19/10/2024                                                                            
                                    
                                                                            
                                            আলহামদুলিল্লাহ ❤️❤️ 
 #খাদ্য_সামগ্রী পেয়ে আনন্দে চোঁখের পানি ঝরিয়েছে ৬ মাস আগে স্বামী হারানো দরিদ্র মল্লিকা (৫২) চাচি। 
সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসি ইউনিয়ন এর গঙ্গারামপুর গ্রামের দরিদ্র মল্লিকা চাচিকে নিয়ে ফেসবুকে পোস্ট করলে ফেসবুক বন্ধুদের অর্থায়নে মোট সংগ্রহ হয় ৪০৭৯/- টাকা । 
 #আয়ের_হিসাব 
১. লাস্ট ৪৫৭৯ থেকে নগদে = ৭৯/- টাকা 
২.লাস্ট ২১৫৫ থেকে বিকাশে=৫০০/- টাকা
৩.প্রবাসী আলমগীর ভাই বিকাশে =৩০০০/-টাকা
৪.রক্তযোদ্ধা আল মামুন ভাই বিকাশে=৫০০/-
                            সর্বমোট= ৪০৭৯/- টাকা 
 #ব্যায়ের_হিসাব 
১. চাউল ৫০ কেজি= ২৯০০/- টাকা 
২. মুসুর ডাল ১ কেজি = ১১০/- টাকা 
৩. সয়াবিন তেল ১ কেজি = ১৭০/-টাকা 
৪.বয়লার মুরগি ১কেজি৮০০ গ্রাম = ৩২০/-টাকা
৫.রাধুনি মসলা ১ প্যাকেট = ২০/- টাকা 
৬.জিরা মসলা = ২০/- টাকা 
৭.হলুদের গুঁড়া = ৩০/- টাকা 
৮. আলু ২ কেজি = ১২০/- টাকা 
৯. পিঁয়াজ ১ কেজি = ১২০/- টাকা 
১০. রসুন ২৫০ গ্রাম = ৬০/- টাকা 
১১.আদা ২৫০ গ্রাম = ৫০/- টাকা 
১২. লাইফবয় সাবান ১টি = ৪৫/-টাকা 
১৩.চাকা সাবান ১ টি = ২৫/- টাকা 
১৪. বিকাশ খরচ= ৮০/- টাকা 
১৫. গাড়ি ভাড়া= ৪০/- টাকা 
-----------------------------------------------
       মোট খরচ = ৪১৩৫/- টাকা 
      মোট আয় = ৪০৭৯/- টাকা 
আপনারা যারা অর্থ দিয়ে পোস্ট শেয়ার করে এবং শ্রম দিয়ে সার্বিক ভাবে সহযোগিতা করেছেন, আপনাদের সবার জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া ও ভালোবাসা রইল 🤲❤️ মহান আল্লাহ তায়ালা আপনাদের দান কে কবুল করুক 🤲 
আজকের এই মানবিক কাজে আমরা কিছুই না , আমরা মাত্র মাধ্যমে হিসেবে আপনাদের আমানত গুলো সঠিক ভাবে পৌঁছে দিয়েছি । 
আজকের এই মানবিক কাজে সার্বিক ভাবে সহযোগিতা করেছেন ফুলজোড় রক্ত দান সংগঠন রায়গঞ্জ, সিরাজগঞ্জ সন্মানিত উপদেষ্টা প্রিয় বড় ভাই হাসিনূর পাংগাশীর ভাই ❤️ রক্তযোদ্ধা Md. Moynul ভাই ❤️ স্থানীয় এলাকাবাসী ।