতিশীল সমাজ গঠনে আমাদের সম্মিলিত প্রচেষ্টাই পারে নারীদের জন্য একটি নিরাপদ ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তুলতে।

💜 শুভ আন্তর্জাতিক নারী দিবস! 💜
"নারী শক্তি, নারীর গৌরব—গড়ব নতুন বিশ্ব তরুণ প্রভাত!"

ডা. বনশ্রী সাহা বিনতু
এমবিবিএস, পিজিটি (গাইনি ও অবস)
গাইনী, প্রসূতি ও স্ত্রীরোগ চিকিৎসক ও সার্জন।

বয়সন্ধি বা puberty হল সেই সময়, যখন একটি মেয়ে শারীরিক ও মানসিকভাবে প্রাপ্তবয়স্ক হয় এবং তার শরীরে অনেক পরিবর্তন ঘটে। বয়সন্...
29/01/2025

বয়সন্ধি বা puberty হল সেই সময়, যখন একটি মেয়ে শারীরিক ও মানসিকভাবে প্রাপ্তবয়স্ক হয় এবং তার শরীরে অনেক পরিবর্তন ঘটে। বয়সন্ধিকালে মেয়েদের সাদা স্রাব (Leucorrhea) হওয়া সাধারণত একটি স্বাভাবিক প্রক্রিয়া, যা শরীরের প্রাকৃতিক পরিবর্তনের অংশ। এটি যোনি থেকে স্রাব বের হওয়ার প্রক্রিয়া, যা মেয়েদের হরমোনাল পরিবর্তন ও শারীরিক বিবর্তনের সঙ্গে সম্পর্কিত।
বয়সন্ধিকালে সাদা স্রাবের গুরুত্ব:
• শরীরের পরিস্কার রাখা: স্রাব শরীরের অপ্রয়োজনীয় পদার্থ এবং ব্যাকটেরিয়া বা ময়লা থেকে যোনিকে পরিষ্কার করতে সাহায্য করে। এটি সঠিকভাবে যোনির স্বাস্থ্য রক্ষা করে।
• হরমোনাল পরিবর্তনের সূচনা: সাদা স্রাব হরমোনের ভারসাম্য পরিবর্তনের একটি স্বাভাবিক লক্ষণ, যা মেনার্চুয়েশন বা ঋতুস্রাবের পূর্বে দেখা দিতে পারে।
• যোনির স্বাস্থ্য রক্ষা: স্রাব যোনির আর্দ্রতা বজায় রাখে এবং আর্দ্রতা কম থাকলে যোনিতে চুলকানি বা শুষ্কতার সমস্যা হতে পারে।
বয়সন্ধিকালে সাদা স্রাবের পরামর্শ:
• সুস্থ জীবনযাপন: স্বাস্থ্যকর খাবার, পর্যাপ্ত ঘুম, এবং নিয়মিত শারীরিক ব্যায়াম সঠিক হরমোনাল ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।
• স্বচ্ছতা বজায় রাখা: স্রাব হতে পারে, তবে যোনি পরিষ্কার রাখতে হবে। স্বাস্থ্যকর ডিটারজেন্ট এবং গরম পানি দিয়ে নিয়মিত গোসল করুন, কিন্তু যোনি অঞ্চলে খুব বেশি সাবান ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়।
• আন্ডারগারমেন্ট পরিধান: ফাইবার থেকে তৈরি সুতির প্যান্টি পরা, যা শ্বাস নিতে দেয় এবং আর্দ্রতা শোষণ করে, স্রাবের কারণে আর্দ্রতা কম করতে সাহায্য করে।
• হরমোনের পরিবর্তন বুঝে চলা: বয়সন্ধিকালে ঋতুস্রাব শুরু হওয়ার আগের সময় এবং হরমোনাল পরিবর্তনগুলো মেনে চলা গুরুত্বপূর্ণ। হরমোনের অস্বাভাবিকতার কারণে স্রাবের পরিমাণ বা গন্ধ বদলাতে পারে।
সাদা স্রাবের চিকিৎসা বা নির্দেশনা:
• অস্বাভাবিক গন্ধ, রঙ বা ব্যথা: যদি স্রাবের গন্ধ অস্বাভাবিক (মাছের মতো বা পচা গন্ধ) হয়, বা গা dark ় রঙের হয় এবং এর সাথে ব্যথা বা চুলকানি থাকে, তবে এটি সম্ভবত একটি সংক্রমণের ইঙ্গিত হতে পারে, যেমন ফাঙ্গাল ইনফেকশন বা ব্যাকটেরিয়াল ভ্যাজিনোসিস। এই ক্ষেত্রে, একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।
• অতিরিক্ত স্রাব: যদি স্রাব খুব বেশি হয়ে যায় এবং আপনার দৈনন্দিন জীবনযাত্রায় অসুবিধা সৃষ্টি করে, তবে এটি কোনো underlying রোগের লক্ষণ হতে পারে, যেমন যোনির ফাঙ্গাল ইনফেকশন বা হরমোনের অস্বাভাবিকতা।
• দ্রুত চিকিৎসা নেওয়া: যদি স্রাবের সাথে যোনিতে জ্বালাপোড়া, ব্যথা, তীব্র গন্ধ বা চুলকানি থাকে, তবে দ্রুত চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা উচিত।

