15/09/2025
                                            “মৃত প্রিয়জনের জন্য দোয়া—এটাই ইসলামের পথ 💔”
কিন্তু! 
“আমাদের সমাজে অনেক সময় ৩ দিন, ৪০ দিন বা শালেগি বিশেষ আয়োজন করা হয়। কিন্তু কুরআন ও সহীহ হাদীসে এর নির্দেশ নেই—এগুলো সাংস্কৃতিক রীতি। আল্লাহ বলেন,
> ‘আর তোমরা নিজেদের জন্য যা নেকি অগ্রসর করবে, তা আল্লাহর কাছে পাবে।’ (সূরা বাকারা 2:110)
রাসূল ﷺ বলেছেন,
> ‘মানুষ মারা গেলে তার সব আমল বন্ধ হয়ে যায়, শুধু তিনটি ছাড়া: সদকা জারিয়া, উপকারী জ্ঞান এবং নেক সন্তান যে তার জন্য দোয়া করে।’ (সহীহ মুসলিম, হাদীস 1631)
প্রিয়জন হারালে অশ্রু ঝরা স্বাভাবিক, কিন্তু সর্বোত্তম কাজ হলো—তার জন্য দোয়া করা, কুরআন তেলাওয়াত করা ও সদকা করা। এভাবেই তার আত্মার জন্য উপকার হয়। 🌸”                                        
 
                                                                                                     
                                                                                                     
                                                                                                     
                                         
   
   
   
   
     
   
   
  