Sagor

Sagor আমি একজন রক্তযোদ্ধা �
রক্তের প্রয়োজনে , অথবা রক্তদান করতে
01799-676215 যোগাযোগ করুন।

29/07/2025
14/11/2024

রক্তদান শেষে আমাদের বিদায় দেবার সময় রোগীর ছেলে আমাদের জরিয়ে ধরে #কান্না_করে_দিলেন, ভাইটির মায়ের জন্য দোয়া চাইলেন 🤲

আলহামদুলিল্লাহ ❤️❤️
মানবতার ডাকে সাড়া দিয়ে ১ম বারের মতো 🅰️➕ লাল ভালোবাসা দান করলেন রক্তযোদ্ধা প্রিয় #সবুজ ভাই । সিরাজগঞ্জ জেলা থেকে আমরা আজকে গিয়েছিলাম নাটোর বড়াইল ডায়াগনস্টিক সেন্টারে ।

আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ফুলজোড় রক্ত দান সংগঠন রায়গঞ্জ, সিরাজগঞ্জ এর মাধ্যমে ১৯৯৫ ব্যাগ রক্তদান করতে সক্ষম হয়েছি আমরা !!

01/11/2024

ঢাকা মিরপুর -১
এ নেগেটিভ রক্তদাতা প্রস্তুত আছেন, প্রয়োজনে স্বরণ করবেন।
01799-676215

19/10/2024

আলহামদুলিল্লাহ ❤️❤️
#খাদ্য_সামগ্রী পেয়ে আনন্দে চোঁখের পানি ঝরিয়েছে ৬ মাস আগে স্বামী হারানো দরিদ্র মল্লিকা (৫২) চাচি।

সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসি ইউনিয়ন এর গঙ্গারামপুর গ্রামের দরিদ্র মল্লিকা চাচিকে নিয়ে ফেসবুকে পোস্ট করলে ফেসবুক বন্ধুদের অর্থায়নে মোট সংগ্রহ হয় ৪০৭৯/- টাকা ।

#আয়ের_হিসাব
১. লাস্ট ৪৫৭৯ থেকে নগদে = ৭৯/- টাকা
২.লাস্ট ২১৫৫ থেকে বিকাশে=৫০০/- টাকা
৩.প্রবাসী আলমগীর ভাই বিকাশে =৩০০০/-টাকা
৪.রক্তযোদ্ধা আল মামুন ভাই বিকাশে=৫০০/-
সর্বমোট= ৪০৭৯/- টাকা
#ব্যায়ের_হিসাব
১. চাউল ৫০ কেজি= ২৯০০/- টাকা
২. মুসুর ডাল ১ কেজি = ১১০/- টাকা
৩. সয়াবিন তেল ১ কেজি = ১৭০/-টাকা
৪.বয়লার মুরগি ১কেজি৮০০ গ্রাম = ৩২০/-টাকা
৫.রাধুনি মসলা ১ প্যাকেট = ২০/- টাকা
৬.জিরা মসলা = ২০/- টাকা
৭.হলুদের গুঁড়া = ৩০/- টাকা
৮. আলু ২ কেজি = ১২০/- টাকা
৯. পিঁয়াজ ১ কেজি = ১২০/- টাকা
১০. রসুন ২৫০ গ্রাম = ৬০/- টাকা
১১.আদা ২৫০ গ্রাম = ৫০/- টাকা
১২. লাইফবয় সাবান ১টি = ৪৫/-টাকা
১৩.চাকা সাবান ১ টি = ২৫/- টাকা
১৪. বিকাশ খরচ= ৮০/- টাকা
১৫. গাড়ি ভাড়া= ৪০/- টাকা
-----------------------------------------------
মোট খরচ = ৪১৩৫/- টাকা
মোট আয় = ৪০৭৯/- টাকা

আপনারা যারা অর্থ দিয়ে পোস্ট শেয়ার করে এবং শ্রম দিয়ে সার্বিক ভাবে সহযোগিতা করেছেন, আপনাদের সবার জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া ও ভালোবাসা রইল 🤲❤️ মহান আল্লাহ তায়ালা আপনাদের দান কে কবুল করুক 🤲

আজকের এই মানবিক কাজে আমরা কিছুই না , আমরা মাত্র মাধ্যমে হিসেবে আপনাদের আমানত গুলো সঠিক ভাবে পৌঁছে দিয়েছি ।

আজকের এই মানবিক কাজে সার্বিক ভাবে সহযোগিতা করেছেন ফুলজোড় রক্ত দান সংগঠন রায়গঞ্জ, সিরাজগঞ্জ সন্মানিত উপদেষ্টা প্রিয় বড় ভাই হাসিনূর পাংগাশীর ভাই ❤️ রক্তযোদ্ধা Md. Moynul ভাই ❤️ স্থানীয় এলাকাবাসী ।

19/10/2024

দয়া করে আর কেউ টাকা পাঠাবেন না 🙏🙏
আলহামদুলিল্লাহ ❤️❤️
মল্লিকা চাচির জন্য মোট ৪০৭৯/- টাকা সংগ্রহ হয়েছে।

হিসাব
১. লাস্ট ৪৫৭৯ থেকে নগদে = ৭৯/- টাকা
২.লাস্ট ২১৫৫ থেকে বিকাশে=৫০০/- টাকা
৩.প্রবাসী আলমগীর ভাই বিকাশে =৩০০০/-টাকা
৪.রক্তযোদ্ধা আল মামুন ভাই বিকাশে=৫০০/-

সর্বমোট= ৪০৭৯/- টাকা

ইনশাআল্লাহ খুব দ্রুত আপনাদের আমানত অসহায় দরিদ্র মল্লিকা চাচির বাড়িতে বাজার পৌঁছে দিয়ে আসবো ।

17/10/2024

#জরুরী ভিত্তিতে কিছুদিনের #খাদ্য_সামগ্রী প্রয়োজন

সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসি ইউনিয়ন এর গঙ্গারামপুর গ্রামের ছোট্ট ৮ বছরের নাবালক সন্তান কে নিয়ে মানবতার জীবন যাপন করছেন, ৬ মাস আগে স্বামী হারা অসহায় বিধবা মল্লিকা(৫২) চাচি ।

১ বেলায় চুলোয় আগুন জ্বললেও জ্বলে না আরেক বেলা । ঠিক মতো ২ বেলা ভাত জোটে না অসহায় বিধবা মল্লিকা চাচির এবং তার ছোট্ট ছেলে সন্তানের মুখে 🥺🥲

দয়া করে আপনারা সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে বিধবা মল্লিকা চাচির জন্য কিছু দিনের খাদ্য সামগ্রীর ব্যাবস্থা করে দিবেন 🙏🙏

আপনারা যে যা পারেন ৫/১০/২০/১০০/৫০০/১০০০ টাকা দিয়ে সহযোগিতা করবেন 🙏

সহযোগিতা পাঠানোর মাধ্যম 👇
⛔⛔ বিকাশ/নগদ -পারসোনাল
মোঃ সাঈদী হাসান (সাগর)
স্বেচ্ছাসেবী ফুলজোড় রক্ত দান সংগঠন রায়গঞ্জ, সিরাজগঞ্জ ।

Address

Sirajganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sagor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Sagor:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category