এটা খুবই গুরুত্বপূর্ণ যে, শারীরিক পরিবর্তনের সময় মেয়েরা তাদের শরীর সম্পর্কে সচেতন থাকা এবং কোনো অস্বাভাবিক লক্ষণ দেখা দিলে সময়মতো চিকিৎসকের পরামর্শ নেয়া।
সংগ্রহীত

সুখবর, সুখবর, সুখবর মেয়েদের বয়সন্ধিকালের সমস্যা, মাসিকের সমস্যা, প্রজনন সমস্যা, যৌন সংক্রমিত রোগ, পেটের নিচের ব্যথা, গ...
23/01/2025

সুখবর, সুখবর, সুখবর
মেয়েদের বয়সন্ধিকালের সমস্যা, মাসিকের সমস্যা, প্রজনন সমস্যা, যৌন সংক্রমিত রোগ, পেটের নিচের ব্যথা, গর্ভকালীন যত্ন, সংক্রমণের চিকিৎসা, পরিবার পরিকল্পনা ও গর্ভনিরোধের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে পরামর্শ দেওয়াসহ গাইনী সংক্রান্ত বিভিন্ন রোগের চিকিৎসা ও পরামর্শ প্রদান করছেন-

🎇 গাইনি, প্রসূতি, বন্ধ্যাত্ব ও স্ত্রী রোগ চিকিৎসক এবং সার্জন
ডা. বনশ্রী সাহা বিনতু
এমবিবিএস, পিজিটি (গাইনী ও অবস্)
সিসিডি (বারডেম, ঢাকা )
ট্রেইনিং ইন আইইউডি ও ইমপ্লান্ট
ডিএমইউ(আলট্রাসনোগ্রাফি)


▶️ রোগী দেখার সময়: প্রতি শুক্রবার সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা

▶️ বিস্তারিত জানতে বা ডাক্তারের অ্যাপয়েনমেন্ট পেতে কল করুন: ০১৭১১১৮০৯৭৫...................................................................................................
🔻 ঠিকানা:
এপেক্স হসপিটাল কমপ্লেক্স
ভূইয়াগাতী বাসস্ট্যান্ড সংলগ্ন (পশ্চিম পাশে) সলঙ্গা, রায়গঞ্জ, সিরাজগঞ্জ।
যোগাযোগ :০১৭৫৫৫০৬৬২০ , ০১৭২৩১৪৩০৬৯

আপনাদের সুপরিচিত গাইনী, প্রসূতি, বন্ধ্যাত্ব ও স্ত্রীরোগ চিকিৎসক এবং সার্জন ডা.বনশ্রী সাহা বিনতু। তিনি নিয়মিত এপেক্স হসপি...
13/01/2025

আপনাদের সুপরিচিত গাইনী, প্রসূতি, বন্ধ্যাত্ব ও স্ত্রীরোগ চিকিৎসক এবং সার্জন ডা.বনশ্রী সাহা বিনতু। তিনি নিয়মিত এপেক্স হসপিটাল কমপ্লেক্স রোগী দেখেন সপ্তাহে প্রতি শুক্রবার সকাল ১০টা হতে বিকেল ৪ টা পর্যন্ত এবং অপারেশন করেন।

