DMF. Md. Shamim Reza

DMF. Md. Shamim Reza শিশু-কিশোর, মেডিসিন, চর্মরোগ
ডি.এম.এফ (ঢাকা)
মেডিকেল অ্যাসিস্ট্যান্ট
রেজিস্টার্ড প্র্যাকটিশনার
বি.এম.ডি.সি রেজিঃ নং: ডি ৭৫১৪

প্রায় ১৫০০ বছর আগে থেকেই রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানে ...."আহমদ ইবন মুহাম্মদ (রহঃ) ..... আবদুল্লাহ্...
14/04/2025

প্রায় ১৫০০ বছর আগে থেকেই রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানে ....

"আহমদ ইবন মুহাম্মদ (রহঃ) ..... আবদুল্লাহ্‌ ইবন বুরায়দা (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি আবূ বুরায়দা (রাঃ)-কে বলতে শুনেছি যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ মানব দেহে তিন শত ষাটটি জোড়া আছে। কাজেই, তাদের উচিত প্রত্যেক জোড়ার জন্য কিছু সাদাকা দেয়া। তখন সাহাবীগণ জিজ্ঞাসা করেনঃ হে আল্লাহ্‌র নবী! এরূপ করতে কে সক্ষম? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ মসজিদ থেকে থুথু ইত্যাদি পরিষ্কার করা, রাস্তা হতে কষ্টদায়ক বস্তু সরানো- এ সবই সাদাকা। আর যদি তুমি এরূপ করতে না পার, তবে চাশতের সময় দু'রাকাত সালাত আদায় করলে, তা তোমার জন্য যথেষ্ট হবে।"

http://www.hadithbd.com/hadith/link/?id=37258

Boycott Israel product permanently.
07/04/2025

Boycott Israel product permanently.

নলকা মোড় সংলগ্ন, নলকা, সিরাজগঞ্জ।মুসফিরাহ্ মেডিকেল কেয়ারে নিয়মিত রোগী দেখছেন........
30/03/2025

নলকা মোড় সংলগ্ন, নলকা, সিরাজগঞ্জ।
মুসফিরাহ্ মেডিকেল কেয়ারে নিয়মিত রোগী দেখছেন........

গরমের এই সময় বাচ্চাদের মধ্যে উচ্চ মাত্রায় সংক্রামক (একজন থেকে অন্যজনে ছড়ানো) ব্যাকটেরিয়া জনিত একটি চর্মরোগ।প্রতিরোধে...
25/03/2025

গরমের এই সময় বাচ্চাদের মধ্যে উচ্চ মাত্রায় সংক্রামক (একজন থেকে অন্যজনে ছড়ানো) ব্যাকটেরিয়া জনিত একটি চর্মরোগ।

প্রতিরোধের উপায়:

১. খুব ভালোভাবে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা। বিশেষ করে সাবান দিয়ে হাত ধোয়া।

২. এ রোগের চিকিৎসা শুরুর পর হতে এক সপ্তাহ স্কুল / অন্য বাচ্চাদের থেকে দূরে থাকা।

চিকিৎসা: নির্দিষ্ট অ্যান্টিবায়োটিক মলম এবং ট্যাবলেট ব্যবহার করতে হয়।

25/03/2025

শিশু কিশোর, মেডিসিন, চর্মরোগের সুচিকিৎসা!!
নলকা মোড় সংলগ্ন, নলকা, সিরাজগঞ্জ।

19/03/2025

আমরা চুপ হয়ে আছি, অথচ আমাদের সন্তানদের ওরা নিষ্ঠুর ভাবে হ_ত্যা করছে!!!!
আমাদের কাপুরুষতাকে মেনে নিয়ে চুপ হয়ে আছি। হে আল্লাহ, তাদেরকে প্রতিহত করার প্রবল বাসনা ও সামর্থ্য আমাদেরকে দান করুন। সরকারি ভাবে ইস-রাইলের বিরুদ্ধে কঠোর নিন্দা জানানোর আহ্বান জানাচ্ছি। টানা ১ মাস তাদের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা করার জন্য সকল দায়িত্ববান মহলকে অনুরোধ করছি।

Address

Nalka
Sirajganj
6700

Telephone

+8801737108019

Website

Alerts

Be the first to know and let us send you an email when DMF. Md. Shamim Reza posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to DMF. Md. Shamim Reza:

Share