বিস্তারিত জানতে যোগাযোগ করুন :
এপেক্স হসপিটাল কমপ্লেক্স ভূঁইয়াগাতি বাস স্ট্যান্ড (পশ্চিম পার্শ্বে) সলঙ্গা, রায়গঞ্জ, সিরাজগঞ্জ।
মোবাইল :০১৭৫৫৫০৬৬২০, ০১৭২৪৬০৫৯৫৯(ম্যানেজার)

WISH YOU ALL, HAPPY NEW YEAR 🎇 2025 🎇
31/12/2024

WISH YOU ALL, HAPPY NEW YEAR 🎇 2025 🎇

গর্ভবস্থায় ৫ টি বিপদ চিহ্ন:গর্ভকাল অন্য সময়ের চেয়ে আলাদা। মনে রাখতে হবে, এই এসময় একই দেহে দু’টি প্রাণের বসত। জন্মদান ...
20/12/2024

গর্ভবস্থায় ৫ টি বিপদ চিহ্ন:
গর্ভকাল অন্য সময়ের চেয়ে আলাদা। মনে রাখতে হবে, এই এসময় একই দেহে দু’টি প্রাণের বসত। জন্মদান প্রক্রিয়াও জটিল। বিশ্বস্বাস্থ্য সংস্থা অনুযায়ী বাংলাদেশের মাতৃমৃত্যু ও শিশুমৃত্যু হার আগের তুলনায় অনেক কমেছে কিন্তু এখনও যে পর্যায়ে আছে তা যথেষ্ট উদ্বেগের। গর্ভকালীন মাকে বাড়তি যত্ন নিতে পুষ্টিহবে তার পরিবার থেকে। মায়ের ও অনাগত শিশুর নিশ্চিত করতে হবে। তবে নিচের পাঁচটি বিষয় গর্ভবতীর মধ্যে থাকলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে হবে। সেগুলো হলো :
১. হঠাৎ রক্তপাত শুরু হলে :
প্রসবের সময় ছাড়া গর্ভাবস্থায় যেকোনো সময় রক্তক্ষরণ বা প্রসবের সময় বা প্রসবের পর খুব বেশি রক্তক্ষরণ বা গর্ভফুল না পড়া বিপদের লক্ষণ। এ রকম পরিস্থিতির সৃষ্টি হলে মাকে দ্রুত নিকটস্থ ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। মনে রাখতে হবে অতিরিক্ত রক্তক্ষরণ হলে মা সকে (shock) চলে যাবে অথবা বাচ্চা এবং মা দু’জনের মৃতু হতে পারে।
২. খিচুনি হলে :
গর্ভাবস্থায়, প্রসবের সময় বা প্রসবের পর যেকোনো সময় যদি খিচুনি দেখা দেয় তবে দেরি না করে সঙ্গে সঙ্গে বিশেষায়িত হাসপাতালে মাকে ভর্তি করাতে হবে। খিচুনি একলামসিয়ার (eclampsia) প্রধান লক্ষণ। তাই দ্রুত পদক্ষেপ ও চিকিৎসায় বাচ্চা এবং মা দু’জনের জীবনকেই রক্ষা করতে পারে। তা না হলে এ রোগে দু’জনই মারা যেতে পারে।
৩. চোখে ঝাপসা দেখা বা তীব্র মাথাব্যথা হলে :
গর্ভাবস্থায়, প্রসবের সময় বা প্রসবের পর শরীরে পানি আসা, খুব বেশি মাথাব্যথা বা চোখে ঝাপসা দেখা পাঁচটি প্রধান বিপদ চিহ্নের মধ্যে একটি। তাই এ ব্যাপারে মায়েদের বিশেষ সতর্ক থাকতে হবে। যদিও গর্ভাবস্থায় মায়ের পায়ে সামান্য পানি আসা খুব একটা অস্বাভাবিক নয়। একটু রেষ্ট নিলে এ পানি চলেও যায়। কিন্তু যদি পায়ে অতিরিক্ত পানি আসে এবং অস্বস্তির সৃষ্টি করে ও পা ভারি হয়ে আসে তবে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করা উচিত।
৪. ভীষণ জ্বর হলে :
গর্ভাবস্থায় বা প্রসবের পর জ্বর বা দুর্গন্ধযুক্ত স্রাব প্রধান বিপদ চিহ্নের একটি। বিশেষ করে গর্ভাবস্থায় যদি কেঁপে কেঁপে ভীষণ জ্বর আসে এবং প্রসাবের সময় জ্বালাপোড়া হয় তবে তা অনেক সময় মূত্রনালির সংক্রমণের ইঙ্গিত বহন করে। সময়মতো উপযুক্ত চিকিৎসা যেমন শিবায় এন্টিবাওটিক দিলেই অল্প সময়ে এ জটিলতা দূর হয়ে যায়।
৫. বিলম্বিত প্রসব হলে :
প্রসবব্যথা যদি ১২ ঘণ্টার বেশি হয় অথবা প্রসবের সময় যদি বাচ্চার মাথা ছাড়া অন্য কোনো অঙ্গ বের হয়ে আসে, তবে বাসাবাড়িতে প্রসবের চেষ্টা না করে সবারই উচিত মাকে নিকটস্থ ডাক্তারের কাছে নিয়ে যাওয়া। বিলম্বিত প্রসব হলে জন্মের পর শিশুর শ্বাসকষ্ট ও খিচুনি হতে পারে।

⬛ গর্ভবতীকে লক্ষ রাখতে হবে :
গর্ভবতী মায়েদেরও কিছু বিষয়ে বিশেষ সতর্ক থাকতে হবে গর্ভে শিশুর নড়াচড়া
গর্ভাবস্থায় সাধারণত মা ১৬ থেকে ২০ সপ্তাহের,(মানে ৫ থেকে ৬ মাসের) মধ্যে বাচ্চার নড়াচড়া অনুভব করেন। পেটের ভেতর বাচ্চা ঘুমায় ও খেলা করে, যার অনুভূতি মা বাইরে থেকে বুঝতে পারেন। বাচ্চার নড়াচড়ার একটা নির্দিষ্ট সীমা এবং সময় রয়েছে যা শুধু মা-ই অনুভব করেন। ১২ ঘন্টায় কমপক্ষে১০ বার গর্ভের শিশুর নড়াচড়া স্বাভাবিক। এর কোনো ব্যতিক্রম হলে মা সেটা খুব দ্রুত বুঝতে পারেন। বাচ্চার নড়াচড়া কম হলে ডাক্তারকে দেখানো উচিত। গর্ভে শিশুর কম নড়াচড়া মানে শিশুর শ্বাসকষ্ট হচ্ছে, এমন অবস্থায় দরকার হলে হাসপাতালে ভর্তি ও অক্সিজেন নিতে হবে।

⬛ নিয়মিত গর্ভকালীন চেক-আপ
গর্ভাবস্থায় প্রথম ৩০ সপ্তাহে (মানে ৭ মাস) নূন্যতম প্রতি মাসে একবার এবং ৩০ সপ্তাহের পর প্রতি সপ্তাহে একবার করে মাকে ডাক্তার দেখানো উচিত। প্রতি চেক আপে ডাক্তার গর্ভবতীর ওজন, রক্তশূন্যতা, পায়ে পানি আসা, রক্তচাপ, বাচচার পজিশন নিশ্চিত করবেন। নিয়মিত গর্ভকালীন চেক-আপ করা জরুরি চেক-আপের মাধ্যমে এই ৫ টি বিপদ থেকে মুক্ত থাকা যাবে।

তথ্য সংগ্রহ:
ডা.বনশ্রী সাহা বিনতু
গাইনী, প্রসূতি ও স্ত্রীরোগ চিকিৎসক সার্জন
এপেক্স হসপিটাল কমপ্লেক্স
ভূইয়াগাতী বাসস্ট্যান্ড সংলগ্ন, রায়গঞ্জ, সিরাজগঞ্জ।

Address

FP34+QQP, Goshala Road
Sirajganj
6700

Website

Alerts

Be the first to know and let us send you an email when DR Bonoshree Saha Bintu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share